Bike এর খুঁটিনাটি চেইন টিউন [পর্ব-০৪]

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে  ১ জন Bike Stuter সম্পর্কে জানব এবং তার  সাথে আমার যা কথা হয়েছে টা লিখবো। তহ চলুন শুরু করি।
প্রোফাইলঃ
নামঃ আহসানুর মুবাশির মারুফ
পড়াশুনাঃ BBA(Final Semister)
নিজের বাইক এর নামঃ  Fazer 153cc (Red)

আমার সাথে মারুফ ভাই এর কথোপকথনঃ
আমিঃ আপনার নাম?
মারুফ  ভাইয়াঃ আহসানুর মুবাশির মারুফ
আমিঃ আপনি কত বছর ধরে Stunt করসেন?
মারুফ ভাইয়াঃ ২ বছর ধরে করছি ভবিষ্যৎ এও করার ইচ্ছা আছে।
আমিঃ Bike Stunting এর শুরু টা কিভাবে?
মারুফ  ভাইয়াঃ একটা মেয়ের সাথে আমার রিলেশান ছিল প্রায় ৩ বছর। তারপর তার হটাথ করে তার  বিয়ে হয়ে যায়, তারপর আমি রাজনীতিতে যোগ দিলাম। একটা কলেজ এর AGS ছিলাম। একদিন বাসায় আসার সময় একজন আমাকে ছুরি দিয়া ফাড় দিল। ১০ দিন হসপিটাল এ ছিলাম ১৪ টা সিলি লাগসে বুকে। তারপর বাইক নিয়া ঘুরাঘুরি করে টাইম পাস করি। আস্তে আস্তে কয়েক্তা Stunt Kora শুরু করি। আমার বন্ধু নাইম আমাকে বলল  Ghost RiderZ এর Admin পিয়াশ আমার Stunt নাকি খুব পছন্দ করেছে আর  আমাকে তার Group এ জইন করার আমন্ত্রন জানায়। এভাবেই আমার  Stunt শুরু। বর্তমানে অনেক Stunt Show করতেসি।
আমিঃ কোন কোন Stunt করেন আপনি?
মারুফ  ভাইয়াঃ Whellie,360 Compass, Stoppie,Burnout এইসব করি তবে আমি সবচেয়ে বেশি রেস করি।
আমিঃ সবচেয়ে পছন্দের Stunt কোনটা?
মারুফ  ভাইয়াঃ  Stoppie
আমিঃ আপনি  এখন কোন বাইক Use করেন ?
মারুফ  ভাইয়াঃ Yamaha Fazer 153cc  করতেসি তবে মাঝে মাঝে দরকার হলে রজিন (আমার কাজিন)  এর R15 চালাই।
আমিঃ আপনার মতে বর্তমানে সবচেয়ে ভাল বাইক কোনটা Stunt এর জন্য??
মারুফ  ভাইয়াঃ অনেক বাইক এই আছে তবে এর মধ্যে R15 v2 দিয়ে Stunt করে মজা পাই। তাছাড়া R15 v2 sports বাইক তাই এটাকে রেস এও ব্যাবহার করা যায়। তবে Stunt আর জন্য Pulsar 150 ভাল সব Stunts করা যায় ।
আমিঃ এছাড়া সাধারন কাজে কোন বাইক ব্যাবহার করা ভাল?
মারুফ   ভাইয়াঃ Discover,Walton Fusion,Splender এইসব ব্যাবহার করা ভাল সাধারন  কাজে কারন তেল খরছ কম।
আমিঃ আপনি এখন কোন Group  এ আছেন?
মারুফ  ভাইয়াঃ Ghost Riderz এই আছি  এবং নিয়মিত Event গুলোয় অংশগ্রহন করছি ।
আমিঃ  সবাই কি  Ghost Riderz এ যোগ দিতে পারবে?
মারুফ  ভাইয়াঃ না, Membership পেতে হলে আপনাকে অবশইএ কিছু Stunt পারতে হবে সেইশাতে আমাদের ইভেন্ট গুলোতে অংশগ্রহন করতে হবে তারপরেই আপনাকে                  Group এর Membership দেওা হবে।
আমিঃ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মূল্যবান  সময় দেওয়ার জন্য।
মারুফ  ভাইয়াঃ তোমাকেও  ধন্যবাদ। 😀

## বন্ধুরা আজ এ পর্যন্তই আগামি টিউন এ আমি  Yamaha FZ-S নিয়ে লিখবো।  সেই পর্যন্ত ভাল থাকুন। এর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক এ Contact করতে পারেন।

আমার ফেসবুক অ্যাকাউন্টঃ  Rafi Tithon

ধন্যবাদ সবাইকে 😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টার্ভিউ 🙂

ভাইয়া, ইন্ডিয়ায় মেয়েরা যে স্কুটি চালায়, বাংলাদেশে তার দাম, কোথায় পাওয়া যায়, মানে মোটামুটি অলওভার ধারণা দরকার আমার, খুবই জরূরী। আপনি যদি একটু হেল্প করতেন, প্লিজ…

Level New

Vaia apnake ami bolechilam fzs nia tune korte apne korlenna
aibar kortai hobe

about Yamaha SZ-R please !