টেকটিউনস ২.০ রিলিজ হওয়ার পর থেকেই আমার কিছু সমস্যা হচ্ছে ,প্রথম প্রথম ভাবলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এখনও ঠিক না হওয়ায় বাধ্য হয়ে টিউন করলাম।সমস্যাগুলো হল:
১)আমি কোন টিউনএ মন্তব্য করলে তা সাথে সাথে পাবলিশ হয় কিন্তু আমি যখন একই টিউন এ পুনরায় ব্রাউজ করি তাহলে আমার মন্তব্য টি আর খূজে পাইনা ।
২)টিউন পাবলিশ করতে বিভিন্ন সমস্যা হয় যেমন লিংক ১টার বেশী হলে টিউন পাবলিশ হয়না অনেকবার চেষ্টার পর টিউন পাবলিশ হয় যা বিরক্তকর।
৩)এই সমস্যাটি আমার ধারণাপ্রসূত আমার মনে হয় টেকটিউনস এর তথ্যগুলো সঠিকভাবে দেখায় না যেমন একটা টিউন এর ভিজিটরসংখ্যা এবং মন্তব্য গুলো সঠিকভাবে প্রদর্শন করেনা।যেমন টেকটিউনস ২.০ রিলিজ হওয়ার আগে দেখতাম প্রতিটি টিউন এ অনেক ভিজিটর আর মন্তব্য থাকত এখন মনে হয় অনেক কমে গেছে আকর্ষনীয় টিউনগুলোতেও দেখি খুব কম ভিজিটর আর মন্তব্য।আমি জানিনা এই সমস্যাগুলো কি আমার শুধু নাকি অন্যদের ও হয় ।
আশা করি মেহেদী ও টিনটিন ভাই এই ব্যাপারগুলোর ব্যাখ্যা দিবেন।
আর কারো সমস্যা হলে মন্তব্য করে জানান
আমার মন্তব্য ছাপা হয়না বলে টিউনেই জবাব দিচ্ছি।
@ শাকিল ভাই আমি ইউনিক ভিজিটর এর বিপক্ষে কারণ এতে নতুন ইউজাররা এই সাইটটিকে আনাড়ি সাইট মনে করবে এতে এই সাইটের ভিজিটর কমে যাবে ।আগের মতই থাকা উচিত ।
আর মেহেদী,টিনটিন ভাই তাড়াতাড়ি আমাকে স্পাম ইউজার হতে মুক্তি দিন
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আমার টিউনগুলো মুছে যায় ।