ইদানিং টেকটিউনস এর যে কি হয়েছে? বুঝতেছিনা? সবাই শুধু বলে টেকটিউনস ছেড়ে দিব।কিন্তু কেন ছাড়বেন।?একজন ১০ টা একাউন্ট বানিয়ে আপনাকে খারাপ বললে কি আপনি টেকটিউনস ছেড়ে দিবেন?এই সাইটের এডমিনেরও এটা বলার অধিকার নাই যে আপনি আর টেকটিউনস এ আসবেন না।কারণ টেকটিউনস এর প্রাণই হল টিউনাররা।
নিজের উপর বিশ্বাস আরও বাড়ান ।আপনাকে কেন অন্য কেউ কন্ট্রোল করবে। কেউ খারাপ বললে কেন নিজেকে খারাপ ভাবা শুরু করেন। এখন পর্যন্ত যারা চলে যাবেন বলেছেন তারা সবাই ভাল এবং টপটিউনার। টেকটিউনস এর টিউনারদের মাঝে ঝগড়া হতেই পারে তাই বলে কেন চলে যাবেন। এখানে আমরা সবাই ভাইয়ের মত ফ্যামেলিতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া পারে তাই বলে কি কেউ বাড়ী ছেড়ে চলে যাবেন ।বাড়ীতে সকল ভাইয়েরই সমান অধিকার।আমার বলার আর কিছুনাই ।যারা যারা চলে যেতে চান তারা দয়া করে একটা কাজ করবেন। চলে যাবার আগে একটা পোস্ট দেবেন।
আমি চলে যেতে চাই আপনারা কি বলেন।?যদি অধিকাংশ টিউনাররা বলে চলে যান তাহলে চলে যাবেন আর কোনদিন আসবেন না।আর যদি অধিকাংশ রা বলে না যাওয়ার জন্য তাহলে আর কোনদিন যত কিছুই হোক যাবার কথা বলবেন না। যেমন রনি ভাই ,শাকিল ভাই ,মঈন ভাই যখন যাবার কথা বলেছে তখন সবাই একবাক্যে বলেছে যাবেন না।সুতরাং আপনারা যাবেন না।গেলে কিন্তু খবর আছে।একটা কথা জানবেন আপনি যতই ভাল কাজ করেন না কেন কিছূ মানুষ খারাপ বলবেই?শুধু খেয়াল রাখবেন অধিকাংশরা কি বলতেছে।
আর টেকটিউনস এ কিছু মানুষের আগমন হয়েছে যারা নিজেরা কিছু লিখতে পারেনা কিন্তু অন্যের দোষ খুজে বেরায়। তাদের কে বলছি কারো লিখা যদি আপনার ভাল না লাগে নিজে লেখা শুরু করেন আর টেকটিউনস ভাল না লাগলে ইংরেজি ব্লগে চলে যান শত শত ব্লগ পাবেন আর ব্লগের ঠিকানা লাগলে আমাকে দয়া করে মেইল করবেন । ব্লগ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবেন পড়া শেষ হবেনা। দয়া করে টেকটিউনস এর পরিবেশ নষ্ট করবন না তাহলে আমরা সবাই মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্হা নেব।
আশা করি আর কেউ চলে যাবার কথা উচ্চারণ করবেন না। সবাই ভাল থাকবেন।
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
মামুন ভাই আপনার সাথে আমিও একমত কিন্তু দয়া করে একটু ভাষাটা চেন্জ করতে হবে । আপনারা যারা টপটিউনার তাদের দ্রুত রেগে গেলে চলবে না । এর আগের টিউনে আপনি এবং আরও একজন ছাগল বলেছেন । সেটা কি ভাল শুনায় । কারন সবকিছুরই সমাধান করা সম্ভব বুঝের মাধ্যমে । বুঝের মাধ্যমে যদি না হয় তখন অন্য কথা । আর টেকটিউনসর উপর রাগ করে লাভ কি তারা কি জানত যে সেটা রনি ভাইয়ের টিউন ছিল ।