প্রযুক্তির ব্লগ টেকটুইটস এবং বিডিস্টল যৌথ উদ্দেগে আয়োজন করা হচ্ছে “টেকটুইটস টেক ব্লগিং কন্টেস্ট মে-২০১২১” . টেকটুইটস ইতিমধ্যে বাংলাদেশের একটি সেরা প্রযুক্তি কমিউনিটি ব্লগে পরিনত হয়েছে। ব্লগিং কমিউনিটির প্রাণ হচ্ছে এর লেখকেরা। তাই এ লেখকদের জন্য আয়োজন হচ্ছে টেক ব্লগিং কন্টেস্ট। একমাস ব্যপী চলবে এ কন্টেষ্ট। আমরা চাই সবাই পুরষ্কার পাক, কিন্তু আমাদের সীমিত আয়জনে সবাইকে পুরষ্কৃত করা সম্ভব হবে না। তাই আমরা এক মাসের মধ্যে ব্লগারদের লেখার সংখ্যা এবং মান বিবেচনা করে বিজয়ীদের নাম ঘোষনা করব। মোট পুরষ্কার পাবেন আটজন বিজয়ী। আর এ বিজয়ী আটজন ব্লগারের জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার ও একটি করে সার্টিফিকেট। যা একটি অনুষ্টানের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আপনি ও হতে পারেন এ আট জন ভাগ্যবানদের একজন। তার জন্য আপনাকে লিখতে হবে প্রযুক্তি বিষয়ক যেকোন লেখা।
আগামি মে ১৫ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত যেকোন যে কোন ব্লগার এতে অংশ নিতে পারবে। ১৫-০৫-২০১২ থেকে ১৫-০৬-২০১২ পর্যন্ত সব গুলো লেখা উপর ভিত্তি করে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ http://techtweets.com.bd/
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
Valo