আজ থেকে শুরু হলো এশিয়ার অন্যতম টেক ইভেন্ট ই এশিয়া । সবাই এতক্ষণে জেনে গেছেন এটি এবার দেশেই হচ্ছে । আজ সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজনের উদ্ভোদ্বন ঘোষণা করেন । তিনদিন ব্যাপি এই অনুষ্ঠান হচ্ছে বিআইসিসি-তে ।
উদ্ভোধনীয় অনুষ্ঠান চলে সকাল ১১.৩০ পূর্যন্ত । তারপর এক্সপো শুরু হয় । দেশী বিদেশী প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই এক্সপোতে । শ্রীলংকা, জাপান, হল্যান্ড, মালেশিয়া এর প্যাভেলিয়ন চোখে পড়ার মত । তবে এক্সপো অনেক প্যাভেলিয়নই সময় মত কাজ শেষ করে আসতে পারেনি । অনেক স্টল ফাকাঁ দেখা যায় বিকালেও ।
সেমিনারে রেজিস্ট্রেশনকারী সকলের জন্য উপার স্বরূপ ছিল ব্যাগ, মগ, ৪ জিবি পেনড্রাইভ, বইসহ আরো কিছু স্মারক । উল্লেখ্য এই কনফারেনসে অংশগ্রহণের সবর্নিম্ন ফি ছিল ৫০০ টাকা । মেলা প্রঙ্গনে রেজিস্ট্রেশনের কথা থাকলেও এই আজ সুবিধা ছিল না ।
সরকারী প্রায় সব দপ্তরই তাদের ই-সেবা প্রদর্শনী করছে এক্সপো । এর অন্যতম মূল আকর্ষন ছিল টেশিসের দেশী ব্র্যান্ডেড নেটবুক দোয়েল-এর প্রদর্শনী ও বিক্রয় । একটি বাদে নেটবুকগুলো উইন্ডোজ সেভেন এন্টারপ্রাইজ ওএসের তিন মাসের জেনুইন ভার্সনসহ পাওয়া যাচ্ছে ।
বেলা ২টা থেকে শুরু হয় সেমিনার । মোট ১০টি সেমিনার চলে রাত অবধি । তবে একই সময় পাঁচটি সেমিনার চলতে থাকায় সবার পক্ষে সবগুলো দেখা সম্ভব ছিল না । উল্লেখযোগ্য সেমিনারগুলোর মধ্যে ছিল "Healthcare Services using ICTs: Status, Challenges and Opportunities", "Social Media: Agent for Social Change" এবং "Strategies for Last Mile Broadband Access" ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
যে কোন মিডিয়ার আগে ই-এশিয়ার উপর সবচেয়ে আপডেট আর প্রথম কভারেজ মনে হয় এইটাই। অসংখ্য ধন্যবাদ আরিফ নিজামী আর জুবায়ের বিন ইকবাল কে Awesome এই টেকটিউনস কভারেজটি করার জন্য। Great Job!