প্রথমেই আপনাদের জানাই সালাম এর ধন্যবাদ। টিউনটি করার মূল কারণ কিছুটা ব্যক্তিগত হলেও আশা করি আপনাদের কাজে লাগবে। বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম এই টিউনটি করব, কিন্তু একটি উপলক্ষের জন্য বসেছিলাম। অনেক অপেক্ষার পর সেই মুহূর্তটি আসল অবশেষে। এই টিউনটি মূলত ব্লগার ভাইদের উদ্দেশে করা যারা অনেক আশা নিয়ে ব্লগিং করা শুরু করলেও এখন মুখ থুবড়ে পরেছেন। আপনাদের কিছু টিপস+অনুপ্রাণিত করাই এই টিউন এর মূল উদ্দেশ্য।
আগেই বলেছি আমি টিউনটি করার জন্য এর বিশেষ মুহূর্তের অপেক্ষাই ছিলাম। সেই বিশেষ মুহূর্তটি কি তা একটু বলে নেই। প্রায় একমাস ধরে আমার ব্লগের “Daily Page View” ৬০০০-৭০০০ এর কোটাই ঘুরছিল। অপেক্ষাই ছিলাম কখন ৮০০০ পার করি! অনেক অপেক্ষার পর গত পরশুদিন সেই মুহূর্তটি আসে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই।
এবার ভেঙে পরা ব্লগার দের জন্য কিছু কথা। মন শক্ত করুন! এত সহজে ভেঙে পরলে কেমনে হবে!!!! আমি ২০১১ এর May মাস এ যখন এই ব্লগটি চালু করি তখন “Daily Page View” ছিল মাত্র ১০০! জুন মাস গেল, জুলাই মাসের অর্ধেক গেল, তাও এই সংখ্যা কোনমতেই ১৫০ পার হয় না। আমার নিজের অবস্থাও অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিল। তাও কোনরকম জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। জুলাই এর মাঝামাঝিতে আমার ব্লগ এর গুগল পেজ Rank ৩ হয়। এর পর আস্তে-আস্তে কিছু ভিসিতর পেতে থাকি, আমার উত্সাহ পারদও একটূ একটু করে বাড়তে থাকে। সেইথেকে আমি আজ এই অবস্থানে। তাই আপনাদের বলছি, ভেঙে পরবেন না, টিকে থাকুন, টিকে রাখুন। নিজের মধ্যে বিশ্বাস রাখুন আপনি পারবেন ই। দেখবেন আজ হোক বা কাল হোক, আপনি সফল হবেনই। আমাদেরকে মানুষ করার জন্য আমাদের বাবা-মা এর কত পরিশ্রম তা একবার চিন্তা করুন। আর এর সাথে তুলনা করে দেখুন আপনি আপনার ব্লগ এর জন্য কতকম পরিশ্রমই না করেন (আপনার ব্লগ তো আপনার সন্তানেরই মত, তাইনা?)।
লেগে থাকুন-আবারো বলছি, হাল ছাড়বেন না। সফলতার জন্য পরিশ্রম লাগেই। শ্রম ছাড়া সফলতা যাদুরই মতই। হয়তো ভাগ্যগুণে আপনি আজ পেয়ে গেছেন। কিন্তু জাদুর মতই যেকোনো সময় তা হাওয়া হয়ে যেতে পারে। এই সাফল্যের কোন মূল্য নেই। আর যা আপনি নিজে অর্জন করবেন তা সবসময়ই নিজের। আপনার পথচলার সাথী হবে কেবল এই শ্রমের ফসল।
ভাগ্যে বিশ্বাস করা আপনার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে কোন মন্তব্য করব না। কিন্তু ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দিবেন না। নিজের চেষ্টা নিজেরই করতে হবে, কেও তা করে দিবে না। পিপড়াকে যেমন কেও তার শীতের খাবার সংগ্রহ করে দেয় না, ঠিক তেমনি আপনার পথে অন্য কেও চলতে আসবে না। নিজের ভাগ্য নিজেই গড়ে নিন। নিজের হাতেই চলুন। অন্যের আশাই পড়ে থাকা বৃথা।
যাহোক, অনেক কথাই তো বললাম, সবই নিজের ব্যক্তিগত মতামত এর অভিজ্ঞতা থেকে দেখা। আমার বিশ্বাস এগুলো অনুসরণ করলে সফল হতে বাধ্য আপনি। তবে আপনি যদি বাংলাদেশি ভিসিটর পেতে চান তবে কিছু সন্দেহ আছে 😛 । আমি নিজেই বাংলাদেশে সফল হতে পারলাম না!!! নিচের তালিকাটি দেখলেই বুঝবেন। এটি গতকালের “Visitor By Country” এর লিস্ট। নিজের দেশ হওয়ার পরও ১০ এর মধ্যে বাংলাদেশের নাম নাই 🙁 🙁 :(।
অনেক কিছুই তো লিখলাম, ভুল হওয়া স্বাভাবিক, মাফ করে দিবেন। আর কারও যদি কোন সন্দেহ থাকে জানাবেন। কিছু যোগ করতে চাইলে তাও জানাবেন। আর আমার লেখার স্টাইল ভাল না জানি, বাংলাতে আমি S.S.C. আর H.S.C দুইটাতেই A+ মিস করেছি (A+ এর আশাও করতে পারি নাই)। তাই সাহিত্যগত কোন ভুল থাকলে পাশ কাটিয়ে যাবেন আশা করি।
আমি রিয়াদ, চট্টগ্রাম থাকি। ২০০৯ এ Chittagong Collegiate School থেকে A+ নিয়ে Chittagong City College এ ভর্তি হই। এই বছর (২০১১ তে) H.S.C A+ পেয়েছি। ইচ্ছা আছে BUET এ পরার। সামনে পরীক্ষা, দেখা যাক কি হয়, দোয়া রাখবেন। আমাকে ইমেইল পাঠাতে পাড়েন [email protected] এই ঠিকানায়।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
ami dekhlam tmr siter links 944 ta. aita kivabe korla aktu details janaio. amk email korte paro. [email protected]