বাংলালিংক ফ্রি-ইন্টারনেট অফার ! এবং আমার বাস্তব অভিজ্ঞতা ?

মিডিয়াতে বাংলালিংকের চটকাদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বড় আশা নিয়ে একটি ইন্টারনেট মডেম নিয়ে নিজে নিজের সাথে প্রতারণা করেছি বলে মনে হয়। যখনই ইন্টারনেট ব্রাউজ করতে যাই তখন আপলোড  স্প্রীড ৫.৪৯ কেবিপিএস এবং ডাউনলোড স্পীড ০.০০ কেবিপিএস । থাকেনা আবার যখন পাই তখন ০.১৯ কেবি পিএস আপলোড এবং ডাউন লোড স্প্রীড থাকে ০.০০ একারনে কোন অবস্থাতেই ব্রাউজ করা যায়না। শুধুমাত্র শুকবার এবং সরকারী অফিস আদালত ছটির সময়ে একটুখানি ওয়েব সাইট গুলোতে ব্রাউজ করা যায়। আর বিকাল ৪ টার আগেতো নেট ব্রাউজ করতে পারাটা ভাগ্যর ব্যপার।  তাহলে বাংলালিংক ফ্রি-ইন্টারনেট অফার কি শুধু লোকদেখানোর জন্য ? যে জিনিষ চলেইনা তা ফ্রি দিয়ে ০৪(চার)মাসের সাবক্রিপশন ফি বাবদ ২৭৪৯/-(দুইহাজার সাতশত উনপঞ্চাশ) টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার শামিল। আশা করি যারা এই অফারটির সুযোগ গ্রহন করতে চান তারা ক্রয় করবার আগে শতবার ভেবে দেখবেন। আমার মত প্রতারিত হবেন না।

আপলোড  স্প্রীড ৫.৪৯ কেবিপিএস এবং ডাউনলোড স্পীড ০.০০ কেবিপিএস ।

যখন পাই তখন ০.১৯ কেবি পিএস আপলোড এবং ডাউন লোড স্প্রীড থাকে ০.০০ একারনে কোন অবস্থাতেই ব্রাউজ করা যায়না।

Level 0

আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যদি ভাল ইন্টারনেট সার্ভিস পেতে চান তাহলে বলব….সিটিসেল ব্যবহার করে দেখুন

আমি কিন্তু ভাই এক বারও না ভেবে কিনেছি। গত এক বছর ৩ মাসের মধ্যে আমি বাংলালিঙ্ক ছাড়া অন্য কিছু ব্যবহার করার প্রয়োজন মনে করি নাই। আমি ঝিনাইদহে থাকি। এক মাসে এই মডেমটা নিলাম। স্পিড -ডাউনলোড ২৭-২৮KBps, আপলোড- ১০-২০ KBps. আমি তো বাংলালিঙ্ককে বঞ্চিতের বাংলালায়ন উপাধি দিয়েছি। আপনার সমস্যার কথা কাস্টমার কেয়ারে বলতে পারেন।

ভাই বাংলালিঙ্ক ব্যবহার করি অনেকদিন যাবত । খুব শান্তিতেই আছি । আমিও আরাফাত হায়দার ভাই এর মত বাংলালিঙ্ককে উপাধি দিয়েছি বাংলালায়ন । সবচেয়ে ভাল সার্ভিস দিচ্ছে বাংলালিঙ্ক তাই চেয়েছিলাম মডেম এর পেকেজটা নিব কিন্তু নেওয়া হয়নি আর । যাইহোক সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ

    রাজপুত্র ভাই আপনি না নিলে এখনই নিন। আমি নিয়েছি ১মাস ৫ দিন হল। খুব ভালো সার্ভিস দেচ্ছে 🙂

Level 0

হায়দার ভাই, একেই বলে ভাগ্য ! আপনি আসলেই ভাগ্যবান তা না হলে ঢাকায় থেকে আমার এ সমস্যা হবে কেন ?

    Level 0

    haidar vhai,
    i think there are some problem with your device.
    contact bl to solve your problem.
    i also use bl internet and i am happy with it.

    Level 0

    Mustafa vai,
    i think there are some problem with your device.
    contact bl to solve your problem.
    i also use bl internet and i am happy with it.

আমি এক সময় বাংলালিংক ইউস করতাম। স্পীড ছিল ২৮ KB .ঢাকা মিরপুর এ। আপনার সমস্যা কাস্টমার এ জানলে ভালো হয়। ধন্যবাদ

আমি এক সময় বাংলালিংক ইউস করতাম। স্পীড ছিল ২৮ KB .ঢাকা মিরপুর এ। আপনার সমস্যা কাস্টমার কেয়ারে জেনে নিলে ভালো হয়। ধন্যবাদ

Level 0

ভাই আপনার মডেম বা পিসি তে সমস্যা আছে…আমি নিজে বাংলা লিঙ্ক ব্যবহার করি,তবে তা জিপি মডেম দিয়ে খুব ভাল ভাবে উবুন্টু-XP-Windows 7 এ ইন্টারনেট হাই স্পীডে ব্যবহার করি, আমি জিপি মডেম দিয়ে কয়েকমাস AKTEL, GP Banglalink এর স্পীড পরীক্ষা করি..দেখেছি .AKTEL, GP থেকে আমি খুব ভাল স্পীড পাচ্ছি্‌ বর্তমানে যারা বাংলা লিঙ্ক ব্যবহার করে তারা ও আমার সাথে একমত হবেন…এধরনের পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না দয়া করে…8| 8| 8| 8| 8|

ভাই, এইটা ঠিক যে ব্রাওজিং স্পীড ভাল না, তবে ডাউনলোড স্পীড আছে………২৫+…।

অরে-বাপ–রে!!!! আমি তাহলে সর্গেই আছি! জিপি ব্যাবহার করছি, ডাউনলোড ৩২-৩৮ কেবি পার সেকেন্ড!

vai mobile tower er kacha kachi thakle net speed besi pawa kai

Level 0

Grameen Phone and citycell Best

Level 0

দুঃখ প্রকাশ করছি
আমার ফ্রেন্ড এর টাও সমস্যা করে
কিন্তু আমার টা করেনা
সব সিম সাপোর্ট করে
বাংলালিঙ্ক বেস্ট

আমি অন্য সব কোম্পানী বাদ দিয়ে বাংলালিংক ব্যবহার করছি্।১০থেকে ৩০ স্পীড পাই।আপনি দয়া করে ওদের একবার বলুন।ধন্যবাদ।