অনেকদিন পর টিউন করছি । এদ্দিন ভার্সিটি ভর্তির প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম । ঢাবির বিবিএ-তে চান্স পেয়েছি । এখন সব ঝামেলা শেষ।
মূল কথায় আসি । এই টিউনটি করছি-সবাইকে একটি ব্যাপারে সাবধান করার জন্য।প্রায় সবাই জানি-ইদানীং সিম কোম্পানীর নামে কল করে কিছু persuasive লোক টাকা হাতিয়ে নেয়ার জন্য নানারকম হাবিজাবি কথা বলে।
যেমন = “স্যার,আপনি ৫০,০০০ টাকা বোনাস পেয়েছেন অথবা লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন।টাকাগুলো নিতে হলে আপনাকে ৫০০ টাকা রিচার্জ করতে হবে।...........জী,স্যার,আপনি কি কার্ডটি কিনে এনেছেন ? Okay,স্যার,এবার কস্ট করে,স্যার,কার্ডের নাম্বারগুলো এক এক করে বলুন.........”এরপর কি আর আশা করি বলার প্রয়োজন নেই।
কয়েকদিন আগে আমারই এক ফ্রেন্ড এই sham calling এর পাল্লায় পড়েছিল । কিন্তু সে এই ফাঁদে পা দেয়নি । বরং সে সম্পূর্ণ conversation টি মোবাইলে রেকর্ড করেছে । এই রেকর্ডেড ফাইলটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এতক্ষন ধরে এত বক বক করছি । কথাগুলো শুনলে বুঝা যায় এরা প্রফেশনাল ।
পরে যখন আমার বন্ধুটি ফেন্ড সার্কেলের কাছে ফাইলটি শেয়ার করে তখন আমরা সবাই তাকে বাহবা দিই আর সিদ্ধান্ত নিই যে এটি নিয়ে এয়ারটেল অফিসে যাব কম্প্লেইন করতে । ঘটনাটি ১৩ তারিখের ।
Okay,here is the download link.(17 minutes, 700 kb, amr file) । কথোপকথনটি শুনুন - নিজে সাবধান হোন অন্যকে সাবধান করুন।
সবাই ভাল থাকবেন-এই প্রত্যাশায় আজকের টিউন শেষ করছি।
আমি কাইফ আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx for sharing