সিম কোম্পানীর নামে কল করে বলে-আপনি ৫০,০০০ টাকা বোনাস পেয়েছেন ! (রেকর্ডেড প্রমাণসহ-সবার শুনা উচিত)

অনেকদিন পর টিউন করছি । এদ্দিন ভার্সিটি ভর্তির প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম । ঢাবির বিবিএ-তে চান্স পেয়েছি । এখন সব ঝামেলা শেষ।

মূল কথায় আসি । এই টিউনটি করছি-সবাইকে একটি ব্যাপারে সাবধান করার জন্য।প্রায় সবাই জানি-ইদানীং সিম কোম্পানীর নামে কল করে কিছু persuasive লোক টাকা হাতিয়ে নেয়ার জন্য নানারকম হাবিজাবি কথা বলে।
যেমন = “স্যার,আপনি ৫০,০০০ টাকা বোনাস পেয়েছেন অথবা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন।টাকাগুলো নিতে হলে আপনাকে ৫০০ টাকা রিচার্জ করতে হবে।...........জী,স্যার,আপনি কি কার্ডটি কিনে এনেছেন ? Okay,স্যার,এবার কস্ট করে,স্যার,কার্ডের নাম্বারগুলো এক এক করে বলুন.........”এরপর কি আর আশা করি বলার প্রয়োজন নেই।

কয়েকদিন আগে আমারই এক ফ্রেন্ড এই sham calling এর পাল্লায় পড়েছিল । কিন্তু সে এই ফাঁদে পা দেয়নি । বরং সে সম্পূর্ণ conversation টি মোবাইলে রেকর্ড করেছে । এই রেকর্ডেড ফাইলটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এতক্ষন ধরে এত বক বক করছি । কথাগুলো শুনলে বুঝা যায় এরা প্রফেশনাল ।

পরে যখন আমার বন্ধুটি ফেন্ড সার্কেলের কাছে ফাইলটি শেয়ার করে তখন আমরা সবাই তাকে বাহবা দিই আর সিদ্ধান্ত নিই যে এটি নিয়ে এয়ারটেল অফিসে যাব কম্প্লেইন করতে । ঘটনাটি ১৩ তারিখের ।

Okay,here is the download link.(17 minutes, 700 kb, amr file) । কথোপকথনটি শুনুন - নিজে সাবধান হোন অন্যকে সাবধান করুন।

সবাই ভাল থাকবেন-এই প্রত্যাশায় আজকের টিউন শেষ করছি।

Level New

আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

tnx for sharing

Level 0

jani vai>>>>>>>>>>>>toba record suna valo laglo>>>>>>>>>>>and aro onek k sunabo>>>>>>>>>>>>

    এসব repellent cheater রা আমাদের সমাজের কীট।সবাইকে সাবধান করে দেওয়া উচিত।

ভাই আমার আম্মার মোবাইল এও এই রকম কল আসত তখন লোকটা সুধু রাতে কথা বলত জীন সেজে আমাআ আমাকে ঘটনা আমাকে বলার পরে আমি অই লুকটার সাথে কথা বলতে থাকলাম লুকটা আমাকে দাদু ভাই বলে ডাকতে লাগ্ল আমিও তার কথা মত চলতে লাগলাম সে আমাকে বলল তরা আল্লার তরফ থেকে ৭ রাজার ধন পেয়েছিস এই গুলু পেতে হলে মানুষকে সিন্নি রেধে খাওাতে হবে আমি বললাম ঠিক আছে তার জন্য কি করতে হবে লোকটা তখন বলল মাযারে সিন্নি রধতে হবে আমি মাজারের থিকানা জিজ্ঞেস করলাম বলল ৩৫ হাজার টাকা নিয়ে রংপুর আসতে আমি বললাম ঠিক আছে । এই ভাবে আমি তাঁকে আশা দিয়ে শেষ পর্যন্ত এমন হুমকি দিলাম এর পর থেকে সে আর ফোন করেনি । তাই সবাইকে বলছি এই ধরনের প্রতারনা থেকে বাছতে হলে সবাইকে সাবধান থাকতে হবে ।

    খুবই ভাল করেছেন । এদের শাস্তি দেওয়া দরকার ।

    @নেট পাগল সপন: সপন ভাই, আপনার আম্মার মতো আমার আব্বারও হয়েছিল। ঠিক একই ঘটনা, কোনও পার্থক্য নাই। ওই সালা টাকা নিয়ে রংপুর মাঝারে জাইতে কয় এবং সুধু রাতে ফোন দিত।

ভালো কাজ করেছেন। সচেতনতা বাড়াতে হবে।

Level 0

আমাকে ও ভাই কিছুদিন আগে ফোন দিছিল আমি কইছি হালা ***************** কি বলছি নিশ্চইয় বুঝতে পারছেন তারপর ওই হালায় কয় আপনি এই অফার টা না নিলে আমরা কিন্ত অন্য কাউকে দিয়ে দিব …তারপর এয়ারটেল অফিসে ফোন করি দেখি ওদের এইরকম কোন অফার নাই এবং আমি ওদের ওই নাম্বারটা দিলাম যে হালা ফোন করছিল হালার নাম্বারে কত কল করছি বাট নাম্বার আর কোনদিন খোলা পাই নাই……………

    হা…হা…হা…উচিত কাজ করেছেন । এদের একটারে যদি হাতের কাছে পেতাম…………

আমার মনে হয় এই গুলুর সাথে মোবাইল কম্পানি জরিত থাকে । টা না হলে তারা অই সব লিকদের বিরুদ্ধে কোন বেবস্তা নেয় না কেন ।

    আল্লাই মালুম ! প্রশাসনও hands-off-policy অবলম্বন করছে।

Thanks…….ভালো কাজ করেছেন। সচেতনতা বাড়াতে হবে।

তাইলে দারুন হবে……!! হা……হা…..হা……

amar gp no ta akta magic number….ami shoptahy kompokkhy ai rokom 2 ta call pai…ai porjonto onek sim off oraici but akon oder sim bondho koratyo boring lagy…but thanks…

    আজব তো ! আপনি একটা কাজ কইরেন-যতক্ষণ পারা যায় কথা বলে তাদের টাকা করচ কইরেন।এটাই ওদের শাস্তি ।

Level 0

শুনে বহুত মজা পাইছি হালায় একের পর এক বুদ্ধি দেয় ……………

পারলে নিজেই টাকা ধার দিত ! হা……হা……হা……

এদের ধরে ধোলাই দিতে হবে।

Level 0

বাঙালী আজীবন বলদ ই থেকে যাবে.. তা না হলে বাটপারারা এখনও এই ধান্দা করে কেন..? নিশ্চই তাদের মুনাফা হয়। তা না হলে তো তারা এই ব্যাবাসা চালিয়ে যেত না। আমার মনে হয় দেশে মক্কেলের অভাব নেই আগেও ছিল এবং চিরকাল থেকেই যাবে, আর এধরনের বাটপারীও খুব ভালই চলতে থাকবে।
আপনি তো মাত্র ১৭ মিনিট, আমি ২০০৯ সালে এক বাটপারকে পুরা দুই ঘন্টা আমার পিছনে ঘুরাইছি। পগলারে আচ্ছা মত নাস্তানাবুদ করছিলাম। জটিল মজা পাইছিলাম। 😀

Level 0

বাঙালী আজীবন বলদ ই থেকে যাবে.. তা না হলে বাটপারারা এখনও এই ধান্দা করে কেন..? নিশ্চই তাদের মুনাফা হয়। তা না হলে তো তারা এই ব্যাবাসা চালিয়ে যেত না। আমার মনে হয় দেশে মক্কেলের অভাব নেই আগেও ছিল এবং চিরকাল থেকেই যাবে, আর এধরনের বাটপারীও খুব ভালই চলতে থাকবে।

@নেট পাগল সপন: সপন ভাই, আপনার আম্মার মতো আমার আব্বারও হয়েছিল। ঠিক একই ঘটনা, কোনও পার্থক্য নাই। ওই সালা টাকা নিয়ে রংপুর মাঝারে জাইতে কয় এবং সুধু রাতে ফোন দিত।

ok

amakeu ekdin call kore bolcilo ” Tomi 87,570.00 tk lottery te bijoyee hoico” bapar ta amar agei janacil. ulta or kace ami 50tk load kore dite bolcilam.

a fade kew pa diben na. egula BOWA

33min er modhe korlei pabe 😛

ভাই আমার জানামতে মোবাইল ফোনে কোন রের্কড amr file হয় না। তাই আমার ব্যাপার টা একটু রহস্র মনে হচ্ছে। দয়া করে আপনার মোবাইলের নাম এবং মডেল নম্বর একটু বলবেন কি। আমার এই রহস্র মনে করাতে কিন্তু রাগ করবেন না।
ধন্যবাদ আপনাকে কষ্ট করে টিউনস করার জন্য।

    @দিলীপ চন্দ্র বর্ম্মন: কে বলেছে amr ফাইল রেকর্ড হয় না? বরং এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমার দুই সেট Nokia 6600, Nokia N70 এ amr রেকর্ড হয়। এটা কোনো রহস্য না

    না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয়। এতে আপনার অজ্ঞতাই প্রকাশ পাবে। @দিলীপ চন্দ্র বর্ম্মন:

    বরং অধিকাংশ মোবাইলে amr এবং wav format এ recording হই। খোঁজ নিয়ে দেখেন। না জেনে মন্তব্য করতে গেলে নিজেকেই হেয় করা হয়। দুঃখিত।

দিলীপ চন্দ্র বর্ম্মন @ ভাই আপনি কোন মোবাইল চালান ?!?! আপনার ব্যাপার টা একটু রহস্র মনে হচ্ছে……….:)

Level 0

oviggota amaro ase.tbe apnar friend ke dhonnabad,batpar ta k bujhte na diye eto kotha bolanor jonno.

bohuy moja peyesi.
thanks tune er jonno apnakeo.

ধোলাই দেয়ার মানুষ কই?

Level 0

এই তো এখানে।