এয়ারটেল ম্যাজিক বোনাস অফার এবং অতঃপর…………………………………

আস-সালামু-আলাইকুম।

কেমন আছেন সবাই?অনেক দিন পর টিউন লিখছি।তাও প্রযুক্তি নিয়ে নয়।প্রযুক্তি প্রদান কারী দের সেবা যন্ত্রনা নিয়ে।

যারা এয়ারটেল ব্যবহার করেন তারা নিশচই ইতিমধ্যে এয়ারটেল ম্যাজিক বোনাস সম্মন্ধে জানতে পেরেছেন তাদের দেয়া এসএমএস এর মাধ্যমে?যারা ইতিমধ্যেই এই অফার নিয়েছেন তারা বুঝতে পেরেছেন আসল জিনিস টা কি।

এবার আসি আসল কথায়।কিছুদিন আগে যখন তাদের এসএমএস এর মাধ্যমে জানতে পারলাম যে ৪৯৯টাকা রিচার্জ করলে ১০০০টাকা বোনাস দিবে,এমন খবর এ একটু অবাক এবং খুশি হয়েছিলাম।সাথে সাথে মোবাইল থেকে তাদের ইমেইল করলাম এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য।এর উত্তরে তারা আমাকে রিপ্লাই করলো।সেটা এমন।

dear concern,

thank you for contacting to airtel bangladesh limited.

with reference to your query regarding airtel magic bonus, following are the information:
To know detail about airtel magic bonus, kindly dial *222#, which is free and you will be provided with return sms in detail information regarding magic bonus.
please keep in touch for any further query or assistance anytime .
best regards
mohammad hasib chowdhury

সাথে সাথে আমি ২২২ তে ডায়াল করে দেখলাম সেখানে ২লাইন কথা ছাড়া কিছুই নাই।গতকাল রাত এ চিন্তা করলাম যে ৪৯৯টাকা রিচার্জ করে যদি ১৫দিন ১০০০টাকা বোনাস দিয়ে চলি তবে ৪৯৯টাকাও বাচবে এবং ইচ্ছে মত ১০০০টাকা ব্যবহার করা যাবে।সাথে সাথে রাত ১১টায় ইস্লামি ব্যাংক এর iRecharge এর মাধ্যমে ৪৯৯টাকা রিচার্জ করলাম।টাকার আসার পর তো মাথায় হাত।কারন কি জানেন?

Transaction number 210012 to recharge 499tk from ... is successful.your balance is 29.15tk 

আমি রিচার্জ করলাম ৪৯৯ টাকা।অথচ ব্যালেন্স ২৯টাকা?৪৯৯টাকা গেলো কোথায়?বোনাস ব্যালেন্স চেক করতে যেয়ে দেখি ৪৯৯টাকার যায়গায় ১০০০টাকা বোনাস পেয়েছি।।৪৯৯টাকা মেইন ব্যালেন্স এ জমাই হয়নাই।মেজাজ টা এতো খারাপ হলো যে বলার বাইরে।কারন আমার মাস এ সর্বোচ্চ ৪০০টাকা খরচ হয়।আবার তাদের মেইল করলাম।সকালে উত্তর আসলো।পড়লে আপনারাও উপকৃত হবেন।মেইল টা  এমন।

dear concern,

thank you for contacting to airtel bangladesh limited.
with reference to your query  following is the information in detail for your requirement,

On purchase of the offer, the talk time will be given in the dedicated account directly. No recharge amount will be given in the Main account

4. Validity of the offers will vary from 7 days to 30 days depending upon customer
segmentation.
5. The mentioned recharge denomination should be treated as failure for all non-eligible customers
6. No Main Account Validity will be added for the mentioned recharge denominations
7. Customer can check their purchased talk time with available validity by dialing *778*8#(FREE)
8. Talk time amount will follow the prevailing characteristics of the dedicated account.
9. Properties of the bonus/dedicated account 8 are:
a. ONNET voice (Conversion rate BDT 0.65)
b. OFFNET voice (Conversion rate BDT 1.25)
c. ONNET and OFFNET SMS (Conversion rate BDT 0.45)
d. GPRS (Conversion rate BDT 0.02 per Kb)
e. All rates mentioned above are excluding VAT
f. Voice pulse will be 60 seconds
g. It can be consumed whole day
h. Bonus amount cannot be used in: i. FnF calls of Adda and Shobai ii. Community calls of Dolbol iii. Special time of Foorti
10. Customer can know about the offers by dialing the MAMO USSD *222# for FREE.
please keep in touch for any further query or assistance anytime.
best regards

shafiqul alam

এই কথা গুলো আগে জানলে লাত্থি মারতাম এমন অফারের।তাই যারা এখনো এমন অফার নেয়ার চিন্তা করছনে তারা বিরত থাকুন।

আজাইরা প্যাচাল পেরে সবার টাইম নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এয়ারটেল এর পোষ্টপেইড ব্যবহার করি ।
পোষ্টপেইড এ কোন বোনাস দেওয়া হয়না ।

    @জিহাদুর রাহমান নয়ন: জানি।আমার নাম্বার পোষ্টপেইড এ ট্রান্সফার অনেক আগেই করে ফেলতাম।করিনাই কারন ১১০০টাকা লাগবে।

      @মুকুট: মুকুট ভাই,
      আপনি আপনার পুরাতন এয়ারটেল নম্বরের সাথে মিলিয়ে নতুন একটি পোষ্টপেইড নম্বর নিয়ে নিন ৪৫০ টাকা লাগবে । সাথে থাকবে ৩০০ টাকার ক্রেডিট লিমিট , ৫০০ এমবি ইন্টারনেট(চালু করার সাথে সাথেই), আরও ৩০০ মিনিট বোনাস , ৩০০ এসএমএস ও এমএমএস ।
      আপনার পোষ্টপেইড নম্বরটি হবে এরকম 0161(আপনার পুরাতন এয়ারটেল নম্বরের বাকি ৭ টি ডিজিট)

Level 0

mukut vai mone hoi onk din por dhora khailen.

অামি এয়ারটেল এর পোষ্টপেইড এডভান্টেজ ব্যবহার করি ।
৫০০ টাকার লাইন রেন্টের বিনিময়ে ৭৫০ টাকার কথা বলি। ১ সেকেন্ড পালস্ সাথে ২০ টা এফএনএফ নাম্বার । অার কি চাই? 😀

Level New

agree with mukut vai…….amar kahini aktu different, ami magic bonus nite chai nai, ami main balance pawar zonno 100 Tk recharge korsi but load er dokandar er kache 99 Tk e silo load, so shee amake 99 Tk dise and 1 takar 1 ta Mr. tom(faltu) candy dhoray dise……erpor ami balance check kore dekhi main balance bare nai!! but 200 Tk bonus paisi……mejaj ta purai kharap hoiya gese, amagore halara jor koira bonus dibo, aida zodi bonus e hoy then main balance bare na ken?…….grrrr

এয়ারটেল এর পোষ্টপেইড এডভান্টেজ এ রকম নয় ।

এয়ারটেল অ্যাডভান্টেজঃ
ট্যারিফ
এয়ারটেল – এয়ারটেল ০.৭৭ (ভ্যাট সহ ০.৮৯ টাকা) টাকা
এয়ারটেল – অন্যান্য ০.৭৭ (ভ্যাট সহ ০.৮৯ টাকা)
এয়ারটেল – এয়ারটেল (এফএনএফ নেই)
এয়ারটেল – অন্যান্য (এফএনএফ নেই)
অন-নেট এসএমএস ০.৪৫ (ভ্যাট সহ ০.৫২ টাকা) টাকা
অফ-নেট এসএমএস ০.৪৫ (ভ্যাট সহ ০.৫২ টাকা) টাকা
পালস ৫ সেকেন্ড

ইন্টারনেট (প্রতি কিলোবাইট) ০.০২ টাকা

ন্যূনতম ব্যবহার এর কোন শর্ত নেই
মাসিক লাইন রেন্ট ৫০ (ভ্যাট সহ ৫৭ টাকা) টাকা ।
আপনি যদি প্রতি মাসে ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা) টাকা ব্যবহার করেন আপনাকে লাইন রেন্ট দিতে হবে না ।

https://www.techtunes.io/mobileo/tune-id/128547 দেখুন ভাল লাগে কি না ।
ভাল লাগলে পোষ্টপেইড এ ট্রান্সফার হয়ে যান ।

মুকুট ভাই,
আপনি আপনার ব্লগ থেকে আয় করতে পারেন?
কিভাবে করতে হয় জানালে উপকৃত হব ।

airtell to pura magic dekhay dilo.

Level 0

ভাই‍! কোনো মোবাইল কোম্পানির এ ধরণের ‌’ধমাকা অফার’-এ কখনোই কান দিবেন না। ম্যাসেজ রিডও করবেন না, সরাসরি ‘ডিলিট’ করে দিবেন। কারণ, আমাদের দেশের কোনো কোম্পানিই গ্রাহকদের সত্যিকার সুবিধা দেয় না।

মাঝে মাঝে মোবাইলে দেখি ম্যাসেজে লিখা
“……./……/২০১২ তারিখের মধ্যে আর মাত্র ৮৫/৯৫ টাকার কথা বলে ১২/১৫ টাকা জিতে নিন।”

এ ধরণের ধমাকা (আমার ভাষায় ‘ছাগলা টাইপের অফার’) দেখলে যে কেউরই মেজাজ খারাপ হওয়ার কথা।
তবে ‘ওয়ারিদ’ থাকতে আসলেই খুব ভালো ভালো অফার দিতো; যা দ্বারা গ্রাহকরা সত্যিকারভাবে লাভবান হতো।
এয়ারটেল হওয়ার পর থেকে একটার পর একটা “ছাগলা টাইপের অফার” আসছেই (গ্রামীণের মতো)।
যা গ্রহণ করলে আইক্যাওয়ালা বাঁশ নিশ্চিত……

সুতরাং এ ধরণের অফারগুলো থেকে সবসময়ই ১০০০০০০০০ হাত দূরে থাকবেন।

    @ansarbd: ওয়ারিদ চলে গেছে কারন তারা এইদেশের চিটারদের সাথে ব্যবসা করতে চায়না।এয়ারটেল তো এসেছে টাকা মেরে খাবার জন্য।

এয়ারটেল না আসলে এদের নাম দেওয়া উচিত্‍ হারামিটেল । আমাদের সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ ।

Level 0

robi pco bebohar kori, kunu offeri nai, khaili .65tk mint,valoi kunu jhamela nai

    @athalsten: পিসিও তো সবাইকে দেয়না।আপনি পেলেন কিভাবে?

      Level 0

      @মুকুট: ek jaigai berate gia dekhi ek dokane beche, ami grammenphoner t-shirt pora silam ata amr kheal nai, dokan darke jigai lam pco koto, koi 275tk, nia nilam kagoj potro kichui dei nai voie koi apne complain koiren na je ami pco bechi, pore bujlam t-shirt e 200tk bachai dise+kagoj o lage nai, atar kagoj nia lav nai, ai sim harale oder zonel head office joa lage, so harale new kinmu arekta tshirt lagai, ;D

Level 0

মা, খা, আ শালার বাচ্চা গুলান। মনে মনে যে কতগুলা গালি দিলাম। আল্লাহ বাচাইসে ৮৫০টাকা রিচার্জে এরকম বোনাস নাই। নাইলে আমিও ধরা খাইতাম!

Warid theke airtel j din hoise oidin thekei Sim off kore disi. Purai harami.

    @tech_no: @Qudrat Ullah: ঠিক।আমি এখনো ব্যবহার করছি কারন এদের রেট অন্যান্য দাতাদের থেকে একটু কম

Level New

মুকুট ভাই, আপনার মতো অভিজ্ঞ টিউনার এ ধরণের বাঁশ অফারের পাল্লায় পড়লেন কিভাবে? দুনিয়াতে ৪০০ টাকা দিলে ১০০০ টাকা রিচার্জ হয় এমন কোনো সিস্টেম নাই, বাংলাদেশে তো নয়ই।

তবে পোস্টপেইডে চলে আসেন, কোনো অফার নাই, কিন্তু আছে সেরা কলরেট। আমার প্যাকেজে প্রতি মাসে ২৫০ ফ্রি ইউজেস, ২০৫০ টাকা ক্রেডিট লিমিট, FNF ২০টা। এয়ারটেল সুপার বেনিফিট ব্যবহার করি।

    @সেতু: টিউনের সাথে এটার কোনো সম্পর্ক নাই।আপনার মতামতের জন্য ধন্যবাদ।

কি যে শুরু করছে, মুকুট ভাই আপনার লেখাটি পরে অনেকের উপকার হবে

    @অর্জন: এজন্যেই তো এই লেখা লিখলাম।যাতে নতুন করে কউ আর বিপদে না পরে

ভয়ানক অবস্থা তো! মোবাইল সার্ভিস প্রোভাইডার গুলোর অতি পরিচিত শয়তানি। খুবই খারাপ লাগল

Level 0

amar mobile daily sms detache 2 bar kore………..

Level 0

chitar shalar, sorry, bharoter dalala

ধন্যবাদ। মজা পাইলাম জটিল। আমি ভাগ্যিস ধরা টা খাই নাই।তাইলে ১ সপ্তাহ কানতে কানতে যাইতো

আজকেই টাকা লোড দিতে চেয়েছিলাম, শালাদের কপালে আগুন দেওন দরকার। অনেক আগের সিম ০১৬৭১xxxxxx। কোন সুবিধা থাকলে বইলেন।

আমার টা ০১৬১১এক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্স ।

Level 0

হারামজাদারা যা শুরু করছে তা ত বলে শেষ করা যাবে না ।। কাল রাতে ১০০ ফ্রী মিনিট কিনলাম । ফ্রী মিনিট দিয়ে ২৪ ঘণ্টা এ ই কথা বলা যায় । but কাল ফ্রেন্ড এর সাথে কথা বলার পর দেখি আমার সব টাকা শেষ।। ফ্রী মিনিট রয়েই গেছে । ১ মিনিট ও কাটে নাই । customer care এ ফোন করার পর বলল তাদের server এ একটু সমস্যা হয়েছে । সকালে ঠিক হয়ে যাবে । এর আগেও কয়েক বার এরকম করেছে ।

এখন আমার প্রশ্ন হল এত বড় company এর server কেনই বা ২ দিন পর পর সমস্যা করবে । ।
আর server যদি সমস্যা করতই তাহলে free sms বা free net কিভাবে ঠিক মত কাজ করছে ?? বা main account ই কি করে ঠিক মত কাজ করছে??
আমার অনেক বন্ধুরাই ফ্রী মিনিট কিনে থাকে । আমার বন্ধুদের কে জিজ্ঞাসা করার পর তারাও বলল তাদের same অবস্থা …।।

Airtel এভাবে করে amader main balance থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে ।

আরে SERVER এ যদি PROBLEM হয়েই থাকে তবে ফ্রী মিনিট কেন কিনতে দিচ্ছে ?? Airtel ত সারাদিন sms করতেই থাকে । তাহলে SERVER এ যে PROBLEM হচ্ছে এটা কেন sms করে জানাচ্ছে না…???

মানুষ এর কাছ থেকে টাকা চুরি করার এটা তাদের নতুন একটা পাদ্ধতি …

Level 0

Vai ami 99 tk Dhora keyeci….R na…

Level 0

ভাই আপনি তো এইটা বলতেসেন আমারে ফোন দিসিল আমি নাকি ৩৭৫০০০ টাকা পাইসিলাম 😀