ভিন্নতা অনেকেরই পছন্দ। নিজের পছন্দ,রুচি আলাদা করতে অনেকেই নানা কিছু করেন।উইন্ডোজ ব্যবহারকারী চাইলে নিজের ডেস্কটপকে একটু ভিন্ন মাত্রা দিতে পারেন Talisman Desktop দ্বারা।
Talisman Desktop
মনেই হবে না যে এটা উইন্ডোজের ডেস্কটপ।
এছাড়া এতে আরো অনেক সুদৃশ্য থিম রয়েছে এবং থিম খুব সহজে তৈরী করার জন্য রয়েছে থীম ম্যানেজার।
থিম তৈরী করতে থীম ম্যানেজারে গিয়ে Theam Creator এ গিয়ে প্রয়োজনীয় স্টেপ সিলেক্ট করে তৈরী করুন পছন্দমত থীম।
এছাড়া ওদের সাইটে প্রচুর সুদৃশ্য থীম রয়েছে। থীমগুলো ডাউনলোড করে Talisman Desktop চালুথাকা অবস্থায় ড্রাগ করে Talisman Desktop এরুপর রাখলেই ইন্সটল হবে।
ডিফল্টভাবে Talisman Desktop এর লোগো কিভাবে পরিবর্তন করবেনঃ
Talisman ইন্সটল করারপর ডেস্কটপের মাঝবরাবর Talisman এর লোগো দেখতে পাবেন ।আপনি চাইলে এই লোগো পরিবর্তন করে নিজের লোগো বা ছবি দিতে পারেন।
প্রথমে Talisman Desktop এ খালি জায়গায় ডান ক্লিক করে Properties এ ক্লিক করুন
Properties আসার পর Picture এ আপনার ছবিটি দেখিয়ে দিন । ব্যাস ডেস্কটপের লোগোতে আপনার ছবি সেট হয়ে এ যাবে।
এভাবে খুব আকর্ষনীয় করুন আপনার ডেস্কটপকে।
নিচের স্কীনশটগুলো Talisman Desktop এর
নিচের গুলো সব থিম, সাইট থেকে ডাউনলোড করে নিন...
এছাড়া আরও আরও মজাদার ও চোখ ধাঁধাঁনো থিম রয়েছে......
নূতন টিউনার হিসেবে কোন ভূল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।
4shared এ একটু কস্ট করে ঐ নামে সার্চ করলেই এই সফটওয়ার ও এর লাইসেন্স কী সহ পেয়ে যাবেন।
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
ভাই ভালো লাগলো। কাজ কোরে। আমি vista use kori তো কাজ কোরসে। আপনাকে অনেক ধন্যবাদ। চালিয়ে জান..।