আলোকচিত্রী Olivier Grunewald সম্প্রতি Kawah ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্যে Ijen আগ্নেয়গিরির মধ্যে সালফার খনির ভ্রমন কালে কিছু গলিত সালফার বার্ন ব্লু এর ছবি তুলেছেন । নীল আগুন আমার কাছে দারুন লেগেছে ।
আমার কাছে দুর্দান্ত লেগেছে........আশাকরি সবার ভাল লাগবে........
১। Kawah Ijen আগ্নেয়গিরিতে রাতে সালফার খনিজীবি হাতে একটি টর্চ সাদৃশ্য আলো এবং নীল শিখাময় আগুনের কুন্ডলী ।
২। Ijen caldera এক কিলোমিটার ব্যাপী লবনাক্ত হ্রদের মাঝখানে অবস্থিত সালফার এর নীল শিখাময় অগ্নোৎপাত ।
৩। Kawah Ijen আগ্নেয়গিরির হরিদ্রাভ পাথর থেকে ধূম নিঃসারনের সময় বাষ্প এবং আম্লিক গ্যাস সালফার এর মিশ্রণে নীলাভ আগুনের কুন্ডলী ।
৪। আগ্নেয় জ্বালামুখের ভিতর গলিত সালফার জাজ্বল্যমান প্রবাহ.
৫। একজন খনিজীবী কঠিন সালফার তার অফিসে নেওয়ার কাজে ব্যস্ত ।
৬। Kawah Ijen আগ্নেয়গিরির পুরোনো নালা মুখে দৃঢ়ভাবে লেগে থাকা সালফার ।
৭। নারকীয় অবস্থার মধ্যেও খনি শ্রমিক রা সালফার উদ্ধারের কাজে ব্যস্ত - ফটোগ্রাফার Olivier Grunewald এর মতে সালফারের গন্ধ ছিল মারাত্বক ঝাঝালো , নিরাপত্তার জন্য গ্যাস মাস্ক, ব্যবহার করা প্রয়োজন কিন্তু মাত্র অল্প কয়েকজন শ্রমিক তা ব্যবহার করার সুযোগ পায় ।
৮। খনি শ্রমিকরা আগুনের কাছাকাছি তাদের দীর্ঘ শাবল ধরে বিশ্রাম নিচ্ছেন ।
৯। Kawah Ijen আগ্নেয়গিরির সালফার গলিত অবস্থায় থাকে তখন রক্তিমাভাব ও লাল প্রদর্শিত হয় যখন শীতল হয়ে যায় তখ হলুদাভাব ধারন করেন ।
১০। গলিত পোড়া সালফার সিরামিক পাইপের ভিতর দিয়ে তরল আকারে নি:স্বরন হয় । পরবর্তীতে তা শক্ত আকার ধারণ করে ।
১১। খনি শ্রমিকরা দুরে কঠিন সালফার খন্ড পুনরুদ্ধারে উল্কা দ্বারা মাতাল, দূরে চিপ এ কঠিন সালফার আমানত, খণ্ড পুনরুদ্ধারে তারা পুনরায় বহন করতে পারে
১২। খনি শ্রমিক আগ্নেয়গিরি থেকে করে সালফার বাইরে নেয়ার জন্য ঝুড়ি ব্যবহার করছে ।
১৩। Kawah Ijen আগ্নেয়গিরিতে গলিত সালফার পটভূমিতে নীল বর্ণ ধারণ করেছে ।
১৪। Kawah Ijen খনি শ্রমিকরা টচ্ হাতে । তাদের ফিরতি ট্রিপ শুরু করছে।
১৫। Kawah Ijen আগ্নেয়গিরিতে জমাকৃত গলিত সালফার যাতে নষ্ট বা অপচয় না হয় যে জন্য খনি শ্রমিকরা আগুন নিভিয়ে দিচ্ছেন
১৬। খনি শ্রমিকরা ভারী সালফারের খন্ড বহন করে তাদের ফিরতি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে
১৭। খনি শ্রমিকরা বাষ্প ও গ্যাস পিছনে ফেলে টচ্ হাতে তাদের বাড়ীর উদ্দেশ্যে রওনা হচ্ছে
১৮। একজন খনি শ্রমিক তার ঝুড়ি সালফার দ্বারা পরিপূর্ন করেছে তাদের প্রত্যেককে ৪৫-৯০ কেজি করে বজন করতে হয় ।
১৯। খনি শ্রমিকরা বাষ্প ও গ্যাস পিছনে ফেলে টচ্ হাতে তাদের বাড়ীর উদ্দেশ্যে রওনা হচ্ছে
২০। Kawah Ijen আগ্নেয়গিরির ভেতরের খনিজীবিদের কুটির ।
২১। একটি খনিজীবী তাঁর সালফার ব্লক লোড সমন্বয় করছে
২২। Kawah Ijen খনি শ্রমিকরা ২০০ মিটার গর্ত হতে টর্চ হাতে তাদের ফিরতি ট্রিপ শুরু করছে।
২৩। Kawah Ijen আগ্নেয়গিরিতে সালফার, আম্লিক হ্রদ এর মধ্যে মাইনারদের চলার পথ ।
২৪। Kawah Ijen আগ্নেয়গিরির খনিজীবীরা স্থানীয় মাইনিং অফিসে প্রতি দিন ১৩,০০ মার্কিন ডলারের বিনিময়ে দৈনিক দুই বা তিনবার তাদের সংগৃহিত সালফার বিক্রি করেন ।
২৫। প্রারম্ভিক প্রক্রিয়াকরণ সুবিধার জন্য সালফার ব্লকগুলো অনেক ছোট বিটে বিভক্ত করা হয় ।
২৬। বড় বর্তনে সালফার বিট কাঠের আগুনের উপরে রেখে গলিত করা হচ্ছে ......
২৭। গলিত সালফার পরবর্তীতে ব্যবহারের জন্য বালতিতে ঢালা হচ্ছে ।
২৮। গলিত সালফার পাইপ দিয়ে নিচে বালতিতে ঢালা হচ্ছে।
২৯।গলিত সালফারের শেষ প্রক্রিয়া হলে এ সালফারকে পাতলা আস্তরের মত করা হয় যা পরবর্তীতে স্থানীয় কারখানাগুলোতে ব্যবহার করা হয় ।
৩০। আলোকচিত্রী Olivier Grunewald kneels, Kawah Ijen আগ্নেয়গিরির একটি ছোট শিলার উপর বসে অ্যাসিড হ্রদের ছবি তুলছেন দেখে মনে হচ্ছে "অন্য গ্রহের ছবি"
আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কযেকটি ছবি দেখে গায়ে কাটা দিয়ে উঠল। চমৎকার ছবি।