বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার TFT এর যৌথ প্রচেষ্টার তৈরি সাধারণ মানুষের হাতের নাগালে থাকা দোয়েল নেটবুক কিনে আনলাম গতকাল গাজীপুরের টেশিসের সামনে থেকে। একটা সত্য কথা না বললেই নয় যে, প্রথম প্রথম আমিও বাসায় আসার সময় রাস্তায় ভাবছিলাম, তের হাজার টাকা নষ্ট করলাম নাতো? এখন অবশ্য সে ধারণার ৮০% পাল্টেছে! তবে, আমার কাছে দোয়েল সেকেন্ডারী কম্পিউটিং ডিভাইস হিসেবেই অধিকতর গ্রহণযোগ্য। এই ধরুন, ব্রাউজিং, গান শোনা, ওয়ার্ড প্রোসেসিং, স্ক্রিপ্টিং...
নেটবুকটি স্পেসিফিকেশন:
প্রসেসর: Intel Atom N455 1.66GHz
র্যাম: ১ গিগাবাইট (চাইলে ২ জিবি নেয়া যাবে)
হার্ডডিস্ক ক্যাপিসিটি: ২৫০ গিগাবাইটগ্রাফিক্স: Intel GMA 3150 (এক্সট্রা মনিটরের VGA পোর্ট আছে)
ল্যান: ১০/১০০ এমবিপিএস ইথারনেট
অডিও: চীনা HD Audio Chip (+ বাজখাই এক্সটার্নাল স্পীকার)ইউএসবি পোর্ট: ২ পিস (USB 2.0)
কার্ড রিডার: ৪-ইন-১
ব্যাটারী ব্যাকআপ: ১:৩০ মিনিট (estd.)BIOS: Phoenix (UEFI সাপোর্ট নাই)
পারফরমেন্স [সম্পূর্ণ হয়নি]
ডাটা ট্রান্সফার
হাড্ডি-হাড্ডি: 35~40MB/s
ফ্ল্যাশ-হাড্ডি: 5.3MB/s (Transcend JetFlash 600)
হাড্ডি-ফ্ল্যাশ: 3.3MB/sLAN (ইথারনেট): 8~12 MB/s
WLAN: 3~5MB/s
বুটআপ টাইম
(বায়োসের POST হতে ডেস্কটপ আসা পর্যন্ত।)Ubuntu 10.04: ১৯~২০ সেকেন্ড
Ubuntu 10.10: ১৫~১৬ সেকেন্ড
Windows 7 Enterprise Edition: ২০~২৫ সেকেন্ড
এ্যাপ্লিকেশন লঞ্চ
(Ubuntu 10.10)Mozilla Firefox 3.6: ৪~৫ সেকেন্ড
LibreOffice Writer 3.4: ৫~৬ সেকেন্ড
রিসোর্স
(Ubuntu 10.10)
গড় প্রসেসর ব্যবহার: ৩৮.৩% (দুই কোর)
শেয়ার্ড গ্রাফিক্সের পর থাকা মেমরি: 991.6 MB
ব্যাটারি ব্যাকআপ: ১ ঘন্টা ৪৮ মিনিট (ব্লুটুথ অফ, লো ব্রাইটনেস)
ভাব-সাব
দোয়েল দেশি ল্যাপটপ বলে এর ভাবের কমতি আছে বলে মনে করবেন না, ভালোই ভাব মারতে পারবেন এই ল্যাপি দিয়ে। এটি দেখতে বাজারের যেকোন নেটবুকের চেয়ে কম স্মার্ট নয়। দেশি পণ্য বলে একে ডিজাইনে অপরিপক্ক বলে মনে করলে অনেক বড় ভুল করবেন। নিচে কিছু ছবি:
ইন্টিগ্রেটেড পেরহিফালস:
চিত্র: বিল্ট-ইন ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম
চিত্র: হেডফোন, মাইক্রোফোন পোর্ট ও ৪-ইন-১ কার্ড রিডার
চিত্র: ২ x USB পোর্ট, ল্যান পোর্ট, VGA পোর্ট এবং পাওয়ার পোর্ট।
চিত্র: ইন্ডিকেটর লাইট ও পাওয়ার বাটন
এতে দৃশ্যমান বাংলা লেআউটটি হচ্ছে জাতীয়।
যখন দোয়েল বেসিক ব্যবহার করতে পারেন:
✔ ইন্টারনেট ব্রাউজিং
✔ গান শোনা, SD ভিডিও দেখা
✔ ছোটখাট গেম খেলা
✔ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এ্যানালাইসিস ও প্রেজেন্টেশন
✔ এরকম অন্যান্য রিসোর্স-ফ্রেন্ডলি কাজ।
যখন দোয়েল বেসিক ব্যবহার করে খুব-একটা সুবিধা নেই:
✖ HD ভিডিও দেখা (1080p)
✖ থ্রি-ডি গেম খেলা
✖ অন্যান্য রিসোর্স হাংরি কাজ
আমি অনিরুদ্ধ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুলে ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ছাত্র। জীবনের দুইটি ভালোবাসা হল গণিত এবং লিনাক্স।
1.vai dhaka theke kemne jaite hoi bolben?
2. R basic r advance er acurate dam koto?
3. Line dite hoi or advance order.
3.Ghus tus dite hoi?
4. After sales service kemon hobe dharona korlen? Bcz apne to deksen oder bebohar. Sorkari lok ra to dangerous.
Mobile dia tai eng te likhlam