আসুন জেনে নেই ঢাবিতে ভর্তি ফরম তোলার জন্য Minimum Requirements –

ঢাবিতে ভর্তি ফরম তোলার জন্য Minimum Requirements --

A – Unit (Science) – 8.0
B – Unit (Arts) – 7.0
C – Unit (Commerce) – 7.5

D – Unit (বিভাগ পরিবর্তন) – (Respective unit)
A ® 8.0
B ® 7.0 (without 4th subject)
C ® 7.5
¬ A unit-এ শুধুমাত্র Science-এর student-রা পরীক্ষা দিতে পারবে ।
¬ B unit-এ শুধুমাত্র Arts-এর student-রা পরীক্ষা দিতে পারবে ।
¬ C unit-এ শুধুমাত্র Commerce-এর student-রা পরীক্ষা দিতে পারবে ।
¬ D unit-এ সব গ্রুপের student-রাই পরীক্ষা দিতে পারবে ।

যেমন- কমার্সের বা C ইউনিটের একজন student-যার SSC-তে পয়েন্ট 4 (without 4th subject) এবং HSC-তে পয়েন্ট 3.8 (without 4th subject), মোট 7.8, এক্ষেত্রে ঐ student C-unit বা D-unit (বিভাগ পরিবর্তন)-এর ভর্তি ফরম তোলার জন্য যোগ্য বলে বিবেচিত হবে । তবে মোট পয়েন্ট যদি 7.5 এর কম বা 7.49ও হয় সেক্ষেত্রে ভর্তি ফরম তোলা যাবে না বা তুললেও তা বাছাইয়ের পর বাতিল হয়ে যাবে ।
পরীক্ষার বিষয় ও পূর্ণমানঃ
C ইউনিটে মোট ৪-টি subject-এর উপর পরীক্ষা দিতে হবে- B/D ইউনিটে মোট 3-টি subject-এরউপর পরীক্ষা দিতে হবে-

বিষয় পূর্ণমানঃ
বাংলা ১.২´২৫ = ৩০ বিষয় পূর্ণমানঃ

ইংরেজি ১.২´২৫ = ৩০ বাংলা ১.২´২৫ = ৩০
Accounting ১.২´২৫ = ৩০ ইংরেজ১.২´২৫ = ৩০
Manageme১.২´২৫ = ৩০ সাধারন ঞ্জান১.২´৫০ = ৬০
মোট= ১২০ মোট= ১২০
আসন সংখ্যাঃ
(A – ১৩০০+, B – ২৫০০+, C –৮৮০)
D – (Science) – ৫৫০+
D – (Commerce) – ১২০
D – (Arts) – ১২০
B/C/D – Unit এর পরীক্ষার সময় ও Marks Distribution:

• M.C.Q (Multiple chice Questtions) অর্থাৎ নৈব্যক্তিক প্রশ্ন।
• মোট সময় ১ ঘন্টা (৬০ মিনিট)
• মোট ১০০টি প্রশ্নের উত্তর করতে হবে,১.২×১০০= ১২০ নম্বর ।

Negative Marking:

যেহেতু C-Unit এ option 5-টি,এক্ষেত্রে প্রতিটি ভুল উত্তরের জন্য .24 করে কাঁটা যাবে ।অর্থাৎ প্রতি 5-টি (.24 × 5 = 1.20) ভুল উত্তরের জন্য 1-টি শুদ্ধ উত্তরের marks কাঁটা যাবে(এ কর্তন হবে বিষয়ভিত্তিক) ।আবার, B/D Unit এ option 4-টি হওয়ায় প্রতিটি ভুল উত্তরের জন্য .30, অর্থাৎ প্রতি 4-টি ভুল উত্তরের জন্য একটি শুদ্ধ উত্তরের নম্বর কাঁটা যাবে ।
যেমন- একজন student C-unit-এ মোট 100-টি প্রশ্নের উত্তর করে correct করলো 70-টি, এক্ষেত্রে তার marks হবে 70´1.2=84 এবং বাকি 30-টি প্রশ্ন ভুল হওয়ার তার কারনে তার মার্কস কাঁটা যাবে 30´.30=9, So তার total marks হবে 84¬–9=75
আবার, B/D ইউনিটে কোন একজন student 100-টি প্রশ্নে correct করলো 80-টি, এক্ষেত্রে তার marks হবে 80´1.2=96, এবং 20-টি প্রশ্ন ভুল হওয়ার কারনে তার মার্কস কাঁটা যাবে 20´.30=6, এক্ষেত্রে তার total marks হবে 96-6=90|
• DU-i B/C/D ইউনিটে চান্স পেতে কোনটি বেশি ভূমিকা রাখে SSC/HSC-র result না Admission test?
o Of course, Very good Admission test, because.
মোট ২০০ নম্বরের মধ্যে ১২০ হচ্ছে ভর্তি পরীক্ষা এবং বাকী ৮০ নম্বর হচ্ছে SSC ও HSC-তে প্রাপ্ত GPA-এর সমষ্টি । Result-এর average নম্বর সবারই প্রায় ৬৫-৭৫-এর মধ্যে হয় ।তাই কেউ যদি Admission test-এ ১২০ নম্বরের মধ্যে ৮০+ পায় তবে সে...
১০০%নিশ্চিত যে চান্স পাবে!!!
Subject Choice System:
• Subject Choice-এর জন্য যাদের merit position ভালো তারা তাদের পছন্দমত subject নিতে পারবে । যেমন- C-unit-এর একজন student যদি 1-200-এর মধ্যে Merit position রাখতে পারে তবে সে C-unit-এর ৪-টি subject-এর মধ্যে যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবে ।আবার কারও position 850তম হলে তার subject choice এর কোন ব্যাপার থাকবে না ও সর্বশেষ বিষয়টিই সে পাবে ।
• ঢাবির এই unit-ভিত্তিক Exam System-এর সাথে জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের Exam System এর মিল আছে ।সবচেয়ে বড় ব্যাপার, ঢাবির জন্য preparation নিলে মোটামুটি সব ইউনিভার্সিটির preparation-ই Complete হয়ে যায় ।

জাহাঙ্গিরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিঃ

• জাহাঙ্গিরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক MCQ পরীক্ষা দিতে হয় ।অর্থাৎ যে subject-এ ভর্তি হতে ইচ্ছুক সেই subject-এই পরীক্ষা দিতে হবে।
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়(ফাইন্যান্স, মার্কেটিং)® বাংলা, ইংরেজি ও math-এর উপর পরীক্ষা দিতে হবে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়(ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,একাউন্টিং, মার্কেটিং,ম্যানেজমেন্ট) ® মার্কেটিং)® বাংলা, ইংরেজি, একাউন্টিং, ম্যানেজমেন্ট,
সাধারণ ঞ্জান এই বিষয়গুলোর উপর প্রশ্ন হবে ।
• ঢাবিতে সর্বাধিক দুইবার পরীক্ষা দেওয়া যায় । অনেকেই ঢাবির সেশন জ্যামের কথা বলেন, কিন্তু বাস্তবে তা এত বেশি প্রকট নয় ।

ভার্সিটিতে চান্স পাওয়ার গুরুত্বঃ

ভাল কোন জায়গায় চান্স না পেলে SSC ও HSC-তে Golden A+ পেলেও তা পুরোপুরি Valueless হয়ে পড়বে ।কারণ, HSC পাশ করার পর GPA নিয়ে মানুষ খুব বেশি Concern থাকে না । তাদের প্রশ্ন থাকে বর্তমানে ঐ Student কোন ভার্সিটিতে এবং কোন Subject নিয়ে পড়ছে । আর চাকরির বাজারেও SSC/HSC-র রেজাল্টের চেয়ে সর্বশেষ Degree-টা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটিকেই প্রাধান্য দেওয়া হয় ।

আমি এবার HSC পরীক্ষা্ দিলাম । সকল িটউনার ভাইদের বলছি আমার জন্য দোয়া করবেন েযন ভাল । Result করতে পারি । ভাল েকান public বিশ্ববিদ্যালয়ের পড়ার chance হয় । সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন।
কাজে লাগবে। 😀

আগে জানতাম না।জানানোর জন্য ধন্যবাদ

আসলে কাজের টিউন…………ধন্যবাদ

আমি বুয়েটে পড়ব।ওখানে কি দরকার হয়।

খুবই কাজের একটি টিউন

Level 0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখন প্রায় সবারই ভালো রেজাল্ট। তাই ভর্তি পরীক্ষার সময় নৈব্যক্তিক ভালো করতে পারলে অবশ্যই ভালো একটি অবস্থান গড়ে তুলতে পারবে পরীক্ষার্থী। খ ইউনিটে সিট আছে প্রায় ২৫০০+,ঘ ইউনিটে ৯০০+,ক ইউনিট এবং গ ইউনিট এই ধরনেরই (ভুলে গেছি)। ভালো ভালো বিষয় গুলো প্রথম দিকে যারা অবস্থান করে তারাই পাবে। তাই এখন থেকেই ব্যাপকভাবে পড়ালেখা করতে হবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক। এক্ষেত্রে একটি কথা বলা ভালো যে কেউ ইংরেজি বিষয় নিয়ে পড়তে চাইলে তাকে অবশ্যই ১৬+ নম্বর পেতে হবে। আর ১ নম্বর কম পেলে পিছিয়ে যেতে হবে কমপক্ষে ২৫ জনের। ৪৮ পেলেই পাশ। কিন্তু যেকোন সাবজেক্ট পেতে হলে যত বেশি নম্বর পাত্তয়া যাবে ততই অবস্থান দৃঢ় হবে।

সবাইকে শুভেচ্ছা রইলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে যারা প্রতিযোগিতায় টিকে ভর্তি হবে যে কোন বিষয়ে 🙂
যেকোন প্রয়োজনে মেইল করতে পারেন [email protected]
বাংলা এম.এ শ্রেণি ঢাবি

Level 0

boss a unit er jono choaching korbo ucc te.kemon hobe?@swordfish

    Level 0

    A ইউনিটে সিট সংখ্যা খুবই কম। আর ভালো রেজাল্ট সবার। মানে A+ অধিকাংশ শিক্ষার্থীর। তবে মন খারাপ করার কিছুই নেই। এখন ভর্তি পরীক্ষায় যে ভালো করবে সেই ভর্তি হতে পারবে। রেজাল্টের ভিত্তিতে সবাই সমান হলেত্ত পরীক্ষার সময় ১ নম্বর বেশি পাত্তয়া অনেক অনেক বেশি। যেখানেই ভর্তি হোন না কেন ভালো মত পড়বেন। আর ঘ ইউনিট এর মাধ্যমে চান্স পাত্তয়া অনেক কঠিন। কারণ সিট সংখ্যা অনেক কম।এখানে বিজ্ঞানের ছাত্রদের কলা কিংবা সামাজিক অনুষদের বিষয়ে পড়তে হয় :(। তাই এখন থেকেই নিয়মিত কোচিং ক্লাশ করবেন পাশাপাশি মডেল টেস্টগুলো দিবেন বেশি করে। আশা করি সফল হবেন। 🙂 ইউসিসি মোটামুটি ভালো কোচিং। ফার্মগেট শাখা সবচেয়ে ভালো যদি পারেন এখানে করবেন। অন্য শাখায় সব জুনিয়র ক্লাশ নেয়***। যদিত্ত কেউ স্বীকার করে না ।

    *** গোপন কথা।

@swordfish : ami c unit commerce exam sesh hoisee . But bujtee partesina kon coaching admit hobo……aktu coaching name ta bolbeen…ar coaching class ki akon thekee start kora lagbee na result out holee korboo ……plz kindly bolbeen …………..

    Level 0

    গ ইউনিটে ভর্তি হত্তয়া অনেক অনেক কঠিক। সিট সংখ্যা অনেক কম। আর ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে গেলেত্ত কর্মাস এর সাবজেক্ট দিবে না। এখনই যেকোন একটি কোচিং এ ভর্তি হয়ে যান। আর ফার্মগেটে হলে ভালো হয়। এখানে শাখাগুলোর চেয়ে বেশি যত্ন নেয়। অনেকে পরীক্ষা শেষ করেই কোচিং এ ভর্তি হয়ে গেছে। খুজে দেখলে অনেক উদাহরণ মিলবে। আর অবহেলায় সময় নষ্ট না করে ভর্তি হয়ে যান। আর পারলে ঘ ইউনিটের প্রস্তুতিত্ত নিবেন। কাজে দিবে।

thanks………

Level 2

Onek valo Tune. Thanks..

zahid vi apnaki onek thanks………

Level 0

অনেকের উপকারে আসবে। জানানোর জন্য ধন্যবাদ।

thanks…..