আমাদের গ্রুপ এর ১ বছর পূর্তি উপলক্ষে সকলের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা ।



হয়ে গেল   আমাদের সকলের খুব প্রিয় গ্রুপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলাদেশ এর  প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী । গ্রুপ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুবেচ্ছা ও অভিনন্দন । আজ থেকে প্রায় এক বছর আগে  প্রায় ৫০ জন মেম্বার নিয়ে শুরু হয়েছিল এই গ্রুপ এবং এই গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সকলের প্রিয় সজিব রহমান ভাই টেকটিউন্স এ এস ই ও নিয়ে সিরিজ টিউন লিখার সময় । তখন তিনি আমাদের অল্প কয়েক মেম্বার কে এড করেছিলেন এই গ্রুপ এ যাদের মধ্যে (সজিব রহমান ভাই , মেহেদি ভাই , মামুন ভাই , সাব্বির আলম ,  লাকি ভাই , ডিজে আরিফ , জতি প্রকাশ দা , তাওহিদ ভাই , আমিনুল ভাই , আমি ;) , ) সহ আরও অনেকে রয়েছেন ।

সেই সময় থেকে এখন পর্যন্ত কোন মেম্বার এই গ্র্যপ এ সাহায্য চেয়ে পান নি এমন হয় নি প্রথম দিকে গ্রুপ কিছুটা বিমর্ষ থাকলেও আমাদের গ্রুপ এ তাহের ভাই এবং আরও কয়েকজন মেম্বার আসার পর থেকে গ্রুপ টা বেশ একটিভ হয়ে উঠে এবং এস ই ও নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের অন্যতম গ্রুপ হয়ে উঠে । প্রতিনিয়ত এস ই ও নতুন নতুন অলি গলি ও আনাচে কানাচে থাকে এস ই ও জরুরি বিষয় গুলো নিয়ে আলোচনা , সমালোচনা চলতে থাকে ফলে গ্রুপের প্রতিটি মেম্বার সেই সকল বিষয় গুলো ভাল ভাবে বুঝতে পারে । এর কিছু দিন পর আমাদের এই ওয়েব এস ই ও গাইড ব্লগ টির জন্ম হয় ।

গ্রুপ এ কোথায় সুন্দর ভাবে পোস্ট এর মাধ্যমে এস ই ও এর পদ্ধতিগুলো   নিয়ে লিখা যায় তা  আলোচনা করতে করতেই ডিশিশন হল যে এই একটা ব্লগ করা দরকার সেই থেকে প্রথমে ব্লগ তারপর তার ডিজাইন এবং পোস্টিং সহ সকল কিছু । এরই মধ্যে আবার কি কি ধরনের পোস্ট হতে পারে তা নিয়ে আলোচনা হয় । এবং প্রকাশ পায় বাংলাদেশ প্রথম সম্পূর্ণ এস ই ও নিয়ে ব্লগ ওয়েব এস ই গাইড ।

এই ১ বছরের পথ চলার পথে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমারা এগিয়ে চলেছি সফলতার সাথে এখন পর্যন্ত । এছাড়া আমাদের গ্রুপ এর আয়োজনের হয়েছে গ্রুপ মিট আপ যা কিনা চট্রগ্রাম , ঢাকা সহ আরও কয়েক জায়গায় হয়ে জায়  এবং এখন আমাদের গ্রুপ এর মেম্বার সংখ্যা বেড়ে এই ১ বছরে দাঁড়িয়েছে প্রায়  ৩ হাজার । এই এত মেম্বার এর মধ্যে এখন পর্যন্ত কেউ ই কোন সমস্যায় পড়ে হেল্প পায় নি এমন কখন ও হয় নি ।তবে সুধু এস ই ও নয় অন্য কোন বিষয়ে জানতে চেয়ে তা পায় নি এমন ও হয় নি ... সব কিছুর সমাধান দিতে চেস্টা করা হয়েছে ।

মাঝে মাঝে কিছু সমাধান দিতে দেরী হয়েছে কিংবা অনেক সময় দেওয়া হয়নি যার প্রধান কারন অনেক গুলো এস ই ও বিষয়ক পোস্ট এবং প্রশ্ন উত্তর দিতে দিতে হয়ত সেই পোস্ট টি নিচের দিকে চলে গিয়েছে । এখন সকাল বেলা ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখি গ্রুপ এ কেউ কোন প্রশ্ন করেছে কিনা বা কিছু জানতে চাইছেন কিনা ।

"WebSeoGuide"

গ্রুপ এর সফলতার কিছু কাহিনীঃ

আমাদের গ্রুপ এর সফলতার কিছু কাহিনী জেগুলো না বললেই নয় ।।এই গ্রুপ এ প্রতিদিন এস ই ও কাজ করতে গিয়ে ফ্রিল্যান্সার রা যে সকল বাধার সম্মুখীন হচ্ছেন তা থেকে উত্তরণের উপায় জানিয়ে দিচ্ছেন আমদের গ্রুপ এর সম্মানিত এডমিন গণ এবং এডমিন ছারাও এস ই ও গ্রুপ এর একটিভ মেম্বাররা এবং সফল এস ই ও স্পেশিয়ালিস্ট ফ্রিল্যান্সাররা...আমাদের নিবেদিত প্রান এডমিন গণ তাদের সকল কাজ এর ফাকে সময় পেলেই দিয়ে যাচ্ছেন এস ই ও নিয়ে টিপস , উপায় এবং অন্যান্য পধতি গুলো ।

মাঝে মাঝে দেখতে পারি গ্রুপ এ অনেকেই তাদের এস ই ও এর কর্ম ক্ষেত্রে সফলতা পেয়েছেন এবং এই সফলতার  মূল দাবিদার এস ই ও বিডি গ্রুপ যেখান হতে তারা সকলে এস ই ও সিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করে চলেছেন এবং সফল হয়েছেন । বেশ ভাল লাগে যখন দেখি দেশের বিশাল বেকার মানুষগুলোর মধ্যে  ১% ও আমাদের এই গ্রুপ এ এসে  বেকার নামক এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন এবং দেশ এর জন্য রেমিটেন্স নিয়ে আসছেন । নিজ পায়ে দাঁড়িয়েছেন , হয়েছেন সাবলম্বি । তারা এখন অন্যদের সিখাছেন ফলে তারাও হয়ে উঠছেন এস ই ও এক্সপার্ট এবং এভাবেই আমরা এগিয়ে চলেছি ।

"WebSeoGuide"

গ্রুপ এর কিছু আয়োজন ঃ

আমাদের এই গ্রুপ এ প্রতিনিয়ত বিভিন্ন এস ই ও ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে এবং নতুন যারা এস ই সিখতে আগ্রহি তাদের জন্য রয়েছে এস ই ও সিখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত গাইড লাইন এবং এছাড়া এস ই ও ক্লাস এর কথা চিন্তা করা হয়েছে কিন্তু সময় এর সল্পতার কারনে যা এখন ও পর্যন্ত সম্ভব হয়ে উঠেনি হয় কিছুদিনের মধ্যেই এস ই ও ক্লাস শুরু হতে পারে । এছাড়া প্রতি সপ্তাহের ১ দিন এস ই ও এর ক্ষেত্রে প্রয়োজনীয় যে কোন একটি  বিষয়  নিয়ে  আলোচনা করা হয় যাতে সকলে ভালভাবে তা বুঝতে পারে ।

এস ই ও এর জন্য প্রয়োজনীয় বিভিন্ন বেসিক টুলস যেমআর বেসিক সবকিছুই আমাদের এখানে দেয়া হয়। এমন কি লিঙ্কবিল্ডিং এর লিঙ্ক ও। কিন্তু দেখেন আপনি যদি লিঙ্ক বিল্ডিং এর লিঙ্ক পাওয়ার স্ট্রাটেজি টা একটু কষ্ট করে আয়ত্ত করতে পারেন আজীবন কারো উপর নির্ভর করতে হবে না। তাই এখানে  প্রথমে পধতি বলে দেওয়া হয় তারপর যদি তা না পাওয়া যায় বা না পারেন তখন  টুলবার , ডিরেক্টরি , সোশাল বুকমারকিং , আরটিকেল সাবমিশন , কমেন্ট লিস্ট , প্রেস রিলিস সাইট সহ আরও প্রয়োজনীয় সকল কিছু দেওয়ার চেস্টা করা হয় ।

যাতে কাজ করার সময় কেউ কোন ধরনের সমস্যার সম্মুখীন না হয় ।কিন্তু অনেকে মাঝে মাঝে বলেন যে এস ই ও এর জন্য প্রিমিয়াম সফট গুলো এর লিংক দিতে কিন্তু আপনাদের একটা জিনিস মেনে নিতে হবে আমরা জদি এস ই ও এর জন্য ব্যাবহৃত কোন প্রিমিয়াম সফট আপনাকে দেই তা হবে পলিসি এর বহিরাগত এবং পাইরেসি করা । তাই কখন ই আমরা এটাকে উতসাহ দেই না ।

"WebSeiGuide"

আমাদের এখনে সবসময় যারা ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য এস ই ও সিখেন তাদের বলা হয়ে থাকে যে প্রথমে এস  ই ও এর কাজ গুলো সিখেন এস ই ও কি তা ভালভাবে বুঝেন তারপর কিছুদিন তা প্রাকটিস করেন এবং তারপর যখন আপনারা ভালভাবে তা আয়ত্ত করবেন তখন এস ই ও এর কাজ করেন তাহলে যেই লাভ টা আপনাদের হবে তা হল কোন কাজে আপনি আটকাবেন না এবং এস ই ও এর সকল কাজে আপনি এপ্লাই করতে পারবেন 🙂

কিন্তু অনেকেই এই পধতি অবলম্বন না করে কাজ করতে গিয়ে কাজ সিখতে চান কিন্তু আমরা অনেকেই এটাকে নিরুতসাহিত করি । কারন একজন বায়ার আপনাকে কাজ টা দিবেন যেন আপনি তা সঠিক ভাবে করতে পারেন 🙂 এবং তাতে বায়ার এর সাইট এর র‍্যাঙ্ক বারানো বা অন্য যেই উদ্দ্যেশ্যে তিনি আপনাকে এই কাজ দিয়েছেন তা সফল হয় । তা না হলে তিনি আপনার সম্পর্কে নেগেটিভ ধারনা পোষণ করবেন এবং আপনার ফিডব্যাক খারাপ হয়ে যাবে এখনে প্রধান যেই সমস্যা হবে তা হলো আপনি প্রথমত কাজ পেতে কস্ট হবে ।।সেই বায়ার এর বাংলাদেশের এস ই  ও কর্মীদের প্রতি বিরূপ ধারনা সৃষ্টি হবে । তাই আগে কাজ শিখুন তারপর কাজ করুন 🙂 । তাহলে আপনি অবশ্যই সফল হবেন 🙂

এস ই এ যারা নতুন তাদের জন্য গাইড লাইন ঃ

এসইও শিখতে চাচ্ছেন ভালো কথা তবে এই ডকটা আগে ঠিক মত পড়ে নেন

১।  https://www.facebook.com/groups/webseoguide/doc/367080449994240/

ওটা পড়া শেষ হয়ে গেলে এখন এই লিংকে গিয়ে

http://webseoguide.net/category/seo-series-tutorial

পার্ট ১ থেকে শুরু করুন।

এছাড়া সজিব ভাইয়ের লিখে চেইন টিউন টা দেখতে পারেন ...

https://www.techtunes.io/chain-tunes/seo-tutorial-a2z (সজিব রহমান )

এখানে আরও বেশ কিছু আর্টীকেল আছে

http://www.tunerpage.com/seo-tutorial/ (আলসে দুপুর)

ধিরে ধিরে পড়তে থাকুন মোটামুটি ভালো কিছু গাইডলাইন পাবেন। তারপর কোন কিছু নতুন মনে হলে অথবা না বুঝলে এখানে এসে প্রশ্ন করুন।

প্রতি দিন আমরা চেস্টা করছি আপনাদের ভাল কিছু উপহার দেওয়ার জন্য জদিও কিছু কমতি তো থেকেই যায় আমাদের বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠুক , বেকারত্তের অবিশাপ থেকে মুক্তি পাক এবং বিশ্বের দরবারে মাথা উচু করে দারাক এই কামনায় শেষ করছি ভাল থাকেবন 🙂

WebSeoGuide.Net সাইট ম্যন্টেন্যান্স টিম

এডমিন প্যানেল :

  • Mh Mehadi
  • Mamun Haque
  • Sojib Rahman
  • Taher Chowdury Sumon
  • Sinbad Konik
  • Adnan Mahmud

ওয়েব সাইট ডিজাইন এন্ড ম্যন্টেন্যান্স :

  • Tawhidul Islam
  • Eunus Hossain
  • Aminul Islam
  • Joti Prokash
  • Nasir Uddin

সাইট প্রমোশন ও কমুনিকেশন :

  • Alamin kabir (CCO)
  • Tanjil Ahmed Johny (DHK)
  • Sabbir Alam (CTG)
  • Samsul Alam

মডারেশন প্যানেল :

  • Muziq Celestial (চিফ মডারেটর - ডিজে আরিফ )
  • Zamil Hossain Sezan
  • Arijit Bhowmik
  • Sujit Krisna Kunda

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন লাগল আপনাদের আয়োজনের কথা শুনে, আপনাদের প্রচেষ্টা আরো ধাপে ধাপে উন্নতি করবে এই আশা করি…