ইউটিউব বন্ধ –অতঃপর- যুক্তি তর্কহীন শেষ সমাধান- ইউটিউব চাই, ইউটিউব চাইনা


আসসালামুআলাইকুম,

১. পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে অপমান করার চেস্টা এবং তার প্রতিক্রিয়াঃ আজকে আমি একটি জটিল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা সকলেই জানি আমাদের দেশ সহ বেশ কয়েকটি দেশে ইউটিউব বন্ধ করা হয়েছে প্রিয় নবী (সঃ) কে হেয় করার চেস্টা করার কারণে। এনিয়ে পাকিস্তানে বেশ কয়েকটি প্রাণহাণিও ঘটেছে । আজকে যোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়া হয়।

সারা বিশ্বেই মুসলমান দেশগুলোর একি দশা।

 

২. আমাদের কি করার উচিত?ঃ মুসলমান হিসেবে আমাদের সত্যের মাপকাঠি হযরত মুহাম্মদ (সঃ) কে হেয় করার চেস্টায় কি করা উচিৎ? অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিৎ কারণ এটা আমাদের ঈমানী দায়িত্ব। কিন্তু  আমরা যা করছি তা আমাদের দেশের জন্যও অকল্যাণকর।আজকে যদি আমরা আমাদের দেশের পুলিশের গাড়িতে আগুন না দিয়ে আগুন দিতে পারতাম ঐ সিনেমার অভিনেতা –পরিচালক বা স্পন্সরের গাড়িতে? তাহলে একে যৌক্তিক বলা যেত। আমরা যদি মারামারি করে মুসলমানই মারি তাহলে আমাদের মুসলমানদের লাভটা হলো কোথায়?? আমরা কি ঐ জানোয়ারদের গায়ে একটি আঁচড়ও আঁকতে পেরেছি??আমরাই ‍যদি এত উগ্র হই তবে তারা তো বছর বছর একটি কাহিনী ঘটাবে আর আমরা নিজেরাই নিজেদের মাথা ফাটিয়ে ধ্বংস হয়ে যাব। আর ওরা বুলেট না ছুঁড়ে এটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে।

আমাদের তো ওআইসি সহ আরো নানা সংগঠনও আছে ? তারা কি করছে?? কই দুটি মুসলিম দেশতো এ নিয়ে আলোচনা করেছে এমন কথা শুনিনি??

তাছাড়া সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব প্রায় অচল । কই তারা তো বলেনি আমরা কোন ইহুদি রাষ্ট্রে তেল দিবনা???

আমি রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর বিপক্ষে কথা বলবনা । তবে তা হবে শুধুই মানববন্ধন।মানুষকে দুর্ভোগে ফেলা ইসলামে নেই। ইসলাম শান্তির ধর্ম।

তবে আরো ভালো রাস্তায় না নেমে ঘরে বসে প্রতিবাদ করা । এবং এটিই সাধারণ জণগণের শ্রেষ্ঠ প্রতিবাদ।

যেমন- https://www.techtunes.io/hacking/tune-id/152799

৩.রাস্তায় নেমে কি লাভ হয়েছে? কার্য়ত ক্ষতি ছাড়া কোন লাভ হয়েছে এমন কোন প্রমাণ কেউ দি তে পারবেনা

৪.কারা রাস্তায় নেমেছে? এই প্রশ্নের জবাব হলো কওমী মাদরাসার ছাত্র শিক্ষক । তবে কিছু সাধারণ জনতাও এতে অংশগ্রহণ করেছে।

৫.ওনাদের কাজ কারবার: কোরবানী ঈদে গরু জবাই নিশ্চয় সবাই হুজুরদের দ্বারাই করিয়ে থাকেন? কেউ কি একটি গরু জবাই করার পর আরেকটি গরু জবাই করার পূর্বে রক্তমাখা ছুরিটি ধুয়ে নিতে দেখেছেন? অথচ তারাই ফতোয়া দেয় রক্তমাখা ছুরির জবাইয়ে পশু খাওয়া ছহী শুদ্ধ হবে না।(মাসিক মদিনা – জানুয়ারী ২০১২ পৃষ্ঠা ৪৯)। তারমানে এযাবৎ যতবার কোরবানী দিয়েছেন তা কবুল হয়নি একমাত্র হুজুরদের কারণে।

লালসালু, হুজুর কেবলা, গো কা দেওতা ইত্যাদি গল্প পাওয়া যায় আমাদের বাংলা সাহিত্যে যাতে হুজুরদের ধর্ব্যবসায় কতটা নির্মম তা বোঝা যায়। আবুল মনসুর আহমদের নায়েবে আমীর গল্পে আমরা দেখি জানাযার নামাজে দুই হুজুরের দ্বন্ধ জুতা মারামারির কাহিনী।  আর এজন্যই বাংলায় পড়লে নাস্তিক হয়ে যায়!!!

আমি স্বাগত জানাই  ঢাকা ইউনিভার্সিটির সিদ্ধান্তকে স্বাগত জানাই (বাংলা সহ ৮ টি বিষয় মাদ্রাসা ছাত্রদের না দেয়া)

৬.সবাই কি এ রকম?? উত্তর অবশ্যই না । শিক্ষিত অনেক আলেম আছে যাদের সাথে কথা বললেই ভালো লাগে।হাদিসে আছে আসমানের খূঁটি হচ্ছে মুমিন গণ। পিলার না থাকলে যেমন ছাদ ধ্বসে পড়ে তেমনি মুমিন না থাকলে আকাশ ধ্বসে পড়ত।

৭.ইউটিউব বন্ধ করা কতটা যুক্তিসংগত? কথা হলো আমরা সঠিকভাবে ইউটিউব চালাতে পারছি না। কিন্তু কেন? ইউটিউবের অপরাধ কোনটা? ভিডিওটি রিমোভ করা হয়নি ওটা? এটা হাস্যকর ব্যতিত আর কিছু নয়। তাহলে শুধু ইউটিউব কেন? গুগলওতো ওই হারামির লিস্টে থাকে?? নাকি?? তাহলে গুগল, ব্লগার, জি-মেইল এগুলো বন্ধ করলনা কেন?? এর পক্ষে যুক্তি দেখিয়ে অনেকে বলেছেন মাথা ব্যাথা হলে আমরা মাথা ব্যাথার ঔষধ খাই মাথাটা কেটে ফেলি না।

ধরুন আপনাদের ফ্যামেলিতে আপনি আপনার ১ ভাই ২ বোন আর আপনার মা আছেন। বাবা নেই অপরদিকে আপনারা সবাই অপ্রাপ্ত বয়স্ক । যার ফলে আপনারা সবার চাচার বাসায় থাকেন এবং খান। হঠাৎ একদিন আপনার চাচা আপনার মাকে কিছু বাজে কথা শুনাল। আপনার মা কি করবেন?? শুধু কথা বাদ দিয়ে থাকা খাওয়া সবই আগের মত করবেন? হাস্যকর।।।

আপনার খাবার প্লেটটি একটি মলের ড্রেনে পড়ল আর ঐ ড্রেন থেকে যতদিন প্লেট টি উঠাতে পারছেন না, ততদিন ঐপ্লেটে খাওয়া যাবে না। ঠিক তখন থেকেই খাওয়া যাবে যখন প্লেটটি ঐ ড্রেন থেকে তোলা হবে!!

আপনাদের যুক্তি তো তাই বলে। তাহলে আসুন ছাড়লে একেবারেই গুগল, জিমেইল , ফেসবুক  ইউটিউব ছাড়ি।

 

৮.কেন ইউটিউব থেকে ভিডিও সরানো হলো না?: আমরা সকালেই জানি ইউটিউবের মালিক ইহুদি।  http://www.nngov.com/pressroom/press-releases/greenbrothers  http://en.wikipedia.org/wiki/YouTube   আর হাদিসে আছে ইহুদিরা মুসলমানদের চির শত্রু। তাহলে??? এতদিন ধরে ইহুদিদের সামগ্রী ব্যবহার করেছেন কিসের জন্য??

আমরা মুসলমানরা কি পারিনা মুসলমানদের একটি সার্চ ইন্ঞিন বানাতে? পারিনা আমাদের মুসলিম টিউব বানাতে? উত্তর হলো- পারি কিন্তু বানাবো না। কারণ পকেটের পয়সা রিস্কে চলে যাবে আর মুসলমানরাও ইউটিউব ছেড়ে মুসলিম টিউবে আসবে না।

৯.কেন নবীকে অবমাননা করা হলো? আল্লার হাবীব কে কেন তিনি এ পরিস্থিতিতে ফেলবেন? – তসলিমা নাসরিন বলেছে- মুসলমানদের ঐক্যবদ্ধ করতে ঘন ঘন ইসলাম বিরোধী কাজকর্ম করা দরকার। ভাই আমাদের ঈমান কতটুকু? চল্লিশ বছর নামাজ পড়েছেন অথচ- সামি আল্লাহুলিমান হামিদা- অর্থ জানিনা। জানার চেস্টা থাকলে তো জানব?? কি করতে পারব? দু তিন দিন চিল্লা ফাল্লা ছাড়া কিছু হবে? কই আমাদের দেশেওত আল্লার হাবীবকে কার্টৃন দ্বারা হেয় করার চেষ্টা করা হয়েছে? তখনতো গুগল ইউটিউব ছিল না?? নিজ দেশের হারামীদের কে কি করতে পেরেছেন??

এখন একেবারে উঠে পড়ে লেগেছেন ইউটিউব ব্যবহার করলে জাহান্নামে যেতে হবে??

মনে আছে একদিন আপনারাই বলেছেন ইংরেজি শেখা হারাম?

[[[এখন নতুন করে শুনছি জাকির নায়েক ভ্রান্ত আক্বীদা প্রচার করছেন- মাসিক আদর্নারী, ফেব্রুয়ারী ২০১২ - পৃষ্ঠা ৯. যাই হোক এ ব্যাপারে বিশেষ কিছু বলছি না। কারণ আমি উর্দু জানিনা টিউনারদের অবগতির জন্য লিখলাম]]]

১০. ফেসবুকে আল্লাহ পরিচয়ে পেজ: তবে ফেসবুক বন্ধ করা হচ্ছে কবে? যে ঈমানের জন্য ইউটিউব বাদ ঠিক সে ঈমানের জন্য ফেসবুকও বাদ দিন।

আল্লাহ পরিচয়ে পেজের লিংক   http://www.facebook.com/allahbd

মহানবী কে ব্যাঙ্গ করে পেজ- http://www.facebook.com/sexymohammad

এসম্পর্কিত টিউন -https://www.techtunes.io/news/tune-id/152252

এরকম আরো অনেক পেজ আছে ফেসবুকে যে গুলো বাঙলাতে পোস্ট করে থাকে।

আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই  প্লাটফর্ম থেকে। অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের আইটি সেক্টরকে পিছিয়ে দেয়া থেকে বিরত থেকে অনতি বিলম্বে  ইউটিউবকে উন্মুক্ত করে দেয়া হোক। অন্যথায় আপনারা ইসলামিক দেশগুলো মিলে বিকল্প গুগল- ইউটিউব তৈরি করে সত্যিকারের প্রতিবাদ করে দেখিয়ে দিন।

১১. সত্যি করে বলুন তো আজকে গুগলে কয়বার সার্চ দিয়েছেন?

কয়বার জি-মেইলে মেইল পাঠিয়েছেন?

ফেসবুকে লগইন করেছেন?

গুগল এডসেন্স ব্যবহার বন্ধ করেছেন কি?

তাহলে এ কেমন প্রতিবাদ? তর্কের খাতিরে তর্ক না ২ নাম্বার কাজটি করতে পারেন কিনা দেখুন।

আমার টিউন না পড়েই অনেকে গালি গালাজ করছেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। এতেই প্রমাণিত হয় আমাদের চরিত্র কেমন?

তার একটি উদাহরণ দিচ্ছি মাত্র-  মনে রাখবেন আপনার মনে মহানবীর জন্য যে মায়া তার চেয়ে আমার কোন অংশে কম নয়। তবে মূর্খের মত কাজ করার কারণেই এই বিশ্বে মুসলমানদের আজ এই  করুন অবস্থা।সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুণ আমাদের থাকা প্রয়োজন।

আর আমাদের বাঙালীর পরিচয় বোঝার জন্য নিচের ছবিটিউ যথেষ্ট

আশাকরি আমার মতামতের ভুল ত্রুটি তুলে ধরবেন।

ধন্যবাদ।

ফেসবুকের এই পেজ থেকে সংগৃহীত- http://facebook.com/marksitbd

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনার ভাইয়ের সাথে সম্পুর্ন সহমত । মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা কোনো সমাধান না তেমনি রাস্তায় নেমে ভাংচুর করাও সমাধান হতে পারে না । উল্টো এতে নিজের দেশের ক্ষতি । জবাব দিতে হবে বুদ্ধি দিয়ে !

“কই আমাদের দেশেওত আল্লার
হাবীবকে কার্টৃন দ্বারা হেয় করার চেষ্টা করা হয়েছে?
তখনতো গুগল ইউটিউব ছিল না?? নিজ দেশের হারামীদের
কে কি করতে পেরেছেন??”


এই কথাটির কোন রেফারেন্স দেন নাই কেন ? রেফারেন্স থাকলে দেন না থাকলে মুছে ফেলুন লেখাটি । উক্ত লেখাটি ছাড়া বাকি সব ভাল লাগছে । ধন্যবাদ । ।

আপনার কথা গুলো বেশ যুক্তিযুক্ত।কিন্তু কয়েকটা জায়গায় আপনার ভুল ছিল আমার মনে হয়।১মে কওমী মাদ্রাসার কথা বলে।২য় তসলিমা নাসরিনের কথা বলে।কারণ আমার মনে হয় আপনিও চান ইসলাম বিরোধী কাজ বারবার হোক।না হলে এই কথা বলতেন না।
আর আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা গুগল বা ইউটিউবের মত সাইট তৈরী করতে না পারা।আমাদের টেকটিউনসে অনেক বড় বড় বাঘা টিউনার আছে তারাও তো বানাতে পারে।আমরা/আপনারা একসাথে থাকলে তা অবশ্যই সম্ভব।
ইউটিউব কেন ইউজ করা যাবেনা?তার উত্তর:
(সবার কাছে একটা বিশেষ অনুরোধ ।
আজকে ২২/০৯/২০১২ থেকে আগামি৭ দিন
পর্যন্ত GOOGLE এবং YOUTUBE
ব্যাবহার থেকে বিরত থাকার
চেষ্টা করুণ ।
বাংলাদেশে হয়তো YOUTUBE বন্ধ রাখা হয়েছে । কিন্তু অন্যান্য
দেশের মুসলিম ভাই এবং বোন দের
কাছে আহ্বান করছি দয়া করে অন্ততএই
কয়টা দিন এই ২ টা সাইট থেকেবিরত
থাকুন ।এতে করে ওদের(youtube
google ) rating কমে যাবে । যাওদের স্টক মার্কেটে প্রভাব পরবে ।গুগল
এবং ইউ
টিউব আমরা এই জন্য বয়কটের
কথা বলছি কারন তারা আমাদেরপ্রিয়
নবীজিকে নিয়ে কটাক্ষ
করে নির্মিত ভিডিও টা রিমুভকরছেনা ।
আমরা তাদের কে জানিয়ে দিতেচাই
মুসলিমরা শান্তি বজায় রেখে কোন
রক্তপাত ছাড়াও প্রতিবাদ করতে পারে ।
যদি এই মেসেজ
টা পরতে এবং শেয়ার করতে আপনাদের ৫ মিনিটেরও
কম সময় লাগে তাহলে দয়া করে
সবাই মেসেজ টা যার যার
বন্ধুদেরকে পাঠাতে পারেন ।
বা নিজ নিজ ওয়ালে শেয়ার
করতে পারেন । তাইলেইকেবল আমরা পরকাল এ মহান
আল্লাহ তালা যখন আমাদের
কে জিঘাসা করবে যে তার প্রিয়
নবীকে নিয়ে যখন freedom of
speech এর নামে কটাক্ষ
করা হয়েছে তার কি প্রতিবাদকরেছিলা ম তার জবাব দিতে পারবো।
দয়া করে এড়িয়ে যাবেন না)
[তথ্যসংগ্রহ:BD All Mobile Problem Solution]

    @Homo sapiens: সাতদিন পরে আরার ওই ইউটিউব? এখন গুগল ব্যবহার করেন??
    ছাড়লে আজীবণের জন্য ছাড়ুন ৭ নাম্বার প্যারাটি আপনি আবার পড়েন

ভাই এখনি keyboard টিপে টিপে আঙ্গুল ফুলাইয়েন না!!! সামনে ত আরও লেখতে হবে!!!

এইটা ত Just শুরু… (আসলে শুরু ত অনেক আগেই হইসে, যাই হোক)

দেখেননা আর কত কি হয়!!! এমন আজব আজব জিনিস অমুসলিম রা করবে, যে কেউ কল্পনাও কখন করে নি।

আজকে একটা ছবি বানিয়েছে, আমরা কিছুই করতে পারছিনা… প্রতিবাদ চলবে, একসময় প্রতিবাদ থেমে যাবে।
আখন যদি কিছু করা না যায়, তবে আগামিতে আরও ছবি হবে… তখন প্রতিবাদও হবে gradually কম… একদিন বিষয়টা স্বাভাবিক হয়ে উঠবে। (আল্লাহ আমাদের রক্ষা করুন)

আজকে Media তাদের, অস্ত্র তাদের, শিক্ষা তাদের, তথ্য তাদের, টাকা তাদের, চিকিৎসা তাদের, ক্ষমতা তাদের -এমন কি আপনি যে কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করছেন, যে শিক্ষা বাবস্থার মধ্য দিএ বেড়ে উঠেছেন -সব তাদের গড়া।

আজকে প্মৃথিবীতে ৭ বিলিয়ন মানুষের মধ্যে মুসলিম ২.১ বিলিয়ন… সে তুলনায় পৃথিবীতে তাদের যতটা প্রভাব বা ক্ষমতা বা দাবি যেটাই বলেন, থাকা উচিৎ ছিল, তা কি আছে?

এই মুহূর্তে সবচে জরুরি ছিল at least একটা গ্রহণযোগ্য নেতৃত্বর, তাও কি আমাদের আছে?

নাই!!!!

So get ready for more!!!

একসময় প্রতিবাদ করতে করতে গলায় থাকবেনা জোর, দেখতে দেখতে চোখ হবে কানা, আর সব সহ্য করতে করতে চামড়া হবে গণ্ডারের মত, কোন বিচার বুদ্ধিও থাকবে না… এটাই ত তারা চায়!!!

আর বাঙ্গালির কথা নাই বললাম… ওটাতো আপনিই ভাল লিখেছেন…

কবি নজরুল যেন মুহূর্তের কথাই কবিতায় বলেছিলেন–

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।

ভাইয়া আপনি জানেন কিনা জানি না তবে আপনি যে বললেন Youtube বন্দ করে লাভ কি হবে তাই না, ভাইয়া একটা কথা হল লাভ ছাড়া গাধাও মালামাল বয় না এই প্রবাদ তট জানেন তাই না। ঠিক তেমনি আমাদের দেশ সহ আর বিভিন্ন দেশ থাকে Youtube প্রতিদিন লাখ লাখ মিলিয়ন ডলার উপার্জন করত কিন্ত সেইখানে আজকে Youtube এর প্রতিদিন ইনকাম করতাছে মাত্র কয়েক ডলার আর সবচে বড় সোখ হচ্ছে টাকার সোখ। আর আমাদের দেশের সরকার যেটা করছে সাটা ঠিক করছে কারন Youtube তাদের সেয়ার বাজারে লস খাইলে আপনা থেকেয় Video Clip টা remove করে আবার ফিরে আসবে।

    @Tanveer Ahmed: শুধু ইউটিউবের ভিডিও রিমোভ করেই কাজ শেষ?? আন্দোলন তো আমেরিকার বিরুদ্ধে করার দরকার? সব দোষ ইউটিউবের?
    আর আমি আপনার সাথে একমত না । গুগল ইউটিউব ডিঙিয়ে যাবার মত ক্ষমতা এখন পর্যন্ত কারো নেই । শুধু দেখেন গুগল ই তার সব সেবা আমাদের দেশের জন্য নিষিদ্ধ করে দেয় কিনা

Level 0

khub valo tune korsen arif vai. ami ki tune ta onno kothao share korte pari?

Level 0

thanks……..

Level 0

আপনিতো দেখছি রীতিমত ইউটিউবের অবিচ্ছেদ্য অংশ।কত টাকা ঘুষ দিছে ইউটিউব? জানালে খুশি হব।

    @abu taleb: কত বললে খুশি হবেন? আমি আর আপনি টিটি তে একই দিন জয়েন করেছি । অনেক মিল আছে আপনার আমার । প্রোফাইল দেখেই আমি অবাক!! আপনিও দেখে নিতে পারেন। আপনার মনে কষ্ট ‍দিবনা , কত বললে আপনার চলবে???

Level 0

jotil likhchen,,,,keu keu faltu bokbok korbe….oidike kan na dilei colbe..

    @Moniirr: ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য। আপনার মত আমিও জানি আমাদের দেশের এ দুর্গতি কেন।

ভাই আপনি কী বামপন্থী কোন দলের সদস্য নাকি?? কওমী মাদরাসার ছাত্র শিক্ষক রাস্তায় নেমেছে কিন্তু আপনি কেন নামেননি?? মহানবী (সঃ) কি শুধু কওমী মাদ্রাসার?? শুধু ইউটিউব বন্ধ করাতেই এত বড় লেখা লিখে ফেললেন বলুনতো ঐ অপকমের প্রতিবাদে কয়টা লাইন লিখেছিলেন?? একবারো কী রাস্তায় নেমেছিলেন?? ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা সহ ৮ টি বিষয় মাদ্রাসা ছাত্রদের না দেয়াকে আপনি স্বাগত জানাচ্ছেন কিন্তু কেন?? তাদের কি উচ্চশিক্ষার অধিকার নেই?? নাকি তারা এই দেশের নাগরিক নয়?? একজনের কমেন্ট “তারা না থাকলে আপনার জন্মও অবৈধ হতো । আর জানাজা পড়ানোর লোকও পেতেন না।” সম্পূন্ সত্য কথা। মানুষের জীবনের তিনঠি গুরুত্বপূন বিষয় (জন্ম,মৃত্যু,বিয়ে)’র সময়তো ঠিকই হুজুর দের খুজতে থাকেন?? কওমী মাদ্রাসা আছে বলেই বাংলাদেশে এখনো দ্বীন ইসলাম টিকে আছে। আমার আপনার মত স্যূট পরা সাহেবদের দ্বারা ইসলামের উপকারের চেয়ে ক্ষতিই বোধ করি বেশি হচ্ছে।

    @আশিক: এক টিউনের ঝাল আরেক টিউনে ঝাড়েন?
    আাপনার চোখ কানা না হলে ৬ নাম্বার পয়েন্ট টা চোখে পড়ত।
    ফর ইয়োর কাইন্ড ইনফরমেশান আমার মাথায় ইসলাম সম্পর্কিত যথেষ্ট জ্ঞান আছে।

      @আরিফ আহমাদ: ভাই আপনি হচ্ছেন দুইমুখী নীতি বিশিষ্ট। একবার এইদিগে কথা বলেনতো পরেরবার অন্যদিকে বলেন। দুইমুখী সাপ যাকে বলে 🙁

        @আশিক: আপনার সাথে দ্বিতীয় বার আর কোন কমেন্টস হচ্ছে না । এই টিউনে এটাই শেষ কমেন্টস। আপনি আমার টিউনটি ভালো করে পড়েন। আর হাইলাইটেড করছি এটা যে- আপনি আমি কিন্তু এখনো পেপার বলতে প্রথম আলোকেই বুঝি

          @আরিফ আহমাদ: হ্যা তা ঠিক। এটা আমাদের ঈমানের দূবলতা 🙁 আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো।

@আশিক: সাইড নিতেছেন? লিসেন বয় আপনি ইসলাম সম্পর্কিত কি জানেন আমার জানা নেই। তবে যা ধারণা হচ্ছে তা না বলাই ভালো

@আরিফ আহমাদ: সাইড নিলাম। ইসলামের সাইড ,মুসলিমদের সাইড।

    @আশিক: ফেসবুক , গুগল, ইয়হু, কম্পিউটার , ইন্টারনেট সবই কিন্তু ইহুদীদের । সবখানে পল্টি নিয়েন না। know thyself

      @আরিফ আহমাদ: ইহুদিদের ভালো জিনিস ব্যবহার করাতে কি ইসলামের নিষেধ আছে নাকি??

Level 0

youtube মালিক একজন jews এই কথাটা ফালতু,youtube এর প্রতিষ্ঠা করসে তিন জন বাক্তি এর ভিতরে একজন বাঙালি বংশোদ্ভূত (Jawad Karim),বর্তমান youtube এর CEO একজন পারসিয়ান মুসলিম তার নাম Salar Kamangar,তবে আপনাদের প্রশ্ন উত্তে পারে কানও এখন অই ভিডিও youtube আছে,সজা উত্তর youtube এর আসল মালিক google,CEO এইসব জিনিস দাখেনা তারা টাকা কামানর ধান্দাই আছে

    @tonoy24:
    Who is the author of YouTube?

    I don’t specificly know thei names, but they were two students from MIT and they started Youtube. Then Youtube got so popular, that the two students had todrop out of college to maintain the popular website. By the way, the two students were guys.
    আপনার তথ্যে ভুল আছে
    Read more: http://wiki.answers.com/Q/Who_is_the_author_of_YouTube#ixzz27EM970qw

      Level 0

      @আরিফ আহমাদ:
      ভাই আপনি জানলেন কিভাবে অই answer টা ভুল না সঠিক,আমি কোন যেনতেনও জাইগার থিকে তথ্য টা দেইনাই
      Source:http://en.wikipedia.org/wiki/YouTube
      “অল্প বিদ্যা ভয়অঙ্কর”

        @tonoy24: ওপস ।। একজন মুসলিম বাকী দুইটা???
        এবার দেখুন আপনারা কিসের প্রতিবাদ করতেছেন??

Level 0

@আরিফ ভাইয়া গুগল ম্যাপ এর কথা বাদ দিলেন কেন ? আজ এত সুন্ধর navigation system পাইছি গুগল এর জন্যই । আপনার লেখা তা ভাল হয়েছে।

    @Diptta: ভাইয়া যোগ ‍দিতে দিতে দেখা যাবে গায়ের কাপড়টাই খুলে ফেলতে হয়েছে। পাবলিকরে বোঝানো বড়ই কষ্টকর।

      Level 0

      @আরিফ আহমাদ: hmm via tai deka jasse……..ami ki dosh korsi bolun toh je ami amar eto sokher android phone youtube apps e video dekte parsi na. ekn kali apps tar dike takai,,taki ,,,,,ami ektu gamer pagol tai sob gamer trailer dektam youtube ei…..youtube chara r kono tube nai je jekane sob video pao jai . jodio onno onek poth ase youtube access korar jonno but mobile die ta possible na r ami chai direct youtube e dukte .. assa kori ami sigroi ta dekte pabo .

    Level 0

    @Fahim Ahammad: sorry youtube karo personal video clip prokash korena…..emnite eto video control korte tader 12 ta beje jai…..video upload kore ami , apni ba onno keo …..ba organization ….ei ketre ami youtube keno borjon korbe…bd te prova er je scandle ber hoise tarporeo ki provar natok deka bondo korsen .naki r o besi agroho nie natok video deksen ??? temni ami youtube er video ti dekbona…..r sei manush ke borjon korbo je amar ba family person nie kay kutsha rotaise .

আপনার কিছু কিছু কোথাই আমি পুরাই দ্বিমত।
যেমনঃ “ভাই আমাদের ঈমান কতটুকু? চল্লিশ বছর নামাজ পড়েছেন অথচ- সামি আল্লাহুলিমান হামিদা- অর্থ জানিনা। জানার চেস্টা থাকলে তো জানব??”
এইটা পরিমাপ ইখতিয়ার একমাত্র আল্লাহ। না আপনার না আমার।

আল্লাহ তালা বলছেন জিহাদ করতে। জিহাদ একটা অনেক বড় জিনিস। তো সর্বনিন্ম জিহাদ হল মনে মনে ঘ্রীনা করা। সর্বপ্রথম আপনার ক্ষমতা থাকলে টা হাত দ্বারা প্রতিহত করা। তো আমাদের যতটুকু সামর্থ্য আসে তুতটুকু আমরা করার চেষ্টা করি।

তারপর আপনি বললেন যে youtube চালু করার কথা।”আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই প্লাটফর্ম থেকে। অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের আইটি সেক্টরকে পিছিয়ে দেয়া থেকে বিরত থেকে অনতি বিলম্বে ইউটিউবকে উন্মুক্ত করে দেয়া হোক। অন্যথায় আপনারা ইসলামিক দেশগুলো মিলে বিকল্প গুগল- ইউটিউব তৈরি করে সত্যিকারের প্রতিবাদ করে দেখিয়ে দিন।” ভাই নবী (সঃ) কে অপমান করা নিয়ে youtube বন্ধ করা কখনই অযৌক্তিক হতে পারে না।ভাই মরনের পড়ে একমাত্র নবী (সঃ) আমাদের জন্য সুপারিশ করবেন।আর কেও না না আপনার এই youtube। আমাদের জিহাদের ক্ষমতা এই মুহূর্তে youtube,Google কে বয়কট করা। তারমানে আমি কখনই এইরকম জালাও পড়াও ভাংচুর করতে বলসি না। তবে সবার কাছে আমাদের একটা আকুল আবেদন আসুন আমরা youtube বয়কট
করি।

আর আপনার ২ নং এর আংশিক উত্তরঃ http://www.prothom-alo.com/detail/date/2012-09-21/news/291453

    @শোভন ক্রিয়েটিভ: কতবড় ঈমান দ্বার আমরা ইউটিউব রাসূল কে অপমান করেনি ওরা ওই অবৈধ ভিডিওটি রেখেছে মাত্র। আপনি যে লিংক ‍দিয়েছেন ওরা ২০০৮ সালে সরাসরি রাসূলকে অপমান করেছিল।
    অধিকাংশ টিউমেন্টস ই করেছেন যতসব মূর্খের দল। নিজের চরকায় তেল ঢালেন আগে ।

      @আরিফ আহমাদ: এই প্রবাদ শুনছেন মনে হয়ঃ চুরি করা এবং চুরি করতে সহযোগিতা করা ২ জনই সমান অপরাধী।
      “অধিকাংশ টিউমেন্টস ই করেছেন যতসব মূর্খের দল। নিজের চরকায় তেল ঢালেন আগে ।” একা কখনই ঠিক হতে পারে না অধিকাংশ যেটার পক্ষে রাই দিবে সেটাই ঠিক।

        @শোভন ক্রিয়েটিভ: আপনার সাথে কোন কথা নাই উত্তর দিন প্রথম আলোর রেফারেল দিলেন কেন? ওরা কি অন্য কোন রাসূল (নাউজুবিল্লাহ) কে অপমান করেছিল যা ক্ষমার যোগ্য অপরাধ ‍ছিল? প্রথম আলো পড়েন এতে ঈমান যায় না?

          @আরিফ আহমাদ: আরে ভাই আপনি যে বিষয় নিয়ে বলছেন সেটা আলপিন এর বিষয় নিয়ে তো। তারপর তারা আলপিন বন্ধ করে দিসে এবং তারা সবার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিছে। আর youtube যেখানে পুরা মুসলিম জাতি , American WhiteHouse নিশেদ করা সত্ত্বেও তারা এখনও চালু রাখছে। অথচ সামান্য কোন Duplicate Movie বা কোন porn movie দিয়া মাত্র তারা সেটা Delete করে দেই। আর বিসশের সবচেয়ে মহান মানুষ তার নিয়ে মিথ্যা একটা মুভি করা হয়েছে এবং সারা বিসশের মুসলিম গুষ্টি টা নিয়ে প্রতিবাদ করছে তা সত্ত্বেও তারা ওঁই ক্লিপ তা সরাবে না। তো আমি মুসলিম হয়ে এইটা কখনই মেনে নেব না।

কেউ কি জানাবেন কিভাবে ফেইসবুক ফ্যান পেজের এডমিন এবং তার আই পি ট্রেস করা যায় ।জানালে উপকৃত হতাম ।কারন ফেইসবুকে অনেক রাসুল(সা:)বিরোধি ফ্যান পেজ রয়েছে ।আমি এই পেজগুলার এডমিনকে TRACK করতে চাই ।[email protected]

    Level 0

    @shihab.dpi007: vai gmail use kortesen /// পাপ হবে তহ

      @ diptta/
      আমাকে পরামর্শ দেয়া থেকে বিরত থাকেন ।আপনার কোন পরামর্শ এই মুহূর্ত আমার প্রয়োজন নাই ।

শোভন ক্রিয়েটিভ>> এটা আপনার জন্য শেষ কমেন্টস – আলপিন বন্ধ হয়নি নাম পরিবর্তন করা হয়েছে মাত্র। আর ওটা আলপিন না বলে প্রথম আলোর সোমবারের ম্যাগাজিন বলেন। যাই হোক আমার মনে হয় আপনি আমার টিউনটি ভালো করে পড়ে চিন্তা করেন নি। দেশে সুযোগ পেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ছিলেন আর এখন পিরিতি দেখান? ফেসবুক চালান? সত্যিকরে কনতো আজকে গুগলে কয়বার সার্চ ‍দিসেন? জি মেইলে কয়টা মেইল মারছেন??
তাইলে প্রতিবাদ হইল ক্যামনে??

    @আরিফ আহমাদ: “@আশিক এর প্রশ্নঃ ইহুদিদের ভালো জিনিস ব্যবহার করাতে কি ইসলামের নিষেধ আছে নাকি?? “কিন্তু এইখানে আপনার কোন উত্তর নাই? এই একই প্রশ্ন আমার।

      @শোভন ক্রিয়েটিভ: আমার দুঃখ হচ্ছে আপনারা আমার টিউন না পড়েই ….. টিউমেন্ট করা শুরু করে দিছেন। যত গুলা প্যাঁচাল পারা লাগছে সবগুলাই টিউনে সুন্দর করে দেয়া আছে। আপনার এই প্রশ্নের উত্তর পাবেন ৮ নাম্বার পয়েন্টে।

      Level 0

      @শোভন ক্রিয়েটিভ: arif vier lekha copy korlam jodio hadis somporke amar kono knowledge nai (ami ekjon hindu dormhobolombhi) হাদিসে আছে ইহুদিরা মুসলমানদের চির শত্রু। তাহলে??? এতদিন ধরে ইহুদিদের সামগ্রী ব্যবহার করেছেন কিসের জন্য??

        @Diptta: ধন্যবাদ Diptta। আপনার প্রশ্নটা অতি যুক্তি সঙ্গত।হাদিসে আছে ইহুদিরা মুসলমানদের চির শত্রু। কিন্তু হাদিসে কখনই এটা নিশেদ নাই যে ইহুদিদের কোন ভাল গুণ, দ্রব্য এবং আরও অনেক কিছু ব্যবহার করা নিশেদ। বরং সেটা গ্রহন করতে বলা আসে।

সুন্দর পোস্ট । আমরা নিজেরা নিজেরা মারামারি করে লাভ কি ? ফেসবুকেও এই ধরনের অনেক পেজ আছে ।

সবচেয়ে ভালো হয় আমরা গুগল- ইউটিউব-ফেসবুক এইসব বর্জন করি ।

মুসলিম টিউবঃ http://www.islamictube.net/
মুসলিম সোশ্যাল নেটওয়ার্কঃ http://www.muslimup.com/

    @বাতিল প্রতিভা: ওয়াওওওওওওওওওওওওওওও বড় ভাই একটা টিউন করে দেন সুন্দর করে । এই দুটি সাইটের জন্য। এরকমটাইতো খুজতেছি

Level 0

@আরিফ আহমাদ: আমি আপনার সাথে একমত। পাকিস্তানে বিক্ষোভ করে ১৯ জন নিহত হয়েছে। বাংলাদেশে গাড়ি, মটরসাইকেল পোড়ান হয়েছে। হরতাল ডাকা হয়েছে। এতে আমেরিকা আর ঐ চলচিত্রকারের কি ক্ষতি হয়েছে কেউ বলতে পারবেন কি? আমার মনে হয় এরপর থেকে কাফেররা মুসলিমদের ক্ষতি করতে চাইলে এধরনের আরো কর্মকাণ্ড করবে, আর মুসলিমগণ উত্তেজিত হয়ে নিজেরাই সংঘাত করে নিহত হবে। কাফেরদের কোন অস্ত্র ব্যবহারেরও আর প্রয়োজন হবেনা।

@রাব্বি: হেদায়াত আল্লাহ আপনাকে করুন। উগ্রপন্থী ধর্ম ভাবনা কখনোই কাম্য নয়। আপনারাই সৃষ্টি করেন বাংলা ভাই আর শায়খ আব্দুর রহমান। আপনাকে দেয়া এটাই শেষ টিউমেন্ট

Ariph vai awsome post………………! super and best tune………………..! 100%,right………….!
onek vaiyra comment krche……… If a bed vdieo of your father show on youtbe what do u now / then now ?
comments vaoyara …….. If facebook show some bed vdieo of ur father + some of bed fan page writte some bed side of ur father what u wii do all my cooments brothers………..!
we all love allah and her habib from heart…….!
allah why do not any thing to who make this movie admin ……… Allah knew all thing and better. Allah help us……….!

@azad2000: আপনি বোধহয় একটু ভুল বুঝছেন। টিউনার কিন্তু রক্তমাখা ছুরির ব্যাপারে মাসিক মদিনা রেফারেন্স করেছেন। এটা তার নিজের কথা না। মাদ্রাসার হুজুর রা যে কি জিনিস সেটা আপনি আমি সবাই জানি। সারা দেশব্যাপী ফতুয়া দিএ বেরায় যে নেশা করা হারাম। আর গাল ভর্তি জর্দাসহ পান না খেলে তাদের নাকি বক্তব্য জমে না। বাংলাদেশের ৮০% হুজুর রা জরদা দিয়ে পান খায়। এই হুজুর রা ও তো একদিন মাদ্রাসার ই ছাত্র ছিল, তাই কি না। করেননা ফেসবুক, গুগল বন্ধ ! কত ক্ষমতা আপনাদের। না খেয়ে মরতে হবে ইহুদী, খ্রিষ্টানদের পন্য ব্যাবহার না করলে। ভুলে যাবেননা না আপনার মাদ্রাসাই যে কিতাব বা পুস্তক পরানো হয় তা কিন্তু ইহুদী দের আবিষ্কৃত প্রজুক্তিতেই ছাপান হয়। ওই কিতাব পরলে জাহান্নামে জাবেন্না আপনারা।
টিউনার তো ঠিক ই বলেছেন, বানান তো দেখি দেখি একটা মুসলিম টিউব। পৃথিবী তে আরও মুসলিম দেশ আছে। তারা কি ইউটিউব বন্ধ করেছে ? সেটা কিন্তু জানার বিষয়। অনেকে আছে যারা ইউটিউব মার্কেটিং করে কিছু উপার্জন করে, তাদের কথা একবারও ভাবলেন না ? মুসলিম ধর্ম এমনিতেই শ্রেষ্ঠ ধর্ম। কে কি বলল, কে কি লিখল তাতে ইসলামের মান কমে জাবেনা। যে পাপ করেছে তাকে শাস্তি দিন। সাধারন জনগন কে না। আজ দেশব্যাপী অবরোধ করলেন। ক্ষতিটা হল কার ? আমেরিকা’র না ইউরোপের ? আসেন ভাই খারাপ কে বর্জন করি। নিজাদের মধ্যে দন্দ নয়।

@KH Ruhan: apnar shomporke nai ba bollam. sudhu ai tune e comments korar jonno akta id khulechen!! age kon id ta diye comments korechen oita bolle valo hoto!! ar amar kon jukti kharap legeche?? apni ki bal korsen suni????

@আরিফ আহমাদ: আপনি অনেক জ্ঞানী !!!!
** আচ্ছা পুলিশের গাড়ি গুলোতে যদি থার্ড পার্টি কেহ আগুন দিয়ে চলে যায় ? সুনাম বা দুর্নাম কাদের হবে ।
** ইমানের তিনটি স্তর আছে । ১। হাত উঠিয়ে প্রতিবাদ করা ২। মুখ দিয়ে প্রতিবাদ করা ৩। অন্তরে ঘৃনা করা (সর্বনিম্ন স্তর)।
** আপনার কাছে প্রশ্ন – আল্লাহ আর নবীজী (সাঃ) কি নিয়ে যে ব্যঙ্গ করা দুটা ফ্যানপেজ আছে , তা আপনি কেন মার্কেটিং করলেন।
** আর আপনার ভেতর এমন একটা ভাব আছে যে, আমার দারা কোন ভুল হতে পারে না । (নবী ও রাসূলগন ছাড়া সকলেই ভুল করে, আর এতে মানুষ ছোট হয় না )
** আর বাংলাদেশে যাই হোক না কেন , পূর্বের বা এই প্রজন্ম -আমরা যাই করি না কেন – রক্তে মুসলিম জিনিসটা বিদ্যামান ।
** আরেকটা প্রশ্ন? আপনি মুসলিম তো ? এখন আর বনাম দিয়ে মানুষ চিনা যায় না । আলহামদুলিল্লাহ আমি মুসলিম।
** আর আমি এতো বছরে পাইনি যে , কোরবানীতে হুজুররা চাকু না ধুঁয়ে আবার কোরবানী করে। ( মনে রাখবেন ,ইসলাম ১/২/১০০ হুজুর দিয়ে বিচার করার জিনিস না , ইসলামকে বিচার করতে হলে কোরাআন দিয়ে বিচার করুন )
***** আপনার আম্মা আপনাকে অনেক কস্ট করে জন্ম দিয়ে ছোট সময় থেকে অনেক ত্যাগ করে বড় করেছে। আপনি কতটুকু কৃতজ্ঞ? আর আল্লাহ আপনার সেই মা-বাবাকে ও আপনাকে এখন পর্যন্ত দুনিয়াতে বাচিয়ে রেখেছে( আজরাইলকে পাঠায় নি) কতটুকু কৃতজ্ঞ হওয়া উচিত ?

Level 0

Vai md.arif ahemmed ami aj e prothom account khullam amar ek friend er onuprayronay….
vai besir vag celibrety der dekhben scandal takhe.
keno janen?
tara celebrety tate kono somossa nay sommosta kokhon hoy janen jokhon tara nijeke celibrety vabe abong monishi hote chay.
So vai please nijeke celibraty mone korben na.r blogar ra bivinno kotha bolte e pare kintu apni tader ans. avebe den keno?

    @eka dipu: আপনার কমেন্টসএ সুন্দর কথা বলেছেন। *আপনি কি আমার টিউন ভালো করে পড়েছেন? কেউ যদি টিউনটি ভালোভাবে পড়ে তাহলে উল্টা পাল্টা কমেন্টস করতে পারেনা। আমার টিউনে কোন অযৌক্তিক কথা নেই।
    কথাটা জেলাসী মনে হলেও এটা সত্য আমার ‍ইসলামী জ্ঞান যথেষ্ট ভালো। আপনি হয়ত লক্ষ্য করবেন বেশীর ভাগ কমেন্টসএ ঘেনর ঘেনর করা হয়েছে। ওরা তো মাসিক মদিনা আর আদর্শ নারী তথা দেশের ইসলামি পত্রিকা গুলো পড়েনা। ওরা কি ধরণের প্রতিবাদ করেছে? কিচ্ছুই করেনাই। আমি যে প্লেটের উদাহরণ দিলাম তাদের অবস্থা ঠিক তাই। রাসূল নিজেই বলেছেন ৭৩ ভাগের মধ্যে ১ ভাগ সঠিক পথে। এ টিউনের কমেন্টসেই তা প্রমাণ হয়। বেশীর ভাগই মূর্খ। আর এ জন্যই বর্তমান বিশ্বে মুসলমানরা লাঞ্চিত হচ্ছে এবং হবে। দ্বিমত থাকলে টিউনটি আরেকবার পড়ে ভুলগুলো উপস্থাপন করুন।
    আর যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা আমার অভ্যেস । ধন্যবাদ

Level 0

you tube bondho kore sorkar khub e valo kaj korse.amra to r oi porichalak k dhore mere felte parbona,.
kintu ekta muslim des hisabe you tube off kore protibad to korte e pari…..
……
…..vai amra sobay chesta korbo 5 wakto namaz porar jonno.
abong chesta korbo mone prane amder dhormo k valobaste.
allah hafez.
vai mone kono kosto pele khoma korben.
allah hafez.

Level 0

Dhonnobad sundor uttor debar jonno…
Vai md.আরিফ আহমাদ apnar you tube bondher bepare jukti dekhe amar sotobelayar jokhon school portam tokhonkar ekta ghotona mone pore gelo ami abar kisu mone pore porle na bole takhte pari na…
School jokhon class suru hoto tokhon sir asusaly class nito r pison tekhe amra kotha boltam sir sobay k chup korte bolto kintu hoto hiter beporit sir chup korte bolle amra eke opor k boltam chup korte tokhon tikh oi muhurte class a kotha besi hoto…..
tokhon sir amader k nije nijeke chup koray onno k bolo na….
vai please dont mind ekta kotha boli…..apni bolesen ইন্টারনেট ছাড়লে আরো বড় প্রতিবাদ হবে to apni age internet use kora sere din abong tarpor rastay ekta baner ni a neme poren sundor vabe protibad korun………..
Apnar bepar ta kintu amar school er student der moto e tai na……..ho…..

Level 0

Ki beper vai kono reply korlen na j?

যদিও ধাণনা করা ঠিক নয় তবুও আমার মনে হয়। ইসলামে আপনার সঠিক ধারনা নাই ডাঃ জাকিরের কিচ্ছু লেকচার সুনে মনে হয় আপনি বড় আলম হয়েছেন তাই না। যে আলেম দেখলে আপনার ভাল লাগে সেই আলেমের কাছ থেকে যেনে নেয়া দরকার আকিদা কি, ডাঃ জাকির কোন আকিদার ইসলাম/মুসলিম এই পোস্ট করার আগে খাঠি কোন আলেমের কাছে দেখানোর দরকার ছিল ,আপনি যে রকম করেছেন ইসলাম সম্পকে লেখেছেন কিন্তু খাঠি আলেমের সহবত সাড়া ঠিক ডাঃ জাকির আপনার মত করেছেন ইসলাম/মুসলিম ও কুরআন/হাদীস ব্যাখা করে খাঠি আলেমের সহবত সাড়া । সকল খাঠি আলেমের ওস্তাদও খাঠি আলেম ছিল ইমাম আবূ হানাফী রাহাঃ,ইমাম মোহাম্মাদ ইবনে হাম্বাল রাহাঃ, ইমাম বুখারী রাহাঃ । যে পএকা মোহাম্মাদ(সঃ) নিয়ে কাটুন বানাই ছিলো আমাদের বাংলাদেশের বড় এক জন ইমাম জাতীর পহ্মে হয়ে মাফ করে দিয়েছেন কারন সে ভুল সিকার করেছে । আমার আনুরোধ ভাল এক জন খাঠি আলেমের কাছে যান চিকিস্যা করন আল্লাহ চায় তো সঠিক আকিদা বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবইকে হেদাযেত দান করেন। আমিন।———————–খাঠি আলেমদের ঠিকানা http://darulquranwassunnah.org Bangla bangla Audio

Maulana Tufazzal Haq

Allama (Maulana) Nurul Islam Olipuri

Mufti Ruhul Amin

Urdu Audio

Dae-a-Islam Hazrat Maulana Umar Palanpuri Sahab

Shaikhul Islam Hazrat Mufti Said Ahmad Palanpuri Sahab
(teacher of Bukhari Sharif for over 40 years)

Allama Muhammad Kahair Muhammad Makki Hijazi

Shaikhul Islam Hazrat Mufti Muhammad Taqi Usmani

Shaikhul Islam Hazrat Arshad Madani

Hazrat Maulana Tariq Jamil

Hazrat Mufti Nawalur Rahman

Mufti Ruhul Amain
http://www.banglakitab.com
Hazrat Haji Abdul Mukit
Mufti Najar Al Qasem – July 26, 2012
Mufti Nozrul Islam – July 24, 2012
Allama (Maulana) Nurul Islam Olipuri
Maulana Rabiul Haque
Maulana Tufazzal Haq
Bhai Wailul Islam
Maulana Zamiruddin
Maulana Zubair – July 20, 2012