সাইট টক (sitetalk) দিয়ে টাকা কামাচ্ছে এখন দৈনিক পেপার!!! আপনি প্রস্তত তো??

প্রতিদিন এর মত সকাল এ ঘুম থেকে ওঠে আজ ও পেপার গুলোর আইটি বিভাগ দেখতে ছিলাম। হঠাত বাংলাদেশ প্রতিদিন পেপার এ পরতে যেয়ে একটু বিচলিত হলাম।

"জনপ্রিয় হয়ে উঠছে সাইট টক" নামে একটা লেখা দেখলাম। প্রথম এই চখে পড়ল বিশাল করে লেখা রেফারেল লিঙ্ক টা। যে রকম আমরা প্রতিদিনই টিটি তে পড়ি।  আমার কথা হল সাইট টক নিয়ে লিখছেন ভাল কথা সাইট টার অরজিনাল লিঙ্ক টা দিলে কি হত। শেষ পর্যন্ত সাইট টক থেকে ইনকাম সুরু করল নাকি বাংলাদেশ প্রতিদিন পেপার??

তাছারা এরকম কিছু লেখাও আছে " দৈনিক মাত্র দুই ঘণ্টা সময় ব্যয় করে প্রতি সপ্তাহে ভালো অংকের একটা আয়ের সুযোগ তাই কেউ হাতছাড়া করতে চান না। একদিকে সামাজিক যোগাযোগ রক্ষা অন্যদিকে উপার্জনও হলো। তাই ফেসবুককেও এক সময় এর জনপ্রিয়তা ছাড়িয়ে যাবে ভাবছেন অনেকেই। "

লিল্ক  : http://goo.gl/Eqbux

ছবিঃ

এবার আপনারাই বলেন?? "সাইট টক(sitetalk) দিয়ে টাকা কামাচ্ছে এখন বাংলাদেশ প্রতিদিন পেপার!!! আপনি প্রস্তত তো??" আপনি কি একমত আমার সাথে????

একটু কষ্ট করে আপনার মতামত দিলে  খুশি  হব। সবাই ভাল থাকবেন।আমি বরাবর এর মতই ভাল আছি।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami valo nai.amar computer churi hoia geche.

ভাইজান, রেফারেল লিংক ছাড়া সাইটককে ইনকাম করা যায় না; শুধু সাইটটকের লিংক দিলে জনগন হুদাই সাইন আপ করত, কুনু লাভ হইত না,, কিন্তু এই লিংক এ গিয়ে সাইনআপ করলে পত্রিকাওয়ালারা লাভবান হবে পিলাছ জনগণও ।। আরো তথ্য লাগলে যোগাযোগ করতে পারেন 🙂

    ধন্যবাদ আপনার মতামত এর জন্য।তথ্য লাগলে যোগাযোগ করব। আর আমি পারসনাল ভাবে কাওকেই সাইট টক কে যোগ দিতেও Sages করি না। এবং আমি নিজেও সাইট টক এ কাজ করি না। এ ধরনের সাইট এ কাজ করার সময় বা ইচ্ছা নাই। কেন নাই তা বলে বিতর্কে জেতে চাইনা।

    @ Huzaifa Ahmed, আপনি কি মনে করেন বাংলাদেশ প্রতিদিন সাইট টক(sitetalk) দিয়ে টাকা কামাচ্ছে?? মুল কথা হল যিনি লিখছেন তিনি নিজে বিনিফিট এর আসায় রিভিও করছে। বাংলাদেশ প্রতিদিন না। বিষয় টি ভাল করে দেখে পাবলিক করা উচিত ছিল।

    "বাংলাদেশ প্রতিদিন" প্রতিদিনই এরকম নিম্ন মানের খবর পরিবেশন করে; ওদের ব্যাপারে বেশি কিছু বলার নেই।

    তাই মনে হচ্ছে আমার ও।

    নিজের ব্লগে আর টিটিতে লিখেই সময় পাইনা আবার সাইট টকের রেফারেল লিংক বিক্রি!!!
    নিজের প্রতিষ্ঠান টা ও দেখতে হয়। আর ওটাতো একটা MLM কোম্পানি।
    আমার MLM এর কাজ গুলো ভালো লাগে না।
    এটা আমার ব্যক্তিগত মতামত।

    কার লাগব না লাগব জানি না আমার লাগব। ভাই আমারে ফেসবুকে অ্যাড মারেন আমার মেইল = [email protected]

Level 0

sitetalk er kotha shuni nai yet. .

    আর আমি পারসনাল ভাবে কাওকেই সাইট টক কে যোগ দিতেও Sages করি না। এবং আমি নিজেও সাইট টক এ কাজ করি না। এ ধরনের সাইট এ কাজ করার সময় বা ইচ্ছা নাই। কেন নাই তা বলে বিতর্কে জেতে চাইনা। আপনি গুগল এ হেল্প নিতে পারেন। অথবা আন্যকার পরামর্শ নিতে পারেন। হয়ত আমার মত উওর ই পাবেন বেশি ভাগ লোক এর কাছথেকে।

কি আর বলব অন্তত পক্ষে ইনফটেক জিনি দেখেন, বিষয় টা তার দেখে পাবলিক করা উচিত ছিল।

*গুড, আমিও কোথাও আপনাকে সাইটটকে কাজ করার জন্য সাজেষ্ট করিনি।
*আপনি সাইটটকের ব্যাপারে না জেনেই বিশাল একটা পোষ্ট ছেড়ে দিলেন,, তাই ব্যাপারটা ক্লিয়ার করলাম।
*আর আপনার সাথে তর্ক করার মতও কিছু বলিনি। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, এখানে তর্কের কি আছে রে ভাই (!)

    একটু ভাল করে খেয়াল করলে দেখবেন আমি তর্ক না বিতর্ক লিখছি। যাই হক ভালথাকবেন।

    আরো ভালো করে ভেবে দেখুন, তর্ক না করলে বির্তকটা হয় কিভাবে?

    জমছে ভালোই । বন্ধ করলেন কেন?? চালাইয়া যান। হেক হেক 😀 😀 । বন্ধ করে ভালো করছেন। নিজেদের মাঝে ঝগড়া করে লাভ নাই।হেক হেক

    হুম…।

facebook কে ছাড়াবে সাইট টক? হা হা হা

Phaltu website.

হা হা …. দারুন একটা বিষয় তুলে ধরেছেন। মনে হইল, অনেক দিন পরে একটা কৌতুক পড়ে হাসলাম। ধন্যবাদ।

    তার পড় ও টিটি মড টিউন টি সরিয়ে ফেলেছিল…। কিছুখন আগে দেখি আবার দিয়ে দিছে। ধন্যবাদ।

Level 0

আমি একটা জিনিস লক্ষ করলাম যে আনেকেই এইটা নিয়া পোস্ট করতেছে লেকিন পেমেন্ট প্রুফ দেখাইতেছেনা। এখন জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন আসলেও কি তারা পেমেন্ট পেয়েছে নাকি হুদাই লাফালাফি করতেছে? আর যদি পেমেন্ট করে তবে আমি এতে খারাপ কিছু দেখছিনা। লেকিন que. is…….পেমেন্ট করে নাকি করে না?

আমার মন্তব্য টা কেন ডিলিট করা হল আমি বুঝলাম না।
আমি এমন কিছু লিখি নাই যেটা … যাই হোক…

    আমি 8:52 এর পর এই মাত্র লগ অন করলাম আমি কিছু জানি না। আমি মেইল চেক দিয়ে বলতেছি।

    আমি মেইল এ আপনার কোন পুরাতন মতামত পেলাম না।

Level 0

১৪৯ ইয়োরো দিয়ে মেম্বারশিপ নিতে হয় । ১৪৯ ইয়োরো নেয়ার পর যে কোন অজুহাত দেখিয়ে একাউন্ট ব্যান করে দিবে । তারচেয়ে ১৪৯ ইয়োরো কাজ শিখে নিজের ক্যারিয়ার গড়াই বুদ্দিমানের কাজ । অনেক সাইটে দেখেছি ব্লগাররা সাইটটক নিয়ে লাফালাফি করতেছে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি একজনও টাকা ওঠাতে পেরেছেন ? এই সাইটটা ভুয়া তার প্রমান হচ্ছে সাইট টক নিয়ে আজ পর্যন্ত যারা লিখেছে তারা কেউ বলেনি তারা টাকা পেয়েছে । এটা আমার ব্যক্তিগত মতামত ।

    সহমত। আপনার গুরুত পুর্ন মতামতের জন্য ধন্যবাদ।

    champ আমি আপানার সাথে পুরাই একমত।.
    ঠিকিত যে কোন অজুহাত দেখিয়ে একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে এখানে একটা ( আমি যতটুকু জানি ) কথা হচ্ছে ১৪৯ ইয়োরো আপনাকে ক্যাশ খাটাতে হবে না। ইনকাম থেকে ই কেটে নিবে মেম্বারশিপের জন্য।

Level 0

ভুয়া……

ধন্যবাদ

Level 0

SITE-TALK=MLM r MLM=VONDAMI

SO,SITE-TALK=VONDAMI

একজন কইতাছেন ভালো ত আরেকজন কইতাছেন ভুয়া। আমি ত মাঝখান দিয়া পড়লাম ঝামেলায়। আমার এখন কি হইব?? আমি ত কাম শুরুকরে দিছি!!! ই ই ই…এখন আমি কোন দিকে যামু??? সঠিক সমাধান চাই 🙁 🙁

হে হে জি ভাই আচ্ছা। তবু দেখলেন ত যে ওরা টাকা দেয় !! আমি নিজেও বিশ্বাস করি নাই। কালকে যে আমারে কাজ দিছে সে পরে দিল। 😀

    মজা পাইলাম ভিডিও টা দেখে মনে হল ফান করতেছে…।।হা হা । lol……

    আমিও ত মজা পাইছি। 😀

    ভাইজান, ফান করতে করতে কিন্তু টাকা ঠিকই উঠাইতাছে…

    হ ভাই হাঁচা কইছেন। কামে নাইমা যান লাগতেও পারে। নাকি আপনে পাইয়াও গেছেন। পাইলে আমাগরে জানাইয়েন। 😀

    ভাই.. আমি তেমন কিছু করি না.. বাট আমার তলেরগুলা(১২জন) কাম কইরা হুদাই 7.5 ইউরো গিফট দিছে.. পুরাই মাথা নষ্ট..:) আমি কিন্তু ভাই ১৪৯ ইউরো দিয়া কার্ডও করি নাই…

    এত দিন কেন আপনেরে দেখলাম না। আপনেরেই ত খুজবার লাগছি

হে হে হে, এইবার আংগুর ফল টক :p

    সবাই কিন্ত টক পছন্দ করে না।

    কি বুঝাইতাতে চাইলেন, ঠিক বুঝা গেল না 🙁

    হে হে হে, এইবার আংগুর ফল টক/সবাই কিন্ত টক পছন্দ করে না।
    আমি এই ২ টার একটাও বুঝি নাই। আমার এই মাথায় দুকাইবার চেষ্টা করলাম কাম হলনা। কেউ কি বুঝাইয়া দেবেন ?

    মানে হইতাছে, কেউ কেউ কয় সাইটটক টাকা দেয় না,,, বাট যখন দেখল টাকা দেয়। তখন কয় এমএলএম তাই ভালো না; আমি তাই বুঝাইতে চাইতেছি যে, টাকা দেয়ার পরও যেহেতু লোকে বলে ভাল না, তাই এখন অংগুর ফল টক.. 🙂

    ভাই বুঝবার পারছি। মনে শান্তি পাইলাম এখন হেক হেক। আমার ভাই ধরজ কম। তাই আমি খুম কম ID বানাইছি। আজকেই কমপ্লিট করতাম মাগার কালকের তন এখন সাইট ডিস্টার্ব। হেরা বলে কি কাম কাজ করতাছে। 🙁

Level 0

vaia
ami sitetalk er bepare agrohi
but ekhon to site tay kono id creat hocche na

Level 0

সাইট টক। কি আর কমু সব কিছু তো আপনারাই কইলেন।

আমার এই মাথায় দুকাইবার চেষ্টা করলাম কাম হলনা। কেউ কি বুঝাইয়া দেবেন ? সাইট টক