যারা রাতে ঘুম থেকে উঠে পানি খান তাদের জন্য সুখবর!!!

রাতে অন্ধকারে ঘুমের ঘোরে  বিছানার পাশে অথবা টেবিলে ঢেকে রাখা গ্লাস থেকে পানি খেতে গিয়ে যারা অসাবধানে গ্লাসটিই ফেলে দিয়েছেন, দেখতে না পেয়ে; তাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা হলো এবার তাদের জন্যই এসেছে লাইটকাপ! বিষয়টি আরো একটু পরিস্কার করেই বলি। লাইটকাপ হচ্ছে একইসঙ্গে একটি পানীয় পানের কাপ এবং নাইট লাইট, যেটি অন্ধকারে আপনাআপনিই জ্বলে ওঠে এবং খুবই মৃদু আলো ছড়ায়।

2

1

এ কাপের তলার আছে আলো বিষয়ক সরঞ্জামাদি। একটি গোলাকৃতি কয়েন দিয়ে এটি চালু করা হয়। এর পর থেকে এটি আলো কমে গেলেই আপনাআপনি জ্বলে ওঠে। এর ভেতরের ইলেকট্রনিক অংশটি একটি ভালভের মাধ্যমে পানি ধারক অংশ থেকে আলাদা করা আছে।

উল্লেখ্য, একের ভেতরে দুই এই নাইটলাইট এবং কাপ মিলে লাইটকাপ প্রস্তুতকারী কোম্পানিটি জানিয়েছে এটি নাকি ডিশওয়াসারেও ধোয়া যাবে।

এই লাইটকাপটির দাম ধরা হয়েছে ৯.৫ পাউন্ড।

বিডিনিউজ।

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

To become a part of Digital Bangladesh, you have to be more, more and more fast with technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দামটা একটু বেশি হয়ে গেল মনে হয় ……. থাক আমি ঘুম ভেঙ্গে গেলে বোতল থেকেই পানি খাব। আপনাকে অনেক ধন্যবাদ!

    Level 0

    আমেদের জন্য বোতলই ভালো। ভাঙ্গার কোন চান্স থাকেনা।
    ধন্যবাদ আপনাকেও।

জিনিসটা পছন্দ হয়েছে কিন্তু দাম পছন্দ হয় নাই। ধন্যবাদ আপনাকে। দাম কমলে আওয়াজ দিয়েন।

Level 0

ভাল পণ্য। তবে আমার মনে হয় এইগুলি আমাদের উপযোগি করে তৈরী করা হয়নি।

তাছাড়া আপনি বোতল বা ম্যালামাইনের গ্লাস ব্যবহার করতে পারেন। এটি কিন্তু ভাংবে না—-

দাম হাতের নাগালে আসলে খবর দিবেন-কেমন।

    Level 0

    অবশ্যই আপনাকে খবর দিব।
    ধন্যবাদ

আমি বোতল থেকে পানি খাই তবে এটা কি বাংলাদেশে এশেছে। যদি আসে তবে আমি এটা অবশ্যই কিনব।

পানির কলস সব সময় কাছেই রাখি……………………………

Level 0

আসলে দামটা একটু বেশিই বটে। আপাতত সবাই বোতল দিয়েই কাজ চালিয়ে নিন।
ধন্যবাদ সবাইকে।