সময়ের সাথে সাথে বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে। মূলত আজ বিশ্বে যে দেশ প্রযুক্তিতে যত এগিয়ে আছে এবং প্রযুক্তিকে যত আপন করে নিতে পারছে, সেই দেশ তত উন্নত। এগিয়ে থাকার এই প্রতিযোগিতায় আমাদের দেশই বা পিছিয়ে থাকবে কেন ? তাইতো আমাদের দেশেও চলছে নিজ মাতৃভাষা বাংলায় প্রযুক্তির চর্চা। আর এই প্রযুক্তি চর্চাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রযুক্তির জগতে আবির্ভাব ঘটলো ভিন্ন আঙ্গিকের এক অসাধারণ টেকনোলজীক্যাল ব্লগ সাইট “টেকস্পেট” এর।
সময়ের সাথে প্রযুক্তির উচ্ছ্বাসে
একটি সময়োপযোগী এবং গতানুগতিকতা পরিহার করে সম্পূর্ণ আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ব্লগ সাইট টেকস্পেট।
টেকস্পেট একটি প্রযুক্তি ভিত্তিক বা টেকনোলজীক্যাল ব্লগ সাইট। তবে প্রযুক্তির পাশাপাশি এখানে প্রযুক্তিভিত্তিক নয়, এমন ব্লগ ও সাইড ভিউ(side view) হিসেবে অফটপিক ক্যাটাগরীতে স্থান পাবে। এর ফলে সকল পাঠকই প্রযুক্তির বাইরের বিশ্বকেও জানার সুযোগ পাবে। সেই সাথে সকল ব্লগারের লেখাও থাকবে গ্রহনযোগ্যতার তালিকায়।
মূলত পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ঠিক মত করা সম্ভব নয় সফলতার সাথে। টেকস্পেটেরও তাই নিজস্ব কিছু পরিকল্পনা আছে। নিচে তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরা হল।
টেকস্পেট কারো নিজস্ব ব্লগ সাইট নয়। এটি আমার আপনার সকলের সাইট। এখানে কেউ কারো শত্রু নয়, কারো সাথে এখানে নেই কোনো দ্বন্ধ। অল্পদিনের হলেও এরই মাঝে টেকস্পেট লাভ করেছে যথেষ্ট পরিচিতি এবং জনপ্রিয়তা। যেহেতু আপনাদের সাইট তাই একে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই। আর এজন্য প্রয়োজন আপনার সহযোগীতা। আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত দিয়ে টেকস্পেটকে সহযোগীতা করুন আর ব্লগিং এর মাধ্যমে একে করে তুলুন আরো সমৃদ্ধ আর প্রবেশ করুন প্রযুক্তির বিশাল রাজ্যে আর যুক্ত হন এক অনন্য সোশ্যাল টেকনোলজীক্যাল কমিউনিটির সাথে, এই প্রত্যাশায়......
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখি ঘুরে আসি ……………………….