সালাম সবাইকে। ভালা তহ আছেনই তাই এর নাইবা জিগাইলাম 😛 বহুদিন পর আইলাম! আসলে ধারাবাহিক টিউন কিন্ত সময়ের অভাবে ঠিকমত আপনাদের সময় দিতে পারছি না বলে আমি দুঃখিত। আজকে যেই বাইক সম্পর্কে আলোচনা করব সেতি হল :: TVS Apache RT 150 :: । প্রথেমেই বলে নেই আই বাইক এর ইঙ্গিন আক কথায় অসাধারন। তারপর এর মাইলেজঅ অন্যান্য বাইক এর চেয়ে ভালো। প্রতি লিটার পেট্রোল এ ৫০+ কিঃ মিঃ চলে। ( Showroom থেকে বলসে 55+ কিন্ত আমি অনেকরে জিজ্ঞেস করে জানতে পারলাম ৫০-৫৩ এর মত পাওয়া । এর 1 Sec. এই আপনি ৫০-৬০ কিঃ মিঃ স্পিড তুলতে পারবেন অনায়েসে। আমার এক বড় ভাই কে জিজ্ঞেস করলাম Pulser 15 VS Apache RTR 150 কোনটা পছন্দ করবেন উনি আমাকে বলবেন অবশীয়ে Apache কারন Apache Speed ভাল উঠে সেই সাথে ইঙ্গিন প্রব্লেম করে না।
তাহলে চলুন জেনে যেই এই বাইক এর Full Specification::
Click Here To View |
VEHICLE SUMMARY | |
Name: | Apache RTR |
Type: | Commuter |
Top Speed: | 101kph |
Fuel Consumption: City | 42.00 |
Fuel Consumption: Highway | 52.00 |
ENGINE SPECIFICATIONS | |
Displacement: | 147.5cc |
Engine: | 4 stroke, Single |
Maximum Power: | 15.2bhp@8500rpm |
Maximum Torque: | 13.1nm@6000rpm |
Gears: | 5 Speed |
Clutch: | Multiplate Wet |
Bore: | 62 |
Stroke: | 52.9 |
Cylinder Configuration: | NA |
Engine Block Material: | NA |
Chassis Type: | Double Cradle |
Cooling Type: | Air Cooling |
Carburetor: | NA |
0 to 60: | 5.56 sec. |
DIMENSIONS | |
Length: | 2020.00 mm |
Width: | 730.00 mm |
Height: | 1050.00 mm |
OTHER SPECIFICATIONS | |
Weight: | 136.00 kg |
Ground Clearance: | 180.00 mm |
Fuel Tank: | 16.00 ltrs |
Wheelbase: | 1300.00 mm |
Electrical System: | NA |
Headlamp: | NA |
Horn: | NA |
Tubeless: | |
Colors: | Yellow, Red, Black |
কোথায় পাবেনঃ TVS Showroom or যেকোনো বাইক Showroom এ।
সাথে যা পাবেনঃ ২ বছর এর Engine Warranty আর ১ বছর এর Servicing
দামঃ 1.98 Lakhs ( 1 Lakhs 90 Thousand Without Paper Only Showroom Price )
বাইক এর কিছু ছবিঃ
মনে রাখবেন, নিজের বাইক দিয়ে কখনো Stunts করবেন না । বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ ৫০ কিঃ মিঃ রাখুন খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তায় ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না।
পরবর্তী টিউন এ কোন বাইক সম্পর্কে লিখবো মতামত দিন।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন, আমার ফেসবুক অ্যাকাউন্টঃ ::Tuner Rafi-Tithon::
ধন্যবাদ সবাইকে
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর…
অপেক্ষা করছিলাম………