মিডিয়াতে বাংলালিংকের চটকাদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বড় আশা নিয়ে একটি ইন্টারনেট মডেম নিয়ে নিজে নিজের সাথে প্রতারণা করেছি বলে মনে হয়। যখনই ইন্টারনেট ব্রাউজ করতে যাই তখন আপলোড স্প্রীড ৫.৪৯ কেবিপিএস এবং ডাউনলোড স্পীড ০.০০ কেবিপিএস । থাকেনা আবার যখন পাই তখন ০.১৯ কেবি পিএস আপলোড এবং ডাউন লোড স্প্রীড থাকে ০.০০ একারনে কোন অবস্থাতেই ব্রাউজ করা যায়না। শুধুমাত্র শুকবার এবং সরকারী অফিস আদালত ছটির সময়ে একটুখানি ওয়েব সাইট গুলোতে ব্রাউজ করা যায়। আর বিকাল ৪ টার আগেতো নেট ব্রাউজ করতে পারাটা ভাগ্যর ব্যপার। তাহলে বাংলালিংক ফ্রি-ইন্টারনেট অফার কি শুধু লোকদেখানোর জন্য ? যে জিনিষ চলেইনা তা ফ্রি দিয়ে ০৪(চার)মাসের সাবক্রিপশন ফি বাবদ ২৭৪৯/-(দুইহাজার সাতশত উনপঞ্চাশ) টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার শামিল। আশা করি যারা এই অফারটির সুযোগ গ্রহন করতে চান তারা ক্রয় করবার আগে শতবার ভেবে দেখবেন। আমার মত প্রতারিত হবেন না।
আপলোড স্প্রীড ৫.৪৯ কেবিপিএস এবং ডাউনলোড স্পীড ০.০০ কেবিপিএস ।
যখন পাই তখন ০.১৯ কেবি পিএস আপলোড এবং ডাউন লোড স্প্রীড থাকে ০.০০ একারনে কোন অবস্থাতেই ব্রাউজ করা যায়না।
আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।
আপনি যদি ভাল ইন্টারনেট সার্ভিস পেতে চান তাহলে বলব….সিটিসেল ব্যবহার করে দেখুন