গত তিন (৩) মাস যাবৎ যখনই টেকটিউনসে প্রবেশ করি, নির্বাচিত টিউনের জায়গায় শুধু টেকটিউনস v 2.0 এর পোষ্টটাই দেখি। যেটা অনেকটা বিরক্তির কারন হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া এই সময়ের অনেক গুরুত্বপূর্ণ টিউন হয়েছে, যেগুলো নির্বাচিতে এ আসতে পারেনি।
ধন্যবাদ টেকটিউনস কতৃপক্ষকে অনেকদিন পরে হলেও তাঁরা আজ এটা পরিবর্তন করেছেন। আশা করি ভবিষ্যতে আমরা টেকটিউনস এরকম আর কিছু দেখবনা।
আসল ধন্যবাদ পাওয়ার দাবিদ্বার হচ্ছে রনি পারভেজ। যিনি নির্বাচিত টিউন থেকে টেকটিউনস v 2.0 সরানোর জন্য টেকটিউনস কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
To become a part of Digital Bangladesh, you have to be more, more and more fast with technology.
কোন ষ্টিকি পোষ্ট এক সপ্তাহের বেশী থাকা উচিত নয় বলে আমার ব্যক্তিগত মতামত। সেই সাথে মাইক্রোটিউনসের ব্যাপারেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমার কাছে মাইক্রোটিউনসগুলো যেগুলো বর্তমানে আছে বা বিগত সময়ে ছিল সেগুলো খুব বেশী দরকারী টিউনস বলে মনে হয়নি। ষ্টিকি এবং মাইক্রোটিউনসের ব্যাপারে টিউনের জনপ্রিয়তা (নির্দিষ্ট সময়ে কতবার দেখা হয়েছে), কতটা বিস্তারিত, কতটা দরকারী এই বিষয়গুলোর ভিত্তিতে নির্বাচন করা উচিত। সবচেয়ে জনপ্রিয় বিভাগটি কিভাবে জনপ্রিয়তার ভিত্তি মাপা হয় সেটাও পরিষ্কার করা দরকার এতে করে টিউনারদের ভালো মানের টিউন করার ব্যাপারে উত্সাহের মাত্রা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। সাহায্য চেয়েছেন বিভাগটি চালু করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। তবে শুধুমাত্র সাহায্য চেয়েছেন বিভাগে প্রবেশের জন্য হোম পেজে একটি লিংক দরকার।
আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলো খেয়াল করবেন।