শেষ পর্যন্ত কিনেই ফেললাম একটা দুর্দান্ত ল্যাপটপ !

কয়েকদিন ধরে টেকটিউন্স এ পোস্ট করব করব করছি কিন্তু সাইট টা ডাঊন থাকায় আর করা হয়ে উঠে নাই। কিছুদিন আগে আমি আপনাদের কাছে ল্যাপটপ কেনার পরামর্শ চেয়ে একটা পোস্ট দিয়েছিলাম এইখানে। তখন থেকেই মনের মত একটা ল্যাপটপ খুজছি।   আমি থ্রিডি ফ্রিলান্সিং করি ,থ্রিডি গেম ও পছন্দ করি।   আমার থ্রিডি কাজ আর অবসরে গেমিং আর পোর্টেবিলিটির  জন্যে একটা সুবিধাজনক ল্যাপটপ খুজছিলাম অনেক দিন থেকে, নতুন কিম্বা সেকেন্ড হ্যান্ড যাই হোক। অনেক খুজাখুজি আর রিসার্চ এর পরে শেষ পর্যন্ত আমার স্বপ্নের ল্যাপটপ টা পেয়ে গেলাম !

আমার ল্যাপটপ কেনার ক্রাইটেরিয়া ছিল এরকমঃ

১) পারফরমেন্স হতে হবে দুর্দান্ত , যেকোনো গেম বা থ্রিডি এপ্লিকেশন ভাল করে চালাতে হবে।

২) প্রসেসর হতে মাল্টি কোর , মানে এট লিস্ট কোয়াড কোর।

৩) র‍্যাম যত বেশি তত ভাল।

৪) ইউ এস বি পোর্ট যত বেশি তত ভাল।

৫) ডিজাইন টা দৃষ্টিনন্দন হলে ভাল।

৬) স্পিকার সিস্টেম টা যত সফিস্টিকেটেড ততই ভাল।

৭) স্ক্রিন টা একটু বড় হলে ভাল। যারা নেটবুক ইউজ করেছেন তারা হাড়ে হাড়ে টের পাবেন বড় স্ক্রিনের প্রয়োজনীয়তা।আর গ্রাফিক্স এর কাজ করতে হলে যত বড় স্ক্রিন তত ভাল।

8) বাজেট নেগশিয়েবল, পছন্দটাই আগে দরকার।

clickbd আর cellbazaar ঘুরে খুব একটা হাই এন্ড ল্যাপটপ পেলাম না , যেগুলা পেলাম অগুলার দাম এমন হাকা হয় যেটা থেকে নতুন কিনলে কমে পাওয়া যাবে। তাই বের হয়ে গেলাম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনতে। অনেক ঘুরেফিরে আইডিবি এর একটা দোকানে পেলাম আমার পছন্দসই সেই ল্যাপটপ। HP pavilion DV6-6107tx

ফিচার গুলা এরকমঃ

Processor Type : Intel Core i7-2670QM 2nd Generation Processor (2.2GHz base up to 3.1GHz, 6MB Cache L3, Quad Core 8 Threads)

Chipset : INTEL HM67 CHIPSET

RAM : 8 GB DDR3 Ram , 1333 bus

Hard Disk: 640GB SATA HDD

Screen Size: 15.6" LED DISPLAY

Optical Drive: DVD WRITER

Graphics Card: 1GB Ati Radeon 6770 Graphics

Audio/Speaker: BEATS AUDIO

Networking: GIGABIT LAN, Wi-Fi, BLUETOOTH

Webcam: 1.3 Mega Pixel

Card Reader: MULTI CARDREADER

Battery: 06CELL BATTERY 03 HOURS BACKUP

Software: Genuine Windows® 7 Home Premium

Other Features: Finger Print Security

Product Weight (Kg): 2.4KG

Warranty: 01 YEAR WARRANTY

আমার জন্যে দরকারি জিনিসগুলা লাল করে দিলাম।

আমার নিজের কিছু তোলা ছবিঃ

নিউমারিক প্যাড থাকায় অনেক কাজে সুবিধা হবে, সাথে একটা লজিটেক এর wireless মাউস ও কিনালাম।

ফিঙ্গার প্রিন্ট রিকগনিশন থাকায় ভাব ই অন্যরকম

ইউ এস বি 3 সাপোর্টেড আর HDMI আউটপুট আছে সাথে লেন তো আছেই ! ২ টা হেডফোন আঊটপুট থাকায় দুজনে বসে একসাথে মুভি বা মিউসিক এঞ্জয় করা যাবে , জসস ...

ডিভিডি রাইটার তো আছেই , সাথে কার্ড রিডার , ইলেক্ট্রনিক হার্ড ডিস্ক বাম্প প্রটেকশন , আর বিটস অডিও( বিশেষ করে হেডফোন দিয়ে শুনলে বিটস অডিও ফিচার টা অসাধারন) , দারুন সব ফিচার।

সাথে কিনলাম লজিটেক এর পরটেবল স্পিকার , লজিটেকের সব প্রডাক্ট এর ফ্যান আমি ! ল্যাপটপের  স্পিকার যতই ভাল হোক ন্যাচারাল সাউন্ড পাওয়া যায় ন। লজিটেকের পোর্টেবল নোটবুক স্পিকার টা ইউস না করলে বুঝতাম না যে ল্যাপটপের স্পিকার কত সীমাবদ্ধ !

এককথায় অসাধারন একটা ল্যাপটপ, ঠিক যেরকম আমার দরকার ...

পারফরমেন্স রিভিঊ:

পারফরমেন্স এর কথা বললে আধুনিক সব গেম ফুল সেটিংস্‌ দিয়ে খেলা যায় আভারেজ ৫০-৬০ এফ পি এস থাকে কমপক্ষে। বেটেলফিল্ড ৩ খেললাম ওইদিন , ফিফা , ক্রাইসিস ১/২ ,  প্র ইভলুশন সকার সব গেম পুরাই ফাটাফাটি চলে ফুল ডীটেইলস এ। আর আমার থ্রিডী মেক্স এ ও এই ল্যাটপের পারফরমেন্স অসাধারন। ৮ মিলিওন পলির একটা সিন অনায়াশেই মুভ করতে পারলাম। আর রেন্ডারিং স্পিড ও দুর্দান্ত , ৮ টা থ্রেড একসাথে রেন্ডার করে।

সাউন্ড কোয়ালিটি অসাধারন বিটস অডিয় এর জন্যে। বিশেষ করে যখন হেডফন দিয়ে শোনা হয়। স্পিকার এর কোয়ালিটি যথেষ্ট ভাল, ৩ টা স্পিকার আছে , স্টেরিও/সারাউন্ড ফিলিংস তা খুব ভাল বুঝা যায়। কিন্তু তাঁর পরেও লজিটেক এর পোর্টেবল স্পিকার এর কাছে কিছুই না, তাই ওইটা কিনলাম এক্সট্রা ৫০০০ দিয়ে।সাথে একটা ওয়ায়ারলেস মাউস ও কিনলাম লজিটেক এর

ল্যাপটপ টার দাম পরল প্রায় ৭৮০০০ টাকার মত। আইডিবির তিন তালার টেকনোএজ এই পাইলাম শুধু এই কনফিগারেশন। ATI 6770 ওয়ালা ল্যাপটপ আর পাই নাই আইডীবি তে। সব ই 6730 বা 6750 , পারফরমেন্স কিন্তু অনেক ফারাক।

খারাপ দিলের মধ্যে বললে বলতে হয় ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি ব্যাকআপ এর কোথায় আসলে একটা মজার ফিচার এর কথা বলতে হয়,  এই ল্যাপটপের কিন্তু গ্রাফিক্স কার্ড ২ টা। আপনি যেকোনো সময় রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে পারেন আপনি কি intel HD 3000 কার্ড ইউস করবেন নাকি ATI 6770m গ্রাফিক্স কার্ড ইউস করবেন। intel ইউস করলে আপনার ব্যাটারি ব্যাকআপ দিবে সাড়ে তিন ঘনটা থেক চার ঘনটা । আর ATI ইউস করলে ব্যাকআপ দিবে দেড় ঘন্টা। আসলে এত হাই এন্ড ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ ততটা মনপুত হয় না। খারাপ দিকের মধ্যে আরেকটা হল এর ল্যাপটপ চার্জার এর সাইজ টা একটু বড় যেটা বহন করতে অসুবিধা। অনেকেই কমপ্লাইন করেন এইচ পি এর পারফরমেন্স দারুন হলেও গরম হয়ে যায় । কথাটা আসলে ঠিক যদি না আপনার HP coolsense ইন্সটল করা থাকে। HP coolsense একটা utility যেটা কেনার সময় দিয়ে দেয়। আপনি কোন কারনে উইন্ডোজ রি ইন্সটাল করলে ওইটা আবার ইন্সটল করতে ভুইলেন না।

আর ডিজাইন এর কথা বললে বলতে হবে ল্যাপটপ টা সামনা সামনি দেখলে আপনার পছন্দ লাগবেই। ব্রাশ মেটাল  ফিনিস ল্যাপটপ টাকে আরও সফিস্টিকেশন দিয়েছে। সাথে মেটাল বর্ডার টা যেন কন্ট্রাস্ট এড করেছে। এই ল্যাপ্টোপের ই আরেকটা মডেল আছে প্লাস্টিক ফিনিশ , যেটা দেখতে অনেকটা চিপ লাগে। আপনারা কী কিনলে ব্রাশ মেটাল ফিনিশ টা দেখে কিনবেন , জোস লাগে। ডিজাইন এর দিক থেকে আগে আমার অ্যাপল আর সনি ভায়ও ভাল লাগত কিন্তু এইচ পি এর রিসেন্ট মডেলগুলার ডিজাইন আমার খুবি পছন্দ হয়েছে।

আশা করি কেউ হাই এন্ড লেপ্টোপ কিনলে আমার রিভিঊ টা কাজে লাগবে।

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল জিনিস ! দাম তো বললেন না।

ভাই স্ক্রীন রেজ্যুলেশান কত?

বাহ খুব ভাল রিভিউ। ইন্টেল এইচডি ৩০০০ আপনার প্রসেসরের ডেডিকেটেড জিপিইউ। ভাই আপাতত সামর্থ্য না থাকায় কিনতে পারলাম না 🙂 ধন্যবাদ

Level 0

সুন্দর ল্যাপটপ। 🙂

সামুতে আগেই দেখেছিলাম! চরম ল্যাপি এবং দারুন রিভিউ! 😀

কিনতে মন চায়…….
রিভিউটা সুন্দর হয়েছে

Level 0

vai laptop er temperature koto apnar amr core i5 e just firefox use kore e 50C ute jay..cooler thaka sottyo

    Level 0

    @tanjib: + apnar mouse ta bluetooth dia chole dam koto :P..indeed a nice lappy..ami dell 15R use kori with core i5…ato dam dia lappy kena possible na amar jonno 🙂

      @tanjib: নাহ , ব্লু টুথ না , ব্লুটুথ এ চলার মাউস এ বেটারি টিকে না। এটা চলে মাইক্রো ওয়েভে , ১ বছরের বেটারি ওয়ারেন্ট্রি। কম্পিউটার সোর্স এ পাবেন সব লজিটেক এর প্রডাক্ট

    @tanjib: 50’C একদম ই নরমাল। ফুল লোডে ৭০’c এর উপরে না উঠলেই হল

    @tanjib: 50′C একদম ই নরমাল। ফুল লোডে ৭০’c এর উপরে না উঠলেই হল

Vaijan intel HD graphics ta kamon.amar laptop a intel HD graphic+core i5 processor.sob game e chole but mafia 2 khelar por game off korle screen ta colour hoya jai.kisu dekha jai na shudhu rong dekha jai.restart dile thik hoya jai.

    @shezanmunshi: ইন্টেল HD দিয়ে আপনি হয়ত গেম চালাতে পারবেন কিন্তু ভাল fps ( frame per secoend) পাবেন না। আর ফুল ডিটেইল দিয়ে খেলতে পারবেন না। আর fps ৩০ এর নিচে হলে আপনার মাথায় ব্যাথা করবে একটু গেম খেললেই।অনেক গেম ইন্টেল HD তে চলবে না। যেমন PES বা PRo Evolution Soccer 2012 ইন্টেল HD দিয়ে চলবে না। কিন্তু অন্য কাজ আপনি খুব ভাল করেই করতে পারবেন যেমন ফটোশপ , বা থ্রিডি মেক্স বা অন্যান্য সফটওয়্যার চালাতে কোনও সমস্যা হবে না। ইন্টেল HD এর আরেকটা ভাল দিক হল এইটা প্রসেসর এর মধ্যেই ঢুকানো , তাই এক্সট্রা পাওয়ার দরকার পড়ে না।

টিউনের ১ অক্ষরও পড়িনি; কেননা সামুত পড়েছি। সত্যি কথা বলতে আমার হিংসা হচ্ছে 😀 যাহোক, আপনার ও ল্যাপটপের দীর্ঘায়ু কামনা করি 🙂

Level 0

vai amrto apnar camera tai besi posondo hoise jokjoka chobi 😀

Level 0

ভাই টেকনোএজ একনম্বর ফ্রট্‌……………২০০৭ এ এখান থেকে একটা ডেস্কটপ নিয়েছিলাম …বলেছিলাম Pentium D দিতে …কিন্তু ওরা Pentium 4 ধরিয়ে দিয়েছিল…………আমিও গত সপ্তাহে রায়ানস থেকে HP Probook 4430S (2nd Gen i5, 2GB ram, 640GB HDD, Fingerprit, SRS premium sound, 720p HD Webcam, 14inch LED Screen ) নিয়েছি ৪৯৪০০ দিয়ে এটা COmputer Source এ ছিল ৫৩০০০/ আর ল্যাপটপ মেলায় ছিল ছার সহ ৫৫০০০/ । আপনার মত আমিও Fingerprint feature তা নিয়া খুব ভাব দেখাই :P………..ভাল কথা Anti -Varus কোনটা নিয়েছেন ? Norton না Kaspersky ?

    @dl: ব্যাপার হল আমি যখন কিনতে গেছি তখন এই দকান ছাড়া আর কথাও এই কনফিগারেশন এর ল্যাপটপ ছিল না। আর এরা আনে স্মার্ট কম্পিউতার থেকে। তাই ওয়ারেন্ট্রি তে ঝামেলা হবে না। আপনি যখন কিনেছিলেন তখন আপনি চেক করে নেন নাই তাই প্রব্লেম এ পরেছেন হয়তবা।
    আপনারটাও জটিল ল্যাপটপ। আমার ফেভারেট আন্টিভাইরাস হচ্ছে nod32 Antivirus . অসাধারন একটা এন্টিভাইরাস। ল্যাপটপ স্লো করে না , অযথা ঝামেলা করে না , কোনও ভাইরাস বা ম্যালওয়্যার এর চোখ ফাকি দিতে পারে না আর খুব ফাস্ট রিয়েল্টাইম প্রটেকশন।

Level 2

keyboard light ase ??

    @greatricky: আমার জানামতে Apple , Allienware আর হাতে গনা কয়েকটা মডেল ছাড়া কিবোর্ড এর বেকলাইট নাই। থাকলে অনেক ভাল হত। সবকিছু আসলে একসাথে পাওয়া যায় না ।

ল্যাপটপের দীর্ঘায়ু কামনা করি!

লজিটেক wireless speaker আর mouse এর প্রাইস কত bro?

আমার HP Mini অনেক হট হয়ে যায়। Coolsense works on notepad?

কংরেট

Level 0

Excellent Review. Thanks. Congrats for having such nice laptop.

তবে একটা প্রশ্ন ছিল! এত ভাল ল্যাপি কিনে ফেলেই দিলেন?!!
ফেলে দেওয়ার আগে আমাদের একবার জিজ্ঞাসা করতে পারতেন তো!! 😆 😆 :mrgreen:

Level 0

অস্থির বস! পুরাই অস্থির!!!! congrats. hope i can buy like 1 someday 🙁

    @tech_no: ইনশাল্লাহ , আমার অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। আমার সামনেও পোলাপান ল্যাপ্টপ ইউস করত আর আমি চেয়ে চেয়ে দেখতাম। ভাবতাম একদিন আমারও একটা ল্যাপটপ হবে। আজ সেই দিন।

I hope so………………..

Level 0

আপনাকে অনেক অনেক শুভেচ্ছা

Hp er laptop ta osadhar0n 2011 er best gaming laptop er top 10 eo chilo but amd er gpu j nilen vy daikhen driver er ki poriman problem + kisu game lyk batman arkham city and mafia 2 te to physx paben na sunlam maxpayne 3 teo physx er kaj korse. . Ar ato taka j0kh0n khoroch korlen akta asus rog / dell alionware/ toshiba quizmo nite parten cos 6770 te 8-9 mas por ja graphical game astese tate full support paben kina s0ndeho ar hp er tate to hoyto gpu change o k0ra jay na gaming n0teb0ok gula te to gpu change er subidha ase ai akta feature e n0rmal gula theke agay ase . .jai howk apnar n0teb0ok 0nek din ch0luk ai kam0na k0ri

    @hijack newton: আমার পিসি তে nvidia 560 Ti GTX আছে , তাই প্রব্লেম নাই। আর nvidia গ্রাফিক্স কার্ড এ থ্রিডি মেক্স এর পারফরমেন্স ভাল না। আমার পিসি তে আগে ATI 5770 HD ছিল যেটা বর্তমানের nvidia 560 ti GTX থেকে বহুগুনে ভাল। আর ATI এর কার্ড টীকে বেশি , এইটা আমার ধারনা। কারন আমার পিসির ২ টা nvidia কার্ড নষ্ট হল কিন্তু ATI er কোনও কার্ড নষ্ট হয় নাই।physx এফেক্টস গুলা আসলে খুব একটা পার্থক্য করে না। আর আমি যে গেমগুলা বেশি খেলি ( PES 2012 online ) ওইটাতে physx লাগে না।

    @hijack newton: আর এলিয়েন ওয়ার এর ডিজাইন টা আমার কাছে পোলাপানের খেলনা মনে হয় যদিও এলিয়েন ওয়ার এর কিবোর্ড বেক্লাঈট টা আমার প্রয়োজন ছিল।

Oh . .ami vebechilam apnar desktop nei . .amio gtx 560ti twinfroz 2 ta use kori osadhar0n akta card. .tobe age ati 5870 use korechi onek driver problem e porcilam and jai game gula physx feature e ase oi gula amd k nvidia theke purai separate kore day bolte gale ar fifa te ami dakhechi amd theke nvidia er performance valo tobe aita thik amd tike onek din amar tao burn hoy nai upgrade er jonne sell disilam jake sell disi or akhono card ta choltese

ল্যাপটপটা অবস্যই ভাল ভাবছি আমিও একটা কিনব তবে আমার পছন্দ তোসিবা অথবা ডেল,আর আমার ডিসপ্লে ১৪” ভাল লাগে বাকি সব ঠিক আছে,ধন্যবাদ।

আমি HP DV7 6c00tx কিনেছি গতো সপ্তাহে!

bro ami macbook pro use korsi,bt er display resolution onno sob laptop theka valo lage,ekdin somoy sujod paile apner sathe dakha kore laptop duti pasha pashi rekha dakbo ki obosta.eid er por free thakle janaben pls…

    @ইব্রাহীম: মেকবুক ত খুবি ভাল , স্ক্রিন রেজলুশন আর কিবোর্ড বেকলাইট এর জন্যে মেকবুক ভাল লাগে জা কিনা আমার ল্যাপ্তপ এর থেকেও ভাল। কিন্তু আমার যে শব এপ দরকার অইগুলা মেক আইওএস এ নাই। আর মেকবুক থেকে এইচপি এর ডিজাইন অনেক সুন্দর। মেকবুক প্র তে নাম্পেড নাই জেতা খুবি অসুবিধার।

“””MAC THEKA HP ER DESIGN ONEK SUNDOR !!!””” boss apni ektu kosto kore apple er website a
a gia review dakhen,or tt te onek e asen jara amar apner cheya design valo bojhen tader motobad
nen,tailei hoito amar apner confusion dur hobe…..

Level 0

কি না কি মনে করছিলাম………।ধুর এচপি দেখি

এটার মডেল কি ব্রাদার? পুরো টিউন ঘেটে খুঁজে পেলাম না।

Level 5

amar Dell inspiron 15 r 5520 corei7 /HD 4000 graphics/8gb ram/1 TB HDD 🙂