সাফল্যের পথে আমার চলা + যেকোনো কাজে সফলতার জন্য কিছু টিপস (বিশেষ করে ব্লগিং এর ক্ষেত্রে) [এক্সক্লুসিভ]

প্রথমেই আপনাদের জানাই সালাম এর ধন্যবাদ। টিউনটি করার মূল কারণ কিছুটা ব্যক্তিগত হলেও আশা করি আপনাদের কাজে লাগবে। বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম এই টিউনটি করব, কিন্তু একটি উপলক্ষের জন্য বসেছিলাম। অনেক অপেক্ষার পর সেই মুহূর্তটি আসল অবশেষে। এই টিউনটি মূলত ব্লগার ভাইদের উদ্দেশে করা যারা অনেক আশা নিয়ে ব্লগিং করা শুরু করলেও এখন মুখ থুবড়ে পরেছেন। আপনাদের কিছু টিপস+অনুপ্রাণিত করাই এই টিউন এর মূল উদ্দেশ্য।

আগেই বলেছি আমি টিউনটি করার জন্য এর বিশেষ মুহূর্তের অপেক্ষাই ছিলাম। সেই বিশেষ মুহূর্তটি কি তা একটু বলে নেই। প্রায় একমাস ধরে আমার ব্লগের “Daily Page View” ৬০০০-৭০০০ এর কোটাই ঘুরছিল। অপেক্ষাই ছিলাম কখন ৮০০০ পার করি! অনেক অপেক্ষার পর গত পরশুদিন সেই মুহূর্তটি আসে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই।

jigsawofsuccess(Image Credit)

এবার ভেঙে পরা ব্লগার দের জন্য কিছু কথা। মন শক্ত করুন! এত সহজে ভেঙে পরলে কেমনে হবে!!!! আমি ২০১১ এর May মাস এ যখন এই ব্লগটি চালু করি তখন “Daily Page View” ছিল মাত্র ১০০! জুন মাস গেল, জুলাই মাসের অর্ধেক গেল, তাও এই সংখ্যা কোনমতেই ১৫০ পার হয় না। আমার নিজের অবস্থাও অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিল। তাও কোনরকম জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। জুলাই এর মাঝামাঝিতে আমার ব্লগ এর গুগল পেজ Rank ৩ হয়। এর পর আস্তে-আস্তে কিছু ভিসিতর পেতে থাকি, আমার উত্সাহ পারদও একটূ একটু করে বাড়তে থাকে। সেইথেকে আমি আজ এই অবস্থানে। তাই আপনাদের বলছি, ভেঙে পরবেন না, টিকে থাকুন, টিকে রাখুন। নিজের মধ্যে বিশ্বাস রাখুন আপনি পারবেন ই। দেখবেন আজ হোক বা কাল হোক, আপনি সফল হবেনই। আমাদেরকে মানুষ করার জন্য আমাদের বাবা-মা এর কত পরিশ্রম তা একবার চিন্তা করুন। আর এর সাথে তুলনা করে দেখুন আপনি আপনার ব্লগ এর জন্য কতকম পরিশ্রমই না করেন (আপনার ব্লগ তো আপনার সন্তানেরই মত, তাইনা?)।

success-and-failure-sign(Image Credit)

লেগে থাকুন-আবারো বলছি, হাল ছাড়বেন না। সফলতার জন্য পরিশ্রম লাগেই। শ্রম ছাড়া সফলতা যাদুরই মতই। হয়তো ভাগ্যগুণে আপনি আজ পেয়ে গেছেন। কিন্তু জাদুর মতই যেকোনো সময় তা হাওয়া হয়ে যেতে পারে। এই সাফল্যের কোন মূল্য নেই। আর যা আপনি নিজে অর্জন করবেন তা সবসময়ই নিজের। আপনার পথচলার সাথী হবে কেবল এই শ্রমের ফসল।

Luck is an Illusion w(Image Credit)

ভাগ্যে বিশ্বাস করা আপনার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে কোন মন্তব্য করব না। কিন্তু ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিবেন না। নিজের চেষ্টা নিজেরই করতে হবে, কেও তা করে দিবে না। পিপড়াকে যেমন কেও তার শীতের খাবার সংগ্রহ করে দেয় না, ঠিক তেমনি আপনার পথে অন্য কেও চলতে আসবে না। নিজের ভাগ্য নিজেই গড়ে নিন। নিজের হাতেই চলুন। অন্যের আশাই পড়ে থাকা বৃথা।

যাইহোক, আপনাদের জন্য কিছু টিপসঃ

work-hard-play-smart(Image Credit)

  • প্রথম কথা তো আগেই বলেছি, লেগে থাকুন, পরিশ্রম করুন।
  • অন্যকে সম্মান করুন, তাহলে আপনি নিজেও প্রাপ্ত সম্মানটুকু পাবেন।
  • তত্ক্ষণিক সাফল্যের চিন্তা ঝেড়ে ফেলুন।
  • যে বিষয় নিয়ে আপনার ব্লগ গড়া, তার সাথে লেগে থাকুন। পরুন, দেখুন, জানুন।
  • কখনই মনে করবেন না যে আপনি অনেক কিছু জানেন, আর কিছু না জানলেও চলবে
  • আপনার নিজের যে বিষয়ে কোন আগ্রহ নেই সে বিষয় নিয়ে লিখবেন না।
  • অন্যকে সাহায্য করুন।

ব্লগ এর ভিসিটর বাড়াতে যা যা করতে পারেনঃ

chickenwork(Image Credit)

  • নিয়মিত লিখুন।
  • যাই লিখেন না কেন, নিজের ভাষায় লিখুন।
  • অন্যের লেখা হুবুহু নকল করবেন না। কিন্তু কিছু বিষয় ধার নিতে পারেন। (যেমন কিছু পয়েন্ট-নিজের ভাষায় লিখতে হবে তবুও)
  • যদি কারও কাছ থেকে কোন টিপস নেন তবে অবশ্যই তার নাম উল্লেখ করবেন।
  • অবৈধ কোন বিষয় নিয়ে কিছু লিখবেন না (Crack. Serial)। অনেকের কাছে মনে হতে পারে এইসব বিষয়ে মানুষের আগ্রহ বেশি, ধারণাটা সম্পূর্ণ ভুল।
  • গুগলের সাথে চলুন। মনে রাখবেন আপনার সাফল্য অনেকটাই গুগল এর উপর নির্ভর করছে।
  • ব্লগের ডিজাইন সিম্পল রাখুন। বেশি হিজিবিজি করবেন না।

কিছু গুগল টিপস

google_tips_tricks

  • গুগল আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, বন্ধু হিসেবেই রাখুন।
  • কপি/পেস্ট করবেন না। এমনকি Translate ও না।
  • Google Panda সব ধরনের কপি পেস্ট আর Translated আর্টিকেল ধরে ফেলে। যা আপনার পুরো সাইটের জন্য বাজে ফল বয়ে আনবে।
  • Spamming করবেন না। গুগল তা পছন্দ করে না।
  • দুনিয়ার সকল Directory তে আপনার সাইট submit করে তাদের লিঙ্ক নিজের ব্লগ এ বসাবেন না।
  • মনে রাখবেন এই সব Directory সাইট গুলো আপনাকে কখনই কিছু দিবে না (TESTED)
  • খুব বেশি লিঙ্ক এক্সচেঞ্জ করবেন না।
  • Page Rank অনেক গুরুত্বপূর্ণ ব্যপার। মনে রাখবেন।
  • Quality এর দিকে নজর দিন। Quantity এর চিন্তা ছেড়ে দিন।

 

যাহোক, অনেক কথাই তো বললাম, সবই নিজের ব্যক্তিগত মতামত এর অভিজ্ঞতা থেকে দেখা। আমার বিশ্বাস এগুলো অনুসরণ করলে সফল হতে বাধ্য আপনি। তবে আপনি যদি বাংলাদেশি ভিসিটর পেতে চান তবে কিছু সন্দেহ আছে 😛 । আমি নিজেই বাংলাদেশে সফল হতে পারলাম না!!! নিচের তালিকাটি দেখলেই বুঝবেন। এটি গতকালের “Visitor By Country” এর লিস্ট। নিজের দেশ হওয়ার পরও ১০ এর মধ্যে বাংলাদেশের নাম নাই 🙁 🙁 :(।

Region (2)ABCTRICK

অনেক কিছুই তো লিখলাম, ভুল হওয়া স্বাভাবিক, মাফ করে দিবেন। আর কারও যদি কোন সন্দেহ থাকে জানাবেন। কিছু যোগ করতে চাইলে তাও জানাবেন। আর আমার লেখার স্টাইল ভাল না জানি, বাংলাতে আমি S.S.C. আর H.S.C দুইটাতেই A+ মিস করেছি (A+ এর আশাও করতে পারি নাই)। তাই সাহিত্যগত কোন ভুল থাকলে পাশ কাটিয়ে যাবেন আশা করি।

আমার সম্পর্কে কিছু কথা।

আমি রিয়াদ, চট্টগ্রাম থাকি। ২০০৯ এ Chittagong Collegiate School থেকে A+ নিয়ে Chittagong City College এ ভর্তি হই। এই বছর (২০১১ তে) H.S.C A+ পেয়েছি। ইচ্ছা আছে BUET এ পরার। সামনে পরীক্ষা, দেখা যাক কি হয়, দোয়া রাখবেন। আমাকে ইমেইল পাঠাতে পাড়েন [email protected] এই ঠিকানায়।

আমার ব্লগ দেখতে পারেন এখানে।

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami dekhlam tmr siter links 944 ta. aita kivabe korla aktu details janaio. amk email korte paro. [email protected]

    @নিশান: Backlink, Site Reputation, SEO এসব নিয়ে আমি নিজে কিছুই করি নাই। আমার ভিসিটররাই যা করার করেছে। তাছাড়া আপনার Content ভাল হলে নিজে থেকেই অন্যেরা আপনাকে লিঙ্ক করবে।

আপনার লেখা খুব সুন্দর হয়েছে। অনেক গুরুত্বপূর্ন টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ । আচ্ছা, আমি আমার সাইটের জন্য জুমলাতে কিভাবে সাইট ম্যাপ বানাব বলতে পারেন?

    @খোকন: আমি ভাই জুমলা নিয়ে কিছু জানি না। দুঃখিত।

অসাধারণ হয়েছে রিয়াদ ভাই। অসংখ্য ধন্যবাদ দারুন একটি টিউন উপহার দেয়ার জন্য। পরবর্তী টিউনটির অপেক্ষায়……….

রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ এই টিউন উপহার দেয়ার জনে… নুব ব্লগারদের জন্যে অনেক কাজে লাগবে… আপনার পরীক্ষার জন্যে শুভকামনা রইল… :mrgreen:

Level 0

ভাই আপনার লেখা খুব সুন্দর হয়েছে। আমার একটা সাইট আছে। আমি কি গুগল Adsense পেতে পারি আমাকে জানাবেন। freeittips.com

bhia tmi ai blog er jonno kono keyword agei choose korecho naki? r korle seigulo ki ki? tmr blog ta amr valo legeche and tmi ato ato visitor pachcho dekhe khub koutuhol hoise. amk janaio. tmk onek dhonnobad.

    @নিশান: নাহ। আমি সাইট এর জন্য আগে থেকেই কোন Key-Word নেই নাই। তাছাড়া Key-Word এখন একটি অ-গুরুত্বপূর্ণ জিনিসের তালিকায় পরে।
    গুগল.কম থেকে আপনি যদি ১৫০০+ সার্চ ক্লিক পান এবং সেই সাথে গুগল সার্চ এর অন্যান্য লোকাল সাইট (www.google.co.in, http://www.google.co.id, http://www.google.co.uk, http://www.google.de etc.) থেকেও যদি কিছু হেল্প পান তবে ভিসিটর এর সংখ্যা বেড়ে যাবেই।

ami ki tmr cell no ta pete pari? blog sommonde kotha bolte chai? amr email e parle tmr cell no ta dia dio.