স্টিকি পোস্টের ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

http://media.somewhereinblog.net/images/ronybest_1257059061_1-Capture.JPG

টেকটিউনস 2.0 এর স্টিকি পোস্টটা দেওয়া হয়েছে ৭ অগাষ্ট, ২০০৯। যারা টেকটিউনসে আসেন তাদের প্রায় সবাই বিষয়টা জানেন। এতদিন থেকে পোস্টটাকে স্টিকি করে রাখা হয়েছে, সরানোর কোন নাম-গন্ধ নেই। এর মাঝে অনেক ভাল ভাল টিউন হয়ে গেছে। আমার অনুরোধ এই পোস্টটা সরিয়ে  প্রয়োজনীয় এবং নতুন পোস্টকে স্টিকি করা হোক।



Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও সহমত!

এটা আসলেই আর দরকার আসে কিনা……টিনটিন ভাই ভেবে দেখবেন

হুমমম।।। আমারও মনে হয় রনি ভাইয়া খারাপ বলেন নাই। অনেক দিন ধরেই তো নির্বাচিত টিউন পাইনা।

গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। এরকম একটা সাইট নিয়ে কতৃপক্ষের অবহেলা করা উচিত না। একটা অবস্থান তৈরী করেই দায়িত্ব শেষ না সেটা ধরে রাখতে হবে।

    ঠিক বলেছেন শাকিল ভাই। আমরা এডমিনের কাছ থেকে আরও বেশি দায়িত্বশীলতা আশা করি।

হুমমমম……..

রনি ভাই ঠিক বলছেন।

খাটি কথা …………… আমিও একমত আপনার সাথে

একদম ঠিক বলেছেন।মানসম্মত টিউনগুলোকে নির্বাচিত টিউনে দেখতে চাই ।টিনটিন ভাই কই ??আশা করি ব্যাপারটা দেখবেন

    হুম ……. আমি আছি মামুন …… হারাই নাই!

    টিনটিন ভাই আছে।আর কোন চিন্তা নাই।ধন্যবাদ ভাই

হা এটা ঠিক।
আমি আর মামুন ভাই আমরা টাইটানিক পোস্টটিকে নির্বাচিত করতে টিকটিউনস কে অনুরোধ করেছিলাম।
কষ্টের বিষয়, হয়তো এর মান বেশি ভাল ছিল না বলে এটিকে নির্বাচিত টিউন করা হয়নি।

তবে আমি কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসে আছি এটা দেখার জন্যই যে, “নির্বাচিত টিউন হতে একটি টিউনকে কত মান সম্মত হতে হয়”

    তারেক ভাই আপনার টিউনটি অবশ্যই মানসমস্মত ছিল ।আমার মনে হয় নির্বাচিত টিউন অপশনটাই এখন অফ আছে।তাই ভাই রাগ করে লাভ নাই।

    আপনার টিউনটা অবশ্যই নির্বাচিততে দেখা যাবে …….. কিছুদিন অপেক্ষা করতে হবে।

    ধন্যবাদ।

    উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই

    আরে TareqMahbub ভাই তোমাকে টেকটিউনসে কতদিন ধরে পাচ্ছি না । বুঝতে পারছি না রাগ করলে নাকি। যাইহোক আমার জানা মতে টেকটিউনসে মাসের ভাল টিউনগুলো আগে নির্বাচিত করা হয় । তাই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে । আগের পোস্টগুলো নির্বিচিত হয়ে যাবার পর তোমার পালা । আমি জানি ধৈর্য ধরে থাকা যে কি কষ্টের । তারপরও তোমার টিউনের অপেক্ষায় আছি । ভাল একটি টিউন করে ফেল ।

প্রত্যেক সপ্তাহে একটা টিউন নির্বাচিত করা উচিত।
এ জন্য তো টিউনের নিচে LIKE অপ্সহ্ন দাওয়াই আছে।

Level 0

প্রত্যেক সপ্তাহে নয়,বরং কোন টিউন ভাল মানসম্মত হলেই স্টিকি দেওয়া উচিত, আর স্টিকির উদ্দেশ্যও কিন্তু ভাল ও মান্সম্মত টিউন করার ব্যপারে উৎসাহ দেওয়া,রনি ভাইয়ের মত আমিও চরম বিরক্তিতে আছি, টিউনটি করার জন্য উনাকে ধন্যবাদ,
আর টেকটিউন কতৃপক্ষ আশা করি এ বিষয়টি নজরে দেবেন…