সুপার হেভিওয়েট ফায়ার আর্মস (পর্ব-৪), আজ দেখবেন হ্যান্ড গ্রেনেডের তাণ্ডবলীলা, যা শান্ত পরিস্থিতিকে মুহুর্তে বদলে দেয় নরকে। (গিগা টিউন)

আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই। একের পর এক ঝামেলা বিতর্ক আমাকে মানসিক ভাবে ভেঙে ফেলেছে। তবুও আপনাদের অনুরোধে বরাবরের মত আবারও ফিরে আসলাম আপনাদের ভালোবাসা এবং প্রশংসা কুড়াতে। আপনাদের ভালো লাগার জন্যই এত কস্ট করে টিউন করা। এই কস্ট স্বার্থক হয় তক্ষুনি যখন এই কস্টের ফসল আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে আসে। যাই হোক আর কথা বাড়াবো না। আপনাদের কে নিয়ে যাচ্ছি মুল টিউনে।

আমার ৫০তম টিউন ছিলো ফায়ার আর্মসের উপরে। টিউন টি ব্যাপক জনপ্রিয়তা পায় কারন তা আপনাদের ভালো লেগেছিলো। আপনাদের ভালোলাগার কথা চিন্তা করে তাই আবার আপনাদের কাছে এসেছি ফায়ার আর্মস নিয়ে। এইবার চেইন টিউনের মাধ্যমে, একে একে আপনাদের পরিচয় করিয়ে দিবো সুপার হেভিওয়েট ফায়ার আর্মস গুলোর সাথে, সাথে দেখবেন এদের ধ্বংসাত্মক ক্ষমতা। আর মিটাবেন আপনাদের জ্ঞানের পিপাসা।

কিছু ব্যক্তিগত ঝামেলা এবং কিছু বিতর্ক আমার ফায়ার আর্মস টিউন গুলোর সাথে সম্পৃক্ত হয়ে পরেছে। আমি যা করি টেকটিউনস কমিউনিটির ম্যাজরিটির সিদ্ধান্তেই করি। আমার আবার টিউনিং এ ফিরে আশা এই টেকটিউনস কমিউনিটির সিদ্ধান্তেই............................................

এখন আপনারাই বলেন আমি কি ফায়ার আর্মস সংক্রান্ত সিরিজ টিউন গুলি কন্টিনিউ করবো?

.

টিউনে প্রয়োজনীয় প্রাসঙ্গিক ভায়োলেন্স দেখতে আপনাদের কি কোন সমস্যা আছে?

দয়া করে কমেন্টে আপনার মুল্যবান মতামত দিবেন এটাই আশা করি।

--------------------------------------------------------------------------------------------------------------------------------

আমার আজকের টিউনের বিষয়,

গ্রেনেডের তান্ডবলীলা.........................

এই গ্রেনেড নিয়ে কিছু হাল্কা পাতলা বর্ননা আমার অবশ্য প্রথম টিউনে ছিলো, পরে নেট ঘাটাঘাটি করতে গিয়ে জানলাম যে এর ভাণ্ডার আসলে অনেক বড়। তাই এর স্থান হল আলাদা একটি টিউনে যেটি এখন আপনারা পড়ছেন।

গ্রেনেড এক বিধ্বংসী ফায়ার আর্মস,

হাজার বছর আগে চাইনিজদের আবিস্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হত গান পাউডার। তবে সেগুলো খুব একটা উন্নতমানের এবং নির্ভরযোগ্য ছিলনা।

আর সকল প্রযুক্তির সাথে সাথে গ্রেনেডেরও উন্নয়ন ঘটানো হয়। ধীরে ধীরে এক সময় এসে এটি পূর্নতা পায়। বর্তমানে এটি যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি অস্ত্র। দেখতে ছোট হলেও কিন্তু এর কর্ম ক্ষমতা মোটেও ছোট নয়। আতা ফলের মত ছোট্ট এই মারণাস্ত্রটির ধ্বংস ক্ষমতা আপনাদের কল্পনার ও বাইরে। এটি মুলত যুদ্ধক্ষেত্রের অস্ত্র হলেও বিভিন্ন নাশকতা মুলক কাজে এর ব্যবহার দেখা যায়। এটি শান্ত শিষ্ট একটি পরিবেশ কে ৩.৫সেকেন্ডের মাঝেই করে ফেলতে পারে নরক। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এর ভুমিকা ছিলো অপরিসীম, পাকিস্থানি হানাদের ভুগর্ভস্থ বাংকার গুলো ধ্বংসে এটি ছিলো অত্যান্ত কার্যকর।

কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে গ্রেনেড প্রধানত দুই ধরনেরঃ

১. Time-Delay Grenade

২. Impact Grenade

---------------------------------------------------------------------------------------------------------------------------

Time Delay Grenade

এই ধরনের গ্রেনেডকে হ্যান্ড গ্রেনেডও বলা হয়। ১৯ শতকের ভয়াবহ যুদ্ধ সমূহে এ জাতীয় গ্রেনেড ব্যপক হারে ব্যবহৃত হয়েছে। টাইম ডিলে গ্রেনেড গুলো সাধারনত সেফটি পিন খুলে হাত দিয়ে ছুঁড়ে মারা হয় এবং একটি নির্দিস্ট সময় পর এটি বিস্ফোরিত হয়। এই সময়টি সাধারনত হয় ৩-৪ সেকেন্ড।

Impact Grenade

এ জাতীয় গ্রেনেড এর কার্যপ্রক্রিয়া অনেকটা উড়োজাহাজ থেকে ছুঁড়ে মারা বোমার মত। অর্থাৎ এই গ্রেনেড টার্গেটকে স্পর্শ করার পর পরই বিস্ফোরিত হয়। Impact Grenade হাত দিয়ে নিক্ষেপ করা হয় না। এটি সাধারনত গ্রেনেড লাঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। এছাড়াও এক ধরনের মেশিনগান রয়েছে যেটিতে সাধারন বুলেট এর বদলে ব্যবহৃত হয় ইম্প্যাক্ট গ্রেনেড বুলেট!

.

"Time Delay" গ্রেনেডের গঠন.......

আধুনিক টাইম ডিলে গ্রেনেডের সাধারনত ৩টি অংশ থাকে। যথা.......

১. Body

এটি গ্রেনেডের কাঠামো যা সকল গ্রেনেডের সকল অংশ ধারন করে। এটির মাঝেই স্টিল বল অথবা স্পিন্টার লাগানো থাকে।

২. Filler

এটি গ্রেনেডের ভিতর বিস্ফোরক অথবা রাসায়নিক পদার্থ। এটিই গ্রেনেডের আসল অংশ, যেটিকে ডেটোনেট করে বিস্ফোরিত করা হয়।

৩. Fuse Assembly

এটিকে গ্রেনেডের ব্রেইন বলা যেতে পারে। কারন ডেটোনেশনের মেকানিজম এবং ডিলে টাইম, এটির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

- *গ্রেনেডের আধুনিক ডায়াগ্রাম

তবে কোন কারনে ভিতরের রাসায়নিক পদার্থের গুনগতমানের পরিবর্তন ঘটলে এই সময় কম-বেশি ২-৮ সেকেন্ড হতে পারে। এর মারণক্ষমতা সুনির্দিষ্ট কিন্তু ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে। (৫ মিটার ব্যাসার্ধের এলাকা) আহত করার দূরত্ব বেশ বড়, প্রায় ১৫ মিটার ব্যাসার্ধের এলাকার দূরত্বের মধ্যে থাকা ব্যক্তিদের আহত করতে পারে।

.

"Time Delay" গ্রেনেড যেভাবে কাজ করেঃ

Time-Delay গ্রেনেডগুলো সাধারনত খাঁজকাটা লোহার ধারক দিয়ে তৈরি হয়। এর ভেতরে একটি ফিউজ মেকানিজম থাকে এবং বাকি অংশে থাকে বিস্ফোরক পদার্থ। ফিউজ মেকানিজম সক্রিয় করার জন্য থাকে একটি Striker যেটি Striker Lever দিয়ে আটকানো থাকে।

আর লিভারটি ধরে রাখার জন্য এতে লাগানো থাকে একটি নিরাপত্তা পিন। পিনটি খুলে দিলে Striker কে ধরে থাকা লিভারটি চাপমুক্ত হয় এবং Striker ছুটে গিয়ে আঘাত করে Percussion Cap এ। এরপর এটি কেমিক্যাল মেকানিজমকে সক্রিয় করে দেয় যা কয়েক সেকেন্ড পর ডেটোনেটরকে সক্রিয় করে। ডেটোনেটর গ্রেনেড এর ভেতরে থাকা বিস্ফোরক পদার্থ সমূহকে ডেটোনেট করে এবং বোমাটি বিস্ফোরিত হয়।

আর স্মোক অথবা গ্যাস গ্রেনেডের ক্ষেত্রে, পিন খুললে দুটি রাসায়নিকের মিশ্রন ঘটে এবং বিষাক্ত গ্যাস অথবা রঙিন ধোঁয়া তৈরি হয় যা একটি নির্দিস্ট এলাকার শত্রুকে মেরে ফেলে অথবা ধ্রুমজাল তৈরি করে,

Impact গ্রেনেড যেভাবে কাজ করেঃ

Impact Grenade এর সম্মুখভাগে Impact Trigger নামে একটি অংশ থাকে এবং এটি স্প্রীং দিয়ে মূল কাঠামোর সাথে সংযুক্ত করা থাকে। গ্রেনেড যখন নিক্ষেপ করা হয় তখন Percussion Cap এবং Detonator কে ধরে থাকা স্প্রীংটি সামনের দিকে এগিয়ে যায়।

গ্রেনেডের সামনের অংশ অর্থাৎ ইমপ্যাক্ট ট্রিগার যখন টার্গেটকে স্পর্শ করে তখন এর সাথে লাগানো Firing Pin টি Percussion Cap কে আঘাত করে এবং ডেটনেটরটি সক্রিয় হয়ে মূল বিস্ফোরককে ডিটোনেট করে দেয়। তারপরই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এই গ্রনেড টাইম ডিলেয় গ্রনেড এর মত সময় নেয় না, বরং টার্গেটকে আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত হয়।

মূলত এই দুই ধরনের গ্রেনেডই রয়েছে এবং এর কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে আরও বিভিন্ন ধরনের গ্রেনেড তৈরি করা হয়েছে। আজকে ইম্প্যাক্ট গ্রেনেড নিয়ে বেশি আলোচনা করবো না।

.

প্রকারভেদ.....

এই Time-Delay গ্রেনেড গুলো আবার ২ প্রকার যথা,

১. Explosive Grenades

  • Fragmentation Grenade
  • Concussion Grenade
  • Anti-tank Grenade

২. Chemical and Gas Grenades

  • Smoke Grenade
  • Gas Grenade
  • Incendiary Grenade
  • Chemical Grenade
  • Riot control Grenade
  • Illuminating Grenade

.

১. Explosive Grenades

.

Fragmentation Grenade

বিপুল ধ্বংস ক্ষমতা সম্পন্ন এই গ্রেনেড প্রজাতি খুব জনপ্রিয় ডিফেন্স মিলিটারি এবং অপরাধ জগতে। সকল গ্রেনেডের মাঝে এটির ব্যবহার সবচে বেশি। এটি বেশ সহজলভ্য হওয়ায় এর অপব্যবহার ও বেশি হয়। আমাদের মুক্তিযোদ্ধাদের কাছেও তুমুল জনপ্রিয় ছিলো "Mills Bomb" নামক গ্রেনেডটি।

ফ্র্যাগ গ্রেনেড গুলো বিশেষ ভাবে বিস্ফোরিত হয়। এগুলোর ভিতরে অসংখ্য স্টিল বল বা স্পিন্টার থাকে যা বিস্ফোরনের পর চারদিক থেকে টার্গেটে বুলেটের মত আঘাত হানে। অনেকটা উপরের চিত্রের মত। যা টার্গেটকে ছিন্ন বিচ্ছিন্ন করার পাশাপাশি ঝাঁঝরা করে দেয়।

-                                                  *গ্রেনেড হামলায় আহত এবং নিহত ব্যাক্তিরা

তো চলুন এর কিছু জনপ্রিয় সদস্যকে............

Name:- M67 Grenade

Specifications:-

Weight14 oz (400 g)
Length3.53 in (88 mm)
Diameter2.5 in (64 mm)

FillingComposition B
Filling weight6.5 oz (180 g)
Detonation
mechanism
Pyrotechnic delay M213 fuse—4 seconds

-

Name:- M26 Grenade

Specifications:-

Weight454g[1]
Length99mm[1]
Diameter57mm[1]

FillingComposition B
Filling weight164g[1]
Detonation
mechanism
Timed Friction Fuse

-

Name:- M9 Grenade

Specifications:-

এই গ্রেনেডটি অত্যান্ত আধুনিক এতে রিমোট ডেটোনেশনের সুবিধা আছে, এটি রিমোট বম্ব এবং গ্রেনেড হিসাবে ব্যবহৃত হয় বলে এটিকে ডুয়েল পারপাস ওয়েপন বলে।

Size
  • Diameter: 9.5 cm (3.9 in.)[1]
  • Weight: .4 kg (.875 lbs)[1]
Damage Per HitVery High
Maximum Ammunition
  • Four grenades in Halo: Combat Evolved and Halo 2
  • Two grenades in Halo 3
  • Three grenades in Halo 3: ODST
Fire ModeThrown
Ammunition TypeFragmentation shrapnel

  • Filler: .19 kg of ComL High Explosive[1]
AccuracyDepends On Throw
RangeDepends On Throw

  • Killing radius: 5 meters (16 ft)
  • Casualty radius: 15 meters (35 ft)

-

Name:- F1 Grenade

Specifications:-

২য় বিশ্ব যুদ্ধের সবচেয়ে জনপ্রিয় গ্রেনেড। এটির বিস্ফোরক হিসাবে ৬০গ্রাম টিএনটি ইউজ হয়। এটি ৩০ মিটার ব্যাসার্ধের বৃত্তাকার এরিয়ায় এর ধ্বংসযজ্ঞ চালাতে পারে।

Weight600 g
Length130 mm
Diameter55 mm

FillingTrinitrotoluene
Filling weight60 g

-

Name:- Model 24 Stielhandgranate

Specifications:-

এটি একপ্রকার ব্যতিক্রমী গ্রেনেড অনেকটা লম্বা আকৃতির এবং বিপুল বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যপক ভাবে ইউজ হত। এগুলো ইম্পপ্যাক্ট ডেটোনেশন সিস্টেমের মানে টার্গেটে আঘাত করার পরপরই বিস্ফোরিত হয়।

Console(s)Stielhandgranate
Damage250-10 (SP), 120-5 (MP), 50 (Melee)
Maximum Ammunition10 rounds
Radius350in
Used byGerman Military

-

Name:- Mills bomb

Specifications:-

২য় বিশ্বযুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে তুমুল জনপ্রিয় ছিলো এই গ্রেনেডটি। সুপার হেভিওয়েট এই গ্রেনেডটি শত্রু পক্ষের অনেক ব্রিজ এবং বাংকার ধ্বংসে ব্যবহৃত হয়েছিলো।

Weight765 grams
Length95.2
Diameter61

FillingBaratol
Detonation
mechanism
7 seconds,
later reduced to 4

-

Name:- M17 Rifle Grenade

Specifications:-

এটিও ব্যপক ভাবে ২য় বিশ্বযুদ্ধের সময় ইউজ হয়েছিলো। অনেকটা লম্বা আকৃতির এই গ্রেনেড গুলি ভালোই ধ্বংসাত্বক। সাধারনত ছাদ বা উচু টাওয়ার থেকে এগুলো নিক্ষেপ করা হত। এগুলোও ইম্পপ্যাক্ট ডেটোনেশন সিস্টেমের মানে টার্গেটে আঘাত করার পরপরই বিস্ফোরিত হয়।

Weight667g[1]
Length248mm[1]
Diameter57mm[1]

FillingTNT or EC powder
Filling weight22g[1]
Detonation
mechanism
Impact Fuse

-

Name:- Nuka Grenade

Specifications:-

এগুলো হোম মেড গ্রেনেড মানে অনেকটা জেএমবি দের বানানো বোমার মত। তবে ভীষণ শক্তিশালী। উপকরন দিলে আর প্রসেস জানলে আপনারা সবাই বানাতে পারবেন। প্রসেস অবশ্য পেয়েছি তবে সেটা শেয়ার করছি না, যদি দেই তবে মডুরা নির্ঘাত ব্যান দিবে।

-

Name:- Type 91 Grenade

Specifications:-

ভীষণ শক্তিশালী এই গ্রেনেডটি অত্যান্ত ভয়াবহ। ১০ইঞ্চি পুরু ১০ফিটের কংক্রিটের দেয়াল সম্পুর্ন উড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে এই গ্রেনেড। এর প্রথম ব্যবহার হয় জাপানে।

Weight530 grams

FillingTNT
Filling weight65 grams
Detonation
mechanism
Pyrotechnic delay of 7 to 8seconds

-

Name:- Type 97 Grenade

Specifications:- আগের গ্রেনেডটির আরো উন্নত সংস্করন হচ্ছে এটি।

Weight0.45 kg (16 oz)
Length98mm (5⅞ in)

FillingTNT
Filling weight2.2 ounces (65 grams)
Detonation
mechanism
Pyrotechnic delay 4 to 5 seconds

-

Name:- Mk 2 grenade

Specifications:-

US ডিফেন্স মিলিটারির প্রিয় গ্রেনেড এটি। ইরাক আফগানিস্থান যুদ্ধে এটি ব্যপক ভাবে ইউজ হয়েছে। এর ভয়াবহতা ব্যাপক।

Weight1 lb 5 oz

FillingTNT or EC blank fire powder
Filling weight2 oz
Detonation
mechanism
Timed Friction Fuse

Name:- M33 grenade

Specifications:- এগুলোও ইউএস মিলিটারিতে খুব জনপ্রিয়। সাইজে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য কিন্তু ধ্বংস করার ক্ষেত্রে কিন্তু এটি মোটেও ছোট নয়!

Weight450 grams
Length50.2
Diameter53.5

FillingRDX
Detonation
mechanism
4.5 sec

-----------------------------------------------------------------------------------------------------------------------

.

Concussion Grenade

আলোরন সৃষ্টিকারী এই ধরনের গ্রেনেডগুলো অত্যান্ত উচু মানের বিস্ফোরক সমৃদ্ধ। এগুলোতে কোন স্টিল বলস বা স্পিন্টার থাকে না। এর বিস্ফোরণ ক্ষমতা ফ্র্যাগ গ্রেনেড অপেক্ষা অনেক অনেক বেশি। এটি থেকে এত বেশি পরিমান শব্দ এবং বিপুল শক ওয়েভ নির্গত হয় যার ফলে কানের পর্দা ফেটে টার্গেট সম্পুর্ন বধির এবং অন্ধ হয়ে যায়। এছাড়া আশেপাশের সকল স্থাপনার কাঁচ ভেঙে যায়। তবে এর ইফেক্টিভ ব্রাস্টিং রেঞ্জ অনেক কম। Concussion ইফেক্ট Fragmentation ইফেক্ট অপেক্ষা অনেক শক্তিশালী। এছাড়া এটি পানির নিচেও বিস্ফোরিত হয় এবং পানির ঢেউ এর তীব্র আলোরন সৃষ্টি করতে পারে যা ছোট খাট ডিফেন্স পেট্রোল বোট ডুবিয়ে দিতে সক্ষম।

Name:- MK3A2 grenade

Specifications:-

এটি একটি শক্তিশালী আলোরন গ্রেনেড এর ব্রাস্টিং এরিয়া ২মিটার।

(1) Body -- fiber (similar to the packing container for the fragmentation hand grenade).

(2) Filler -- 8 ouunces of TNT.

(3) Fuze -- M206A1 or M206A2.

(4) Weight -- 15.6 ounces.

(5) Safety clip -- yes.

.


Name:- M3 grenade

Specifications:-

এটিও আরেক ধরনের আলোরক গ্রেনেড এটির পাওয়ার আরো বেশি। ইউএস মিলিটারিতে ব্যপক ভাবে ইউজ হয়। এর ফিলার হচ্ছে, টিএনটি। ব্রাস্টিং এড়িয়া ৪মিটার।

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Anti-tank Grenade

নাম শুনেই বুঝতে পারছেন কি ধরনের গ্রেনেড। অত্যান্ত শক্তিশালী এই গ্রেনেড গুলো ট্যাংক ধ্বংস করার জন্য ব্যবহৃত হয়। বিপুল বিধ্বংসী ক্ষমতার এই গ্রেনেড গুলো আসলেই অনেক ভয়াবহ।

এই গ্রেনেড গুলি ৭০-৯০টন ওজনের ট্যাংক গুলোকে মুড়ি মুড়কির মত ঊড়িয়ে দেয়। এবং প্রায় ১০০-১৫০মিটার পর্যন্ত এর ধ্বংসের আলামত রেখে যায়। চলুন দেখি এর ২-১টি সদস্য কে।

.

Name:- RKG 3 Grenade

Specifications:-

Weight1.07 kg
Length362 mm

Effective range15–20 m
FillingTNT/RDX with a steel lined shaped charge with 125 mm penetration of RHA and 20 m fragment radius.
Filling weight0.567 kg
Detonation
mechanism
Impact fuze

.

Name:- RPG-43 Grenade

Specifications:-

Weight1.247 kg
Diameter95 mm

FillingTNT shaped charge
Filling weight0.612 kg
Detonation
mechanism
Inertial impact fuze

.

Name:- Sticky Bomb

Specifications:-

এই গ্রেনেড গুলো ২য় বিশ্বযুদ্ধের সময় তুমুল জনপ্রিয় ছিল। জার্মান "টাইগার ট্যাংক" গুলো ধ্বংসে এগুলো ব্যপক ভাবে ইউজ হয়েছিলো। এগুলোর বডি বিশেষ ভাবে প্রস্তুত করা হয় যাতে কোন কিছুর উপর নিক্ষেপ করলে তার সাথে আটকে থাকে, এজন্যই একে স্টিকি বম্ব বলে।

FillingNitroglycerine
Filling weightAbout 1 lb
Detonation
mechanism
Timed, 5 seconds

-------------------------------------------------------------------------------------------------------------------------------

২.Chemical and Gas Grenades

.

Smoke Grenade

এই ধরনের গ্রেনেড গুলো সাধারনত ধোঁয়া উৎপন্ন করে। ধোঁয়া সাদা অথবা রঙিন হয়। শত্রুপক্ষকে আকস্মিক হতভম্ব করে দিতে এগুলো ইউজ হয়।

বিশেষ করে শত্রুপক্ষের আস্তানায় ঢুকার সময় এগুলো থ্রো করে আক্রমণ চালানো হয়।

Name:- M18 Colored Smoke grenade

Specifications:-

এটি একটি কমন স্মোক গ্রেনেড। প্রায় সব দেশের ডিফেন্স মিলিটারিদের কাছেই এটি আছে। এটি চারটি রঙের ধোঁয়া তৈরি করতে সক্ষম।

(1) Body -- sheet steel cylinder with four emission holes at the top and one at the bottom to allow smoke release when the grenade is ignited.

(2) Filler -- 11.5 ounces of colored smoke mixture (red, green, yellow, and violet).

(3) Fuze -- M201A1.

(4) Weight -- 19 ounces.

(5) Safety clip -- no.

(6) Capabilities -- can be thrown 35 meters by average soldier. The grenade produces a cloud of colored smoke for 50 to 90 seconds.

(7) Color/markings -- olive drab body with the top indicating the smoke color.

(8) Field expedient -- When employing the M18 or AN-M8 HC hand grenade, it may be desirable to use one of these grenades without the fuze. To do this, the following procedure should be used in combat only:

  • Remove the tape from grenade bottom to expose the filler.
  • Remove the fuze by unscrewing it from the grenade.
  • Ignite starter mixture with open flame.
  • Immediately throw the grenade to avoid burn injury.

-

Name:- M16 White Smoke grenade

Specifications:-

এটিও আরেকটি জনপ্রিয় স্মোক গ্রেনেড। এটি সাদা রঙের ধোঁয়া তৈরি করে।

Empty weight with fuze : 177 gr
Heigth w/fuze M201 : 145mm
Height w/o fuze : 118mm
Diameter : 60mm
Empty weight with fuze : 177 gr

.

Name:- PFI Airsoft Smoke Grenade

Specifications:-

এটি আরেকটি জনপ্রিয় স্মোক গ্রেনেড। এটি গাড় সবুজ বর্নের ধোঁয়া তৈরি করে।

Smoke Colour:- Green
Empty weight with fuze : 150 gr
Heigth w/fuze M201 : 165 mm
Height w/o fuze : 130 mm
Diameter : 55 mm
Empty weight with fuze : 190 gr

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Gas Grenade

সবচেয়ে বিপদজনক গ্রেনেড যা টার্গেট ধ্বংসের পাশাপাশি পরিবেশের ব্যপক ক্ষয়ক্ষতি করে। এগুলো থেকে নির্গত হয় বিষাক্ত গ্যাস যা মানুষের নার্ভ, চোখ, লাংস এবং স্কীনের ব্যপক ক্ষতি করে এবং টার্গেটের একটি যন্ত্রনাদায়ক মৃত্যু নিশ্চিত করে থাকে। এর প্রভাব অনেকদিন পর্যন্ত পরিবেশে থাকে এবং পরিবেশের ব্যপক দূষণ ঘটায়। চলুন দেখে আসি এর কিছু সদস্য কে...........

.

Name:- AN-M8 HC Grenade

Specifications:-

এটি একটি মারাত্বক গ্যাস গ্রেনেড যা মারাত্বক ক্ষতিকর হাইড্রোক্লোরাইড গ্যাস নির্গত করে যা মানুষের লাংস ঝাঁজরা করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এছড়া এটি চোখের ও ব্যপক ক্ষতি করে থাকে। এটি ১০৫ থেকে ১৫০ সেকেন্ড পর্যন্ত ধোঁয়া নির্গত করতে পারে। এবং এটির হাত থেকে বাঁচতে বিশেষ গ্যাস মাস্ক ইউজ করতে হয়।

(1) Body -- sheet steel cylinder.

(2) Filler -- 19 ounces of Type C, HC smoke mixture.

(3) Fuze -- M201A1.

(4) Weight -- 24 ounces.

(5) Safety clip -- no.

(৬) Color/markings -- light green body with black markings and a white top.

.

Name:- MSG Grenade

Specifications:-

Weapon TypeGrenades
DamageArea Effect
RangeDepends on Strenght
AP14
Weight (lb)0.3 kg

অন্যতম মারাত্বক গ্যাস গ্রেনেড হচ্ছে এটি।

এতে আছে ভয়ংকর মাস্টার্ড গ্যাস যা মানুষের চামড়ার সাথে সরাসরি বিক্রিয়া করে ভয়ানক ফোস্কার সৃষ্টি করে। অধিক মাত্রায় আক্রান্ত হলে মৃত্যু সুনিশ্চিত

Name:- M1917 Nerve Gas Hand Grenade

Specifications:-

এটি ২য় বিশ্বযুদ্ধের সময় ব্যপক ভাবে ইউজ হয়েছিলো। এই গ্রেনেডে আছে নার্ভ গ্যাস যা মানুষের নার্ভ এর উপর সরাসরি আক্রমণ করে। সময়মত চিকিৎসা না করালে মৃত্যু অনিবার্য।

- *নার্ভ গ্যাসে নিহত ব্যাক্তি

- *নার্ভ গ্যাস যেভাবে স্কিন সেল কে আক্রমণ করে

Weight500g (M1914), 590g (M1914/30),[1], 780g with fragmentation sleeve
Length235mm
Diameter45mm

FillingNerve Agent
Detonation
mechanism
Time-fuse, 4-5 seconds[1]

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Riot control Grenade

এগুলো এক ধরনের গ্যাস গ্রেনেড তবে এগুলো তে নন লিথাল কেমিক্যাল ইউজ করা হয়। সাধারনত দেশের দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এগুলো ইউজ করে। দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে এটি ইউজ হয়। টিয়ার সেল ও এক প্রকার রায়ট কন্ট্রোল গ্রেনেড। এগুলো তে ইউজ হয় CS Gas যা টিয়ার গ্যাস নামে বেশি পরিচিত। এটির উপাদান 2-Chlorobenzalmalononitrile, chloropicrin সহ ইত্যাদি উপাদান যেগুলোর সংস্পর্শে এলে প্রচুর পরিমান চোখ জ্বালা শুরু হয় এবং নাক দিয়ে অনবরত পানি পড়ে এবং ভিকটিম কাবু হয়ে পড়ে। তো দেখুন এদের কয়েকটি সদস্য কে......................

Name:- DK-500 CS gas hand grenade

Specifications:-

এটি মোটামুটি জনপ্রিয় একটি গ্রেনেড তবে আমাদের দেশে পাওয়া যায় না।

Name:- ABC-M7A3 CS Hand Grenades

Specifications:-

পশ্চিমা বিশ্বে তুমুল জনপ্রিয় এই গ্রেনেডটি। এটির ব্যবহারও তুলনামুলক সহজ।

(1) Body -- the bodies of both grenades are sheet metal with four emission holes at the top and one at the bottom.

(2) Filler -- 5.5 ounces of burning mixture and 3.5 ounces of CS in gelatin capsules in the ABC-M7A2 grenade, and 7.5 ounces of burning mixture and 4.5 ounces of pelletized CS agent in the ABC-M7A3 grenade.

(3) Fuze -- M201A1.

(4) Weight -- approximately 15.5 ounces.

(5) Safety clip -- no.

(6) Capabilities -- can be thrown 40 meters by average soldier. Both grenades produce a cloud of irritant agent for 15 to 35 seconds.

(7) Color/markings -- gray body with a red band and red markings.

Name:- ABC-M25A2 CS Hand Grenades

Specifications:-

এটিও মোটামুটি জনপ্রিয়, তবে তুলনামুলক কম ইউজ হয়।

1) Body -- compressed fiber or plastic.

(2) Filler -- CS1 varies in weight and composition according to the type of agent contained in the grenade. All fillers are mixed with silica aerogel for increased dissemination efficiency.

(3) Fuze -- integral.

(4) Weight -- 8 ounces.

(5) Safety clip -- no.

(6) Capabilities -- can be thrown 50 meters by average soldier. The radius of burst (visible cloud agent) is about 5 meters, but grenade fragments may project as far as 25 meters.

(7) Color/markings -- gray body with red band and red markings.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

Incendiary Grenade

এই গ্রেনেড গুলো বিশেষ ধরনের এবং ফিল্ডে এর বহু রকম ইউজ আছে। এগুলোকে আগ্নেয় গ্রেনেড বলা হয় কারন এগুলো বিস্ফোরনের ফলে থ্রাস্ট খুব কমই সৃষ্টি হয়

সবচে বেশি সৃষ্টি হয় বিপুল পরিমান তাপ (৩৫০০-৫০০০ ডিগ্রি ফারেনহাইট) যা লোহা পর্যন্ত বাস্পীভুত করে দেয় আর এ কারনেই এগুলোকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। কারন সেফটি পিন একটু অসাবধানতাবশত খুলে গেলে পরিনত হতে হবে হিউম্যান গ্রিলে। এগুলোতে ইউজ হয় থার্মিট পাউডার যা হচ্ছে ধাতব অ্যালুমিনিয়াম পাউডার, গান পাউডার সহ বিভিন্ন বিস্ফোরকের আনুপাতিক মিশ্রণ যা উচ্চ তাপমাত্রা সৃষ্টি করতে সক্ষম। শত্রু পক্ষের প্রয়োজনীয় ধাতব যন্ত্রপাতি গলিয়ে ধ্বংস করতেও এর বহুল ব্যবহার হয়। দেরী না করে চলুন দেখি এর ২-১টি সদস্য কে। এই গ্রুপের সব গ্রেনেড একই প্রকৃতির এবং স্প্যাসিফিকেশন মোটামুটি একই।

.

Name:- AN-M14 TH3 incendiary hand grenade

Specifications:-

US আর্মিতে তুমুল জনপ্রিয় এই গ্রেনেডটি। এটি বিস্ফোরনের সময় আশেপাশের ২মিটার এলাকায় ৪০০০ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার সৃষ্টি করে যা লোহা পর্যন্ত বাস্পীভুত করে ফেলে।

শত্রুপক্ষের ভেইকেল, ওয়েপন সিস্টেম, শেল্টার অথবা বাংকার পুড়িয়ে ছাই করে ফেলে। শত্রুপক্ষের কাছে এক মুর্তিমান আতঙ্কের নাম এটি। নিক্ষেপকারীকে ও খুব সাবধানে এটি নিক্ষেপ করতে হয়।

(1) Body -- sheet metal.

(2) Filler -- 26.5 ounces of thermate (TH3) mixture.

(3) Fuze -- M201A1.

(4) Weight -- 32 ounces.

(5) Safety clip -- no.

Name:- CTS-M-14 Incendiary Grenade

Specifications:-

এটিও মোটামুটি জনপ্রিয় থার্মিট গ্রেনেড কার্যকারীতা আগেরটার কাছাকাছি।

Name:- CTS-M-14 Incendiary Grenade

Specifications:-

আগের গুলোর মতই। এটি ১২.৭মিমি পুরু স্টিলের পাত গলিয়ে ফেলতা পারে।

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Chemical Grenade

গ্যাস গ্রেনেডের মত এই কেমিক্যাল গ্রেনেড গুলো অত্যান্ত ক্ষতিকর এবং পরিবেশের ব্যপক ক্ষয়ক্ষতি করে থাকে। কেমিক্যাল গ্রেনেডে ইউজ হয় অত্যান্ত বিষাক্ত ক্ষয়কারক সব ক্ষতিকর কেমিক্যাল যা টার্গেট ধ্বংসের সাথে সাথে পরিবেশের ব্যপক দুষন ঘটায়। সম্প্রতি কিছু কিছু দেশ এইসব কেমিক্যাল ওয়েপনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলুন দেখে আসি এর কিছু ভয়ংকর সদস্যকে।

Name:- M15 White Phosphorous grenade

Specifications:-

(1) Body -- sheet metal.

(2) Filler -- 15 ounces of white phosphorus.

(3) Fuze -- M206A2.

(4) Weight -- 31 ounces.

অত্যান্ত ভয়ংকর এই গ্রেনেডটি বিভিন্ন দেশের ইউএস মিলিটারিতে অনেক জনপ্রিয়। এটির মুল উপাদান হচ্ছে হোয়াইট ফসফরাস যা একটি বিষাক্ত দাহ্য কেমিক্যাল।

- *দেখুন এর ভয়াবহতা কি রকম হতে পারে, চোখে পানি চলে আসার মতন

এই উপাদানটি চামড়ার সংস্পর্শে এলে চামড়ার সাথে বিক্রিয়া করে চামড়াকে ভয়ংকরভাবে পুড়িয়ে দেয় এবং পরবর্তিতে বিষাক্ত ঘাঁ সৃষ্টি হয়।

গ্রেনেডের বিস্ফোরনও অত্যান্ত ভয়াবহ। এর ২০মিটার ব্যসার্ধের এরিয়ায় যে থাকবে তার মৃত্যু সুনিশ্চিত।

১৫০মিটার এরিয়া পর্যন্ত এটি ভিকটিমকে আহত করতে পারে। এটির বার্নিং থেকে বাঁচার সবচে ভালো উপায় হচ্ছে আক্রান্ত স্থানে কপার সালফেট বা তুঁতে মিশানো পানি লাগানো।

.

Name:- M34 White Phosphorous grenade

Specifications:-

এটিও আরেকটি জনপ্রিয় ফসফরাস গ্রেনেড তবে এর ব্যবহার তুলনামুলক কম।

Body. The M34 WP grenade body is compressed fiber or plastic sphere.

Filler. The filler has 15 ounces of white phosphorous.

Fuze. The fuze is an M206A2.

Weight. The grenade weighs 27 ounces.

Name:- MH 214 Acid Grenade

Specifications:-

এই গ্রেনেডটি তেমন জনপ্রিয় নয় তবে মারাত্বক। কিছু দেশে এর ইউজ আছে তবে তেমন একটা ব্যবহার হয় না।

এর ফিলার হচ্ছে অত্যান্ত ঘন প্রায় জেলির মত ফিউমারিক সালফিউরিক এসিড। যা চামড়া পুড়িয়ে দেবার সাথে সাথে এর ধোঁয়া লাংসের ব্যপক ক্ষতি করে। এই গ্রেনেডও খুব সাবধানে হ্যান্ডেল করা লাগে।

Body. The MH 214 Acid Grenadebody is compressed fiber or plastic sphere.

Filler. The filler has 250ml of sulfuric Acid .

Fuze. The fuze is an M206A2.

Weight. The grenade weighs 40 ounces.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Illuminating Grenade

এগুলো বিশেষ ধরনের গ্রেনেড। এগুলো ডেটোনেশনের সাথে সাথে তীব্র আলোর ঝলকানিএবং ১৭০-১৯০ডেসিবল শব্দ উৎপন্ন করে

যা টার্গেট কে সম্পুর্ন রুপে হতভম্ব করে দেয় এবং শ্রবণশক্তি কয়েক মিনিটের জন্য স্তব্ধ করে দেয়। তবে এই ক্ষতি সাময়িক, কিছুক্ষন পর ঠিক হয়ে যায়। এছাড়া অন্ধকার ফিল্ডে আলোর উৎস হিসাবে এটি ইউজ হয়। চলুন দেখে আসি এর কিছু সদস্যকে..........

Name:- XM84 Stun Grenade

Specifications:-

সবচে বেশি জনপ্রিয় ফ্যাশ গ্রেনেড বেশিরভাগ দেশের ডিফেন্স মিলিটারি এটি ইউজ করে থাকে।

Weight8.33 ounces (236 g)
Length5.25 inches (133 mm)
Diameter1.73 inches (44 mm)

Fillingmagnesium/ammonium nitrate pyrotechnic mix
Filling weight0.16 ounces (4.5 g)
Detonation
mechanism
M201A1 time-delay fuse (1.0 to 2.3 seconds)
Blast yield170–180 dB and 6–8 million Candela within a 5-foot (1.5 m) radius

Name:- TMC FLASH BANG GRENADE

Specifications:-

Major ColorBlack
Major Built MaterialMetal
SizeN/A
Item with Packing Weight (gram)300.0000

.

Name:- M70 FB FLASH BANG

Specifications:-

Damage Per Hit
  • causes intense flash of light and a loud bang
  • results in temporary blindness, deafness, and disorientation, but no permanent damage.
Usage
Era(s)Necros War
AffiliationUNSC

6---------------------------------------------------------------------------------------------------------------------------------------------6

তো এই ছিলো আপনাদের জন্য আমার আজকের এই আয়োজন। মনযোগ দিয়ে ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। এখন আপনারা যদি চান তবেই নেক্সট সিক্যুয়েলের কাজ ধরব।

এই টিউনটি অনেক সময় নিয়ে (প্রায় দুই সপ্তাহ) , যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং গঠনমুলক সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

সিরিজের আগের টিউন গুলো দেখুন,

১. চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

২. সুপার হেভিওয়েট ফায়ার আর্মস (পর্ব-২), আজ দেখবেন রকেট লাঞ্চার এবং শোল্ডার ক্যারিয়েবল মিসাইলের ধ্বংসযজ্ঞ, যা আপনাদের কল্পনার একটু উপরে। (মেগা টিউন)

৩. সুপার হেভিওয়েট ফায়ার আর্মস (পর্ব-৩), আজ দেখবেন বিধ্বংসী ভুমি মাইনের ধ্বংসলীলা (গিগা টিউন)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যেখানে বিতর্ক সেখানেই মজা 🙂 আমার কাছে ভাল লেগেছে। যেহেতু কিভাবে গ্রেনেড তৈরী করা হয় টিউনে তা শেখানো হয় নি শুধু কার্যকারিতার বর্ণনা দেওয়া হয়েছে সুতরাং এতে খারাপ কিছু দেখি না।
আর আকাশ ভাইকে বলছি, টিউন করলে অনেকের সাথে মতপার্থক্য হতেই পারে এটা নিয়ে অন্য টিউনে ঘাটাঘাটি না করাই ভাল।
*** সবাইকে ঈদ মোবারক*** 😀

    @M H BULBUL: অনেক ধন্যবাদ বুলবুল ভাই, মত পার্থক্য খারাপ জিনিশ না। ব্যক্তিগত আক্রমণটা খারাপ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাকেও জানাই অগ্রিম ঈদ মোবারক 😀

আপনার আগের ৩টি টিউন পড়লাম। ভাল লাগল অনেক কিছু জানা গেল। আপনার আর নেটমাষ্টার ভাইয়ের কমেন্ট গুলিও দেখলাম। আমারো মনে হয় উনি তোমাকে পারসনাল আক্রমন করছেন যেটা মোটেই কাম্য নয়। টেক্টিউন্সে অনেকেই অনেক বেফালতু বিষয় নিয়ে টিউন করে, তাও সবাই তাতে কমেন্ট করেন সেই টিউনারকে বাহবা দেন। এটার আসল উদ্দেশ্য তাকে হসলা দেবার জন্য।
আর আপনার টিউনগুলি ছিল শিক্ষামূলক টিউন, কে কেরকম ভাবে নেবে সেটা তার উপরই নির্ভর করে।
নেটমাষ্টার ভাই টিউনটিকে ভুল বুঝেছিলেন। উনি বলেছিলেন এগুলি নাকি ভায়োলেন্স সৃষ্টি করবে। কিন্তু কিভাবে? এখানে তো শুধু বর্ণনা করা আছে,কিভাবে বানাতে হয় বা কোনটা কত পরিমানে লাগে বা কোথায় পাওয়া যায় এগুলো তো বলা নেই।
যার ভায়োলেন্স করবার হবে এমনিই করবে আপনাকে তাকে ডেকে উস্কাতে হবে না। নেটমাষ্টার ভাই আপনাকে এখানেও ছাড়বে বলে মনে হয় না, তবে আপনিও ছাড়বেন না। আমরা আপনার সাথে আছি।
এই সিরিজ টিউনের পরবর্তী টিউনের জন্য অপেক্ষা করব।

    @জিকো রাজ: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জিকো ভাই। এখানে ঝগড়া করা আমার উদ্যেশ্য নয়, বিষয়টি দিয়েছিলাম আপনাদের সিদ্ধান্ত জানার জন্য, যে বিতর্কিত ফায়ারআর্মস সিরিজ টিউন গুলি আমি কন্টিনিউ করবো কি, না।
    তাই সিদ্ধান্ত আপনাদের, টিউন করার দায়িত্ব আমার। I love Techtunes Community………..

      @শুভ্র আকাশ: শুভ্র আকাশ আমিও তাই মনে করি এখানে ঝগড়া করা আমাদের উদ্যেশ্য নয় কিন্তু যে উৎসাহ দেবার বদলে ব্যক্তিগত আক্রমন করবে তার সাথে তো সেটাই করতে হবে। আর হ্যাঁ টিউন করার দায়িত্ব আপনার আর আপনি চালিয়ে যান।

khob valo apnake osonkho dhonnobad. tune chaliye jan apnar aro tuner opekhay thakbo

Level 0

সবাই টিউন নিয়ে মন্তব্য করবে। আমি একটু আপনার ব্যক্তিগত ব্যপারে কথা বলি।
আপনি লিখেছেন আপনি চট্রগ্রাম এ মেরীন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনা করছেন। এতে আপনার অস্ত্রের ব্যপারে যে প্রতিভা রয়েছে তা কোন ভাবে আপনার জীবনে কাজে লাগবে বলে মনে হয়না। HSC পাস করার পরে আপনি আরমিতে গেলে খুবই ভাল করতেন। এছাড়াও আমার জানা মতে রাশিয়াতে নাকি অনেক বিশাল অস্ত্রের কারখানা রয়েছে। বাংলাদেশ সেইখান থেকেই সব অস্ত্র আমদানি করে। আপনি আপনার টিউনগুলা ইংলিশে লিখে একটা প্রোটফোলিওর মত বানালে ভবিষ্যতে রাশিয়ার সেই কারখানা তেও অনেক ভাল চাকরি করতে পারবেন।
আপনি কি করবেন তা আপনার ব্যক্তিগত ব্যপার তবে আপনি যদি এই লাইনে পড়াশোনা ও কাজ করতে পারেন তাহলে আপনি হয়ত ভবিষ্যতে বাংলাদেশে অস্ত্রের কারখানা দিতে পারবেন। এতে করে বাংলাদেশ আর্থিক ভাবে অনেক লাভবান হবে।
কারোর কমেন্টে মন মেজাজ খারাপ করেন না। মনে রাখবেন যার মানুষিকতা নিচু মানের তার কমেন্টও নিচু মানের হয়।

    @upol69: অনেক ধন্যবাদ উপল ভাই, আমারও ইচ্ছা আছে। সুন্দর একটা সাজেশন এবং পথ প্রদর্শনের জন্য অনেক ধন্যবাদ। সুন্দর একটা চিন্তা মাথায় ঢুকিয়ে দিলেন, 😀

আচ্ছা pdf আকারে কি টিউন টা কি দিতে পারেন আকাশ ভাই তাহলে পরে সময় পেলে পরা যেত।

অ-সা-ধা-র-ণ
😀 😀 😀 😀
পুরাই পাংখা 😆 :mrgreen:

টিউনের জন্য ধন্যবাদ। 😆

Level 0

শুভ্র ভাই ভয়ংকর TUNE করসেন।অনেক কষ্ট হয়েছে বুঝাই যাচ্ছে

Level 0

আকাশ ভাই,আপনার টিউন বরাবরই অসাধারন।কে কি বললো সেটা নিয়া আপনার মাথা ব্যাথা করার দরকার নাই।আপনি আপনার মত চালিয়ে যান।শাওন ভাই,আপনার,ছাত্র-শিক্ষক ,যোবায়ের ভাই,ডিজে আরিফ হলেন আমার প্রিয় টিউনার।

আপনার সকল টিউনের জন্য অনেক ধন্যবাদ।সবচেয়ে ধন্যবাদ মেরিন এর কাহিনি আমাদের জানানোর জন্য।

    @Mukut: অনেক ধন্যবাদ মুকুট ভাই। আপনাদের ভালোবাসা সবসময়ই আমার পাশে থাকে। তাই আপনাদের ভালোবাসার টানে আপনাদের কাছেই বার বার ফিরে আসতে হয়।

Level 0

thanks boos

সুন্দর টিউন। তবে ক্যাচালগুলো ভালো লাগলো না। মাস্টার ভাই যেমন আমার প্রিয় একজন টিউনার, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আপনার কাছ থেকেও শিখেছি। আপনার ব্যক্তিগত ঝগড়া এভাবে তুলে ধরাটা ভালো মনেহল না। সবগুলো কমেন্ট পড়ে মনেহল, আপনার দুজনই ঠিক। মাস্টার ভাই ওনার দিক থেকে ঠিক আছেন, আপনিও আপনার দিক থেকে ঠিক আছেন। এইসব ঝামেলা বাদ দিলে, টিউনটা আরো সুন্দর হোত।

আপনি লেখা চালিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি।

    @নিস্তব্ধ নিরবতা: ঝগড়া সবসময়ই অনাকাঙ্ক্ষিত। আর ঝগড়া উপস্থাপন এখানে আমার কোন উদ্যেশ্য নয়। এটা শো করেছি জাস্ট আপনাদের একটা মতামত জানার জন্য, যে এই টিউন গুলো আমি করবো কি, না। কারন আমি টিউন করি আমার মত করে ঠিকই তবে তা আপনাদেরই জন্য। এখন আপনারা যদি তা পছন্দই না করেন তবে টিউন করার কোন প্রয়োজনীয়তা দেখি না। উনার কিছু ভুল ধারনা ভাঙ্গানোর জন্যই আমাকে এটা করতে হয়েছে। এজন্য আমি উনার কাছে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

      @শুভ্র আকাশ: মাস্টান ভাই ও তো দেখি পোষ্ট দিয়েছে, কি জ্বালা ভাই! তবে ওনার পোষ্ট দেখে মনে হচ্ছে এই পোষ্টে আপনি ওনাকে যেভাবে উপস্থাপন করেছেন তা ঠিক নয়। দয়া করে আপনারা মিউচুয়াল করুন। আমরা ভালো টিউন আশা করি আপনাদের দু’জনের কাছ থেকেই।

Carry on brother………………..
Nice tune. Thanks

Level 0

অনেক কিছু শিখলাম। ধন্যবাদ। খুবই সুন্দর কালেকশন। চালিয়ে যান।

আমি মনে করি জানার আছে অনেক বাকি।

সুপার ক্লাস টিউন,আমি আপনার সাথে এক মত অনেকে হরর ফ্লিম দেখে যা অনেক ভয়ানক বলে মনে হয়,আর টিউনে দেখলে সমস্যা,
তবে আপনাকে এই বিতর্ক থেকে বাঁচার একটা উপায় বলে দিচ্ছি তা টিউনে প্রথমে একটু বলে দিয়েন যাদের হার্টের সমস্যা আছে তারা নিজ দায়িত্ব টিউনটি দেখবেন।এইটা আমার নিজস্ব মত।
আমার আরেকটা নিজস্ব মত আছে সেটা হইল কে কিভা দেখে আমার জানার বিষয় নয় কিন্তু আমি মনে করি আপনি টেকটিউন্সের একজন বড় মাপের টিউনার ক্লাস টিউনার,টেকটিউন্সে যখন মানহীন টিউনের ছড়াছড়ি তখন আপনাদের মতন কিছু টিউনার টিউন না করলে টেকটিউন্স অনেক ভাল ভাল ভিজিটর হারাত।
ধন্যবাদ আপনাকে এগিয়ে যান নিজের মতন করে।

    আরেকটা কথা আপনি আগেও বলেছেন কারো কথায় আপনি টিউনের এডিট করেন্না তারপরে অনুরোধ করব টিউনের প্রথম অংশাটা অর্থাৎ আগের টিউনের পেছাল গুলু যদি দয়া করে কর্তন করে দিতেন অনেক ভাল হইত এবং বাধিত হইতাম,আসুন্না আমরা বিতর্ককে উপেক্ষা করি এবং সবাই মিলে টেকটিউন্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

      @আতাউর রহমান: এই টেকটিউনস কমিউনিটির মাঝে আমি আপনাকে সবচেয়ে বেশি মানি? কেন জানেন? আমার টিউনার লাইফে আপনার অবদান যে কি তা হয়ত আপনি নিজেও জানেন না। সেই প্রথম টিউন থেকে যেভাবে উৎসাহ, প্রশংসা আর গঠনমূলক সমালোচনা করে আসছেন সেই কারনেই হয়তো এ পর্যন্ত আসতে পেরেছি। প্রথম দিকে অনেক ভয়ে ভয়ে থাকতাম না জানি কি কমেন্ট করেন! তবে সব ভয় মিথ্যা প্রমানিত করে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিতেন। তখন খুব ভালো লাগতো। আর সেই আপনি আমাকে একটা অনুরোধ করেছেন সেটা রাখবো না?

      এই বিতর্ক সম্পর্কে মেহেদী ভাইকে আগেই জানিয়ে রেখেছিলাম, হাসান, লাকি ভাই সহ অনেকেই এটি আগে থেকে জানেন। মেহেদি ভাই পর্যন্ত আমাকে বলেছেন, যে যদি কেউ যদি আক্রমণ করে তবে আমি যেন তাকে না ছাড়ি।

      তবু একমাত্র আপনার কথায় নিজে ছোট হয়ে বিতর্কটি ক্লোজ করে দিলাম। যাই হোক আতাউর ভাই, আমার প্রত্যেকটি টিউনে আপনার আগের মত কমেন্ট দেখতে চাই।

    @আতাউর রহমান: অনেক ধন্যবাদ আতাউর ভাই। অনেকদিন পর আপনাকে দেখলাম। আমার প্রতিটি টিউনে আপনার কমেন্ট অনেক মিস করি।

      @শুভ্র আকাশ: আপনাকে আমার হৃদয়ের গভির হইতে মোবারক বাদ যে আপনি আমার কথাটা রেখেছেন,আমি সব সময় চেষ্টা করি আপনাদের মতন ভাল টিউনারের টিউন গুলু ভিজিট করতে,আমাকে সব সময় পাশে পাবেন ইনশাল্লাহ,আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামন করছি,অনেক অনেক ধন্যবাদ।

Level 2

আরোও একটা চমৎকার টিউন :O আর হ্যাঁ, আকাশ ভাই, আপনি কে কি বললো তাই নিয়া আর মাথা ঘামাইয়েন না, আমরা আপনারে চাই, এইটাই আসল কথা । টিউন চালায় যান ।

Level 0

ভাই একটা কথা জানা আছে নিশ্চাই ছাগলে কি না খায় আর …………… । আর আমি “M H BULBUL ,আতাউর রহমান”ভাইয়ের সাথে সহমত । টিউন চালায় যান ।

এতগুলো গ্রেনেডের ছবি ও তথ্য জোগার করে সেগুলোকে গুছিয়ে লেখার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে বিশাল একটা বাহবাহ গ্রহণ করুণ 😀

অনেক কষ্ট করে টিউন করার জন্য thanks…

@নেট মাস্টার: অনেক ধন্যবাদ আপনাকে। কমেন্টের জন্যও একটা বিশাল থ্যাংকস। আশা করি আগের সব কিছু ভুলে গিয়েছেন। সরি এগেইন।

Level 0

woooooooooooow. chorom tune.
dhonnobad akash vai.

প্রথম ছবিটা দেখে বেশ হাসি পেল। 😛
টিউন ভাল হয়েছে। Carry on

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্): অন্নেক ধন্যবাদ হাসান ভাই, বুঝলেন না প্রথম ছবিটা হচ্ছে ওয়ার্নিং…………… 😉

@TJ- Mir: আপনাকেও অনেক ধন্যবাদ।।. 😀

Level 0

Those who are bad always try to do some thing bad you wont have to ask them to do so. @ net master

akas, bro carry on we are with you.

Level 0

খুব সুন্দর হয়েছে। তবে আমার মনে হয় violence এর ছবি গুলা না দিলে অথবা একটু কম দিলে ভাল হতো। তবে আপনাকে বলার কিছু নেই কারন আপনি আগেই সতর্ক করে দিয়েছেন। আর M9 grenade এর max ammunition এর জায়গায় Halo game এর নাম কেন দিয়েছেন বুঝতে পারলাম না। ওই গেম এ ওটাই হয়তো max carrying capability. কিন্তু প্রকৃতপক্ষে আমার ব্যবহারকারির উপর ই তো depend করে কে কয়টা carry করতে পারবে। তাইনয় কি?
যাইহোক, সুন্দর হয়েছে

    Level 0

    @tech_no: “আমার” হবে না***

    @tech_no: ও আচ্ছা, এই গ্রেনেডটির স্প্যাসিফিকেশন গেমিং সাইট থেকে নেওয়া। ঠিকই বলেছেন। ওই গেম এ ওটাই max carrying capability. পরে চেঞ্জ করতে খেয়াল ছিলো না।

Level 0

ঈদ মোবারাক @আকাশ ভাই ভাল আছেন ভাই, অনেক কিছু জানলাম আপনার টিউন থেকে আরো টিউন চাই।

আপনার সর্বশেষ পোস্ট টি এবং অবশ্যই খুবই আজ্ঞ্রহ নিয়ে। চালিয়ে যান ভাই। আমি আরও লেখা আশা করছি। তবে আমার প্রথন পছন্দ জুদ্ধ বিমান ও হেলিকপ্টার গানশিপ। পারলে সাম্নের টা এওটা নিয়া লেইখেন। ভাল থাকবেন, ঈদ মুবারক।

তোমার প্রতিটি টিউন দেখে শুধু হতভম্ব হয়ে বসে থাকতে হয় কিছুক্ষন!
টিউনের পেছনে যে কতটা পরিশ্রম, সময় আর মেধার সমন্বয় ঘটানো হয় সেটা পড়লেই বোঝা যায়…
প্রতিটা ভাল কাজের পেছনে সমালোচনা থাকবেই, ভুল-ত্রুটির অনেক অনেক উর্ধ্বে আমাদের প্রিয় নবী (সঃ) কে ও কিন্তু কাফির/মুশরিকদের সমালোচনা সহ্য করতে হয়েছে…
তবে সমালোচনাকে ইতিবাচক হিসাবে দেখা টাই মনে হয় ভাল হবে, যদিও সবাই যে ইতিবাচক সমালোচনা করে তাও নয়…
যাই হোক, শুভকামনা রইলো!

Level 0

পুরো টিউন্টিই আগের গুলোর মতই অসাধারন ইনফরমেটিভ।
শুধু ঝলসে যাওয়া শিশুটিই কেন যেন মন থেকে মুছে ফেলতে পারছি না।

@biobot: অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে এগিয়ে যান