ল্যাপটপ রিভিউঃ দোয়েল বেসিক০৭০৩ এর রিভিউ আপডেটেড

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। খ্রীস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের প্রাণঢালা শুভেচ্ছা, শুভ বড়দিন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি  অনিরুদ্ধ অধিকারীকে। কেননা তার টিউনটি আমাকে দোয়েল কেনার ব্যাপারে আগ্রহী করেছে। তাই তাকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বৃহস্পতিবার আমিও নিয়ে আসলাম দোয়েল বেসিক ০৭০৩। আমি আমার ব্যাক্তি গত এক্সপেরিয়েন্স শেয়ার করছি। যারা দোয়েল নেটবুক কেনার ব্যাপারে ভাবছ তাদের বলছি, দোয়েল বেসিক ০৭০৩ মডেলটি কিনলে টাকা মাটি হবে না। দাম ১৩৮০০/-(ব্ল্যাক)[আনএভিলেবল]; ১৪১০০/- (মেরুন/সিলভার)[এভিলেবল]:ইন্টেল এ্যাটম এন৪৫৫@ ১.৬৬গিহা. ৫১২কেবি ক্যাশ, ১ গিবা ডিডিআর৩ @ ৬৬৭মেহা. fsb, ২৫০ গিবা.@৫৪০০rpm, ১.৩মেগা পিক্সেল ওয়েব ক্যাম (স্টিল ফটো ১.৩ মেগা পিক্সেল, ভিডিও ৬৪০x৪৮০(ভিজিএ); ব্লুটুথ(ভার্শন জানতে পারিনি); ওয়াই ফাই কমতি একটাই ব্যাটারী ৩ সেল @২২০০mAh(ব্যাকআপ মাত্র ১ঘন্টা ৩৫ মিনিট) ওয়ারেন্টি ৬মাস। তবে দাম হিসেবে চরম জিনিস, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কোন অংশে খারাপ নয়। (উইন্ডোজ ৮ ৬৪বিট চালিয়ে দেখেছি(গতি কম কেননা মিনিমাম মেমরি রিকোয়ারমেন্ট ২ গিবা র‍্যাম), উইন্ডোজ ৭ ৩২ বিট অনেক ভাল চলে)

উইন্ডোজ এক্সপেরিয়েন্স ইন্ডেক্স উইন্ডোজ ৭ ৩২বিট এ টোটাল স্কোর ২.২


সাবস্কোরঃ
প্রসেসর ২.২
হার্ডডিস্ক ড্রাইভ ৫.৫
গ্রাফিক্স ৩.০
গেমিং গ্রাফিক্স ৩.০
র‍্যাম ৪.৫

নিচের স্ক্রীনসট গুলোতেসিস্টেম এর ডিটেইল তথ্য দেয়া হলঃ

ইন্টেল ৩১৫০ জিএমএ ২৫৬মেগা বিল্টইন মেমরি। ২ডি গেম চালাতে কোন সমস্যা করে না। আমি ৩ডি গেমের মধ্যে ক্রিকেট রেভুলিউশন ২০১০ চালিয়ে দেখেছি। গেম স্টার্ট হতে প্রায় ১ মিনিটের মত সময় লেগেছে (আমার ক্ষেত্রে) । ফ্রেম রেট ভাল না। তাই ৩ডি গেম না খেলাই শ্রেয়। উইন্ডোজ ৭ ৩২বিট এ বিভিন্ন সফট্‌ওয়্যার চালিয়ে দেখেছি। কিন্তু প্রতিক্ষেত্রেই সফট্‌ওয়্যার রান করতে কিছুটা সময় লাগছে তবে অধৈর্য্য হওয়ার মত সময় নেয় না। কমদামে কিনতে চাইলে এর চেয়ে ভাল হবে না বলেই আশা করি।

কিনতে চাইলে চলে যাবেন টঙ্গিতে (টেশিস) কোন বাড়তি টাকা লাগবে না। সেখানকার কর্মচারী/কর্মকর্তাদের ব্যবহারে আমি নিজে অবাক হয়েছি। মনে হয়নি যে তারা সরকারী চাকুরে। এত ভাল ব্যবহার করে যে আমি নিজেই অবাক যে এরা বাংলাদেশি বিক্রেতা'ত?  আজ এ পর্যন্তই  একটা ভিডিও দিয়ে দিলাম ক্রিকেট রেভুলিউশন ২০১০ খেলার সময়কার। ভিডিওটি এখানে।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আর হ্যা অনিরুদ্ধ অধিকারী'র সুন্দর টিউনটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন, দেখতে এখানে ক্লিক করুন এখানে সচিত্র বর্ণনা পাবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল! একটা কিনে দেননা! 🙂

এটম প্রসেসর কোনও কাজের না , এর থেকে সেকেন্ড হেন্ড ডুয়েল কোর ল্যাপটপ কেনার পরামর্শ দিচ্ছি। ১৫ হাযার থেকে ২৫ হাজার টাকায় পেয়ে জাবেন … আমি আমার ডেল ইন্সপাইরন 6400 ১৪ হাজার টাকায় সেল করে দিলাম কিছুদিন আগে।এরকম অনেক পাওয়া যায় cellbazar বা clickbd তে

      @রহস্যময় অভিযাত্রী: মাইন্দ করলেন কিনা জানি না কিন্তু এটম দিয়ে HD মুভি পর্যন্ত চালাতে পারবেন না ঠিকমত … শুধু যদি টাইপ বা খুবি হাল্কা কাজ করেন তো আলাদা কথা …

        না ভাই মাইন্ড করি নাই। আমার একটা কোর টূ ডুও মানের ডেক্সটপ আছে। আর আমার দামী ল্যাপটপ বা নেটবুক কেনার টাকা নাই। তাই আমি দেশি দোয়েল কিনলাম। অন্যান্য ব্রান্ডের একই কনফিগারেশনের নেটবুকের সাথে আমি এর পার্ফরম্যান্সের কোন তফাৎ দেখিনি তাই কিনলাম। আর আমি এতে ৭২০পি ভিডিও চালিয়ে দেখেছি কোন সমস্যা হয়নি। ১০৮০পি ভিডিও থাকলে সেটাও চালিয়ে দেখতাম। 🙂

    @মোঃ এহসানুল ইসলাম: যতগুলা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তার থেকে চাহিদা বেশি। আর সবসময় তো আপনার মত ১৪হাজার টাকায় সবাই ল্যাপি সেল করবে না।

    বেশিরভাগ মানুষেরই আপনার মত HD মুভি দেখার নেশা নেই। তাই আপনার সমস্যা হলেও অন্যদের ভালই চলবে।
    দেশীয় পন্য মানুষ এত অল্প টাকায় হাতের নাগালে পাচ্ছে এটাই বড় কথা।
    দোয়েল দেশীয় পণ্য বলে একদম অবহেলা করবেন না।
    দোয়েল দিয়েই নাহয় সাধারণ মানুষের প্রযুক্তির পথচলা শুরু হোক ।
    যাদের দোয়েল চলবে না তারা অন্য ভাল ল্যাপি কিনবেন,
    মানুষকে দোয়েল কেনার উৎসাহ না দিতে পারলেও অন্তত নিরুৎসাহিত করবেন না।

      ঃ)আমি আপনার সাথে একমত। মোবাইল ফোনের দামে নেটবুক দিচ্ছে এটাই বড় কথা। আমি সেখানে ২৬৮০০ টাকার এ্যাডভান্সড ল্যাপটপটা চালিয়ে দেখেছি আমার কাছে বেশ ভাল মনে হয়েছে। ঐটাতে ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর পি৬২০০ (২.১৩গি হা@৩মেবা ক্যাশ) ব্যবহার করা হয়েছে।

      প্রসেসর@সাইফুল ইসলাম: ১৩০০০ টাকাও কিন্তু টাকা , সেটা আয় করতেও কস্ট করতে হয় , প্রসেসর স্কোর টা দেখেন ৭.৯ এর মদ্ধে মাত্র ২.২ পেল এইটা ,দোয়েল বলে না , এটম প্রসেসর জিনিসটাই আসলে আমি লাইক করি না, আর এটা তো এটমের মধ্যে দুর্বল এটম। যাইহোক আমি তো বললাম ই যাদের হাল্কা কাজ করা ছাড়া অন্ন কিছু দরকার নেই তারা নিতে পারেন …

      আপনার মন্তব্য শুনে এবার কিনেই ফেলব @সাইফুল ইসলাম:

অভিজ্ঞতা সেয়ারের জন্য ধন্যবাদ।
কারণ আপনাদের অভিজ্ঞতার কথা জানতে পেরেই অন্যজন আমাদের এই দেশীয় পণ্য কিনতে আগ্রহী হবেন।

Level 2

ভাই যান আমি তো Chittagong এ থাকি টঙ্গী’র কোথায় পাব পুরা ঠিকানা দিলে ভাল হত
আর ভাই পুরান জিনিসের কথা কইল এক ভাই, পুরান জিনিসের অভিজ্ঞতা অনেক খারাপ
১০০তে ১৫টা জিনিস ভালো পরে হয়ত ( ভাগ্য ভাল হলে )
আর আমদের দেশের পণ্য আমরা না কিনলে , আমরা ঘৃনা করলে,
আমরা নিজেও তো দেশী নিজেকে ঘৃনা করা উচিত..
ধন্যবাদ All the best review চালিয়ে যান.

Level 2

ওহ আরেকটা কথা







tune দারুন হইছে

    @emusab: ধন্যবাদ। টঙ্গি রেলগেট/বাটার কারখানার স্টপেজে নামতে পারেন। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা এর কথা বললেই যে কেউ দেখিয়ে দিবে। একে বারে মুল রাস্তার পাশে তাই চিনতে কোন সমস্যা হবে না।

ভাই সবই মোটামুটি পছন্দ হয়েছে তবে বলবেন কি যে চার্জ কেমন থাকে ?

Level 0

CPU টা minimum atom 470 (dual core) হলে ভাল হত….. atom single core CPU এর জন্য এখনকার সফটওয়্যার গুলা একটু ভারীই হয়ে যায়

Vai, wifi ache?

Level 0

asha kori sobai valo asen , ami kintu temon akta comment kori na . kintu aj comment na kore parlam na . ak vai bollen atom processor diea temon akta kaj kora jay na . amon ki tini bollen HD MOVIE o valo na . ata unar sompuno vull dharona . ami UK te thaki . akhane pray BANK , OFFICE e atom processor ar pc/laptop use kore. tahole ki akhan kar kormochari_ra kaj kore na. ,,,,,,,,,,,,,,,,,,

    @NAJ KHUKON: খুব ভাল লাগল আপনার কথা।

    @NAJ KHUKON:আমি তো বললাম টাইপিং ধরনের কাজ করলে এটম ঠিক আছে , ব্যাংক এ ত টাইপিং ধরনের কাজ ই হয় … আমার নিজের ও আসুস এর একটা এটম নেটবুক ছিল , আমি সেল করে দিসি … এইটা কোনও কাজের ই না … টাইপিং ধরনের কাজ আর ইন্টারনেট ব্রাউসিং এসব হাল্কা ধরনের কাজের জন্নে থিক আছে

Level 0

I think দোয়েল বেসিক ০৭০৩ is the BEST for cheap rate and configuration compare to other BRANDS. DOELএর সবগুলু ল্যাপটপই অন্ন ব্র্যান্ড থেকে প্রায় ৮০০০-১০০০০ টাকা কমে কিনা যাচ্ছে। এটি কি আপ্রিসিএট করার মত নয়?

সুন্দর !

Level 0

মোঃ এহসানুল ইসলাম bhai maf korben, ami jani na apni kun bank ar kotha bolchen, j bank a shudhu type r browsing kora hoy.
মোঃ এহসানুল ইসলাম r
রহস্যময় অভিযাত্রী apna der thanks diea chuto korbo na
Tai ধন্যবাদ dilam.

    @NAJ KHUKON: আপনি এ বলেন আর কি করা হয় ? ব্যাংক এ যা করা হয় তা ১৯৮০ সালের আই বি এম কম্পিউটার দিয়েও করা যায়।সামান্য ডাটা ইনপুট আর প্রসেসিং এর কাজ।

rohoshhomoy ovijatri vai er dristi akorshon korchi vai jehetu doel basic a dvd rom ba a jatio kichu nei tahole atar setup dey kivabe ektu bolben ki,R vaia normal use i mean gan shona,video dekha,browsing,games ashober jonno doel ki valo hobe r vai jodi cell numberta den tahole ektu valo hoy. . .

vai. Sobar comment porlam, ami mone kori new user dher jonno doyel khobi valo hobe.
Backup khob kom!
Betari change kore backup baranojabe?