পপ-আপ এ্যাড মুক্ত এবং স্লো স্পীডেও(১২৮ kbps) দেখুন লাইভ ক্রিকেট

লাইভ ক্রিকেটের অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে বেশীরভাগই সমস্যাযুক্ত, ভাল ২/১টা সাইট আবার এ্যাডে ভরপুর । এক ক্লিক মারলে একসাথে ৪টা পেজ ওপেন হয় । আমি অবশ্য হঠাৎ করেই কাল একটা সাইট আবিস্কার করলাম যেখানে কোন পপ আপ এ্যাডের দেখা পেলাম না, আমার ১২৮ kbps এর Banglalion wimax এ কোন রকম সমস্যা ব্যতিত ঘন্টা দুয়েক Aus vs Ind-র টেস্ট দেখলাম (ইন্ডিয়া মনে হয় সাদা বিড়াল হয়েই দেশে ফিরবে; মান সম্মান আর থাকলো না।) । ১২৮ kbps এর ইন্টারনেট আছে তারাও সরাসরি খেলা দেখতে পারবেন । কোথাও আটকাবে বলে মনে হয় না, তবে সময়ভেদে যেহেতু Wimax এর স্পীড up-down করে সে ক্ষেত্রে কোন সময় আটকে গেলে আবার আমায় দোষ দিয়েন না । আর একটা বৈশিষ্ট্য যেটা, তা হচ্ছে খেলাভেদে চ্যানেল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যায় । Star Cricket, Ten Cricket, Super Sports অর্থাৎ আপনার কোন খেলা মিস হবে না । তবে একসাথে একাধিক খেলা থাকলে ওরা ব্যাকআপ লিংক দেয় যেখানে আপনি অন্য খেলাটা দেখতে পাবেন ।


সাইটটার ঠিকানা হচ্ছে – Watch Ad Free Live Cricket Here

*** একটা কথা বলে রাখি, আপনার পছন্দ হলে খেলা দেখবেন না হলে না দেখবেন । টিউনের কথা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমি ওয়েব সাইট রিলেটেড কেউ না । একজন ভিজিটর হিসেবে ভাল লেগেছে তাই এখানে বললাম । কারও হয়তো উপকার হতে পারে আবার কেউ লেখা পড়ে রাগ করতে পারেন । আমার একটাই অনুরোধ, কমেন্টে দয়া করে কেউ আক্রমণ করবেন না, গঠনমূলক সাজেশন দেন; আমার কোন আপত্তি নাই । এখানে অনেকে আছে যারা বছরের পর বছর ইন্টারনেটে বসে কাজ করে তাদের জন্য হয়তো এসব ফালতু মনে হতে পারে কিন্তু যারা ইন্টারনেটে নতুন তাদের কাজে লাগতে পারে ।

 

সবাইকে ধন্যবাদ ।

Level 0

আমি itis2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Josh জিনিস ভাই । আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

@murad: u too

Level 0

ধন্যবাদ টিউনের জন্য। আচ্ছা ভাই ফুটবল লাইভ দেখার ভাল কোন উপায় থাকলে একটু জানাবেন?

    Level 0

    @mhassajal: জানতে পারলে অব্যশই জানাবো । ধন্যবাদ ।

ভাল লাগলো

Level 0

চরম হইছে বস থাঙ্কস

Level 0

keu ajke rater barcelona ar real madrid er khela live strem kore dekhar kono link dite parben?please.

Level 0

really awesome

এই সাইটটিতে সবসময় খেলা দেখানু হয়। ক্রিকেট, ফুটবল, টেনিস সহ নানান ধরনের সরাসরি খেলা বা টিভি প্রোগ্রাম দেখানু হয়। ভিসিত করুন http://onlinefreetv.net/sports-tv/

Level 0

slow kaj kore………

slow