সম্প্রতি ফেসবুকের ব্যবহারকারী প্রোফাইলের ওয়ালে হ্যাকারদের আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তারা বিস্তৃত আকারে শত শত প্রোফাইলের ওয়ালে বিভিন্ন লিঙ্ক পোস্ট করছে এবং টাইটেল দিচ্ছে গুগল ভিডিও-তে প্রকাশিত একটি ভিডিও দেখার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করার জন্য। কেউ যদি লিঙ্কটিতে ক্লিক করেন, তাহলে যেই পৃষ্ঠাটি প্রদর্শিত হয়, সেখানে বলা হয় এই ভিডিওটি দেখার জন্য আপনাকে এডোবি ফ্ল্যাশ আপডেট করতে হবে। যখনই কেউ ফ্ল্যাশ প্লেয়ার আপডেটের নিমিত্তে ঐসব ডাউনলোড লিঙ্ক ক্লিক করছেন, তখনই তাদের কম্পিউটারে Troj/Dloadr-BPL নামক একটি ফাইল মূল সফটওয়্যার এর সাথে ডাউনলোড হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না যে আপনার কম্পিউটারে বাড়তি কিছু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হবার পর আপনি যখন ইন্সটল করবেন, তখন এই ফাইলটি ইন্টারনেট থেকে ঝুঁকিপূর্ণ মেলওয়্যার ডাউনলোড করবে যা আপনার কম্পিউটারের ক্ষতি করার উদ্দেশ্যেই নির্মিত। তবে ফেসবুকে লিঙ্ক দেয়া বিশেষ এই মেলওয়্যার ডাউনলোড হলে আপনার কম্পিউটার থেকে ফেসবুকের একাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাক করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেবে এবং এর ফলস্বরূপ আপনি হারাবেন আপনার ফেসবুক একাউন্ট। সহজ ভাষায় বলা যায়, একাউন্ট হাইজ্যাক করার একটি অন্যতম পদ্ধতি এটি!
ফেসবুক প্রোফাইলের ওয়ালে এজাতীয় বার্তাগুলো এমনভাবে লিখা থাকে, যেন এটি আপনার কোন বন্ধু বা আপনার প্রোফাইল দর্শনকারী কোন ব্যক্তিই ওয়ালে পোস্ট করেছেন এবং একটি ভিডিও দেখানোর জন্য আপনাকে লিঙ্ক দিয়েছেন। ইতোমধ্যেই বহুসংখ্যক ব্যবহারকারী এধরণের প্রতারণার শিকার হয়ে তাদের ফেসবুক একাউন্টটি হারিয়েছেন। এই জাতীয় হ্যাকাররা এইবারই প্রথম এই অকাজ করছেন না। ফেসবুকে আক্রমণ শুরু করার আগে আরেক বিখ্যাত সামাজিক নেটওয়ার্ক মাইস্পেসেও হানা দিয়েছিল এই হ্যাকার সম্প্রদায়। তারা ওখানে বেশ কিছু সেলিব্রিটিসহ অনেক ব্যবহারকারীর একাউন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়েই তারা বিশ্বের সবচাইতে জনপ্রিয় ও ব্যবহারবান্ধব সামাজিক নেটওয়ার্ক, ফেসবুকের দিকে হাত বাড়িয়েছেন। আপনার ফেসবুকের প্রোফাইল ওয়ালেও আসতে পারে এজাতীয় ঝুঁকিপূর্ণ বার্তা যা দেখলে মনে হবে আপনার মতই আরেকজন সাধারণ ফেসবুক ব্যবহারকারী করেছেন, কিন্তু বাস্তবিক তা একজন প্রখ্যাত হ্যাকারের অবদান!
রয়টার্সে প্রকাশিত ঐ প্রতিবেদনে ফেসবুক ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয়, এজাতীয় ওয়াল পোস্টে আসা বা ইনবক্সে বা যেকোন উপায়ে আসা ডাউনলোডের লিঙ্ক ক্লিক করার আগে কয়েকবার ভাল করে চিন্তা করুন। আর আপনার ফ্ল্যাশ প্লেয়ার যদি আপডেট করতেই হয়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানীর ওয়েবসাইট থেকে সরাসরি করুন। অ্যাডোবি নিজেই তাদের ব্যবহারকারীর উদ্দেশ্যে এজাতীয় প্রতারণা থেকে বাঁচার জন্য সরাসরি ডাউনলোড করার পরামর্শ দিয়েছে। এছাড়াও সিকিউরিটি কোম্পানী কাস্পারস্কাইও স্বয়ংক্রিয়ভাবে মাইস্পেস ও ফেসবুকে পোস্ট করা মন্তব্য বা লিঙ্কের ব্যাপারে সতর্ক করে দিয়েছে সকল ব্যবহারকারীদের। তাই নিজের একটু সময় ব্যয় করে হলেও নিজে ডাউনলোড করুন সরাসরি ঐ কোম্পানীর ওয়েবসাইট থেকে। অপরিচিত কারো কিছু দেয়া যেমনি ঝুঁকিপূর্ণ, তেমনি অপরিচিত কারো দেয়া কোন লিঙ্ককে বিশ্বাস করাও সমান ঝুঁকিপূর্ণ।
অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করতে সবসময় এই লিঙ্কটি ব্যবহার করুন।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই দরকারী একটি টিউন। এই মুহূর্তে আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা অনেক বেশী। তাদের এধরনের নিরাপত্তার বিষয় গুলো জানা একান্ত প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ আমিনুল ভাই।