অনেক আগে থেকেই ব্লগের ঝগড়া ঝাটির দু-একটা অনাসৃষ্টি দেখে আসছি। ইদানিং বাংলা ব্লগের কিছু লোক নামকরা হতে হতে এই পরিচয়কে ধারন করে অনেকেই নিজেদের ব্যবসা পতিষ্ঠান বা আয় রোজগারের ব্যপারে দৌড়-ঝাপ মারছেন। ব্যপারটাকে সবসময়ই আমি পজিটিভ দিকে দেখলেও যখন এ ব্যপারটি অনেকের চোখের বিষ হয়ে ওঠে তখনই অনাসৃস্টির সম্ভাবনা বেড়ে যায়। আর এ ব্যাপারে যখন একটা দলাদলির কোন্দল হয় তখনই বাধে দ্বন্দ্ব।
ধরুন আমি একটা পোস্ট দিলাম । পোস্টের কোথাও একটি সফটওয়্যার ডাউনলোড করার কথা বললাম, আর বললাম এটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ক্লিক করে দেখলেন সেটা আমার সাইটের একটা পেজ। আপনি যেহেতু জানেন এটা আমার সাইট তাই আমার উপর বিরক্ত হতে পারেন । আপনি ভাববেন আমি আমার সাইটের প্রচারের জন্য এমনটা করেছি।
ধরুন আমি ওয়েব হোস্টের বা ফ্রি ওয়েব হোস্টের ব্যাপারে খুবই ভাল মানের ব্লগ লিখলাম । শেষে বললাম আমারও এমন একটি হোস্টিং ব্যাবসা আছে আপনি চাইলে দিতে পারি। কেউ কেউ এটাকে ভাল কবলবে কেউ বলবে -জবর ব্যবসা পাতাইয়া লইছে বেটা-বেটারে একটা শিক্ষা দেয়া দরকার।
ধরুন আমি বললাম আমার একটি সাইট আছে তাতে এই পাবেন ঐ পাবেন। গিয়ে দেখলেন । বুঝলেন আমার উদ্দেশ্য লোকজনকে আমার সাইটের দিকে নিয়ে যাওয়া। আপনি বিরক্ত হলেন।
ধরুন আপনার কোন একটি ব্লগে আমি কমেন্ট করলাম ”এটা জানা কথা ব্লগ লিখার কি দরকার” অথবা “আপনি দেখছি কোন খবরই রাখেন না , আমি তো এমন লেথা অনেক আগেই লিখেছি” আপনি আমার উপর রেগে গেলেন। আমার ব্লগে আপনি বাজে কমেন্ট করতে লাগলেন। এরপর একদিন আপনি আমার সাথে শত্রুতা করলেন এভাবে-
এবার আমার লেখা পড়ে যেহেতু অনেকেই উপকৃত হয়েছে তাই আমার পক্ষে কিছু লোক কথা বলল। কথার পৃষ্ঠে কথা বাড়লো লেগে গেল হৈ হৈ রৈ রৈ কান্ড।
এভাবে একজন লোককে নিচু করা হয় ব্লগে। আমি ১০-১২ জনের নাম উল্লেখ করে বলতে পারবো যারা ব্লগে এমন কিছু কথার বিপাকে পড়েছেন। আমি দেখেছি-মূল ব্লগটি যতটা না পরিবেশ দুষন করেছে তার চেয়ে বেশি ঝামেলা হয়েছে কমেন্ট নিয়ে। মডারেটর হিমশিম খেয়েছেন কোন কমেন্ট রেখে কোনটি মুছে দিবে। শেষেমেস কুল কিনারা না পেয়ে পোস্ট ডিলেট আর লেখককে ব্যান করার ঘটনাই বেশি ঘটে। অথচ পোস্টটি যে এমন একটি পরিবেশ সৃস্টি করবে তা কারো জানা ছিলনা,এমনকি মডারেটরের..।
ব্লগে ঝগড়া যে এভাবেই বাড়ে তা নয়। ব্লগে ঝগড়া হওয়ার বেশ কিছু বিষয় আছে তা নিয়ে লিখলেই এলোমেলো কথা কাটাকাটি হতে পারে, যেমন-
এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। অনেকের ভিন্ন মতামত থাকতে পারে সেটা ভিন্ন কথা। আমার মতে:
১. বাংলা সাইটে আপনার এডসেন্স সমৃদ্ধ সাইটির মালিক যে আপনি তা উল্লেখ না করা:
নিজের একটি বাংলায় প্রফাইল বানিয়ে সেটাকে নিজের সাইট বলে চালিয়ে দিবেন। প্রয়োজনে সেখানে আপনার আর আপনার বন্ধুদের ইংরেজী সাইটের লিংকগুলো এমন ভাবে দিবেন যে সাখানে ভিজিট হবে ঠিকই কিন্তু আপনার নাম জানবে না।
এ ক্ষেত্রে আপনি যে সুবিধা পাবেন-
২. (আপনার যদি হোস্টিং বা ওয়েব ডেভলপমেন্ট বা অন্য ব্যাবসা থাকে) ব্যাবসায়ী আলোচনা ব্লগে সরাসরি না বলে ফোনে যোগাযোগ করতে পারেন। বা আপনার একটি পেজে তার বিস্তারিত বিবরন লিখে লিংকটি প্রকাশ করুন।
৩. আপনার যদি অনেকগুলো সাইট থাকে তার নাম এক জন একত্রে যাতে না জানে। আপনার সাইটের নাম না জানলেও ভিজিট হতে পারে। নিজের সাইট বলে রিভিউ লিখলে যত লোক লিঙ্কে যাবে তার চেয়ে বেশি লোক যাবে যদি মনে করে অন্যের সাইটের রিভিউ আপনি লিখেছেন।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
ওরে ভাই কত কিছু শিখলাম রে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।