কেমন আছেন সবাই?অনেক দিন পর টিউন লিখছি।তাও প্রযুক্তি নিয়ে নয়।প্রযুক্তি প্রদান কারী দের সেবা যন্ত্রনা নিয়ে।
যারা এয়ারটেল ব্যবহার করেন তারা নিশচই ইতিমধ্যে এয়ারটেল ম্যাজিক বোনাস সম্মন্ধে জানতে পেরেছেন তাদের দেয়া এসএমএস এর মাধ্যমে?যারা ইতিমধ্যেই এই অফার নিয়েছেন তারা বুঝতে পেরেছেন আসল জিনিস টা কি।
এবার আসি আসল কথায়।কিছুদিন আগে যখন তাদের এসএমএস এর মাধ্যমে জানতে পারলাম যে ৪৯৯টাকা রিচার্জ করলে ১০০০টাকা বোনাস দিবে,এমন খবর এ একটু অবাক এবং খুশি হয়েছিলাম।সাথে সাথে মোবাইল থেকে তাদের ইমেইল করলাম এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য।এর উত্তরে তারা আমাকে রিপ্লাই করলো।সেটা এমন।
dear concern,
thank you for contacting to airtel bangladesh limited.
with reference to your query regarding airtel magic bonus, following are the information:
To know detail about airtel magic bonus, kindly dial *222#, which is free and you will be provided with return sms in detail information regarding magic bonus.
please keep in touch for any further query or assistance anytime .
best regards
mohammad hasib chowdhury
সাথে সাথে আমি ২২২ তে ডায়াল করে দেখলাম সেখানে ২লাইন কথা ছাড়া কিছুই নাই।গতকাল রাত এ চিন্তা করলাম যে ৪৯৯টাকা রিচার্জ করে যদি ১৫দিন ১০০০টাকা বোনাস দিয়ে চলি তবে ৪৯৯টাকাও বাচবে এবং ইচ্ছে মত ১০০০টাকা ব্যবহার করা যাবে।সাথে সাথে রাত ১১টায় ইস্লামি ব্যাংক এর iRecharge এর মাধ্যমে ৪৯৯টাকা রিচার্জ করলাম।টাকার আসার পর তো মাথায় হাত।কারন কি জানেন?
Transaction number 210012 to recharge 499tk from ... is successful.your balance is 29.15tk
আমি রিচার্জ করলাম ৪৯৯ টাকা।অথচ ব্যালেন্স ২৯টাকা?৪৯৯টাকা গেলো কোথায়?বোনাস ব্যালেন্স চেক করতে যেয়ে দেখি ৪৯৯টাকার যায়গায় ১০০০টাকা বোনাস পেয়েছি।।৪৯৯টাকা মেইন ব্যালেন্স এ জমাই হয়নাই।মেজাজ টা এতো খারাপ হলো যে বলার বাইরে।কারন আমার মাস এ সর্বোচ্চ ৪০০টাকা খরচ হয়।আবার তাদের মেইল করলাম।সকালে উত্তর আসলো।পড়লে আপনারাও উপকৃত হবেন।মেইল টা এমন।
dear concern,
thank you for contacting to airtel bangladesh limited.
with reference to your query following is the information in detail for your requirement,
On purchase of the offer, the talk time will be given in the dedicated account directly. No recharge amount will be given in the Main account
4. Validity of the offers will vary from 7 days to 30 days depending upon customer
segmentation.
5. The mentioned recharge denomination should be treated as failure for all non-eligible customers
6. No Main Account Validity will be added for the mentioned recharge denominations
7. Customer can check their purchased talk time with available validity by dialing *778*8#(FREE)
8. Talk time amount will follow the prevailing characteristics of the dedicated account.
9. Properties of the bonus/dedicated account 8 are:
a. ONNET voice (Conversion rate BDT 0.65)
b. OFFNET voice (Conversion rate BDT 1.25)
c. ONNET and OFFNET SMS (Conversion rate BDT 0.45)
d. GPRS (Conversion rate BDT 0.02 per Kb)
e. All rates mentioned above are excluding VAT
f. Voice pulse will be 60 seconds
g. It can be consumed whole day
h. Bonus amount cannot be used in: i. FnF calls of Adda and Shobai ii. Community calls of Dolbol iii. Special time of Foorti
10. Customer can know about the offers by dialing the MAMO USSD *222# for FREE.
please keep in touch for any further query or assistance anytime.
best regards
shafiqul alam
এই কথা গুলো আগে জানলে লাত্থি মারতাম এমন অফারের।তাই যারা এখনো এমন অফার নেয়ার চিন্তা করছনে তারা বিরত থাকুন।
আজাইরা প্যাচাল পেরে সবার টাইম নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
আল্লাহ হাফেজ।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আমি এয়ারটেল এর পোষ্টপেইড ব্যবহার করি ।
পোষ্টপেইড এ কোন বোনাস দেওয়া হয়না ।