আসসালামুআলাইকুম,
১. পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে অপমান করার চেস্টা এবং তার প্রতিক্রিয়াঃ আজকে আমি একটি জটিল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা সকলেই জানি আমাদের দেশ সহ বেশ কয়েকটি দেশে ইউটিউব বন্ধ করা হয়েছে প্রিয় নবী (সঃ) কে হেয় করার চেস্টা করার কারণে। এনিয়ে পাকিস্তানে বেশ কয়েকটি প্রাণহাণিও ঘটেছে । আজকে যোহরের নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিল বের করা হয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেয়া হয়।
সারা বিশ্বেই মুসলমান দেশগুলোর একি দশা।
২. আমাদের কি করার উচিত?ঃ মুসলমান হিসেবে আমাদের সত্যের মাপকাঠি হযরত মুহাম্মদ (সঃ) কে হেয় করার চেস্টায় কি করা উচিৎ? অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিৎ কারণ এটা আমাদের ঈমানী দায়িত্ব। কিন্তু আমরা যা করছি তা আমাদের দেশের জন্যও অকল্যাণকর।আজকে যদি আমরা আমাদের দেশের পুলিশের গাড়িতে আগুন না দিয়ে আগুন দিতে পারতাম ঐ সিনেমার অভিনেতা –পরিচালক বা স্পন্সরের গাড়িতে? তাহলে একে যৌক্তিক বলা যেত। আমরা যদি মারামারি করে মুসলমানই মারি তাহলে আমাদের মুসলমানদের লাভটা হলো কোথায়?? আমরা কি ঐ জানোয়ারদের গায়ে একটি আঁচড়ও আঁকতে পেরেছি??আমরাই যদি এত উগ্র হই তবে তারা তো বছর বছর একটি কাহিনী ঘটাবে আর আমরা নিজেরাই নিজেদের মাথা ফাটিয়ে ধ্বংস হয়ে যাব। আর ওরা বুলেট না ছুঁড়ে এটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে।
আমাদের তো ওআইসি সহ আরো নানা সংগঠনও আছে ? তারা কি করছে?? কই দুটি মুসলিম দেশতো এ নিয়ে আলোচনা করেছে এমন কথা শুনিনি??
তাছাড়া সৌদি আরবের তেল ছাড়া বিশ্ব প্রায় অচল । কই তারা তো বলেনি আমরা কোন ইহুদি রাষ্ট্রে তেল দিবনা???
আমি রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর বিপক্ষে কথা বলবনা । তবে তা হবে শুধুই মানববন্ধন।মানুষকে দুর্ভোগে ফেলা ইসলামে নেই। ইসলাম শান্তির ধর্ম।
তবে আরো ভালো রাস্তায় না নেমে ঘরে বসে প্রতিবাদ করা । এবং এটিই সাধারণ জণগণের শ্রেষ্ঠ প্রতিবাদ।
যেমন- https://www.techtunes.io/hacking/tune-id/152799
৩.রাস্তায় নেমে কি লাভ হয়েছে? কার্য়ত ক্ষতি ছাড়া কোন লাভ হয়েছে এমন কোন প্রমাণ কেউ দি তে পারবেনা
৪.কারা রাস্তায় নেমেছে? এই প্রশ্নের জবাব হলো কওমী মাদরাসার ছাত্র শিক্ষক । তবে কিছু সাধারণ জনতাও এতে অংশগ্রহণ করেছে।
৫.ওনাদের কাজ কারবার: কোরবানী ঈদে গরু জবাই নিশ্চয় সবাই হুজুরদের দ্বারাই করিয়ে থাকেন? কেউ কি একটি গরু জবাই করার পর আরেকটি গরু জবাই করার পূর্বে রক্তমাখা ছুরিটি ধুয়ে নিতে দেখেছেন? অথচ তারাই ফতোয়া দেয় রক্তমাখা ছুরির জবাইয়ে পশু খাওয়া ছহী শুদ্ধ হবে না।(মাসিক মদিনা – জানুয়ারী ২০১২ পৃষ্ঠা ৪৯)। তারমানে এযাবৎ যতবার কোরবানী দিয়েছেন তা কবুল হয়নি একমাত্র হুজুরদের কারণে।
লালসালু, হুজুর কেবলা, গো কা দেওতা ইত্যাদি গল্প পাওয়া যায় আমাদের বাংলা সাহিত্যে যাতে হুজুরদের ধর্ম ব্যবসায় কতটা নির্মম তা বোঝা যায়। আবুল মনসুর আহমদের নায়েবে আমীর গল্পে আমরা দেখি জানাযার নামাজে দুই হুজুরের দ্বন্ধ জুতা মারামারির কাহিনী। আর এজন্যই বাংলায় পড়লে নাস্তিক হয়ে যায়!!!
আমি স্বাগত জানাই ঢাকা ইউনিভার্সিটির সিদ্ধান্তকে স্বাগত জানাই (বাংলা সহ ৮ টি বিষয় মাদ্রাসা ছাত্রদের না দেয়া)
৬.সবাই কি এ রকম?? উত্তর অবশ্যই না । শিক্ষিত অনেক আলেম আছে যাদের সাথে কথা বললেই ভালো লাগে।হাদিসে আছে আসমানের খূঁটি হচ্ছে মুমিন গণ। পিলার না থাকলে যেমন ছাদ ধ্বসে পড়ে তেমনি মুমিন না থাকলে আকাশ ধ্বসে পড়ত।
৭.ইউটিউব বন্ধ করা কতটা যুক্তিসংগত? কথা হলো আমরা সঠিকভাবে ইউটিউব চালাতে পারছি না। কিন্তু কেন? ইউটিউবের অপরাধ কোনটা? ভিডিওটি রিমোভ করা হয়নি ওটা? এটা হাস্যকর ব্যতিত আর কিছু নয়। তাহলে শুধু ইউটিউব কেন? গুগলওতো ওই হারামির লিস্টে থাকে?? নাকি?? তাহলে গুগল, ব্লগার, জি-মেইল এগুলো বন্ধ করলনা কেন?? এর পক্ষে যুক্তি দেখিয়ে অনেকে বলেছেন মাথা ব্যাথা হলে আমরা মাথা ব্যাথার ঔষধ খাই মাথাটা কেটে ফেলি না।
ধরুন আপনাদের ফ্যামেলিতে আপনি আপনার ১ ভাই ২ বোন আর আপনার মা আছেন। বাবা নেই অপরদিকে আপনারা সবাই অপ্রাপ্ত বয়স্ক । যার ফলে আপনারা সবার চাচার বাসায় থাকেন এবং খান। হঠাৎ একদিন আপনার চাচা আপনার মাকে কিছু বাজে কথা শুনাল। আপনার মা কি করবেন?? শুধু কথা বাদ দিয়ে থাকা খাওয়া সবই আগের মত করবেন? হাস্যকর।।।
আপনার খাবার প্লেটটি একটি মলের ড্রেনে পড়ল আর ঐ ড্রেন থেকে যতদিন প্লেট টি উঠাতে পারছেন না, ততদিন ঐপ্লেটে খাওয়া যাবে না। ঠিক তখন থেকেই খাওয়া যাবে যখন প্লেটটি ঐ ড্রেন থেকে তোলা হবে!!
আপনাদের যুক্তি তো তাই বলে। তাহলে আসুন ছাড়লে একেবারেই গুগল, জিমেইল , ফেসবুক ইউটিউব ছাড়ি।
৮.কেন ইউটিউব থেকে ভিডিও সরানো হলো না?: আমরা সকালেই জানি ইউটিউবের মালিক ইহুদি। http://www.nngov.com/pressroom/press-releases/greenbrothers http://en.wikipedia.org/wiki/YouTube আর হাদিসে আছে ইহুদিরা মুসলমানদের চির শত্রু। তাহলে??? এতদিন ধরে ইহুদিদের সামগ্রী ব্যবহার করেছেন কিসের জন্য??
আমরা মুসলমানরা কি পারিনা মুসলমানদের একটি সার্চ ইন্ঞিন বানাতে? পারিনা আমাদের মুসলিম টিউব বানাতে? উত্তর হলো- পারি কিন্তু বানাবো না। কারণ পকেটের পয়সা রিস্কে চলে যাবে আর মুসলমানরাও ইউটিউব ছেড়ে মুসলিম টিউবে আসবে না।
৯.কেন নবীকে অবমাননা করা হলো? আল্লার হাবীব কে কেন তিনি এ পরিস্থিতিতে ফেলবেন? – তসলিমা নাসরিন বলেছে- মুসলমানদের ঐক্যবদ্ধ করতে ঘন ঘন ইসলাম বিরোধী কাজকর্ম করা দরকার। ভাই আমাদের ঈমান কতটুকু? চল্লিশ বছর নামাজ পড়েছেন অথচ- সামি আল্লাহুলিমান হামিদা- অর্থ জানিনা। জানার চেস্টা থাকলে তো জানব?? কি করতে পারব? দু তিন দিন চিল্লা ফাল্লা ছাড়া কিছু হবে? কই আমাদের দেশেওত আল্লার হাবীবকে কার্টৃন দ্বারা হেয় করার চেষ্টা করা হয়েছে? তখনতো গুগল ইউটিউব ছিল না?? নিজ দেশের হারামীদের কে কি করতে পেরেছেন??
এখন একেবারে উঠে পড়ে লেগেছেন ইউটিউব ব্যবহার করলে জাহান্নামে যেতে হবে??
মনে আছে একদিন আপনারাই বলেছেন ইংরেজি শেখা হারাম?
[[[এখন নতুন করে শুনছি জাকির নায়েক ভ্রান্ত আক্বীদা প্রচার করছেন- মাসিক আদর্শ নারী, ফেব্রুয়ারী ২০১২ - পৃষ্ঠা ৯. যাই হোক এ ব্যাপারে বিশেষ কিছু বলছি না। কারণ আমি উর্দু জানিনা টিউনারদের অবগতির জন্য লিখলাম]]]
১০. ফেসবুকে আল্লাহ পরিচয়ে পেজ: তবে ফেসবুক বন্ধ করা হচ্ছে কবে? যে ঈমানের জন্য ইউটিউব বাদ ঠিক সে ঈমানের জন্য ফেসবুকও বাদ দিন।
আল্লাহ পরিচয়ে পেজের লিংক http://www.facebook.com/allahbd
মহানবী কে ব্যাঙ্গ করে পেজ- http://www.facebook.com/sexymohammad
এসম্পর্কিত টিউন -https://www.techtunes.io/news/tune-id/152252
এরকম আরো অনেক পেজ আছে ফেসবুকে যে গুলো বাঙলাতে পোস্ট করে থাকে।
আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই প্লাটফর্ম থেকে। অযৌক্তিক কারণ দেখিয়ে দেশের আইটি সেক্টরকে পিছিয়ে দেয়া থেকে বিরত থেকে অনতি বিলম্বে ইউটিউবকে উন্মুক্ত করে দেয়া হোক। অন্যথায় আপনারা ইসলামিক দেশগুলো মিলে বিকল্প গুগল- ইউটিউব তৈরি করে সত্যিকারের প্রতিবাদ করে দেখিয়ে দিন।
১১. সত্যি করে বলুন তো আজকে গুগলে কয়বার সার্চ দিয়েছেন?
কয়বার জি-মেইলে মেইল পাঠিয়েছেন?
ফেসবুকে লগইন করেছেন?
গুগল এডসেন্স ব্যবহার বন্ধ করেছেন কি?
তাহলে এ কেমন প্রতিবাদ? তর্কের খাতিরে তর্ক না ২ নাম্বার কাজটি করতে পারেন কিনা দেখুন।
আমার টিউন না পড়েই অনেকে গালি গালাজ করছেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। এতেই প্রমাণিত হয় আমাদের চরিত্র কেমন?
তার একটি উদাহরণ দিচ্ছি মাত্র- মনে রাখবেন আপনার মনে মহানবীর জন্য যে মায়া তার চেয়ে আমার কোন অংশে কম নয়। তবে মূর্খের মত কাজ করার কারণেই এই বিশ্বে মুসলমানদের আজ এই করুন অবস্থা।সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার গুণ আমাদের থাকা প্রয়োজন।
আর আমাদের বাঙালীর পরিচয় বোঝার জন্য নিচের ছবিটিউ যথেষ্ট
আশাকরি আমার মতামতের ভুল ত্রুটি তুলে ধরবেন।
ধন্যবাদ।
ফেসবুকের এই পেজ থেকে সংগৃহীত- http://facebook.com/marksitbd
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনার ভাইয়ের সাথে সম্পুর্ন সহমত । মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা কোনো সমাধান না তেমনি রাস্তায় নেমে ভাংচুর করাও সমাধান হতে পারে না । উল্টো এতে নিজের দেশের ক্ষতি । জবাব দিতে হবে বুদ্ধি দিয়ে !