সুপার হেভিওয়েট ফায়ার আর্মস (পর্ব-২), আজ দেখবেন রকেট লাঞ্চার এবং শোল্ডার ক্যারিয়েবল মিসাইলের ধ্বংসযজ্ঞ, যা আপনাদের কল্পনার একটু উপরে। (মেগা টিউন)

আশা করি সব্বাই ভালো আছেন। বেশ কিছুদিন বিরতির পর আপনাদের সাথে আবার টিউন নিয়ে হাজির হয়েছি। মাঝখানে কিছুদিন জৈবিক ভাইরাস এর আক্রমনে অসুস্থ ছিলাম। তার উপর আছে পড়াশুনা নামক বস্তুটির ভয়াবহ চাপ তাই মনে প্রানে ভালো থাকতে চাইলেও  ভালো থাকতে পারিনি।  যাই হোক আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে।

আমার ৫০তম টিউন ছিলো ফায়ার আর্মসের উপরে। টিউন টি ব্যাপক জনপ্রিয়তা পায় কারন তা আপনাদের ভালো লেগেছিলো। আপনাদের ভালোলাগার কথা চিন্তা করে তাই আবার আপনাদের কাছে এসেছি ফায়ার আর্মস নিয়ে। এইবার চেইন টিউনের মাধ্যমে, একে একে আপনাদের  পরিচয় করিয়ে দিবো সুপার হেভিওয়েট ফায়ার আর্মস গুলোর সাথে, সাথে দেখবেন এদের ধ্বংসাত্মক ক্ষমতা। আর মিটাবেন আপনাদের জ্ঞানের পিপাসা। আমার আজকের টিউনের বিষয়,

রকেট লাঞ্চার এন্ড শোল্ডার ক্যারিয়েবল মিসাইল........

সুপার হেভিওয়েট ফায়ার আর্মসের অন্যতম সদস্য ক্যারিয়েবল মিসাইল বা রকেট লাঞ্চার, মুলত ৪ প্রকার মিসাইল আছে

  1. Ground to Ground.

  2. Ground to Air.

  3. Air to Ground.

  4. Air to Air.

প্রথম টি ভুমি থেকে ভুমিতে নিক্ষেপ যোগ্য, ২য় টি ভুমি থেকে আকাশে, ৩য় টি আকাশ থেকে ভুমিতে এবং ৪র্থ টি আকাশ থেকে আকাশে।

এর মাঝে ৩ এবং ৪ নাম্বার মিসাইল গুলো আজকে আলোচনা করবো না, কারন ওইগুলো বিমানের সাথে এটাচ থাকে, ডিফেন্স মিলিটারি ভেইকেল সম্পর্কে বিস্তারিত কিছু টিউন করবো, সেই খানে এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো।

তো আজকের বিষয় "গ্রাউন্ড টু গ্রাউন্ট" এন্ড "গ্রাউন্ড টু এয়ার" মিসাইল।

যুদ্ধক্ষেত্রে এক অন্যতম প্রধান বিস্ফোরক এই মিসাইল। বিশাল এর ধ্বংস ক্ষমতা। প্রায়  ১০০টন ওজনের বিশাল বিশাল ট্যাঙ্ক গুলো মুহুর্তেই ধ্বংস হয়ে যায়।

অনেক কাজে ইউজ করা হলেও গ্রাউন্ড টু গ্রাউন্ট ক্যারিয়েবল মিসাইল গুলো হচ্ছে এন্টি ট্যাংক মিসাইল আর  "গ্রাউন্ড টু এয়ার"  ক্যারিয়েবল মিসাইল গুলো হচ্ছে এন্টি এয়ারক্রাফট বা বিমান বিধ্বংসী অস্ত্র। প্রথমেই জানি,

এন্টি ট্যাংক মিসাইল (Anti-Tank-Missile) (গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল)

এই মিসাইল গুলো অত্যান্ত শক্তিশালী এবং বহনযোগ্য। শেল গুলোর গতিবেগ প্রায় 650m/s !! এবং এই মিসাইল গুলো ১০ইঞ্চি পুরু ঢালাই কংক্রিটের দেয়াল ধ্বংস করে দিতে সক্ষম। শত্রু পক্ষের বাংকার গুলো উড়াতেও এর জুরি নেই। শত্রুপক্ষ অনেক সময় সুবিধাজনক অবস্থানে বসে আক্রমন করতে থাকে তখন এই মিসাইল গুলো অনেক কার্যকরি। চলুন দেখি এদের কিছু সদস্য,

Smaw

অকল্পনীয় ক্ষমতার অধিকারী এই অস্ত্রটি। এটি সাধারানত ইউএসএ এর মেরীন ক্রপ ফোর্স ইউজ করে। অত্যান্ত একুরেট এই অস্ত্র টি আসলেই তুখোর। হত্যা এবং ধ্বংসের জন্য আদর্শ।

সাধারনত ২ ধরনের শেল এতে ইউজ করায় হয়। দু ধরনের শেল ইউজ করার জন্য রয়েছে দুই ধরনের ব্যারেল বা নল।

যথা,

১. The High Explosive, Dual Purpose (HEDP) Rocket:-  এই ধরনের রকেট মুলত ইউজ হয়, বাঙ্কার, কংক্রিট ওয়াল, ঢালাই, ছোট স্থাপনা, বাড়ি ঘর ইত্যাদি ধ্বংস করার জন্য।

২. The High Explosive Anti-Armor (HEAA) Rocket:-  এই ধরনের রকেট মুলত ইউজ হয় ভারী ট্যাংক এবং ভারী ডিফেন্স মিলিটারি ভেইকেল গুলো ধ্বংস করতে। এর আগায় লম্বা সুঁইয়ের মত অংশটি ডেটোনেটরের কাজ করে।

শেল গুলো অনেক টা ইম্প্যাক্ট গ্রেনেডের মত কাজ করে। ইম্প্যাক্ট গ্রেনেডের গঠন ও কাজ সম্পর্কে জানতে চাইলে আমার আগের এই বিষয়ক টিউন টি দেখুন।

Specifications:-

Weight7.69 kg (16.92 lbs)
Length760 mm (29.92 in)
Crew2

Caliber83.5 mm (fires 83 mm rockets)
Muzzle velocity220 m/s
Effective range500 m
SightsIron (250 m), telescopic (3.8× magnification), night vision

-------------------------------------------------------------------------------------------------------------------

RPG 32

RPG 32 আরেক বিধ্বংসী মিসাইলের নাম। এন্টি ট্যাংক রকেট হিসাবে এর ভালো নাম ডাক আছে। এর রকেট গুলো হিট সেন্সরড মানে টার্গেটকে খুজে সে আঘাত করবেই।

আরপিজির সর্ব শেষ ভার্সন হল RPG 32। ৭০০মিটার রেঞ্জে এটি সবচে ভালো কাজ করে। এর দুটি রকেট রয়েছে,

১. 105mm rocket

২. 72mm rocket

৭২মিমি রকেট টি বাংকার ধ্বংসের জন্য ইউজ হয়। অন্যটি ট্যাঙ্কের জন্য।

Specifications:-

Weight3 kg unloaded
10 kg loaded with 105mm rocket
6kg loaded with 72mm rocket
Length1200 mm (complete with 105mm launch container)
900 mm (complete with 72mm launch container)

ShellPG-32V tandem HEAT
TBG-32V thermobaric / FAE
Caliber105 mm barrel
72/105mm warheads
Action+650 mm: Rolled homogeneous armor with 105mm PG-32V tandem HEAT rocket
Muzzle velocity140 m/s
Effective range700m

--------------------------------------------------------------------------------------------------------------------

PF-98

আরেকটি মারাত্বক এবং ধংসাত্বক মিসাইল হল PF-98, মুলত এন্টি ট্যাংক মিসাইল তবে বাঙ্কার ধ্বংসেও সমান পারদর্শি।

এর শেল ও দুটি। দুরকম বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। ক্যালিবার হচ্ছে ১২০মিমি।

৬ইঞ্চি পুরু কংক্রিটের দেয়াল অথবা ১৮ইঞ্চি বালির বস্তার বাঙ্কার সম্পুর্ন ধ্বংস করতে সক্ষম এই ভয়ংকর মারনাস্ত্রটি।

Specifications:-

Length1191 mm
Crew1-2

Caliber120 mm
Elevation-6° / +30°
Traverse360°
Rate of fire4-6 rds per minute
Maximum range800 m (HEAT) to 1800 m (HE)
Sightsoptical / 4x optical

---------------------------------------------------------------------------------------------------------------------------

M72 LAW

অপেক্ষাকৃত একটু দুর্বল প্রকৃতির মিসাইল। আন্ডার গ্রাউন্ড বাঙ্কার গুলো এটি দিয়ে খুবই ভালো ভাবে ধ্বংস করা যায়।

অপেক্ষাকৃত হাল্কা এই অস্ত্রটি ব্যাপক জনপ্রিয় ইউএসএ আর্মিতে। এর ওজন মাত্র ২.৫কেজি (শেল সহ)

এর ক্যালিবার ৬৬মিমি এবং রেঞ্জ মাত্র ২০০মিটার।

Specifications:-

Weight2.5 kg
Lengthless than 1 m

Caliber66 mm
Muzzle velocity145 m/s
Effective range200m
Detonation
mechanism
point-initiated, base-detonated

------------------------------------------------------------------------------------------------------------------

AT-4

অন্যতম সেরা এন্টি ট্যাংক ওয়েপন। ট্যাংক ধ্বংস করতে ওস্তাদ এই AT-4। এর ধ্বংস ক্ষমতা কল্পনারও বাইরে।

প্রায় ৯০-১২০টন ওজনের বিশাল সাইজ ট্যাংক গুলো এর কাছে পানি ভাত।  ৫০০মিটার রেঞ্জে একুরেট আঘাত হানতে পারলেও এর ম্যাক্সিমাম রেঞ্জ ২১০০মিটার। একবার ভাবুন তো!!

ওজন ও কিন্তু বেশি নয় মাত্র ৭কেজির মত। সহজেই বহনযোগ্য এই কামানও বেশ জনপ্রিয় ডিফেন্স মিলিটারিতে।

৮৪মিমি এর উচ্চমাত্রার বিস্ফোরক যুক্ত কার্ডিজ গুলো আসলেই খুব কার্যকরি এবং ধ্বংসাত্মক।

Specifications:-

Weight6.7 kg (14.8 lb) [4]
Length102 cm (40 in) [4]

Caliber84 mm
Muzzle velocity290 m/s (950 ft/s) [5]
Effective range300 m (point target) [4]
Maximum range500 m (area target)
2100 m (maximum)
SightsIron sights, optional night vision unit
FillingOctogen/TNT
Filling weight440 g HE (HEAT round)

--------------------------------------------------------------------------------------------------------------------------

LRAC F1

এটিও বহনযোগ্য ধ্বংসাত্মক অস্ত্র। বাঙ্কার গুলো এটি দিয়ে খুবই ভালো ভাবে ধ্বংস করা যায়।

৩৬মিমি এবং ৮৯মিমি ক্যালিবারের এর গোলা গুলো খুবই শক্তিশালী।

এক একটি শেলের বেগ প্রায় ৩৫০ মিটার পার সেকেন্ড!!! একুরেট রেঞ্জ ৩০০-৫০০মিটার হলেও এটির শেল সর্বোচ্চ ২৩০০ মিটার দুরত্বে আঘাত হানতে সক্ষম। ওজন মাত্র ৫কেজি!!

Specifications:-

Weight5 kg, with sights [1]
Length1.17 meter [1]
Crew2

Caliber89 mm
Rate of fire3 to 4 rounds per minute
Muzzle velocity295 m/s
Effective range300 to 500 meters [1]
Maximum range2300 m (at 45° angle)
SightsAPX M 290 and passive night telescope

--------------------------------------------------------------------------------------------------------------------------

MBT LAW

আরেকটি সহজে বহনযোগ্য এন্টি ট্যাংক ওয়েপন। এরও আছে বিপুল ধ্বংস ক্ষমতা।

৭ ইঞ্চি পুরু ঢালাই দেয়াল বা ১২ইঞ্চি পুরু ইটের দেয়াল অথবা ১০ইঞ্চি পুরু বালির বস্তার বাঙ্কার সহজেই উড়িয়ে দিতে সক্ষম এই লাঞ্চারটি।

এই ফায়ার আর্মসটির ব্যাক থ্রাস্ট অনেক বেশি বিধায় বেশ শক্ত পোক্ত লোকের প্রয়োজন হয়। এটি প্রায় ১২.৫কেজি। ক্যালিবার ১৫০মিমি, রেঞ্জ ২০মিটার-৬০০মিটার। গতি প্রায় ৩৩৬মিটার পার সেকেন্ড।

Specifications:-

Weight12.5 kg
Length1016 mm

Caliber150 mm Warhead
Muzzle velocitySubsonic
Effective range20m to 600m
Maximum range600 m

------------------------------------------------------------------------------------------------------------------------------

M202 Flash Rocket

আমার সবচে প্রিয় রকেট লাঞ্চার, এর ফিড সিস্টেম হচ্ছে ৪টি হাই এক্সপ্লুসিভ রকেট। এবং সব গুলোই একই সাথে আঘাত হানতে সক্ষম।

শত্রু পক্ষের তৎপরতা খুব বেশি হলে তাদের ঠান্ডা করতে এর জুরি মেলা ভার। এর রেঞ্জ বেশি নয় মাত্র ২০০মিটার-৭০০মিটার তবে ব্যাপক ধ্বংসাত্মক।

একটি একতলা কংক্রিটের বাড়ি সম্পুর্ন ধসিয়ে দেবার পুর্ন ক্ষমতা এই অস্ত্র রাখে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় এই রকেট।

Specifications:-

Weight11.5 lb (5.22 kg) empty
26.6 lb (12.07 kg) loaded
Length27 in (686 mm) closed
34.75 in (883 mm) extended

CartridgeM235 Incendiary TPA
Caliber2.6 in (66 mm)
ActionSingle shot
Muzzle velocity375 ft/s
Effective range22 yd (20 m) minimum
Maximum range820 yd (750 m) (area target)
219 yd (200 m) (point target)
Feed system4 rocket clip[1]
SightsReflex

-----------------------------------------------------------------------------------------------------------------------

তো এই হল গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট লাঞ্চার এবং মিসাইল গুলোর সংক্ষিপ্ত বর্ননা।

এন্টি এয়ার-ক্রাফট মিসাইল (Anti-Aircraft-Missile) (গ্রাউন্ড টু এয়ার মিসাইল)

এই মিসাইল গুলোও অত্যান্ত শক্তিশালী এবং বহনযোগ্য।

এগুলোর গতিবেগ এভারেজ ৮০০মিটার-১২০০মিটার পার সেকেন্ড। এই ধরনের মিসাইল গুলো সব জেট ইঞ্জিন চালিত এবং ইনফ্রারেড হিট সেন্সরড এন্ড ওয়েল একুরেট।

এগুলো আকাশে শত্রুপক্ষের হেলিকপ্টার অথবা মানুষ বিহিন ড্রোন বোম্বার অথবা জঙ্গি বিমান অথবা আর্মড শিপ ধ্বংসের কাজে ব্যবহৃত হয়।

এই অস্ত্র গুলো অত্যাধুনিক ধ্বংসাত্মক এবং এগুলো অপারেট করাও অনেক সহজ।

FIM-92 Stinger

অসামান্য এই অস্ত্রটি ইউএসএ মেরিন সেনারা ইউজ করে থাকে। এটি মুলত হেলিকপ্টার ধ্বংসে ওস্তাদ।

খুব অভিজ্ঞ পাইলট না হলে এর হাত থেকে রক্ষা পাওয়া মুস্কিল। এর ওজন শেল সহ প্রায় ১৫কেজি।

এর ইফেক্টিভ রেঞ্জ প্রায় ৮কিঃমিঃ!!!  সাথে হিট সেন্সর তো আছেই..............

Specifications:-

Weight15.2 kg
Length1.52 m
Diameter70 mm
Crew1

Effective range8 kilometres (5.0 mi) (FIM-92C Stinger-RMP Block II)
Warhead weight3 kg

EngineSolid Rocket Motor
Guidance
system
Infrared homing
Launch
platform
MANPADS, M6 Linebacker, Eurocopter Tiger, AN/TWQ-1 Avenger, MQ-1 Predator, AH-64 Apache

----------------------------------------------------------------------------------------------------------------------

9K38 Igla

আরেকটি চমৎকার গ্রাউন্ড টু এয়ার মিসাইল। ভালো ভাবে লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এটি ছুটতে পারে ৮০০মিটার পার সেকেন্ডে। এর শেলটি চলে টু কালার ইনফ্রারেড সিস্টেমে ফলে জঙ্গি বিমান বা ড্রোন বিমান গুলো সহজেই আক্রান্ত হয়।

এর ম্যাক্সিমাম রেঞ্জ ৫.২কিঃমিঃ। ওজন প্রায় ১১কেজি, এটির শেল রকেট মোটর ইঞ্জিন দ্বারা চালিত হয়।

Specifications:-

Weight10.8 kg (24 lb)
Length1.574 m (5.16 ft)
Diameter72 mm

Warhead1.17 kg (2.6 lb) with 390 g (14 oz) explosive
Detonation
mechanism
contact and grazing fuzes

Enginesolid fuel rocket motor
Operational
range
5.2 km (3.2 mi)
Flight ceiling3.5 km (11,000 ft)
Speed800 m/s (peak), about Mach 2.3
Guidance
system
two color infrared

-----------------------------------------------------------------------------------------------------------------------------

9K34 Strela-3

আরেকটি শক্তিশালী মিসাইল, ম্যাক্সিমাম ডেস্ট্রাকশন পাওয়ার! সাধারনত হেলিকপ্টার বা ছোট লিটল বার্ড চপার গুলি ধ্বংসে অধিক পারদর্শি।

এর স্পীড তুলনামুলক কম, মাত্র ৪৩০মিটার-৫০০মিটার পার সেকেন্ড। ওজন প্রায় ১০-১৫কেজি (শেল অনুযায়ী)।

এর ম্যাক্সিমাম রেঞ্জ ৩.৭কিঃমিঃ-৪.২কিঃমিঃ এছাড়া এর হিট সেন্সর ও খুব ভালো, যায়গামত আঘাত করতে পারে।

Specifications:-

Weight9.8 kg (Strela-2M missile)[1]
15 kg (system, ready to fire)[1]
Length1.44 m[1]
Diameter72 mm[1]

Maximum range3700m (Strela-2)
4200m (Strela-2M)[1]
Warhead weight1.15kg directed-energy blast fragmentation warhead (Strela-2M),[1] 370g HE content.
Detonation
mechanism
non-delay impact and grazing fuzes, 14–17 second delay self-destruct.

Wingspan0.3 m
Flight altitude50–1500 m (Strela-2)
50–2300m (Strela-2M)[1]
Speed430m/s (Strela-2)
500m/s (Strela-2M)[2]
Guidance
system
Proportional navigation logic

------------------------------------------------------------------------------------------------------------------------

Anza (missile)

এটি পাকিস্থানের তৈরি। মিডিয়াম মানের এয়ার মিসাইল। পাকিস্থান ছাড়া অন্য কোন দেশ এটি তেমন ইউজ করে না।

এটির ওজন প্রায় ১৬কেজি, বহন করা কস্টকর। এটিতে বেশ উচু মাত্রার বিস্ফোরক বিদ্যমান।

এটির গতি প্রায় ৬০০মিটার পার সেকেন্ড এবং রেঞ্জ সর্বচ্চ প্রায় ৫কিঃমিঃ।

Specifications:-

Weight16.5 kg [1]
Length1.44 m
Diameter7.2 cm

Warhead0.55 kg shaped charge [1]

EngineRocket motor
PropellantSolid propellant
Operational
range
500 - 5000 m
Flight altitude30 - 4000 m
Speed600 m/s [5]
Guidance
system
Infra-red homing [1]
Launch
platform
Human, vehicle.

----------------------------------------------------------------------------------------------------------------------------

Blowpipe (missile)

অত্যান্ত বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন আরেকটি সুপার হেভিওয়েট ফায়ার আর্মস, এটি মুলত ভুমি থেকে আকাশে নিক্ষেপ করা হলেও এটি ভুমি থেকে ভুমিতে ব্যবহার করা যায়।

প্রায় ৮৫০মিটার-৯০০মিটার পার সেকেন্ড গতিতে ছুটতে সক্ষম এই রকেটটি, রয়েছে শক্তিশালী হিট সেন্সর তাই ট্যাংক থেকে জঙ্গি মিগ বা ড্রোন কোনটাই এর হাত থেকে রক্ষা পায় না।

এর ইফেক্টিভ রেঞ্জ ০.৫কিঃমিঃ থেকে ৩.৫কিঃমিঃ, ওজন প্রায় ১৫ কেজি।

Specifications:-

Weight14.5 kg (missile in launch tube)
22 kg (complete system)
6.2 kg (launcher)
Length1.35 m
Diameter76 mm
Crew1

Effective range0.5 to 3.5 km
WarheadShaped charge
Warhead weight2.2 kg

EngineSolid Rocket Motor
SpeedMach 1.5
Guidance
system
MCLOS system

--------------------------------------------------------------------------------------------------------------------------------

এই হল মোটামুটি গ্রাউন্ড টু এয়ার মিসাইলের বর্ননা।

আমার নেক্সট টিউনের অপেক্ষায় থাকুন..............................

এই টিউনটি অনেক সময় নিয়ে (প্রায় দুই সপ্তাহ) , যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

------------------------------------------------------------------------------------------------------------

সিরিজের আগের টিউন গুলো দেখুন,

চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মাইক্রো টিউনের যুগে এইটা কি টিউন?
এইরকম তথ্য সমৃদ্ধ টিউন ই তো দরকার।

    ধন্যবাদ সালাম ভাই।

ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। এককথায় অসাধারণ হইছে…!!!!

    ধন্যবাদ ওয়াহিদ ভাই।

এটা মেগা টিউন না টেরা টিউন

    অনেক ধন্যবাদ সাইদুল ভাই।

Level 0

OH MY GOD WHAT A NICE SHOT…………. COOLLLLLLLLLLLLLL

    ধন্যবাদ রিয়াদুল ভাই।

হুরর ! কি দেখাইলেন?
এখন তো কল অফ ডিউটি খেলতে মুঞ্চাইতাছে 🙁

    এইটা তো ওলেজ খেলি, নতুন গেম এর নাম কও মিয়া। আর ধইন্না নিতে ভুল করোনা।

    call of duty er chyeye battlefield 2 khelen aro moja paben

Level 0

অহনেই মন চাইতাছে AT-4 দিয়া আমার কলেজটা উড়াই দেই।রেঞ্জ ভালই বাসা থেইকা মারলে ধরা পড়ুম না 🙂

    ধন্যবাদ আরিফ ভাই।

আমার প্রিয় বিষয় নিয়ে টিউন …………।।? খুব সুন্দর হইছে ধন্যবাদ

    ধন্যবাদ সোহেল ভাই।

আকাশ ভাই জটিল টিউন করলেন। তথ্যবহুল টিউন। অনেক অজানা তথ্য জানলাম। আপনাকে অনেক অনেক…………… ধন্যবাদ। একটা প্রশ্নঃ আপনি কি করেন?

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কাওসার ভাই।

    আর ভাইয়া আমি স্টুডেন্ট, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। পাশাপাশি একটা পার্ট টাইম বিজনেস ও করছি।

Level New

মনে হইতাসে আমি আফগানিস্তানে

    খুব বেশি পার্থক্য নাই, এইটা টেকিস্থান। অনেক ধন্যবাদ রুবায়েত ভাই।

Level 0

দারুন টিউন …টিউনটি করার জন্য ধন্যবাদ ।
বিস্ফোরক এর উপর একটি টিউন করুন plz…

    হুম সাইফুল ভাই, ওয়েট করেন সামনে আসছে। আর ধন্যবাদ নিতে ভুলবেন না

Level 0

আপনে ভাই একটা জিনিশ।যে টিউন করেন সেটাই ফাটাফাটি হয়।

এটা মেগা টিউন না।গিগা টিউন।ফাটাফাটি।অনেক কিছু জানতে পারলাম।আমার কাছে স্পেশাল ক্ষমতা থাকলে এসব অস্ত্র,গোলাবারুদ ধংস করে দিতাম।যাতে করে নির্দোশ মানুষ গুলো এই হায়েনা দের কাছ থেকে বেঁচে যায়।

    ধন্যবাদ মুকুট ভাই।

….লোকটারে ক্যামন চেনা চেনা লাগতেছে…..আরে…আমাদের আকাশ ভাই না ? ক্যামন আছেন আপনি ?
ও আর পোষ্টটা কিন্তু সরাসরি প্রিয়তে । 😀

    হুম রাখাল ভাই, চিনতে পারার জন্য ধন্যবাদ। প্রিয়তে নেবার জন্য আরো একটা ধন্যবাদ।

    vai akta mail disi answer ta dien plzzzz

    মেইল আসেনি।

অনেকদিন পর একটি তথ্যবহুল টিউন পেলাম………..ধন্যবাদ না দিয়ে স্বার্থপরের মত বলব এরকম টিউন আরও আরও চাই……..

    ধন্যবাদ রাসেল ভাই।

Level New

খেলব না 🙁 ১ম Comment টি আমার হত কিন্তু TT তে Login করি কিন্তু আপনার পোষ্ট এ Comments Box আসে না 🙁

>>>>>>>এ কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ টিউন। Maybe টেকটিউনস এ ক্লাউড Server আসার পর ১ম মেগা টিউন 😀 <<<<<<<

    আপনাকে অনেক ধন্যবাদ।

জটিল অসাধারণ । এই tune টা ৫০ page size এর হলেও আমি এখনই পড়ে ফেলতাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

    অনেক অনেক ধন্যবাদ দরদরিয়া ভাই।

ভাই পুরা কুপাকুপি মারকা টিউন । আমার তো মনে কইতাসে এর একটা চুরি কইরা কাইল যারা নিস্পাপ ৬ জন ছাত্র মেরে ফেলেসে, অদের উরায়া দেই । এই গুলার রেঞ্জ মনে অই ঢাকা থেইকা আমিন বাজারের দুরত্তের বেশি হবে । আমিন বাজার উড়ায় দিতাম চাই। অনলি অই মানুষ গুলা, জেগুলা নিস্পাপ ছেলে গুলারে মারল । বাকি গুলারে কিছু কমুনা । এই টিউন টা নিহত ছাত্র দের উৎসর্গ করলাম আকাশ ভাই , মাইন্ড কইরেন না । এই মিসাইল গুলা দিয়ে আমার সোনার দেশের এই বদ লোক গুলারে মাইরা দেসটারে সত্তিকারের সোনার দেশ বানাইতাম চাই । :'(

    আপনার চিন্তা শক্তি পুরাই জটিল, তবে এই মিসাইল গুলোর একটাও বাংলাদেশে পাইবেন না, সব বিদেশি মাল। ধন্যবাদ আপনাকে।

আকাশ ভাই মানেই ব্যতিক্রম, এবারো তাই হল। কস্ট করে লেখার জন্য না, ভাল হয়েছে বলে ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ খোকন ভাই।

Level 0

টাসকি খেয়ে গেলাম, সত্যিই গিগা টিউন 🙄

    কি যে বলেন,হাঃ হাঃ। অনেক ধন্যবাদ।

দারুন…………..

    ধন্যবাদ সবুর ভাই।

Level 2

ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ। ।।

Level 0

আমাদের বিখ্যাত panzerfaust নিয়ে কিছু বলেন

    ভাই, পুরান মাল। তাই এড করিনি।

Level 0

ভাই আগের firearms নিয়ে টিউন টাও তো আপনি করসিলেন তাই না? দুইটাই প্রিয় তে নিয়ে নিলাম। আর আপনার সাথে challange রইল Call of duty: modern warefare 3 তে। তাইলে দেখা হবে november এ 😀

    জি ভাই, আগের টাও আমার ছিলো। অনেক ধন্যবাদ।

ঝাক্কাস… 😀

আকাশ ভাই পরের পবের জন্য অপেক্ষায় রইলাম । আর মন ভরে ধন্যবাদ দিলাম ।

    খুব বেশি অপেক্ষা করতে হবে না, অনেক ধন্যবাদ রাজিব ভাই।

জটিল টিউন। ধন্যবাদ।

অসাধারণ টিউন প্রিয়তে রাখলাম ।

Level 0

খুবই সুন্দর এবং পরিশ্রমী টিউন। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা, আমরা জানি পাইপগান এমন একটা অশ্ত্র যার লাইসেন্স হয়না। এটা কিরকম এবং এর লাইসেন্স কেন হয়না তা জানতে আমাদের খুব আগ্রহ। আপনার বন্ধুক সম্পর্কিত টিউনটায় পেলাম না। দয়া করে আমাদের জানান। আবার ধন্যবাদ

ধন্যবাদ,