কয়েকদিন ধরে টেকটিউন্স এ পোস্ট করব করব করছি কিন্তু সাইট টা ডাঊন থাকায় আর করা হয়ে উঠে নাই। কিছুদিন আগে আমি আপনাদের কাছে ল্যাপটপ কেনার পরামর্শ চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম এইখানে। তখন থেকেই মনের মত একটা ল্যাপটপ খুজছি। আমি থ্রিডি ফ্রিলান্সিং করি ,থ্রিডি গেম ও পছন্দ করি। আমার থ্রিডি কাজ আর অবসরে গেমিং আর পোর্টেবিলিটির জন্যে একটা সুবিধাজনক ল্যাপটপ খুজছিলাম অনেক দিন থেকে, নতুন কিম্বা সেকেন্ড হ্যান্ড যাই হোক। অনেক খুজাখুজি আর রিসার্চ এর পরে শেষ পর্যন্ত আমার স্বপ্নের ল্যাপটপ টা পেয়ে গেলাম !
১) পারফরমেন্স হতে হবে দুর্দান্ত , যেকোনো গেম বা থ্রিডি এপ্লিকেশন ভাল করে চালাতে হবে।
২) প্রসেসর হতে মাল্টি কোর , মানে এট লিস্ট কোয়াড কোর।
৩) র্যাম যত বেশি তত ভাল।
৪) ইউ এস বি পোর্ট যত বেশি তত ভাল।
৫) ডিজাইন টা দৃষ্টিনন্দন হলে ভাল।
৬) স্পিকার সিস্টেম টা যত সফিস্টিকেটেড ততই ভাল।
৭) স্ক্রিন টা একটু বড় হলে ভাল। যারা নেটবুক ইউজ করেছেন তারা হাড়ে হাড়ে টের পাবেন বড় স্ক্রিনের প্রয়োজনীয়তা।আর গ্রাফিক্স এর কাজ করতে হলে যত বড় স্ক্রিন তত ভাল।
8) বাজেট নেগশিয়েবল, পছন্দটাই আগে দরকার।
clickbd আর cellbazaar ঘুরে খুব একটা হাই এন্ড ল্যাপটপ পেলাম না , যেগুলা পেলাম অগুলার দাম এমন হাকা হয় যেটা থেকে নতুন কিনলে কমে পাওয়া যাবে। তাই বের হয়ে গেলাম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনতে। অনেক ঘুরেফিরে আইডিবি এর একটা দোকানে পেলাম আমার পছন্দসই সেই ল্যাপটপ। HP pavilion DV6-6107tx
Processor Type : Intel Core i7-2670QM 2nd Generation Processor (2.2GHz base up to 3.1GHz, 6MB Cache L3, Quad Core 8 Threads)
Chipset : INTEL HM67 CHIPSET
RAM : 8 GB DDR3 Ram , 1333 bus
Hard Disk: 640GB SATA HDD
Screen Size: 15.6" LED DISPLAY
Optical Drive: DVD WRITER
Graphics Card: 1GB Ati Radeon 6770 Graphics
Audio/Speaker: BEATS AUDIO
Networking: GIGABIT LAN, Wi-Fi, BLUETOOTH
Webcam: 1.3 Mega Pixel
Card Reader: MULTI CARDREADER
Battery: 06CELL BATTERY 03 HOURS BACKUP
Software: Genuine Windows® 7 Home Premium
Other Features: Finger Print Security
Product Weight (Kg): 2.4KG
Warranty: 01 YEAR WARRANTY
আমার জন্যে দরকারি জিনিসগুলা লাল করে দিলাম।
নিউমারিক প্যাড থাকায় অনেক কাজে সুবিধা হবে, সাথে একটা লজিটেক এর wireless মাউস ও কিনালাম।
ফিঙ্গার প্রিন্ট রিকগনিশন থাকায় ভাব ই অন্যরকম
ইউ এস বি 3 সাপোর্টেড আর HDMI আউটপুট আছে সাথে লেন তো আছেই ! ২ টা হেডফোন আঊটপুট থাকায় দুজনে বসে একসাথে মুভি বা মিউসিক এঞ্জয় করা যাবে , জসস ...
ডিভিডি রাইটার তো আছেই , সাথে কার্ড রিডার , ইলেক্ট্রনিক হার্ড ডিস্ক বাম্প প্রটেকশন , আর বিটস অডিও( বিশেষ করে হেডফোন দিয়ে শুনলে বিটস অডিও ফিচার টা অসাধারন) , দারুন সব ফিচার।
সাথে কিনলাম লজিটেক এর পরটেবল স্পিকার , লজিটেকের সব প্রডাক্ট এর ফ্যান আমি ! ল্যাপটপের স্পিকার যতই ভাল হোক ন্যাচারাল সাউন্ড পাওয়া যায় ন। লজিটেকের পোর্টেবল নোটবুক স্পিকার টা ইউস না করলে বুঝতাম না যে ল্যাপটপের স্পিকার কত সীমাবদ্ধ !
এককথায় অসাধারন একটা ল্যাপটপ, ঠিক যেরকম আমার দরকার ...
পারফরমেন্স এর কথা বললে আধুনিক সব গেম ফুল সেটিংস্ দিয়ে খেলা যায় আভারেজ ৫০-৬০ এফ পি এস থাকে কমপক্ষে। বেটেলফিল্ড ৩ খেললাম ওইদিন , ফিফা , ক্রাইসিস ১/২ , প্র ইভলুশন সকার সব গেম পুরাই ফাটাফাটি চলে ফুল ডীটেইলস এ। আর আমার থ্রিডী মেক্স এ ও এই ল্যাটপের পারফরমেন্স অসাধারন। ৮ মিলিওন পলির একটা সিন অনায়াশেই মুভ করতে পারলাম। আর রেন্ডারিং স্পিড ও দুর্দান্ত , ৮ টা থ্রেড একসাথে রেন্ডার করে।
সাউন্ড কোয়ালিটি অসাধারন বিটস অডিয় এর জন্যে। বিশেষ করে যখন হেডফন দিয়ে শোনা হয়। স্পিকার এর কোয়ালিটি যথেষ্ট ভাল, ৩ টা স্পিকার আছে , স্টেরিও/সারাউন্ড ফিলিংস তা খুব ভাল বুঝা যায়। কিন্তু তাঁর পরেও লজিটেক এর পোর্টেবল স্পিকার এর কাছে কিছুই না, তাই ওইটা কিনলাম এক্সট্রা ৫০০০ দিয়ে।সাথে একটা ওয়ায়ারলেস মাউস ও কিনলাম লজিটেক এর
ল্যাপটপ টার দাম পরল প্রায় ৭৮০০০ টাকার মত। আইডিবির তিন তালার টেকনোএজ এই পাইলাম শুধু এই কনফিগারেশন। ATI 6770 ওয়ালা ল্যাপটপ আর পাই নাই আইডীবি তে। সব ই 6730 বা 6750 , পারফরমেন্স কিন্তু অনেক ফারাক।
খারাপ দিলের মধ্যে বললে বলতে হয় ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপ এর কোথায় আসলে একটা মজার ফিচার এর কথা বলতে হয়, এই ল্যাপটপের কিন্তু গ্রাফিক্স কার্ড ২ টা। আপনি যেকোনো সময় রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারেন আপনি কি intel HD 3000 কার্ড ইউস করবেন নাকি ATI 6770m গ্রাফিক্স কার্ড ইউস করবেন। intel ইউস করলে আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে সাড়ে তিন ঘনটা থেক চার ঘনটা । আর ATI ইউস করলে ব্যাকআপ দিবে দেড় ঘন্টা। আসলে এত হাই এন্ড ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ততটা মনপুত হয় না। খারাপ দিকের মধ্যে আরেকটা হল এর ল্যাপটপ চার্জার এর সাইজ টা একটু বড় যেটা বহন করতে অসুবিধা। অনেকেই কমপ্লাইন করেন এইচ পি এর পারফরমেন্স দারুন হলেও গরম হয়ে যায় । কথাটা আসলে ঠিক যদি না আপনার HP coolsense ইন্সটল করা থাকে। HP coolsense একটা utility যেটা কেনার সময় দিয়ে দেয়। আপনি কোন কারনে উইন্ডোজ রি ইন্সটাল করলে ওইটা আবার ইন্সটল করতে ভুইলেন না।
আর ডিজাইন এর কথা বললে বলতে হবে ল্যাপটপ টা সামনা সামনি দেখলে আপনার পছন্দ লাগবেই। ব্রাশ মেটাল ফিনিস ল্যাপটপ টাকে আরও সফিস্টিকেশন দিয়েছে। সাথে মেটাল বর্ডার টা যেন কন্ট্রাস্ট এড করেছে। এই ল্যাপ্টোপের ই আরেকটা মডেল আছে প্লাস্টিক ফিনিশ , যেটা দেখতে অনেকটা চিপ লাগে। আপনারা কী কিনলে ব্রাশ মেটাল ফিনিশ টা দেখে কিনবেন , জোস লাগে। ডিজাইন এর দিক থেকে আগে আমার অ্যাপল আর সনি ভায়ও ভাল লাগত কিন্তু এইচ পি এর রিসেন্ট মডেলগুলার ডিজাইন আমার খুবি পছন্দ হয়েছে।
আশা করি কেউ হাই এন্ড লেপ্টোপ কিনলে আমার রিভিঊ টা কাজে লাগবে।
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
ভাল জিনিস ! দাম তো বললেন না।