যাঁরা কম্পিউটারকে প্রধানত গান শোনা ও সিনেমা দেখার কাজে ব্যবহার করেন, তাদের জন্য সুখবর। কেন আর আপনি পাইরেটেড সফটওয়ার (Pirated Software) ব্যবহার করবেন। বরং সম্পূর্ণ হোম থিয়েটার (Home Theatre) ব্যবহার করুন একেবারে বিনে পয়সায়। লিনাক্স (Linux) এর উপর ভিত্তি করে তৈরি করা GeeXboX এমনই একটি ডিস্ট্রিবিউশন (Distribution), যা আপনার কম্পিউটারটিকে নিমেষে হোম থিয়েটার কিংবা মিডিয়া সেন্টারে (Media Centre) পরিবর্তিত করবে। আর এর জন্য কোন রকম ইনস্টলেশনের (Install) প্রয়োজনও পড়বে না। মাত্র ১৮ মেগাবাইট আকারের এই সফটওয়ারটি চালানোর জন্য আপনার কম্পিউটারে হার্ডডিস্ক (Harddisk) থাকারও দরকার নেই। কম্পিউটারের RAM এ এই GeeXboX নিজেকে লোড করে নেয়। আর চালাতে পারে প্রায় সবরকমের মিডিয়া ফাইল (Media File) । লাইভ সিডিভিত্তিক (Live CD) এই পোর্টেবল (Portable) লিনাক্স হোমথিয়েটার আপনাকে অপারেটিং সিস্টেমের (Operating System) একটি অন্যরকমের অনুভূতি দেবে একথা নিশ্চিত করে বলতে পারি।
কি ধরণের সিস্টেম প্রয়োজন?
সিস্টেম রিকোয়ারমেন্ট
আরও কিছু তথ্য
তাহলে আর দেরী নয়। এক্ষুনি ডাউনলোড (Download) করে ফেলুন এই খুব কাজের ও প্রয়োজনীয় হোম থিয়েটারটি। একটি মিনিডিস্কে বার্ণ করে ফেলুন। আর বন্ধুদেরকে উপহার দিন।
ISO ফাইলটি ডাউনলোড করুন এই পাতা থেকে। ফাইল সাইজ মাত্র ১৮ মেগাবাইট।
আমি The Search। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 445 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Boss, eita ki xp te support korbe?