শেষপযর্ন্ত ফেইসবুকের কাছে হেরে গেল গুগল

আমার মত খবরটি অনেকের কাছে আশ্র্চযের কারণ ফেইসবুকের কাছে কি করে গুগল হেরে যায় ?।ব্যাখ্যা করে বলছি আজ ইন্টারনেটে ঘুরতে ঘুরতে ভাবলাম Alexa তে গিয়ে বাংলাদেশের সাইটগুলোর অবস্হা জানার শখ হল বাংলাদেশ হতে দেখা সেরা সাইটগুলোর তালিকা দেখে আমি অবাক ফেইসবুক বাংলাদেশ র‌্যাংকিয়ে এক নাম্বারে আর গুগল দুই নাম্বারে ।

goog

এটা কি করে সম্ভর।কিছুদিন আগেও গুগল এক নাম্বারে ছিল যদিও বিশ্ব রেংকিয়ে এখনও গুগল এক নাম্বারে আর আশা করি সব সময় থাকবে।বাঙালির কি হল ।ফেইসবুকের পিছনে এভাবে লাগল কেন যে গুগল সার্চের ও ভাত নাই ।যদিও এটা সত্যি যে বাংলাদেশের ছেলেরা এখন ফেইসবুকের পাগল এমনও অনেক ছেলে দেখেছি যারা ইন্টারনেট কানেকশন নেয় শুধু ফেইসবুকের জন্য আর সারাদিন ফেইসবুক আর ফেইসবুক।আগে বাংলাদেশের ছেলেরা ছিল মাদকাসক্ত এখন এর সাথে যোগ হয়েছে ফেইসবুকাক্ত ।কি করা যায় বলুনতো ।যদিও কিছুদিন আগে টেকক্রজে পড়েছিলাম যে ফেইসবুক সকল সাইটের জন্যই হুমকি কারণ ফেইসবুকের ইউজাররা ঘন্টার পর ঘন্টা ফেইসবুকে কাটায ।আশা করি গুগল কিছু একটা করবে না হয় খবর আছে ।

এখান হতে alexa এর লিস্টটি দেথতে পারেন।
আর আমার ব্যক্তিগত বাংলা ব্লগে এই লেখাটি আগে প্রকাশিত হয়েছে ।
আমার সাইটটি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমিও কিছু দিন আগে ফেসবুক পাগল ছিলাম।বন্ধুও ছিল অনেক।কিন্তু এখন আর ঢুকি না।এখন সারাদিন টেকটিউনসে।আর খবর শুনে হতাশ হবার কিছু নেই কারন বিশ্বের মধ্যে প্রথমে গুগল তিন নাম্বারে ফেসবুক।

    কিন্তু ফেইসবুকে মানূষ যেভাবে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় তা গুগলের জন্য সত্যি চিন্তার ব্যাপার

কিন্তু ভাই টেকটিউনস এর মধ্যে নাই কেন?

    আছে টেকটিউনস হল ৫৮ নাম্বার

ধন্যবাদ মামুন ভাই গতকাল দেখেছি। আর টেকটিউনস বাংলাদেশের মধ্যে ৫৯ নাম্বারে আছে, বিটিসিএল এর সমস্যা না হলে আরো অনেক উপরে থাকতো।

আরে ভাই চিন্তা কইরেন না নতুন নতুন তো তাই একটু সবুর করেন পরে এইসব যাইবো কই তার ঠিক নাই।