ছবি এডিটের জন্য ফটোশপ অতুলনীয়,তবে এ কাজের জন্য দক্ষতার প্রয়োজন হয় ।যেমন ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিতে যখন রেড আই সমস্যা দেখা দেয় তখন ফটোশপে অনেক কস্ট করে রঙ নির্বাচন সহ নানা কাজ করতে হয়। এছাড়া কোন নির্দিস্ট জায়গার কালার বদলানোর জন্য প্রথমে সিলেকশন করতে যা খুব কস্টকর।
এ সকল কস্টকর থেকে মুক্তি দেবে Photo Instrument নামের ছবি এডিটের এই সফটওয়ার। ছবি এডিটের চমৎকার ও কাজের ১৫-১৭টা ইন্সট্রুমেন্ট নিয়ে সাজানো এই সফটওয়ারটি ছবি এডিটের কাজ আরো সহজকরে দিবে।
উপরের মেয়েটার চোখগুলো ভাল করে খেয়াল করুন
মেকাপের পরের দৃশ্য
উপরের ছবিগুলো ভাল করে খেয়াল করুন
মেয়েটার চেহারার গঠন ভাল করে খেয়াল করুন,সাথে চোখগুলো ও
প্রথমে সফটওয়ারটি চালু করে ২য় সারির ২য় ইন্সট্রুমেন্টটি চালু করুন,
এরপর যে ছবিটির রেড আই দূর করতে হবে তার চোখ বরাবর ক্লিক করলেই দেখবেন চোখের রেড আই সমস্যা দূর হয়ে গেছে।
( খেয়াল রাখবেন ব্রাশ সাইজ যেন চোখের সাইজের সমান হয়। ব্রাশ সাইজ ছোট করার জন্য আগে উপরের যে কোন Instrument নির্বাচন করে ব্রাশ ছোট নিবেন কেননা রেডআই সিলেকশন অবস্তায় ব্রাশ ছোট করা যায় না)
কি করে নিজের ছবিকে গ্লামারস স্কিনে রুপান্তর করবেন তার হেল্প ভিডিও বিল্ট ইন ভাবে এই সফটওয়ারটার সাথে দেওয়া আছে।বিল্টইনভাবে আরো অনেক টিউটোরিয়াল এই সফটওয়ারটার সাথে পাবেন।
কিন্তু সমস্যা হচ্ছে সফটওয়ারটা পাইরেটেড।এর ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারেন। ট্রায়াল ভার্সন শুধু আপনাকে Photo Instrument ফরম্যাটে সেইভ করতে দিবে। কাজ করার পর স্কিন শট ছবি হিসেবে নিতে পারবেন। অবশ্য আপনাদের যদি খুব বেশী প্রয়োজন হয় আমাকে মেইল করুন, আমার কাছে এর একটি পোর্টেবল ভার্সন আছে যা রেজিস্ট্রেশনের জামেলা নেই।
নুতন টিউনার হিসেবে কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।ধন্যবাদ,...
আমি sohel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলো নেবার জন্য এসেছি !
দেখে তো বেশ কাজের সফটওয়ার মনে হচ্ছে…… সম্ভব হলে আমাকে মেইল করেন…
[email protected]