আপনি যদি এখন একটা স্কুল এ যাওয়া ছেলে অথবা মেয়ে কে জিজ্ঞেস করেন যে সে নেট এ কি কি করে তাহলে সে প্রথমেই বলবে ফেসবুক এর কথা। হ্যাঁ এই সেই ফেসবুক যা আমাদের সবার মন জুড়ে রয়েছে। কিন্তু কে কে জানি ফেসবুক এর আদিকথা!! সবাই জানি ফেসবুক এর নির্মাতা মার্ক জুকারবার্গ। আর এটা সে চালু করেছিলো ২০০৪ সালে। কিন্তু আমরা কি জানি যে প্রথম ফেসবুক এর নাম কি ছিল!!! দেখতেই বা কেমন ছিল তার চেহারা!!!
আসুন তবে জনে নেই ফেসবুক এর আদিকথা…
ফেসবুক ২০০৪ এবং ২০০৫:
এবার আসুন ২০০৬ এ :
চলুন এবার দেখি ফেসবুক ২০০৭ এবং ২০০৮ কেমন ছিল! যদিও এটার সাথে আমরা সবাই পরিচিত:
অনেক পরিবরতন নিয়ে আসে ফেসবুক ২০১০ এ :
কয়েকদিন আগেও মানে ২০১১ সালে ফেসবুক কে আমরা সবাই চিনি। কেউ কেউ এটাই ইউজ করছে এখন....
অবশেষে আগমন ঘটে টাইমলাইন এর।
হ্যাঁ এই হল আমাদের এই ফেসবুক। যাকে আমরা এখন ফেসবুক নাম এ চিনি টা প্রথম ছিল thefacebook.com নাম এ। পড়ে পরিবর্তন করে THE টা মুছে দেয়া হয়।
ফেসবুক এর গ্যালারি কালেকশান যাদের কাছে নেই তারা নিয়ে নিতে পারেন এখান থেকে।
আশা করি Tune টি সবার ভাল লেগেছে। কেমন লাগলো টা জানাতে ভুলবেন না।
আমার ফেইসবুক অ্যাকাউন্টঃ Rafi Tithon
সুত্রঃ Google And Facebook
ধন্যবাদ 🙂 🙂
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune……………..I do not use TIMELINE and will never be….
thanks.