ঢাকার মাটিতে তাঁরা (পর্ব ১)

আমাদের প্রিয় শহর ঢাকা। এই ঢাকার আছে ৪০০ বছরের ঐতিহাসিক অনেক ইতিহাস। অনেক খ্যাতনামা মানুষের পায়ের ধুলো পড়েছে এই ঢাকার মাটিতে । তালিকাটা খুব ছোট নয়। তাঁদের কয়েকজনকে নিয়েই কিছু লিখব বলে ঠিক করলাম। প্রথমেই তিন চন্দ্রজয়ীর ঢাকার মাটিতে পা দেবার ঘটনাটা টিউন করলাম। পরবর্তীতে অন্যান্যদের কথাও লিখবো। তাহলে শুরু করি।

চন্দ্রপৃষ্ঠ থেকে ঢাকার মাটিতে

চাঁদের মাটি ছুঁয়েছেন তাঁরা। চন্দ্রবিজয়ী তিন নভোচারী নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স পা রেখেছিলেন ঢাকার মাটিতেও। চন্দ্র বিজয় করে তাঁরা বেরিয়েছিলেন বিশ্বভ্রমণে। আর তারই অংশ হিসেবে ঢাকায় আসা। ঊনসত্তর সালে তেজগাঁও পুরনো বিমানবন্দরে নেমেছিলেন তাঁরা। কৌতহলী মানুষকে শুনিয়েছিলেন চন্দ্র জয়ের সেই দুঃসাহসিক গল্প। ঢাকা সম্পর্কে তাঁদের মন্তব্য ছিল আন্তরিকতায় পরিপূর্ণ, ‘তোমাদের ছিমছাম নিরিবিলি ঢাকা শহরটি অপূর্ব।‘

ঢাকার মাটিতে তাঁরা (পর্ব ২)

(সংগ্রহঃ দৈনিক কালের কন্ঠ।)

[১১ সেপ্টেম্বর ২০১১, রবিবার।]

Level New

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্মঃ ২৯ অক্টবর ১৯৯১ গোপালগঞ্জ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আশা করি আরও অনেক কিছু জানতে পারব।
টিউন বন্ধ করলে আপনার খবর আছে।

আপনার এ ধরনের কমেন্টের জন্য ধন্যবাদ। আমি চালিয়ে যাব। ভয় নেই।

carry on…we r here..

Level 0

ভাই, চমৎকার একটা বিষয় নিয়ে টিউন করেছেন।আরও চাই।

চাদে যাইনি এরা মিথ্যা বলেছে?

সালটা কি ঠিক আছে? কারণ চন্দ্রাভিযান ছিল ১৯৬৯ সালের ঘটনা, আর এখানে বলা হচ্ছে, ১৯৫৯ সালে ওনারা ঢাকা এসেছিলেন…

আব্দুর রব ভাই, চাঁদে উনারা গিয়েছেন। তার প্রমাণ, তিনারা ওই অভিযানে চাঁদের মাটিতে একটা ফলক পুঁতে রেখে আসেন। যার এক পিঠে আমাদের ৭ মহাদেশ এবং অন্য পিঠে নিউ ওয়ার্ল্ড অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকার ছবি আঁকা ছিল। আর সেই ফলোকে ওঁদের তিনজনের স্বাক্ষর ও ছিল। পরবর্তীতে পৃথিবী থেকে চাঁদের নিখুঁত দূরত্ব মাপা হয় লেসার-রশ্মিকে ওই ফলোকে প্রতিফলনের মাধ্যমে। অন্য একদিন এটা নিয়ে বিস্তারিত লিখতে পারব বলে আসা রাখি।

C/O D!pu… ভাইয়ের “সালটা কি ঠিক আছে? কারণ চন্দ্রাভিযান ছিল ১৯৬৯ সালের ঘটনা, আর এখানে বলা হচ্ছে, ১৯৫৯ সালে ওনারা ঢাকা এসেছিলেন…”, কমেন্টের জন্য ধন্যবাদ। লেখাটা আপডেট করলাম।