SYMPHONY FT40 ReVieW. কম দামের সেরা মোবাইল।

আস-সালামু-আলাইকুম।

সবাই কেমন আছেন?

বাংলাদেশ এ বর্তমানে চায়না মোবাইল এর মধ্যে সবচেয়ে জনপ্রিও ব্র্যান্ড হলো Symphony. সবচেয়ে কম দাম আর ভালো সার্ভিসিং আর কেউ দিতে পারবেনা।আমি আজ আপনাদের কাছে এই কোম্পানির সবচেয়ে দামি এবং সবচেয়ে আকর্ষনিয় সেট নিয়ে বলবো।

Symphony FT40

এটা তাদের সবচেয়ে দামি মোবাইল।এর ফিচার দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে।এতো কম দামে এত কিছু আছে ভাবাই যায়না।নিচে এর বৈশিষ্ট দেয়া হলো।

NetworksDual GSM
900 | 1800
Form FactorMulti-SIM | Bar | Touchscreen
Main Screen3.5" TFT Capacitive Touch screen, 320x400 resolution,262K Colors,320X400
Mobile OS None
CPU 512 Ram,1GB ROM
Apps PlatformJava MIDP 2.0, CLDC 1.1
Memory43 MB, 512 MB RAM, 1 GB ROM
Memory CardT-Flash/MicroSDHC, up to 8 GB
Dimensionsmm
Weightg
Camera2.0 MegaPixels , Digital zoom, webcam
BluetoothV2.0 + A2DP
Wi-Fi802.11 b/g
Wireless DataGPRS | EDGE class 12

  • এর টাচ স্ক্রীন খুবি সফট।হাল্কা টাচ করলেই রেস্পন্স করে।
  • এতে আরো আচ্ছে লাইভ ওয়ালপেপার।যেখানে হাত দিলেই অদ্ভুত সব কান্ড হয়।
  • এরএকটাই সমস্যা।এর মধ্যে Androiad নাই।
  • এছারা সব আছে।এর ক্যামেরা তেমন একটা ভালো না হলেও এটি দিয়ে হাই ডেফিনেশন mp4 ভিডিও দেখা যায়।
  • এবং এতে আছে ওয়াইফাই।
  • ছবি ZOOM করতে হলে মাঝখানে ২ আঙ্গুল একসাথে রেখে  আঙ্গুল আস্তে আস্তে সরান।দেখবেন ছবি জুম হতে শুরু করেছে।
  • এবং আছে অপেরা ১০ এবং গুগল ম্যাপ
  • ইউটিউব,ফেসবুক,নিম্বাজ।
  • যারা এয়ারটেল ব্যবহার করেন তাদের জন্য অন্যতম সুবিধা হলো এতে ইন্টারনেট ব্যবহার এর জন্য আলাদা সেটিংস এর দরকার হবেনা।Automatic সিগ্ন্যাল ডিটেক্ট করবে।
  • এর মেনু তে 3D  ইফেক্ট এর টর্নেডো মেনু আছে।
  • Long Life Battery(1400Mh Li-ion).
  • এর মুল্য ৭৪৯০টাকা।

নোকিয়ার কাস্টোমার কেয়ার থেকে এর কেয়ার অনেক ভালো।

বিস্তারিত দেখুন এখান থেকে

এর Application ,Games,Wallpaper নামাতে এখানে ক্লিক করুন

এর ভিডিও রিভিউ দেখুন এখান থেকে

কারো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে ভুলবেন না।

আমার ব্লগ

সবাইকে ধন্যবাদ আমার টিউন পড়ার জন্য।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মুকুট ভাই আপনার সাথে পুরোপুরি একমত। এরমত সেট প্রায় ২০০০০ টাকার সেট গুলোকে রীতিমত ধাক্কা দিতে সক্ষম। ৪ মাস যাবত ব্যবহার করছি, টাচ্‌ রেসপন্স রীতিমত অবাক করার মত। আমার প্রথম দশদিনের সুঁই চলেনা যেথায় কুড়াল চালাই সেথায় (ইউজ) = এ্যবিউজ সহ্য করে এখনও টিকে আছে। শুধু গরিলা গ্লাস নেই বিধায়, তাই কলমের লাঙ্গল টেস্ট করতে পারিনি। কিছু সমস্যা আছে এতে তবে সেগুলোকে পাশ কাটিয়ে নেয়া যায় । ব্যাটারি লাইফও বেশ ভালো আমার হেভিতে = ৫দিন, মিডিয়ামে = ১০দিন এবং লাইটে = প্রায় ১৫দিন চার্জ থাকে। all in all এটা এই প্রাইসের মধ্যে বেস্ট। 🙂

Level 2

Vai FT30 ta to nimbuzz support kora na ke korbo

আমি বস্ আপনপাদের থেকে একটু নিচে আচি symphony F10 ইউজ করছি ,
আমি তো এটাতেই ব্যাপক মজা পাই !! 😛

Level 3

এতে কি স্কাইপি ব্যবহার করা যায়। আমি নকিয়ার সবচেয়ে কমদামী স্মার্টফোন নকিয়া ৫২৩৩ ব্যবহার করি যেখানে স্কাইপি ব্যবহার করা যায়। সিম্ফনি কেনার ইচ্ছা আছে যদি এতে স্কাইপি ব্যবহার করার সুযোগ থাকে।

    @Shalaheen: যেতে পারে।এর জন্য হয়তো জাভা এপ্লিকেশন লাগবে।

Level 0

Amarta cilo FT30. Pore D46 nici motamuti valo. Tobe amar nokia C6-01+N79 besi valo. Amar khub moja lagse, February te amar C6-01,anna ke belle korte parbo. :-):-):-)

    @zashid: নোকিয়ার কাষ্টোমার কেয়ার এ গেলে মজা বুঝবেন।আর সেটা যদি পল্টন এ হয় তবে তো কথাই নাই।

আচ্ছা, Symphony কি Android দিয়ে মোবাইল বের করবে না যদি করে তাহলে আমি অবশই একটা কিনতাম কেননা
kingtel নামে মনে হয় আজকের প্রথম আলোতে একটা মোবাইলের বিজ্ঞাপন দেখলাম Android 2.2Froyo চালিত দাম ৭৪৯০ মনে হয়। এই হিসেবে Symphony উচিৎ Android দিয়ে মোবাইল বের করা এমন দামের মদ্ধে বা আরও কিছু বেশি হলে অসুবিধা নেই।

    @S.M. তানভীর আহমেদ: আমি সেই আশাতেই ছিলাম।কিন্তু কোনো খবর নাই দেখে এটা কিনেছি। তবে সিম্ফনি বের করলে ১০০০০ টাকার কম হবেনা।Kingstel যেটা বের করেছে সেটা কিনলে ঝামেলা হতে পারে কারন এই সেট তো আর তাদের লিস্ট এ নাই।

    আশা করছি খুব শিঘ্রই সিম্ফনি Android বের করবে।

Level 0

এর চেয়ে Samsung Galaxy Y অনেক ভাল যেটা মাত্র ১২০০০ (প্রায়) টাকা কিন্তু ১ ghz processor + Android

    @Saminkhn3: আমার আছে ৮০০০ টাকা।এখন আমি কিভাবে এতো দামি সেট কিনবো?

    আর amsung Galaxy Y এর দাম ১৩৪৯০টাকা। Symphony তেও 700MHz প্রসেসর আছে এবং সাথে আছে ৫১২র‍্যাম।

      Level New

      @মুকুট: na vai, symphony te r koiya software cholbe…???..skype cholbe but voice support korbena……

Level New

Er sob e android a paben+r o onk kisu.ami mone kori shate r kisu tk dia akta android neoa e valo…vai joto kisu hok…chaina…beshi din jai na…maximum 14 month.

    @mam13113: তাহলে আপনার সাথে আমি কিছু যোগ করি। নোকিয়ার সব সেট চায়না।আর চায়না সেট বেশি দিন যায়না।

    ১৪মাস চললে আর কিছু লাগে?এই যুগ এ একটা মোবাইল ১৪ মাস ব্যবহার করা মানে অনেক কিছু।কারন ১৪ মাস এর মধ্যে অনেক নতুন মোবাইল আরো অনেক নতুন কিছু নিয়ে আসে।

I LOVE Symphony…

Level 0

ভাই আমার প্রবলেম আমি আমার symphony FT এর জন্য mig33 এর touch soft পাসচি না। plz help

Level 0

Sorry
ভাই আমার প্রবলেম আমি আমার symphony FT40 এর জন্য mig33 এর touch soft পাসচি না। plz help

সিম্ফোনির মোবাইল যায় হোক এর টিভি-বিজ্ঞাপনটা কিন্তু জোস লাগে!

ASSALAMUALIKUM,
@মুকুট bhai Symphony FT40 valo set i also use it……..But Mukut bhai Ami kono (dictionary(English to Bangla or English to English) chalate parsina……Ekhon pls. ektu help korun….Kosto kore valo kono dictionary den for Symphony FT40……

Level 0

আমিও কিনেছি, জট্টিল জিনিস। তবে মুকুট ভাই, এটাতে PDF read করতে পারছিনা। কয়েকটা reader install করেছিলাম কিন্তু কাজ করছেনা ঠিকমত। কোন সাহায্য করতে পারেন ? বড় উপকার হয়।

    @Triple A: আমারো সমস্যা হচ্ছে।কোনো সমস্যা নাই।এক্টাই সমস্যা।সেটা হলো সব জাভা এপ্লিকেশন ইন্সটল করলেও রান করেনা।

      Level 0

      @মুকুট: এর সমাধানও নিশ্চই আছে, আমরা জানিনা। দেখবেন নাকি একটু খোজাখুজি করে ?

    @Triple A: সমাধান তো আছেই।দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা

    @Triple A: এই নিন।http://www.mediafire.com/?86f9qf9c57wjw5s

      Level 0

      @মুকুট: Many many thanks, দেখি install করে। পরে জানাচ্ছি ভাই।

@মুকুট , apnar tune ta awesome, er CPU ta eto valo je onno kono galaxy, xperia , iphone er high class mobile gula ke chharie jae.apnar mote
CPU= 512 MB ,tao abar RAM. awesome. kinboi kinbo. achchha dump-tuner vai, amar budget 50000 taka. iphone kinar issa silo. ekhon toh vabtesi , etai kine feli…. ki bolen. apnar shuchintito motamot chai. please response koren. apnar moto geani donkey_tuner thakle bangadesh roshatole jabe. kisu jinish shieeeeeekhha review lekhte aishen. apnar chouuuuudddo giushtir matha blender korleo mone hoe ekta bhalo tune korte parbenna. eshob cheatargiri saira den. thank u.

    @abraham111111: Dump Tuner?

    এতো বাজেট?তাহলে চোখ বন্ধ অরে এইচটিসি এর ভালো একটা মডেল কিনে ফেলুন।