সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি।
অনেক দিন পর টিউন লিখছি। নেট এর স্পীড এর যা অবস্থা কমেন্ট করতেই অনেক কষ্ট হয়। আজকে এর আজাইরা পেচাল পারুম না। আজকে আমরা যে বাইক সম্পর্কে জানব সেটি হল Yamaha R15 v2 এটা বাংলাদেশ এ সবচেয়ে হাই ফাই বাইক। এটা সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় Stunt এ। তাছাড়া এটা শখের বশেই মানুশ ব্যাবহার করে কাজের জন্য এটা ব্যাবহার করলে গরিবের ঘরে হাতি পোষার মত হয়ে যাবে। এটা অনেক Stylish একটা বাইক। তাই যাদের প্রেমিকা বাইক পছন্দ করে তাদের জন্য পারফেক্ট! মাইয়া ৩০ সেকেন্ড এ লাইনে আয়া পরব ১০০% গ্যারান্টি দিলাম। 😉 আর এই বাইকটা সবচেয়ে সুন্দর জিনিশ হইলো এর Body Kit । এটা অনেক Smooth একটা বাইক। এটা দিয়ে আপনি Stoppie, 360!, Bunout! এইসব Stunt করতে পারবেন। এটা দিয়ে 12'o Clock Stunt করতে পারবেন না। দেখতে বড় হলেও বাইক এর ওজন খুব কম। বলতে গেলে Pulsar 150 এর চেয়েও কম। এই বাইক টা ঢাকার যেকোনো Showroom এ পাবেন। এছাড়া অন্যান্য শহরে Yamahar Showroom এ Order দিলেই আপনাকে এনে দিবে ওরা। বাইক টা একটো বড় হওয়াতে চিপা চাপা গলি দিয়ে চালাতে অসুবিধা হবে। এটা ৬ গিয়ার এর বাইক। তবে এই বাইক এর সুবিধা হল এর স্পীড অনেক। আপনি অনেক দ্রুত যাতায়াত করতে পারবেন। তাহলে চলুন এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ
VEHICLE SUMMARY | |
Name: | Yamaha YZF R15 |
Model: | Version 2.0 |
Type: | Sports Bike |
Fuel Consumption: City | 32.00 |
Fuel Consumption: Highway | 42.00 |
VERDICT | |
FOR | Looks Technology |
AGAINST | Price |
OUR RATINGS | |
Appearance: | ***** (5 Star) |
Comfort: | **** (4Star) |
Features: | ***** (5 Star) |
Performance: | **** (4 Star) |
Value for money: | *** (3 Star) |
ENGINE SPECIFICATIONS | |
Displacement: | 149.8cc |
Engine: | 149.8cc, 4-stroke |
Maximum Power: | 16.8 Bhp (17 PS) @ 8500 rpm |
Maximum Torque: | 15 Nm @ 7500 rpm |
Gears: | 6 Manual |
Clutch: | Wet Multiplate |
Bore: | 57 |
Stroke: | 58.7 |
No. of Cylinders: | 1 |
Cylinder Configuration: | NA |
Valve Per Cylinder: | 4 |
Chassis Type: | Deltabox Frame |
Cooling Type: | Liquid Cooling |
Carburetor: | NA |
DIMENSIONS | |
Length: | 1970.00 mm |
Width: | 670.00 mm |
Height: | 1070.00 mm |
OTHER SPECIFICATIONS | |
Weight: | 136.00 kg |
Ground Clearance: | 160.00 mm |
Fuel Tank: | 12.00 ltrs |
Wheelbase: | 1345.00 mm |
Headlamp: | 12V35W / 35W+35W |
Battery Type: | Maintainance Free |
Battery Voltage: | 12V |
Battery Capacity: | 3.5Ah |
Horn: | Dual |
Wheel Type: | Alloys |
Wheel Size: | 90/80 R17, 130/70 R17 mm |
Colors: | Sunset Red, Midnight Black , Racing Blue |
বাংলাদেশি বাজার মূল্যঃ 4.20 Lakhs( চার লাখ ২০ হাজার টাকা মাত্র) [Show-Room Price]
কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer Shop or যেকোনো বাইক Show Room এ।
বাইক এর কিছু ছবিঃ
=>>
এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন। নিজের বাইক দিয়ে Stunts করবেন না কখনো। বাইক এর Engine ভাল আসে কিনা খেয়াল রাখুন। স্পীড লিমিট সরবোচ্ছ ৫০ কিঃ মিঃ রাখুন খুব বেশি তাড়াহুড়া না থাকলে বেশি স্পীড দিবেন না। Overtaking Tendentsy বাদ দিন। রাস্তায় অন্যান্য বাইক চালক যতই বলুক কখনো রেস করবেন না। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তায় ধীরে সুস্থে বাইক চালান। ট্রাফিক আইন মেনে চলুন। বাইক কিনার পর পর ইনসিওরেন্স, লাইসেন্স করিয়ে ফেলুন। নিজের Driving লাইসেন্স সাথে রাখুন। বাইক দিয়ে কখনো Burnout Stunt করবেন না। Engine এর ১২ টা বাইজ্জা যাইব।
পরবর্তী টিউন এ Pulsar 150 সম্পর্কে লিখবো।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমার ফেসবুক অ্যাকাউন্টঃ রাফি তিথন
ধন্যবাদ সবাইকে 😀 😀
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ১০০ সিসির ওপরের গাড়ি গুলো ১০০০ কিমি চলার পর মোবিল / ইন্জিন ওয়েল চেন্জ করতে হয়। কারণ বড় ইন্জিনে তাপ বেশী উত্পন্ন হয়।