গত ২মাস ধরে বাংলাদেশের ব্লগ সাইট গুলো নিয়ে আমি এবং আমার এক বন্ধু Analysis শুরু করি।
এক পর্যায়ে আমি ঠিক করলাম যে ঘরের খেয়ে আর বনের মৈষ তাড়াবো না।
তাই নিজের ২টি সাইট চিরতরে বন্ধ করে দিলাম
এবং বাকি গুলো সম্পর্কে এই প্রতিবেদন লিখলাম।
খেয়াল করুন বর্তমানে বাংলাদেশের নাম করা ব্লগ সাইট গুলোর কথা
মা মেয়ের সংসার বাবা কে বাদই দিলাম
মা আর মেয়ের গল্প লিখে যাচ্ছে গত কয়েক বছর ধরে এমন ব্লগারের সংখ্যা অনেক, এবং কিছু ২য় শ্রেণীর বয়স্ক মানুষ আছে যারা তাদের অলস সময়ে বসে বসে ওই সব পোষ্টে তাদের উদ্দিপনা দিয়ে যাচ্ছে।
এক শ্রেণীর মানুষ আছে যারা ওই সব ব্লগে বাংলা ভাষাকে গলাটিপে আগলে ধরে রেখেছে যদিও ওই চ্যিকার ব্লগ মালিকের কারনে বেশি জোর পাচ্ছে না।
মনে হয় এতদিন আমি অন্ধ ছিলাম রে….
কিছু ব্লগ সাইট আছে যেগুলোতে কিছু হ্যাকিং নামক বিভাগ আছে এবং নতুন কোন ব্যাবহার কারী ওই পাতায় ঠুকলে মনে করে সে যেন রাশিয়ার কোন গোলাবারুদের গোড়াউনে ঠুকেছে।
যদিও এর কোন বর্তমান বিদ্যমান নেই হয়ত সবই অতীত না হয় পুরোটাই ভবিষ্যত।
বাবা যদি আমাকে ১টেরাবাইট এর
Hard Disc কিনে দিত তবে আমি বিলগেটস্ কে সহ আমার computer e download করে নিতাম……..
হুম এমনি কিছু কথা শোনা যায় বহুল জনপ্রিয় কিছু ডাইনলোড় সাইটের লেখার মন্তব্য তে
আসল কথা হচ্ছে যারা ওই সব Software এর review দেয় এবং শেয়ার সার্ভারে আপলোড লিন্ক দেয় তা দেখে আপনার মনে এত বেশি আগ্রহ জাগবে যে আপনি তা Download করবেনই।
সম্প্রতি এমনি একটি software এর review পড়ে আমি ওই পোষ্টের author কে প্রশ্ন করেছিলাম
ভাইয়া এই software টি কি আপনি ব্যাবহার করেছেন ?
উত্তরে উনি বলল না
তো এত বিশাল সুবিদা সম্পন্ন sotware সম্পর্কে লিখলেন তো আপনি ত নিজে তা ব্যাবহার করেন নি-
উত্তরে উনি আমাকে বললের আমি ইংরেজী পড়ে শুধুমাত্র বাংলা লিখেছি এর চেয়ে বেশি আমি এই soft এর সম্পর্কে যানি না।
আশাকরি যারা এমন লেখা পড়ে download করেন তারা সতর্ক হবেন।
বর্তমানে কিছু ব্লগ সাইট আছে যেখানে আপনাকে মাঠে নামিয়ে তারা গ্যালারিতে বসে বিজ্ঞাপন দিতে দরকষাকষি করে।
অথচ মাস শেষে Grameenphone,robi.wimax,btcl এর ইন্টারনেট বিলটা পে করবে আপনার সরকারি চাকরির ৪র্থ শ্রেণীর ১৮ মাস বেতন না পাওয়া সহজ সরল বাবা।
দেশের সব চাইতে তাজা বলে চেছিয়ে কিছু পুরোনো খবর আর তাজা তাজা কিছু রুই কাতলের অমুক সংবর্ধনা তমুক সংবর্ধনা নিয়ে রাত ফুরালেই তারা হাজির হয় আমার আপনার মত কাউকে না কাউকে পাহাড়ে উঠিয়ে Saudiআরবের সাহারা মরুভূমি দেখাতে
মূলত মিল খুজতে গেলে দেখবেন এই সংবাদ ব্লগের লেখার সাখে আরেকটি ব্লগের লেখায় রাত দিনের মত বেপারসেপার
এক সাইট বলে কানা বাজারে আগুন লেগে ১০ জন মরে গেছে আর অন্য সাইট বলে কানা বাজারে আজ আগুন লেগে ৩জন আহত হয়েছে তাদের কে আধাকানা স্মৃতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোন টি ঠিক…?
আপনি কি মনে করেন আপনার ব্লগ সাইটে ঘরোয়া কিছু লেখা আর আধা পাঁকা কিছু মানুষ অফিসের কলিগের সাথে ডিনারে যাবার গল্প অথবা বান্ধবীর সাথে কলেজ থেকে আসার পথে বাড্ডায় রাস্তার পাশে দাড়িয়ে আইসক্রিম খাবার কিচ্ছা কাহিনী লিখলে
আগামি ২/৫ বছর পরের ছেলেমেয়েদের জেনারেশন এই সব পড়তে আপনার সাইটে দিন রাত যাওয়া আসা করবে…?
আপনার বাংলা নাম করা ওয়েব সাইটটি কি তখনো ভিজিটর যানযটে ভুগবে…?
যে গন হারে আপনি সাইটের sidebar এ বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন তখন হয়তো আপনার সাইট কে দেখে মহাখালী প্লাইওভারে ঝুলানো Billboard মনে করবে তখন আপনি কি বলবেন…?
যারা নিয়মিত ব্লগে অথবা বাংলা ওয়েব সাইট গুলোতে যাওয়া আসা করেন তারা হয়ত দেখে থাকবেন বর্তমানে বাংলা দেশের ছায়াছবির নাম আর ওয়েবসাইটের নাম একি প্লাটফর্মে গিয়ে দাড়িয়েছে।
কারন নাম খুজে পায়না বলে বাংলা ছবির নাম হয়
তোরে খাইছি, মনের ভিতর খুলুসখুলস, ভালোবাসা পাইতে চাই,যানের উপর কলিজা
ঠিক তেমনি বাংলাদেশী ওয়েব সাইট ও বাংলা ব্লগ গুলোর নাম খুজে পায়না বলে একে অপরের সাইটের নাম নিয়ে টানাটানি করে
যেমন
bdTech……
Tech2….bd
Tech…new
Tune….bd
bdTuner….
Tuner…adda
Tuner…blog
Tuner…post
জনগন
জনজীবন
আনন্দ
আমাদের আনন্দ
আড্ডাবিডি
আমাদের আড্ডা
তোমাদের আড্ডা
কোন সাইট মালিক কে ইন্ডিকেট করলাম না ক্ষমতার ভয়ে।
উপরে দেয়া নামের মতই আপনি খুজলে পাবেন তবে আমি কোন সাইটের নাম লিখলাম না শুধুমাত্র Demo দিলাম এই নামের সাথে কারো সাইটের মিল খুজবেন না
খুজে পেলে আপনিও তাদের দলে।
সবগুলো নাম খুবই কাছাকাছি আর প্রতি নামের সাথে ১০ word এর Bangladesh নামক নামটিকে ২ word করে BD লাগিয়ে নামকরন করা হচ্ছে।
আবার অনেকগুলো সাইট আছে যেখানে প্রযুক্তির নয়া আবাসন গড়ে তোলা হচ্ছে
তারা একে অপরের সাথে মিল রেখে নাম রাখে পারলে ১ অথবা ২ word পরিবর্তন রেখে একি ডোমেইন নাম নেয়
কারন জনপ্রিয় সাইট এর নামের সাথে আমার সাইটের নাম একি বা কাছাকাছি হলে সার্চ ইঞ্জিনে খুব জনপ্রিয় আর তাড়াতাড়ি আমার সাইটের নাম ও আসবে।
আপনিও কি তাদের একজন….?
নিজের খেয়ে আরেক জনের নামে ঢ়োল আর কতদিন পেটাবেন….?
আপনি কি জানেন আপনার ২টো হাত আরেক জনের রমরমা ব্যাবসার উপকরন !
উদ্দেশ্যে শেষ আপনাকে কমলাপুর রেলস্টেশনে দাড়করিয়ে তারা সাইট এর নাম বদল করে নতুন কাউকে ঠকাতে চলে যাবে। তখন…?
দিনরাত ব্লগ লিখলেন আপনি মাস শেষে ইন্টারনেটের বিলটা কি ব্লগ মালিক দেবে…?
আপনি কি জানেন আপনি যতুটুকু ওইসব ব্লগ এর কাছে যেতে পেরেছেন তার চেয়ে খুব বেশি আপনি পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছেন…?
Income করার কাজে অপর ব্যাক্তি আপনাকে ব্যাবহার করছে আপনি কি তা জেনেও চুপ…?
আপনি অপরকে আনন্দ দিতে নিজের সংসারের নানা কথা বাইরে বলে বেড়াচ্ছেন এতে কি আপনি উপকৃত হচ্ছেন…?
আপনি অনেকের মনে সর্টকার্ট কাজ করে বড় হবার ভাবনা জাগিয়ে তুলতেছেন এতে করে অপরের জানার পরিধি ছোট হয়ে আসছে এটা কি ঠিক…?
যাই হোক
আর নয় আমি এবার একদম চুপ…!
আসুন এই সব বাদ দিয়ে ইন্টারনেটে বসে সেবামূলক কাজ করি
দেশের মানুষের জন্যে কিছু করি
গৃহ হারা মানুষের জন্যে অল্প কিছু করি
আমি সেবামূলক ও মহ্য কাজ করার সিন্ধান্ত নিয়েছি আপনাকেও স্বাগতম
===============
Credits going On
http://www.onlinebanglaschool.co.cc
Anowar Hossain Rana Patwary
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
হুম দেখছি…