সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়ায় ভাল আছি এবং ভাল থাকার চেষ্টা সবসময় করি। আজকে আমি যেই টিউনটি করব সেটি হল বাইক নিয়ে । এখানে বাইক নিয়ে কেও টিউন করেছেন বলে মনে হয় না। জন্মের পর থেকেই বাসায় বাইক দেখে আছসি। কিন্ত আমার বাবার করা নির্দেশ বাইক চালানো শিখা যাবে না তাই ক্লাস ৬ পর্যন্ত মনের দুঃখ নিয়েই থাকলাম। ক্লাস ৭ এ উঠার ২-৩ মাস পরেই ভাইয়া বাইক কিনল Yamaha Fazer 153cc তখন আর আমায় টেখায় কে? বাবার চোখ ফাকি দিয়ে বাইক চালানো খুব ভালভাবেই শিখলাম তবে বাবার বাইক চালাতে পারতাম নাহ আর ভাইয়াও অনেক বিজি থাকতও তাই মাসে ১ বার চালাতে পারতাম ক্লাস ৮ এ উঠে খুব ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর ১ তা Stunt শিখায় এর মদ্ধে বাবাও নতুন বাইক কিনসে।
আমার বন্ধুদের জখন বলতাম আমি বাইক চালাতে পারি তখন ওরা মনে করত আমি চাপাবাজি করতেসি তহ একদিন ভাইয়া বাইরে থেকে আশার পর বাইক চাইলাম বলল নিয়ে যাও তবে আস্তে চালিয়ো তখন তহ আর মজা বন্ধু এপিক কে কল দিয়া বললাম বাইর হইতে ও তহ বাইর হয়া পুরা তহ। ওই দিন ৬৭ স্পীড এ চালাইলাম আস্তে আস্তে আমার স্পীড বারতে লাগল এর আখন ৯৭ এ আইশা থামল। জানি আত স্পীড দেয়া ঠিক না তবুও আমার মন তহ মানে নাহ। অনেক আজাইরা পেচাল পারলাম এখন কাজের কথা আসি।আজকে আপনাদের যেই বাইক সম্পর্কে বলব সেটি হলঃ Yamaha Fazer 153cc এই বাইকটির সবচেয়ে ভাল গুন হল এই বাইক অনেক Smooth. যারা চালিয়েছেন সুধু তারাইএ বলতে পারবে এটা চালাতে কত মজা । যা অন্য কোন বাইক এ আমি আজ পর্যন্ত পাই নাই।
চলুন তাহলে এর Engine Specification সম্পর্কে জেনে নেইঃ
ENGINE SPECIFICATIONS | |
Displacement: | 153cc |
Engine: | 153cc, 4-stroke |
Maximum Power: | 14 Bhp @ 7500 rpm |
Maximum Torque: | 14 Nm @ 6000 rpm |
Gears: | 5 Manual |
Clutch: | Constant Wet Multi Plate |
Bore: | 58 |
Stroke: | 57.9 |
No. of Cylinders: | 1 |
Valve Per Cylinder: | 2 |
Chassis Type: | Diamond |
Cooling Type: | Air Cooling |
DIMENSIONS | |
Length: | 1975.00 mm |
Width: | 770.00 mm |
Height: | 1045.00 mm |
OTHER SPECIFICATIONS | |
Weight: | 141.00 kg |
Ground Clearance: | 160.00 mm |
Fuel Tank: | 12.00 ltrs |
Wheelbase: | 1335.00 mm |
Headlamp: | 12V35W / 35W+35W |
Wheel Type: | 5 Spoke 17" Alloys |
Wheel Size: | 100/60 - 140/60 mm |
Colors: | White, Black Cyber Green, Midnight Black and Lava Red |
বাংলাদেশি বাজার মূল্যঃ 2.40 Lakhs (( Showroom Price ))
কোথায় পাবেনঃ যেকোনো Yamaha Dealer শপ এ।
এই বাইক কিনার সাথে ৩ টি ফ্রী Servicing পাবেন। মনে রাখবেন প্রতি ২০০০ কিঃ মিঃ চলার পর বাইক এর মবিল বদলাবেন আর প্রতি ৬০০০ কিঃ মিঃ পর Servicing করাবেন। নিজের বাইক দিয়ে Stunts না করাইএ ভাল এতে Engine ভাল থাকে। তাছাড়া বাইক নিয়ে কখনো রেস করবেন না।
আরও কিছু জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করুনঃ
আমার ফেসবুক অ্যাকাউন্টঃ Rafi Tithon
পরবর্তী টিউন এ Yamaha R15 V2 সম্পর্কে লিখবো।
ধন্যবাদ সবাইকে..... 😀 😀
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিনার ইচ্ছা ছিল But কিনতে পারছি না।