টেকটউনস ভিজিট করি অনেক দিন যাবৎ বড় বড় লেখকের সামনে নিজে লেখার সাহস পেতাম নাহ। তবুও আজকে সাহস করে লিখতে বসে গেলাম। তো এবার মূল কথায় আসি ওয়ার্ডপ্রেস নাম শুনলে সবার আগে আসে উন্নত, শক্তিশালী বহু ফিচারসমৃদ্ধ একটি সিএমএস বা কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস এখন ব্লগিং সাইটের জন্য আদর্শসরূপ। অনেকে তার প্রথম ব্লগটি খুলে থাকেন এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। আর ওয়ার্ডপ্রেস এর ডেভলপররা রাত-দিন খেটে যাচ্ছেন তাদের এই সুনামের প্রতি লক্ষ রেখে। তারা প্রতি বৎসরেই মেজর আপডেট দেবার চেষ্টা করে যাচ্ছেন। এই রকম একটি মেজর আপডেট এসেছিল জুলাই এর 4 তারিখে যার ভার্সন 3.2 তবে খুব জলদি তারা তাদের আরো একটি মেজর আপডেট দিতে যাচ্ছে। যার ভার্সন 3.3 তো এবার আসুন দেখে নেই কি কি আসছে এই ভার্সনে:
ওয়ার্ডপ্রেস তার গ্রাহকদের কথা ভেবে আপলোডার আরো উন্নত করেছে। এখন থেকে আপলোড এর ক্ষেত্রে Plupload ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এতে যেই সুবিধাগুলো রয়েছে:
ওয়ার্ডপ্রেস এ্রর যে সকল সমস্যা ছিল তা অনেকাংশে ঠিক করা হয়েছে 3.3 তে। তো আশা করি পরিপূর্ণ ভার্সন পাব আমরা।
ওয়ার্ডপ্রেস আসলেই রক। উপরের ফিচারগুলো আমার কাছে চমৎকার লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে জানি নাহ। তবে যদি ভাল লেগে থাকে তাহলে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। কারণ সম্ভাব্য তারিখ ওইটাই বলে মনে করা হচ্ছে। তাহলে আজকে বিদায় নিচ্ছি আর অপেক্ষা করছি নতুন ভার্সন এর জন্য। শুভরাত্রি সবাই ভাল থাকবেন।
সূত্র: এখানে
আমি mnuworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালবাসি সহজ সরলভাবে চলতে, বন্ধুদের সাথে আড্ডা অথবা বেড়াতে যেতে। ইন্টারনেটে আসক্ত একজন কাজ পাগল ছেলে!!!! আমাকে খুজে পাবেন Facebook নামক টাইম কিলিং মেশিনে। আর গুগল প্লাস+
মূল থীমকে চাইল্ড থীম বানিয়ে নিলেই হইল 😛