সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে অনেক দিন পর বাইক নিয়ে টিউন করতে বসলাম। আজকে যেই বাইক নিয়ে আলোচনা করব সেটি হল Hero Honda Hunk এই বাইক অনেক ভালো। এটি চালিয়ে আপনি অনেক Comfort Feel করবেন। তাছাড়া দুরের যাত্রার জন্য এই বাইক অনেক ভালো। এটি চালিয়ে আপনি অনেক মজা পাবেন। এর ইঙ্গিন খুব বেশি শব্দ করে না। ৫ গিয়ার এর বাইক এটি । ১ টি নিছে বাকি সবগুলা উপরে। এর মাইলেজ ২৬-২৯ কিঃ মিঃ। এর স্পীড আমি ৮৩ কিঃ মিঃ পাইসি। আরও বেশি পাবেন আপনারা তবে এত বেশি স্পীড না দেওয়াই ভালো। 2011 তে Hunk এ কিছু নতুন Feature যোগ হয়েছে। সেগুল হলঃ
বর্তমানে আমার বাবাও এই বাইক ইউস করতেসে ১৪০০০+ কিঃ মিঃ চলার পরও এই বাইক এখন পর্যন্ত কোন প্রব্লেম করে নাই। এই বাইক অনেক ভালো আপনি এই বাইক নিঃসন্দেহে কিনতে পারেন। এতটুকু বলতে পারি যে এই বাইক Pulsar 150 থেকে ভালো।
তহ চলুন দেখে নেওা যাক Hunk এর Full Engine Specification:
ENGINE SPECIFICATIONS | |
Displacement: | 149.2cc |
Engine: | 149.2cc. 4-Stroke |
Maximum Power: | 14.2 Bhp @ 8500 rpm |
Maximum Torque: | 12.8 Nm @ 6500 rpm |
Gears: | 5 Speed |
Clutch: | Multiplate Wet |
Bore: | 57.3 |
Stroke: | 57.8 |
Cylinder Configuration: | NA |
Engine Block Material: | NA |
Chassis Type: | Tubular Diamond Type |
Cooling Type: | Air Cooling |
Carburetor: | C. V Type |
0 to 60: | 5.08 sec. |
DIMENSIONS | |
Length: | 2080.00 mm |
Width: | 765.00 mm |
Height: | 1095.00 mm |
OTHER SPECIFICATIONS | |
Weight: | 146.00 kg |
Ground Clearance: | 145.00 mm |
Fuel Tank: | 12.40 ltrs |
Wheelbase: | 1325.00 mm |
Electrical System: | NA |
Headlamp: | 12V-35W |
Horn: | NA |
Wheel Type: | Alloys |
Wheel Size: | 2.75 X 18 42P/ 100/90 X 18 - 56P mm |
Colors: | Black, Blue, Red, Silver |
দামঃ 1.97 Lakhs [ Showroom Price ]
কোথায় পাবেনঃ Hero Honda Showroom Or Other Bike Showroom
আমার জানা মতে এই বাইক এর সাথে কোন ফ্রী সার্ভিসিং পাবেন না। তবে আমি নিশ্ছিত না কারন ১ বছর আগে যখন আমি কিনি তখন কোন সার্ভিসিং দেয় নাই। তবে এই পর্যন্ত সার্ভিসিং করাই নাই।
বাইক এর ছবিঃ
মনে রাখবেন, নিজের বাইক দিয়ে কখনো Stunts করবেন না । বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ ৫০ কিঃ মিঃ রাখুন খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তায় ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না।
পরবর্তী টিউন এ কোন বাইক সম্পর্কে লিখবো মতামত দিন।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন, আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Tuner Rafi-Tithon
ধন্যবাদ সবাইকে 😀 😀
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হয়েছে। আশাকরি এরপর বাইকের প্রয়োজনীয় কাগজপত্র নিয়েও একটি টিউন করবেন। সেখানে বাইকের রেজিসট্রেশন নং, চেসিস নং, ইনসুরেন্স সহ যত প্রকার কাগজপত্র আছে তা নিয়ে টিউন করবেন। এবং সকল কাগজপত্রের মূলকপি স্ক্যান করে দিতে পারেন।