চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

আশা করি সব্বাই ভালো আছেন, হাঁটি হাঁটি পা পা করে শুরু করেছিলাম টিউনার লাইফ। প্রায় একবছর হয়ে এলো। এর মাঝে নিয়মিত বিরতিতে আপনাদের ভালো মানের টিউন উপহার দিতে চেস্টা করেছি। কতটুকু সফল হয়েছি তা আপনারা ভালো বলতে পারবেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ কারন বিগত এক বছরে আমার অনেক হাসি কান্নার সঙ্গি আপনারা হয়েছেন, সব সময় পাশে থেকেছেন। আপনাদের মাঝ থেকেই পেয়েছি সজীবদার মত বড় ভাই এবং হাসানের মত ভালো বন্ধু। সত্যিই মাঝে মাঝে টেকটিউনসের কথা ভেবে আবেগপ্রবণ হয়ে যাই। আজ এটি আমার ৫০তম টিউন। আমার এই টিউন আমি টেকটিউনস কমিউনিটি কে উৎসর্গ  করছি। আমি যত গুলো টিউন করেছি তার মাঝে এটাতে সবচে বেশি সময় দিয়েছি আর কস্টও হয়েছে অনেক। যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার এই কস্ট সার্থক হবে।  আগেই বলে রাখি টিউনটি দেড় মাসে একটু একটু কমপ্লিট করেছি , নেট ঘাটা ঘাটি করে করতে প্রায় ৫০০এমবি ব্যান্ডউইথ খরচ হয়েছে, তবে ভয় নেই দেখতে  অত ব্যান্ডউইথ লাগবে না, তবে নরমাল টিউনের চেয়ে একটু বেশি লাগবে, তাই যারা আমার মত লিমিটেড ব্যান্ডউইথ ইউজ করেন তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে ভালো লাগলেও বলবেন না লাগলেও বলবেন।

মুভি দেখি না অথবা গেম খেলি না এমন পাবলিক আমাদের মাঝে খুব কমই আছে। তার মাঝে অনেকেই আছেন যে খুব পছন্দ করেন হেভি একশন মুভি অথবা একশন গেম। এইসব একশন মুভি দেখতে  অথবা গেমস গুলো খেলতে খেলতে আমরা নিজের অজান্তেই পরিচিত হয়ে যাই বিভিন্য প্রকার ফায়ার আর্মসের সাথে। আমরা অনেকে আবার এসব ফায়ার আর্মসের ফ্যান হয়ে যাই এসব গেম খেলে অথবা মুভি দেখে। অনেকে সময় এসব সম্পর্কে ডিটেইলস জানতে ইচ্ছা করে, সার্চ করলেই পাওয়া যায়, কিন্তু সেই সময় এবং ধৈর্য কই?  সেই সব আর্মস ফ্যানদের জন্যই আমার আজকের এই  টিউন। বাকিরা নিরাশ হবেন না, আশা করি সবারই ভালো লাগবে। এই টিউনের মাধ্যমে আমি চেস্টা করবো অত্যাধুনিক সব ফায়ার আর্মসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে। এবং আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে যিনি এই টিউনটি পুরো আত্মস্থ করতে পারবেন, তিনি ফায়ার আর্মসের ছোটখাটো বিশেষজ্ঞ হয়ে যাবেন।

প্রকারভেদ

দুনিয়ার তাবৎ ফায়ার আর্মস কে মুলত কয়েকটি ভাগে ভাগ করা হয়, যথাঃ-

লাইট এবং হেভিওয়েট ফায়ার আর্মস, এগুলো হল,

  1. Pistols and revolvers

  2. Battle rifles

  3. Carbines

  4. Assault rifles

  5. Grenade launchers

  6. Shotguns

  7. Sniper rifles

  8. Submachine guns

  9. Grenade

  10. Machine guns

  • Light Machine Guns

  • Medium Machine Guns

  • Heavy Machine Guns

এছাড়াও আছে সুপার হেভিওয়েট ফায়ার আর্মস, এগুলো হল,

  1. Mortars

  2. Anti Tank Weapon

  3. Torpedo

  4. Anti Aircraft Guns

  5. Aircraft Guns

  6. Rockets

  7. Missiles

  8. Mines

  9. Cannons

  10. Naval Guns

  11. Tank Guns

ইত্যাদি, তবে আজকে আমি সুপার হেভিওয়েট ফায়ার আর্মস সম্পর্কে আলোচনা করবো না সেটা হবে অন্য টিউনে, আমার আজকের বিষয় শুধু লাইট ও হেভিওয়েট ফায়ার আর্মস।

এগুলোর প্রত্যেকটির বিস্তারিত এবং সদস্য সংখ্যা লেখতে গেলে পুরো বছর পার হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের মোটামোটি একটা ধারনা , প্রত্যেক গোত্রের ইম্পরট্যান্ট সদস্য সংখ্যা এবং সংক্ষিপ্ত বর্ননা দিব। স্প্যাসিফিকেশন গুলো ইংরেজিতেই দিলাম কারন বাংলায় দিলে দেখতে ভালো লাগবে না তাছাড়া অনুবাদেও সময় লাগবে। কেউ যদি কোন টার্ম না বুঝেন তবে একটু কস্ট করে কমেন্টে বলবেন, আমি যথাসম্ভভ ব্যখ্যা করে দিব।  চলুন চলে যাই বর্ননায়।

ফায়ার আর্মস সম্পর্কে জানার আগে সর্বপ্রথম জানতে হবে বুলেট, এবং কিছু প্রয়োজনীয় টার্মস সম্পর্কে,

বুলেট যেভাবে কাজ করে!!!

বুলেট গুলোর দুটি অংশ থাকে, উপরের অংশটি আঘাত করে , আর উপরের অংশের সাথে নিচের অংশটি লাগানো থাকে, নিচের অংশ পুর্ন থাকে গান পাউডার বা অন্য বিস্ফোরক পদার্থ দিয়ে।

ফায়ার আর্মস গুলোতে জটিল উপায়ে যেভাবে হোক নিচের অংশে স্পার্ক করা হয়, ফলে নিচের অংশটি বিস্ফোরিত হয়ে বিপুল পরিমান গ্যাসের চাপ সৃষ্টি হয়।

এবং এই চাপের ফলেই বুলেটের প্রথম অংশটি  তীব্র বেগে নল দিয়ে বের হয়ে আসে এবং ২য় অংশটি যাকে আমরা বলি গুলির খোসা, সেটি স্বয়ংক্রিয় উপায়ে নিচে ঝরে পরে। এটিই গ্যাস অপারেটেড (Gas operated) সিস্টেম।

কয়েকটি গুরুত্বপুর্ন টার্ম

  • Caliber (ক্যালিবার):- বুলেটের আকার আকৃতি প্রকাশ করে। নিচের ছকটি এবং ছবি গুলো দেখে অনেকটা আন্দাজ করতে পারবেন।
CaliberMetric equivalentTypical bullet diameter
.174.4 mm0.172 in
.1774.5 mm.177 lead, .175 BB
.20, .2045 mm0.204 in
.22, .218, .219 .220, .221, .222, .223, .224, .225, .2265.5, 5.56, 5.7 mm0.223-0.224 in
.228none0.228 in
.246 mm0.243 in
.256.35 mm0.25 in, 6.35 mm
.2576.5 mm0.257 in, 6.527 mm
.266.5 mm0.264 in, 6.7 mm
.276.8 mm, 7 mm0.277 in, 7.035 mm
.287 mm0.284 in, 7.213 mm
.307.62 mm0.308 in
.307.62 mm0.311 in
.32, .3277.65 mm0.309 - 0.312 in
.32, .3258 mm0.323 in
.3388.58 mm0.338 in
.38, .380, .357, .359 mm0.355-0.357 in
.3810 mm0.400 in
.4010 mm0.400 in
.40410.25 mm0.423 in
.40510.75 mm0.411 in
.40810.4 mm0.408 in
.4110.25 mm0.410 in
.41610.6 mm0.416 in
.4311 mm0.43 in Sl
.4410.8 mm0.427 - 0.430 in
.4511.45 mm0.451-0.452 in
.4511.6 mm0.458 in
.45411.53 mm0.454 in
.458, .4611.6 mm0.458 in
.475, .48012 mm0.475 in
.5012.7 mm0.50 in
.5012.95 mm0.510 in
.6817.272 mm0.675-0.695 in
.7920 mm0.787 in
.9524.13 mm0.950 in

Wikipedia

  • ব্যারেল(Barrel) :- বন্দুকের নল কে ব্যারেল বলে।
  • ব্যারেল লেংথ (Barrel length) :- বন্দুকের নলের দৈর্ঘ্য।
  • Overall length :- বন্দুকের মোট দৈর্ঘ্য।
  • রাউন্ড (Round) :- একটি গুলি হচ্ছে এক রাউন্ড, সুতরাং ১০ রাউন্ড গুলি মানে ১০টি  গুলি।
  • আরপিএম (RPM):- রাউন্ড পার মিনিট, অর্থাৎ কোন ফায়ার আর্মসের আরপিএম বলতে বুঝায় যে সেটি মিনিটে কতটি গুলি করতে পারে।
  • ওয়েট এমটি (Weight Empty) :- খালি অবস্থায় বন্দুকের ওজন।
  • ম্যাগজিন (Magazine) :- যে অংশে ফায়ার আর্মসের গুলি থাকে।
  • ম্যাগজিন ক্যাপাসিটি (Magazine capacity) :- কোন বন্দুকের ম্যাগজিনের ধারন ক্ষমতা, ২০রাউন্ড ম্যাগজিন মানে ওই ম্যাগজিনের ধারন ক্ষমতা ২০টি বুলেট, অনেক সময় দেখা যায় যে "৩০রাউন্ড ডেটাকেবল ম্যাগজিন" এর মানে ডেটাকেবল যেভাবে পিসির ইউএসবি পোর্টে লাগায় ঠিক সেভাবে ওই বন্দুকে ম্যাগজিন লাগানো হয়।
  • মাজেল ভেলোসিটি (Muzzle velocity) :- গুলির বেগ।
  • ইফেক্টিভ রেঞ্জ (Effective Range) :- ফায়ার আর্মসের গুলির একুরেট আঘাত করার ক্ষমতা।
  • ম্যাক্সিমাম রেঞ্জ (Maximum Range) :- ফায়ার আর্মসের সর্বোচ্চ দুরত্বে আঘাত করার ক্ষমতা।
  • টেলিস্কোপিক সাইট (Telescopic sight) :- স্নাইপার রাইফেলের টেলিস্কোপ।
  • বোল্ট একশন গান (Bolt Action Gun) :- এই ধরনের বন্দুকে বোল্ট (Bolt) নামে একটি যন্ত্রাংশ থাকে প্রতিটি গুলি করার আগে যেটিকে একবার করে টানতে হয় এবং একবার করে ট্রিগার চাপতে হয়।  এই ধরনের একশনকে বলা হয় বোল্ট একশন /সিঙ্গেল একশন সিস্টেম।
  • সেমি অটোমেটিক গান (Semi Automatic Gun) :- এই ধরনের বন্দুকে প্রতিটি গুলি করার জন্য একবার করে ট্রিগার চাপা লাগে কোন বোল্ট টানা লাগে না।
  • অটোমেটিক গান (Automatic gun) :- এই ধরনের বন্দুকে একবার ট্রিগার চাপলেই ম্যাগজিন খালি হওয়া না পর্যন্ত গুলি চলতে থাকে।
  • ফিড সিস্টেম (Feed System) :- বন্দুকের ম্যাগজিনটি কি ধরনের যেমন বক্স না বেল্ট না ব্যাগ আকৃতির তা নির্দেশ করে।

----------------------------------------------------------------------------------------------------------------------------------

Pistols and Revolvers

এগুলো ছোট অস্ত্র, কিন্তু কাজ কিন্তু ছোট না। চলুন দেখি এদের কিছু সদস্যকে,

Name:- Ballester Molina

Specification:-

Weapon typePistol
Caliber.45 ACP
ActionSingle Action
Overall length288 mm
Barrel length127 mm
Weight empty1,130g
Magazine capacity7-round detachable box magazine
Rate of fireShort-recoil, locked breech

Name:- M1911 Colt Pistol

Specification:-

Weapon typePistol
Caliber.45 ACP
ActionRecoil-operated, closed bolt
Overall length210 millimeters
Barrel length127 millimeters
Weight empty1.1 kilograms
Magazine capacity7 rounds
Maximum effective range244 Meters per second
Muzzle velocity920 meters per second

Name:-  JO.LO.AR.

Specification:-

Weapon typePistol
Caliber.45 ACP
ActionSingle Action
Magazine capacity9-round detachable box magazine
Rate of fireBlowback

Name:-  Golk

Specification:-

Weapon typePistol
Caliber.45 ACP
ActionSingle Action
Magazine capacity9-round detachable box magazine
Rate of fireBlowback

Name:-  ZIGANA

Specification:-

Weapon typePistol
Caliber9x19mm Luger Parabellum
ActionDouble Action
Overall length220 mm
Barrel length130 mm
Weight empty980 g
Magazine capacity17-round detachable box magazine
Rate of fireShort-recoil, locked breech

Name:-  Beretta M92F

Specification:-

Weapon typePistol
Caliber.45 ACP
ActionSingle Action
Overall length288 mm
Barrel length127 mm
Weight empty1,130g
Magazine capacity17-round detachable box magazine
Rate of fireShort-recoil, locked breech

এই হচ্ছে বর্তমানের জনপ্রিয় কতগুলি পিস্তল এবং রিভলবার।

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Battle Rifles

এটি অত্যান্ত শক্তিশালী আর্মস,একটু পুরনো ধাঁচের, এদের ৫০% সেমি অটোমেটিক।  সাধারানত পুলিশ বাহিনী দ্বারা ব্যবহৃত হয়।  চলুন দেখি এদের কিছু গুরুত্বপুর্ন সদস্য,

Name:-  AO-27

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber10x54mmR
ActionGas
Overall length893mm
Barrel length415mm
Rate of fire700rpm
Maximum effective range1000

Name:-  AR-16

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
ActionGas operated
Overall length940 millimeters
Barrel length464 millimeters
Weight empty3 kilograms, empty
Magazine capacity20 rounds
Rate of fire700-800 rounds per minute
Muzzle velocity991 meters per second

Name:-  Madsen LAR

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
Actiongas-operated
Weight empty4.64 kg
Magazine capacity20 rounds detachable
Rate of fire650-700 RPM
Maximum effective range600 m

Name:-  EM-2

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber.280 British / 7.62 x 51 mm NATO
ActionGas operated
Overall length889 mm
Barrel length623 mm
Weight empty3.5 kg
Magazine capacity20 rounds
Rate of fire450-600 rpm
Maximum effective range700 m
Muzzle velocity771 m/s

Name:-  BM59

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
ActionGas-operated, rotating bolt
Overall length1095 mm
Barrel length491 mm
Weight empty4.4 kg, empty
Magazine capacity20 rounds
Rate of fire750 rounds per minute

Name:- Howa T64

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
ActionGas operated, tilting bolt
Overall length990 mm
Barrel length450 mm
Weight empty4.3 kg empty
Magazine capacity20 rounds
Rate of fire450-500 rpm
Maximum effective range400 meters
Muzzle velocity700 m/s

Name:-  AB-7.62

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 39 mm(AB)
7.62x54R(ABV)
7.62 x 51 mm NATO(ABV)
Overall length(Open/Folded) *960 / 710 mm(AB)1000/ 750 mm(ABV)
Barrel length415 mm(AB)
455 mm(ABV)
Weight empty3.6 kilograms(AB)
3.9 kilograms(ABV)
Magazine capacity10, 20, or 30 rounds
Rate of fire750 round per minute

Name:-  TKB-579

Specification:-

Caliber7.62x54R
ActionGas
Magazine capacity10 or 20 rounds

Name:-  GRAM 63

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
Overall length1105 millimeters
Weight empty4.6 kilograms

Length:                                                              1105 mm
Mode:                                                                 selective fire
Function:                                                          Gas operated and tipping breech block

Name:-  SG510

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
ActionRoller-delayed blowback
Overall length39.95 inches (SG 510-4)
Barrel length19.9 inches (SG 510-4)
Weight empty5kg
Magazine capacity20 rounds
Rate of fire475-500 rpm
Maximum effective rangeeffective approx. 460m maximum approx. 3,725m
Muzzle velocity2495 fps
Other operatorsSwitzerland, Bolivia, Chile

Name:-  Heckler & Koch HK417

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
ActionGas-operated, Rotating bolt
Other operatorsUS

Name:-  Heckler & Koch  G3

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO (.308 win)
ActionRoller-delayed blowback
Overall length1023 millimeters
Barrel length450 millimeters
Weight empty4.5 kilograms
Magazine capacity20 rounds
Rate of fire600 rounds per minute
Maximum effective range500 meters
Muzzle velocity780 meters per second

Name:-  M14 rifle

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO, .308 Winchester
ActionGas-piston operated, Rotating bolt
Overall length112.1 centimeters (44.14 inches)
Barrel length559 millimeters (22 inches)
Weight empty5.2 kilograms (11.5 pounds)
Magazine capacity20 rounds
Rate of fire700 - 750 rounds per minute
Maximum effective range460 meters, 800+ meters w/ Optics
Muzzle velocity850 meters per second

Name:-  M1 Garand (বাঙ্গালী পুলিশ কন্সট্রেবলদের কাছে এগুলো থাকে)

Specification:-

Weapon typeBattle Rifle (semi automatic)
Caliber.30-06 Springfield, 7.62 x 51 mm NATO
ActionGas operated, rotating bolt
Overall length43.5 inches
Barrel length24 inches
Weight empty4.32 kg
Magazine capacitynon-detachable, En-Bloc only, 8 rounds
Rate of fire50RPM
Maximum effective range440 yards
Muzzle velocity2800 feet per second

Name:- FN FAL

Specification:-

Weapon typeBattle Rifle
Caliber7.62 x 51 mm NATO
Actiongas-operated, tilting breechblock
Overall length1090 millimeters - 50.00
1095 millimeters - 50.61 (stock extended)
845 millimeters - 50.61 (stock folded)
998 millimeters - 50.63 (stock extended)
748 millimeters - 50.63 (stock folded)
1125 millimeters - 50.41
Barrel length533 millimeters - standard
436 millimeters - "Para"
Weight empty4.45 kilograms - standard
3.77 kilograms - "Para"
Magazine capacity5-30 rounds
Rate of fire650-700 rounds per minute
Maximum effective range600 meters
Muzzle velocity840 meters per second
810 meters per second - 50.63

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

Carbines Rifle

ভয়ংকর দর্শন এ আর্মস অত্যাধুনিক এবং অটোমেটিক। এটি আসাল্ট রাইফেল এর জাতভাই কিন্তু আকারে আসাল্ট রাইফেল অপেক্ষা কিছুটা ছোট, এই আর্মস গুলো অপরাধ জগতে বেশ জনপ্রিয়, এদের ৯০% ই অটোমেটিক।  তাছাড়া বিভিন্য দেশের মিলিটারি বাহিনীতেও অনেক জনপ্রিয় এই ফায়ার আর্মস।  চলুন দেখি এদের কিছু সদস্যকে

Name:- AO-46

Specification:-

weight2.0 kg (4.4 lb)
Length655 mm (25.7 in) stock extended / 458 mm (18.0 in) stock folded
Barrel length245 mm

Cartridge5.45x39 mm
Caliber5.45 mm
ActionGas, Select Fire
Rate of fire700 rpm
Muzzle velocity715 m/s
Maximum range500 m
Feed systemGrip Magazine
SightsIron

Name:- TKB-022

Specification:-

Cartridge7.62 x 33mm
Feed system30 round box magazine
SightsIron

Name:- CEAM Modèle

Specification:-

Weapon typeCarbine
Caliber.30 Carbine
ActionRoller-delayed blowback
Magazine capacity30 rounds
Rate of fireApprox 700 rounds per minute

Name:- Thompson Light Rifle

Specification:-

Weapon typeCarbine
Caliber.30 Carbine
ActionBlowback
Overall length33ins
Barrel length16ins
Magazine capacity30 rounds
Rate of fire600–1200 rpm

Name:- Franchi LF-58

Specification:-

Weapon typeCarbine
Caliber.30 Carbine
ActionGas
Magazine capacity30 rounds

Name:- M4 5.56 Carbine

Specification:-

Weapon typeCarbine
Caliber5.56 x 45 mm NATO
ActionGas operated, Rotating bolt
Overall length33 inches
Barrel length14.5 inches
Weight empty5.9 pounds
Magazine capacity30 rounds
Rate of fire700 - 940 rounds per minute
Maximum effective range500 meters (point target), 600 meters (area target)
Muzzle velocity884 meters per second

Name:- HIW VSK

Specification:-

VariantsWetzlar Rifle
Wetzlar Carbine
Cartridge7.92x57mm (Rifle)
7.92x33mm Kurz (Carbine)
Caliber7.92mm
ActionBlow forward
Feed systemInternal magazine, stripper fed
SightsIron

Name:- AKSU

Specification:-

Weapon typeCarbine
Caliber.30 Carbine
ActionRoller-delayed blowback
Magazine capacity50 rounds
Rate of fireApprox 550 rounds per minute

Name:- M1 carbine

Specification:-

Weight5.2 lb (2.4 kg) empty
Length35.6 in (900 mm)
Barrel length18 in (460 mm)

Cartridge.30 Carbine
ActionGas-operated, rotating bolt
Rate of fireSemi-automatic (M1/A1)
850–900 rounds/min (M2/M3)
Muzzle velocity1,990 ft/s (607 m/s)
Feed system15 or 30-round detachable box magazine
SightsAperture L-type flip or adjustable rear sights, barleycorn-type front sight

Name:- San Cristobal Carbine

Specification:-

Weapon typeCarbine
Caliber.30 Carbine
ActionLever-Delayed Blowback
Magazine capacity30 round box magazine

Name:-  Ruger Mini-14

Specification:-

Weapon typeSemi-automatic rifle /Carbine rifle
Caliber
  • .223 Rem/5.56 x 45 mm NATO
  • .222 Remington (discontinued)
  • 7.62 x 39 mm M43 (as Mini-30)
  • 6.8 mm Remington SPC
ActionGas-operated, rotating bolt
Overall length946 mm (37.25 in)
Barrel length470 mm (18.5 in)
Weight empty2.9 kg (6 lb 6oz)
Magazine capacity5 or 20 round standard factory magazine, 30 round is discontinued (.223 or .222 only)
Rate of fireSemi-automatic / 750 RPM
Muzzle velocity3100 ft/s (945 m/s)

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Assault rifles

ফায়ার আর্মসের দুনিয়ায় যুবরাজ বলা হয় আসাল্ট রাইফেলকে। এরা সম্পুর্ন অটোমেটিক এবং একুরেট। দেখতে শুনতে হাল্কা পাতলা এবং ব্যবহারবিধি সহজ হওয়ায় অপরাধ জগতে এগুলো তুমুল জনপ্রিয় বিশেষ করে AK-47 রাইফেলটি। আমাদের দেশের র‍্যাব বাবাজীদের হাতেও এর অনেক সফস্যকে দেখতে পাওয়া যায়। আমরা যে একশন গেমস এবং মুভি গুলো দেখি সেগুলোতেও  আসাল্ট রাইফেলের ব্যবহার অত্যাধিক পরিমান থাকে বলে, এগুলোও আমাদের কাছে বেশ পরিচিত। Carbines এর বড় ভাই হচ্ছে আসাল্ট রাইফেল। তাছাড়া ফায়ার আর্মসের মধ্যে এর ব্যবহারও হয় বেশি। তো চলুন ঘুরে আসি অ্যাসাল্ট রাইফেলের দুনিয়া থেকে।

Name:-  AO-38

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.45 x 39 mm M74

Name:-  AO-62

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.45 x 39 mm M74

Name:-  AO-63

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.45 x 39 mm
Overall length890 millimeters
Weight empty3.68 kilograms
Rate of fire850 or 6000 rounds per minute
Maximum effective range600 meters

Name:-  Armtech C30R

Specification:-

Weapon typeAssault rifle
Caliber5.56 mm
ActionRotary Breech, Select Fire
Overall length719mm
Barrel length457mm
Weight empty3.17kg
Magazine capacity60 rounds, integral magazine
Rate of fire750rpm
Muzzle velocity795mps

Name:-  Daewoo K2

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas operated, rotating bolt
Overall length980 mm, 730 mm with folded stock
Barrel length465 mm
Weight empty3.26 kg
Magazine capacityVarious STANAG Magazines
Rate of fire750 rpm
Maximum effective range
  • 500-600 m (SS109),
  • 460 m (M193)
Muzzle velocity
  • 920 m/s (SS109),
  • 960 m/s (M193)

Name:-  EMER-K1

Specification:-

Weapon typeAssault rifle / Light machine gun
Caliber5.56 x 45 mm NATO
ActionGas
Magazine capacity30- round detachable box magazine
Rate of fire650rpm (Round per minute )

Name:- Grad

Specification:-

Weapon typeBullpup Assault rifle
Caliber5.45 x 39 mm M74
ActionGas
Magazine capacity30- round detachable box magazine
Rate of fire650rpm (Round per minute )

Name:- FARA 83

Specification:-

Weapon typeAssault Rifle
ActionGas
Overall length1,000mm
Weight empty3.95kg
Magazine capacity30 rounds
Rate of fire750rpm
Maximum effective range300-500m
Muzzle velocity980m/s

Name:- Rung Paisarn RPS-001

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas, Select Fire
Overall length102.37cm
Barrel length49.53cm
Weight empty3.20kg
Magazine capacity30 rounds
Rate of fireApprox 650 rounds per minute
Maximum effective range400m

Name:- SA80 - L85/L22

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO (.223)
Actiongas-operated
Overall lengthL85: 780 mm / 30.7"
L22: 709 mm / 27.9"
Barrel lengthL85: 518 mm / 20.4"
L22: 442 mm / 17.4"
Weight emptyL85: 4.13 kg / 9.1 lbs
Magazine capacity30 round STANAG Magazine
Rate of fire610–775 rounds/min
Maximum effective range400m/437yd Iron Sight 600m/656yd (with SUSAT)
Muzzle velocityL85: 940 m/s (3,084.0 ft/s)

Name:- Sterling SAR-87

Specification:-

Weapon typeAssault rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas
Overall length95cm
Weight empty3.7kg
Magazine capacity30 round STANAG Magazine
Rate of fire650rpm
Maximum effective range400m
Muzzle velocity990mps

Name:- Steyr Armee Universal Gewehr (AUG)

Specification:-

Weapon typeAssault Rifle, Submachine Gun, Light Machine Gun
Caliber
  • 5.56 x 45 mm NATO
  • 9 x 19 mm Parabellum
ActionGas-operated, Rotating bolt
Overall length790 millimeters (Standard), 690 millimeters (Carbine), 630 millimeters (Subcarbine), 900 millimeters (HBAR), 665 millimeters (Para)
Barrel length508 millimeters (Standard), 407 millimeters (Carbine), 350 millimeters (Subcarbine), 621 millimeters (HBAR), 420 millimeters (Para)
Weight empty3.6 kilograms (Standard), 3.3 kilograms (Carbine), 3.2 kilograms (Subcarbine), 3.9 kilograms (HBAR), 3.3 kilograms (Para)
Magazine capacity30 or 42 rounds
Rate of fire650–700 rounds/min
Maximum effective rangeSighted for 300 meters
Muzzle velocity940 meters per second

Name:- FAMAS

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 NATO
Actiongas-operated
Overall length757 mm
Barrel length488 mm
Weight empty3.8 kg
Magazine capacity25 rounds proprietary/
/30 rounds STANAG
detachable box
Rate of fire900-1100 RPM
Maximum effective range400 m
Muzzle velocity925 m/s

Name:- AK-47

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber7.62 x 39 mm
ActionGas operated, Rotating bolt with 2 lugs
Overall length870 millimeters (fixed wooden stock), 875 millimeters (folding stock extended), 645 millimeters (stock folded)
Barrel length415 millimeters
Weight empty4.3 kilograms
Magazine capacity30 rounds
Rate of fire600 rounds per minute
Maximum effective range300 meters (full automatic), 400 meters (semi-automatic)
Muzzle velocity715 meters per second

Name:- FNC

Specification:-

Caliber5.56 x 45 mm NATO
ActionLong stoke gas operated, rotating bolt
Overall length997 mm (776 mm with folded butt) Standard/ 911 mm Para
Barrel length449 mm (363 mm "Para" model)
Weight empty4.06 kg (3.81 kg "Para" model)
Magazine capacity30 rounds (accepts all STANAG-compatible magazines)
Rate of fire~700 rounds per minute
Maximum effective range450 meters

Name:- FN F2000

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas operated, Rotating bolt with 7 lugs
Overall length694mm (27.32 inches)
Barrel length400mm (15.75 inches)
Weight empty3.6 kg empty (standard), 4.6 kg empty (w/ EGLM grenade launcher)
Magazine capacity20 rounds or 30 rounds
Rate of fire850 RPM
Maximum effective range500m
Muzzle velocity900 m/s

Name:- Madsen LAR

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber7.62 x 51 mm NATO
Actiongas-operated
Weight empty4.64 kg
Magazine capacity20 rounds detachable
Rate of fire650-700 RPM
Maximum effective range600 m

Name:- VAHAN

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.45 x 39 mm
Actionclosed bolt, built in firing pins
Overall length725 - 920 millimeters
Barrel length415 millimeters
Weight empty3.85 kg empty, no optics
Magazine capacity30 or 45 rounds
Rate of fire800 rounds per minute
Maximum effective range500 meters
Muzzle velocity1000 meters per second

Name:- Heckler & Koch HK416

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas-operated, Rotating bolt
Overall length
  • HK416C: 690 millimeters stock extended / 560 millimeters stock collapsed
  • D10RS: 797 millimeters stock extended / 701 millimeters stock collapsed
  • D14.5RS: 900 millimeters stock extended / 804 millimeters stock collapsed
  • D16.5RS: 951 millimeters stock extended / 855 millimeters stock collapsed
  • D20RS: 1,037 millimeters stock extended / 941 millimeters stock collapsed
Barrel length
  • HK416C: 228 millimeters
  • D10RS: 264 millimeters
  • D14.5RS: 368 millimeters
  • D16.5RS: 419 millimeters
  • D20RS: 505 millimeters
Weight empty
  • HK416C: 2.950 kilograms
  • D10RS: 3.020 kilograms
  • D14.5RS: 3.490 kilograms
  • D16.5RS: 3.560 kilograms
  • D20RS: 3.855 kilograms
Rate of fire700-900 rounds per minute

Name:- SG540

Specification:-

Caliber5.56 x 45 mm NATO
Overall length950 mm
Barrel length460 mm
Weight empty3.26 kg
Magazine capacity20 or 30 rounds
Rate of fire650-800 rpm

Name:- Chropi rifle

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber7.62x39mm M43
ActionGas
Overall length1090mm
Weight empty5kg
Magazine capacity30 rounds
Rate of fire475-500 rpm

Name:- H&K G36E

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56x45mm (.223 Rem)
ActionGas-operated, Rotating bolt
Overall length999 millimeters
Barrel length480 millimeters
Weight empty3.3 kilograms
Magazine capacity30 rounds
Rate of fire750 rounds per minute
Maximum effective range800 meters
Muzzle velocity920 meters per second

Name:- G11

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber4.73×33mm caseless
ActionGas operated, Rotating breech
Overall length750 millimeters
Barrel length540 millimeters
Weight empty3.6 kilograms
Magazine capacity45 or 50 rounds
Rate of fire600 rounds per minute
Maximum effective range400 meters
Muzzle velocity930 meters per second

Name:- TKB-022

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber7.62 x 39 mm M43, 5.45 x 39 mm M74(TKB-022PM5)
Magazine capacity30 rounds
Rate of fireApprox 650 - 750 rounds per minute

Name:- T11

Specification:-

Weapon typeAssault rifle
Caliber5.56x45mm NATO
ActionRoller delayed blowback
Magazine capacity25, 30, 40-round detachable box magazine
Rate of fire750rpm

Name:-VB Berapi LP06

Specification:-

Weapon typeAssault rifle
Caliber5.56 mm
Overall length587 mm
Barrel length400 mm
Magazine capacity30 rounds, box magazine
Maximum effective range600 m

Name:- TAR-21 Tavor

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
Actiongas-operated
Overall length720 mm
Barrel length460 mm
Weight empty2.8 kg
Magazine capacity20 / 30 rounds detachable
Rate of fire750 - 900 RPM
Maximum effective range500 m

Name:- M16 5.56mm Rifle

Specification:-

Weapon typeAssault Rifle
Caliber5.56 x 45 mm NATO
ActionGas operated, Rotating bolt
Overall length986 millimeters
Barrel length508 millimeters
Weight empty7.8 pounds
Magazine capacity5, 20, or 30 rounds
Rate of fire700 - 950 rounds per minute
Maximum effective range550 meters (point target), 800 meters (area target)
Muzzle velocity945 meters per second

Name:- Ruger SR-556

Specification:-

Country of originArmenia
Weapon typeAssault Rifle
Caliber5.45 x 39 mm
Actionclosed bolt, built in firing pins
Overall length725 - 920 millimeters
Barrel length415 millimeters
Weight empty3.85 kg empty, no optics
Magazine capacity30 or 45 rounds
Rate of fire800 rounds per minute
Maximum effective range500 meters
Muzzle velocity1000 meters per second

------------------------------------------------------------------------------------------------------------------------

Shotguns

ফায়ার আর্মসের দুনিয়ায় এর অবস্থান তেমন শক্ত না হলেও একেবারে ফেলবার মতও নয়। তুলনামুলক ধীর এই ফায়ার আর্মসের সেমি অটোমেটিক এবং অটোমেটিক ভার্সন ও কিন্তু আছে। উন্নত বিশ্বে ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেকে এটি ব্যবহার করে। এর ফায়ারিং রেঞ্জ বেশি না বাট এর হিটিং পাওয়ার খুব শক্তিশালী,

এর গুলি গুলো ভিন্ন ধরনের, এগুলো ছিটা গুলি অর্থাৎ ফায়ারিং এর, পর গুলিটি ভেঙ্গে ভিতরের ধাতব লেড এর টুকরো গুলো বের হয়ে আসে যা অনেকটা গ্রেনেডের স্প্লিন্টারের মত কাজ করে যা উপরের ছবি দুটো দেখলেই বুঝতে পারবেন।  বর্তমানে ৩ ধরনের শটগান আছ, এগুলোর বিস্তারিত বর্ননা নিচে দিচ্ছি। যথা,

1. Pump-Action Shotgun

2. Semi-Automatic Shotgun

3. Automatic Shotgun

পাম্প একশন শটগান গুলোর সামনে "ফরস্টক" থাকে (উপরের ছবিতে দেখুন), একবার গুলি করার পর ওই অংশটি একবার করে টান দেওয়া লাগে আর একবার করে ট্রিগার চাপা লাগে। সেমিঅটোমেটিক শটগানগুলোর প্রতিটি গুলির জন্য একবার করে ট্রিগার চাপা লাগে, আর অটোমেটিক শটগান গুলোর ট্রিগার একবার চেপে ধরে রাখলেই হয়, অনবরত গুলি বের হতে থাকে।

--------------------------------------------------------------------------------------------------

Pump-Action Shotgun

Name:- Ithaca 37 Homeland Security

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge
ActionPump Action
Overall length1003 mm / 39.5"
Barrel length470 mm / 18.5"
Weight empty3.06 kg / 6.75 lbs
Magazine capacity4 shells in underbarrel tube magazine
Rate of firesingle shots

Name:- MAG-7

Specification:-

Weapon typeShotgun
Caliber12ga shortened (60 mm long)
ActionPump Action
Overall length550 mm
Barrel length320 mm
Weight empty4 kg
Magazine capacity5 rounds, detachable box
Rate of firesingle shots
Maximum effective range40 m

Name:- SPAS-12

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge
Overall length1041 mm
Barrel length546 mm
Weight empty4.4 kg
Magazine capacity8+1 rounds
Rate of firepump-action / gas-actuated
Maximum effective range40 m

---------------------------------------------------------------------------------------------------------------------------

Semi-Automatic Shotgun

Name:- SPAS-12

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge / 16 gauge / 20 gauge
Actionrecoil-operated
Barrel length24" to 30"
Magazine capacity5 shells/8 shells in underbarrel tube magazine
Rate of firesingle shots

Name:- M1014

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge
Actiongas-operated, semi-automatic
Overall length910/670 mm (open/folded buttstock)
Barrel length430 mm
Weight empty3.5 kg
Magazine capacity5 shells/8 shells
Rate of firesingle shots
Maximum effective range50 - 100 m (slug)

Name:-  Remington 11-87

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge, 20 gauge
Barrel length21-30 inches
Weight empty8.25 pounds with a 28-inch barrel
Magazine capacity5, 7 (extended)

Name:-  Saiga 12K

Specification:-

Weapon typeShotgun
Caliber12 gauge
Actiongas-operated, semi-automatic
Overall length910/670 mm (open/folded buttstock)
Barrel length430 mm
Weight empty3.5 kg
Magazine capacity5 shells/8 shells
Rate of firesingle shots
Maximum effective range35 - 70 m (shot)
50 - 100 m (slug)

----------------------------------------------------------------------------------------------------------------------------

Automatic Shotgun

Name:-  Saiga 12K

Specification:-

Weapon typeAutomatic Military Shotgun
Caliber12 Gauge (23/4 magnum)
ActionGas operated blow back
Overall length966 millimeters
Barrel length457 millimeters
Weight empty4.76 kg
Magazine capacity8 round box, 20 round drum
Rate of fire360 rounds per minuete
Maximum effective range75 meters

Name:-  Pancor Jackhammer Mark 2

Specification:-

Weapon typeMachine Revolver Combat Shotgun
ActionBlow-Forward/Fosbery Action
Magazine capacity10 round drum magazine/Landmine
Rate of fire270rpm

Name:-  ENARM Pentagun

Specification:-

Cartridge12 Gauge
Rate of fireAutomatic
Feed system6 round cylinder
SightsIron

----------------------------------------------------------------------------------------------------------------------------

Sub Machine Guns (SMG)

সাবমেশিন গান, এর সম্পর্কে অনেকের না জানা থাকলেও অন্তত নামটি একবার শোনার কথা। ফায়ার আর্মসের জগতে অত্যান্ত শক্তিশালী এর অবস্থান। এর ধংসাত্বক  অবস্থান সহজ কথায় বলতে গেলে এরা অ্যাসাল্ট রাইফেলের বড় ভাই এবং মেশিনগানের ছোট ভাই। পুর্বে এরা মেশিন পিস্তল নামে পরিচিত ছিলো। এরা ফুললি অটোমেটিক এবং বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। এদের যুদ্ধক্ষেত্রে বেশি দেখা গেলেও ইউরোপ আমেরিকার পুলিশদের কাছে জনপ্রিয় বিশেষত "UGI" গানটি। মোটামুটি ভারি এবং বিশেষ ট্রেইনিং এর দরকার হয় বলে অপরাধ জগতে এর ইউজ একটু কম। এটি দিয়ে ব্রাশ ফায়ার করতে মজা। এর বুলেট গুলোও অনেক শক্তিশালী। চলুন দেখে আসি এদের কিছু গুরুত্বপুর্ন সদস্য।

Name:-  Avenger SMG

Specification:-

Country of originNorthern Ireland
Caliber9x19mm Parabellum
ActionBlowback
Magazine capacity32 rounds
Used byIRA, UVF

Name:-  BARZ

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9 x 18 mm Makarov
ActionBlowback
Magazine capacity30- round detachable box magazine

Name:-  M1

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9 x 19 mm Parabellum
Barrel length228 mm
Magazine capacity20- or 32- rounds
Rate of fire600 rpm
Muzzle velocity400 m/s

Name:-  BXP

Specification:-

Caliber9 x 19 mm Parabellum
Barrel length208 mm
Rate of fire1000 rpm

Name:-  Calico M960

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9x19mm Parabellum
ActionRoller-delayed blowback
Overall length835mm (Stock extended), 647mm (Stock retracted)
Barrel length330mm
Weight empty2.17 kg (Empty)

Name:-  M9M1

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9 x 19 mm Parabellum
ActionBlowback, Closed bolt

Name:-  SM-9

Specification:-

Weapon typeMachine Pistol
Caliber9x19mm Parabellum
ActionBlowback
Magazine capacity30 Rounds
Rate of fire1200RPM

Name:-  Cobra

Specification:-

Weapon typeSubmachine Gun
Caliber9x19mm Parabellum
ActionBlowback
Magazine capacityUzi compatable magazines

Name:- TC-10

Specification:-

Caliber9 mm
ActionDelayed Blow back
Overall length8 inches
Weight empty2.5 pounds
Magazine capacity32 rounds

Name:-  FN P90

Specification:-

Weapon typeSMG
Caliber5.7 x 28 mm SS190
ActionStraight blowback, Closed bolt
Overall length500 millimeters
Barrel length263 millimeters
Weight empty2.5 kilograms
Magazine capacity50 rounds
Rate of fire900 rounds per minute
Maximum effective range200 meters
Muzzle velocity716 meters per second

Name:-  Grot CH-9/25

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9x19mm Parabellum
ActionBlowback
Overall length705mm stock extended, 470mm stock folded
Barrel length285mm
Magazine capacity25-30 rounds
Rate of fire925-1200rpm

Name:- Hafdasa C-4

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9 x 19 mm Parabellum and .45 ACP
ActionBlowback
Magazine capacity50- (9 mm); 40- (.45)
Rate of fire900rpm

Name:- Halcon ML-63

Specification:-

Weapon typeSubmachine gun
Caliber9 x 19 mm Parabellum
Magazine capacity30 rounds

Name:- Hecker & Koch MP7

Specification:-

Weapon typePersonal Defense Weapon/SMG
Caliber4.6 x 30 mm NATO
ActionGas-operated, Rotating bolt
Overall length340 -540 mm
Barrel length180 mm
Weight empty1.5 kg
Magazine capacity20-40 rounnds

Old Design

New Design

Name:-  H&K MP5

Specification:-

Weapon typeSubmachine Gun
Caliber
  • 9x19mm Parabellum
  • .40S&W (10x22 mm)
  • 10 mm Auto (10x25 mm)
  • Actiongas-operated
    Overall length680 mm with fixed buttstock
    660 mm / 490 mm with folding buttstock
    Barrel length225 mm
    Weight empty2.54 kg / 2.88 kg
    (fixed/folded stock)
    Magazine capacity30 rounds / 15 rounds, detachable box magazines
    Rate of fire800 RPM
    Maximum effective range200 m
    Muzzle velocity270 m/s

    Name:-  Alpha GPI

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 19 mm Parabellum
    ActionBlowback
    Magazine capacity32 round Magazine

    Name:-  Uzi

    Specification:-

    Weapon typeSubmachine Gun
    Caliber9x19mm Parabellum, .22 Long Rifle, .41 AE, .45 ACP
    ActionBlowback
    Overall length650 mm, extended stock;470 mm, collapsed stock
    Barrel length260 mm
    Weight empty3.5 kg
    Magazine capacity10 (.22 Long Rifle, .41 AE), 16 (.45 ACP), 20, 25 (.45 ACP), 32, 40, 50 round box magazines
    Rate of fire600 rounds per minute
    Maximum effective range100 meters
    Muzzle velocity400 meters per second

    Name:-  Kommando Land Defence Pistol

    Specification:-

    Weapon typeSubmachine Gun
    Caliber9x19mm Parabellum
    ActionBlowback
    Weight empty2.7kg
    Magazine capacityUzi compatable magazines

    Name:- M3 "Grease Gun"

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber.45 ACP
    9 x 19 mm Parabellum
    ActionBlowback
    Rate of fire450 rpm

    Name:-  Uru

    Specification:-

    eapon typeSubmachine gun
    Caliber
    • .38 ACP
    • 9 x 19 mm Parabellum
    ActionBlowback

    Name:-  M-52/60 (Sten gun) (আমাদের মুক্তিযোদ্ধা গেরিলাদের প্রিয় অস্ত্র ছিলো)

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 19 mm Parabellum
    ActionGas operated
    Overall length800 mm, stock extended; 640 mm, stocked retracted
    Barrel length180 millimeters
    Weight empty3.3 kilograms
    Magazine capacity40 rounds
    Muzzle velocity850 meters per second

    Name:-  MP-40 (আমাদের মুক্তিযোদ্ধা গেরিলারা ব্যবহার করতো)

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 19 mm Luger
    ActionFull-Auto Only
    Overall length
    • 630 mm (stock closed)
    • 833 mm (stock open)
    Weight empty
    • 4.7 kg loaded
    • 4.03 kg empty
    Magazine capacity32- 64- round detachable box magazine
    Rate of fire500 rpm
    Maximum effective rangeca. 100 meters

    Name:-  Northwood R-76

    Specification:-

    Weapon typeSubmachine Gun
    Caliber9x19mm Parabellum
    ActionBlowback
    Magazine capacity13/20/30 round Browning Hi-Power compatable magazines
    Rate of fire500RPM

    Name:-  Pistola Ametralladora Patria

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 19 mm Parabellum

    Name:-  Policeman SMG

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 18 mm Makarov
    ActionBlowback
    Magazine capacity30- round detachable box magazine

    Name:-  PPSh-41 (২য় বিশ্বযুদ্ধের সময় বহুল ব্যাবহৃত)

    Specification:-

    Weapon typeSubmachine Gun
    Caliber7.62X25 TT
    Actionblowback-operated
    Overall length843 mm
    Barrel length269 mm
    Weight empty3,63 kg
    Magazine capacity71 rounds, detachable drum
    35 rounds, detachable box
    Rate of fire900 RPM
    Maximum effective range200 m
    Muzzle velocity830 m/s

    Name:-  Sten Gun

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 mm
    Overall length760 mm
    Barrel length196 mm
    Weight empty~3.2 kilograms
    Magazine capacity32 rounds
    Rate of fire~500 rpm, depending on version
    Maximum effective range60 meters
    Muzzle velocity365 meters per second

    Name:-  Thompson Sub Machine Gun (২য় বিশ্বযুদ্ধের সময় বহুল ব্যাবহৃত)

    Specification:-

    Weapon typeSubmachine Gun
    Caliber.45 ACP
    ActionBlowback
    Overall length813 mm (M1A1/M1), 851 mm (M1928A1)
    Barrel length260 mm
    Weight empty4.8 or 4.9 kilograms, depending on model, empty
    Magazine capacity20, 30, 50, or 100 box or drum
    Rate of fire600-1200 rounds per minute, depending on model
    Maximum effective range50 meters
    Muzzle velocity280 meters per second

    Name:-  ZB-47

    Specification:-

    Weapon typeSubmachine gun
    Caliber9 x 19 mm Parabellum
    ActionBlowback
    Magazine capacity32 rounds

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------

    Sniper Rifles

    এই হল স্নাইপার রাইফেল, আমার সবচে প্রিয় ফায়ার আর্মস। একে হয়তো নতুন করে আপনাদের সাথে পরিচিত করানো লাগবে না, আমার মনে হয় প্রায় সব্বাইই এর নামটি শুনেছেন। বিশেষত একশন গেম গুলো যারা খেলেন তাদের বেলায় তো কথাই নাই, এটির সাথে আমি প্রথম পরিচিত হই হিটম্যান গেমটি খেলে। এই ফায়ার আর্মস গুলো অত্যান্ত একুরেট। কয়েক কিমিঃ দূর থেকে এটি লক্ষভেদ করতে সক্ষম, এর RPM( Round Per Minute) কম হলেও একদম নিখুত। যুদ্ধক্ষেত্রে টাওয়ারের উপর থেকে এর কার্যক্রম চালানো হয়। সেনাবাহিনীতে বিশেষ স্নাইপার টিম থাকে। মুখে বলা যতটা সহজ এটি চালানো অতটা সহজ না, উচ্চতর প্রশিক্ষনের প্রয়োজন হয় কারন একচুল পরিমান এদিক ওদিক হলেই টার্গেট মিস, মোট কথা চালাতে বুদ্ধির এবং ভালো এইমের দরকার হয়।  আধুনিক স্নাইপার গুলোর রেঞ্জ ২০০০মিঃ- ৫০০০মিঃ পর্যন্ত হয়।  তো দেখে আসি বেশ কিছু জনপ্রিয় স্নাইপার রাইফেল...........

    Name:-  AS-50

    Specification:-

    Country of originUnited Kingdom
    CaliberRange.50 BMG1200 m

    Name:-  Barrett M82

    Specification:-

    Weapon typeSpecial Application Scoped Rifle
    Caliber.50 BMG
    ActionGas-Operated
    Overall length1150 mm - 1200 mm (M82A1)
    Barrel length508 mm - 737 mm (M82A1)
    Weight empty14 kg (M82A1)
    Magazine capacity10 round detachable box magazine
    Maximum effective range1800 Meters Effective (M82A1)

    Name:-  FD-200

    Specification:-

    Weapon typeDMR
    Caliber7.62x51mm NATO
    Actiongas-operated
    Overall length1,200mm
    Barrel length620mm
    Weight empty5.10kg
    Magazine capacity5,10,20 round magazine
    Rate of firesemi-automatic

    Name:-  Intervention

    Specification:-

    Weapon typeSniper Rifle
    Caliber.408 CheyTac or .375 CheyTac
    ActionBolt-action
    Overall length1346 mm stock extended, 1187 mm stock collapsed
    Barrel length737 mm, standard
    Weight empty14 kilograms
    Magazine capacity7 round box magazines
    Maximum effective range2000 m +

    Name:- Istiglal Ist-14.5

    Specification:-

    Weight44.0 lbs (20.0 kg)

    Cartridge14.5x114mm
    ActionRecoil-operated, rotating bolt
    Effective range3,000 m (9,843 ft)
    Feed system10-round detachable box magazine

    Name:-  NTW-20

    Specification:-

    Weight31 kg (NTW 20),
    34 kg (NTW 14.5)
    Length1,795 mm (NTW 20),
    2,015 mm (NTW 14.5)
    Barrel length1,000 mm (NTW 20),
    1,220 mm (NTW 14.5)
    CrewTwo; rifle breaks down into two parts for transport and fits into two backpacks weighing 15kg each, one containing the weapon receiver section, while the other contains the barrel and ammunition

    Cartridge20 × 82mm (NTW 20)
    20 × 110mm Hispano (NTW 20x110)
    14.5 × 114mm (NTW 14.5)
    ActionBolt action
    Muzzle velocity720 m/s (20 x 82mm)
    820 m/s (20 x 110mm)
    1,000 m/s (14.5 x 114mm)
    Effective range1,500m (20 x 82mm)
    1,800m (20 x 110mm)
    2,300m (14.5 x 114mm)
    Feed system3-round detachable box magazine (20 x 82mm and 14.5 x 114mm)
    Single shot (20 x 110mm)
    Sights8 x 56 Lynx Telescopic sight

    Name:-  Dragunov SVD

    Specification:-

    Weight4.30 kg (9.48 lb) (with scope and unloaded magazine)[2]
    4.68 kg (10.3 lb) (SVDS)
    4.40 kg (9.7 lb) (SVU)
    5.02 kg (11.1 lb) (SWD-M)
    Length1,225 mm (48.2 in) (SVD)[2]
    1,135 mm (44.7 in) stock extended / 815 mm (32.1 in) stock folded (SVDS)
    900 mm (35.4 in) (SVU)
    1,125 mm (44.3 in) (SWD-M)
    Barrel length610 mm (24.0 in) (SVD, SWD-M)[2]
    565 mm (22.2 in) (SVDS)
    600 mm (23.6 in) (SVU)

    Cartridge7.62x54mmR[2]
    ActionGas-operated, rotating bolt
    Muzzle velocity830 m/s (2,723 ft/s) (SVD, SVDS, SWD-M)
    800 m/s (2,624.7 ft/s) (SVU)
    Effective range800 m
    Maximum range1,300 m with scope
    1,200 m with iron sights
    Feed system10-round detachable box magazine[2]
    SightsPSO-1 telescopic sight and iron sights with an adjustable rear notch sight

    Name:-  M40

    Specification:-

    Weapon typeSniper Rifle
    Caliber7.62 x 51 mm NATO
    ActionBolt-action
    Overall length
  • M40A1: 1,117 mm (43.97 in)
  • M40A3: 1,124 mm (44.25 in)
  • Barrel length
  • M40: 660 mm
  • M40A1: 610 mm
  • Weight empty
  • M40A1: 6.57 kg (14.48 lb)
  • M40A3: 7.5 kg (16.5 lb) [weights w/ scope and loaded]
  • Magazine capacity5 round intergral box magazine; 6 rounds (M40A3 only) intergral box magazine
    Rate of fireSemi-automatic
    Maximum effective range
  • M40: 800 meters
  • M40A1/A3: 915 meters
  • Muzzle velocity2,550 f/s

    Name:-  Dragunov

    Specification:-

    Weapon typeSniper Rifle
    Caliber7.62 x 54 mm R
    ActionGas operated, rotating bolt
    Overall length1220 mm
    Weight empty4.3 kg
    Magazine capacity10 round magazine
    Maximum effective range1300 m w/ scope; 1200 m w/ iron
    Muzzle velocity830 m/s

    Name:-  Marine Scout Sniper Rifle

    Specification:-

    Caliber.50 BMG
    ActionGas-Operated
    Overall length1150 mm - 1225 mm
    Barrel length520 mm - 737 mm
    Weight empty14 kg (M82A1)
    Magazine capacity10 round detachable box magazine
    Maximum effective range2300 Meters Effective

    Name:-  Heckler & Koch PSG1

    Specification:-

    Weight7.2 kg (15.87 lb)
    Length1,230 mm (48.4 in)
    Barrel length650 mm (25.6 in)
    Width59 mm (2.3 in)
    Height258 mm (10.2 in) with telescopic sight

    Cartridge7.62x51mm NATO
    ActionRoller-delayed blowback
    Muzzle velocity868 m/s (2,848 ft/s)
    Effective range800 m
    Feed system5- or 20-round detachable box magazine
    SightsHendsoldt ZF6x42PSG1 telescopic sight with illuminated reticle

    Name:-  Sako TRG

    Specification:-

    Weight4.7 kg (10.4 lb) empty (TRG-22 black)
    4.9 kg (10.8 lb) empty (TRG-22 green/tan/dark earth)
    5.2 kg (11.5 lb) empty (TRG-22 fold. stock 510 mm barrel)
    5.4 kg (11.9 lb) empty (TRG-22 fold. stock 660 mm barrel)
    5.1 kg (11.2 lb) empty (TRG-42 black)
    5.3 kg (11.7 lb) empty (TRG-42 green/tan/dark earth)
    5.8 kg (12.8 lb) empty (TRG-42 fold. stock 690 mm barrel)
    Length1,000 mm (39.37 in) (TRG-22 510 mm barrel)
    1,150 mm (45.28 in) (TRG-22)
    1,020 mm (40.16 in) (TRG-42 fold. stock 510 mm barrel)
    1,200 mm (47.24 in) (TRG-42)
    Barrel length510 mm (20.08 in) (TRG-22 and TRG-42 fold. stock)
    660 mm (25.98 in) (TRG-22)
    690 mm (27.17 in) (TRG-42)

    Cartridge.308 Winchester (TRG-22)
    .300 Winchester Magnum (TRG-42)
    .338 Lapua Magnum (TRG-42)
    ActionBolt-action
    Effective range800 m (875 yd)
    (TRG-22 / .308 Winchester)
    1,100 m (1,203 yd)
    (TRG-42 / .300 Win. Mag.)
    1,500 m (1,640 yd)
    (TRG-42 / .338 Lap. Mag.)
    Feed system5, 7 or 10-round detachable box magazine
    SightsAperture rear (with flip-up open tritium night/combat sight); day or night optics

    Name:-  Mk12 Special Purpose Rifle

    Specification:-

    Weight10 lb (4.5 kg). (Fully loaded, w/heavy barrel, optic & 30 rounds)
    Length37.5 Inches
    Barrel length18 Inches

    Cartridge5.56x45mm NATO
    ActionGas-operated, Rotating bolt
    Rate of fireSemi-automatic
    Muzzle velocity3,050 ft/s (930 m/s)
    Effective range600 yards (550 m)
    Feed system20- or 30-round STANAG Magazine

    Name:- Vidhwansak

    Specification:-

    Weight25 kg
    Length1.7 m
    Barrel length1.1 m
    Crew2

    Calibre14.5mm x 144
    ActionManual Bolt Action
    Muzzle velocity1,040 m/s
    Effective range1,800 m
    Maximum range2,000 m
    Feed systemMagazine
    Sights8X42 Power Telescopic sight with Parallax adjustment

    Name:- Steyr IWS 2000

    Specification:-

    Weight18 kg (39.7 lb)
    Length1,800 mm (70.9 in)
    Barrel length1,200 mm (47.2 in)

    Cartridge14.5 mm (AMR 5075)
    15.2 x 169 mm (IWS 2000)
    ActionLong recoil Rotating bolt
    Muzzle velocity1,450 meters per second
    Effective range1,000 meters
    Maximum range2,500 meters
    Feed system5-round detachable box magazine
    Sights10x Telescopic sight

    Name:-  Desert Tactical Arms Stealth Recon Scout

    Specification:-

    Weight
    • 11.5 lb (5.2 kg) (.243 Winchester)
    • 11 lb (5.0 kg) (7.62x51 mm)
    • 12 lb (5.4 kg) (.300 Winchester Short Magnum)
    • 12.37 lb (5.6 kg) (.338 Lapua Magnum)
    Length
    • 33.5 in (850.9 mm) (.243 Winchester)
    • 31.5 in (800.1 mm) (7.62x51 mm)
    • 35.5 in (901.7 mm) (.300 Winchester Magnum)
    • 37.5 in (952.5 mm) (.338 Lapua Magnum)
    Barrel length
    • 24 in (609.6 mm) (.243 Winchester)
    • 22 in (558.8 mm) (7.62x51 mm)
    • 26 in (660.4 mm) (.300 Winchester Magnum)
    • 26 in (660.4 mm) (.338 Lapua Magnum)

    Cartridge
    • .243 Winchester
    • 7.62x51 mm (.308 Winchester)
    • .300 Winchester Magnum
    • .338 Lapua Magnum
    ActionBolt-action
    Feed system
    • 5-round detachable box magazine (.338 Lapua Magnum)
    • 6-round detachable box magazine (.300 Winchester)
    • 7-round detachable box magazine (.243 Winchester, .308 Winchester)
    SightsTelescopic sight

    Name:- M110 SASS (SR-25)

    Specification:-

    Weight6.94 kg (15.3 lb) with scope, bipod, and a loaded 20-round magazine
    Length1,029 mm (40.5 in) (buttstock fully compressed),
    1,181 mm (46.5 in) (buttstock fully compressed and suppressor attached)
    Barrel length508 mm (20 in)

    Cartridge7.62x51mm NATO
    ActionGas-operated, rotating bolt
    Rate of fireSemi-automatic
    Muzzle velocity783 m/s (2,570 ft/s) with 175gr. M118LR
    Effective range800 metres (875 yd) (point targets)
    Feed system10 or 20-round detachable box magazine

    Name:-  C14 Timberwolf

    Specification:-

    Weight7.1 kg (15.6 lbs) unloaded
    Length1200 mm (47 in)
    1245 mm (49 in) with muzzle brake
    Barrel length660 mm (26 in)

    Cartridge.338 Lapua Magnum
    Actionmanually operated bolt action
    Muzzle velocity823 m/s (2700 ft/s) for 19.44 g (300 gr) SMK
    Effective range1,500 m
    Feed system5 round detachable box
    Sightsday or night optics

    Name:-  L96 (SR-98)

    Specification:-

    Weight6.5 kg (14.3 lb)
    Length1,180 mm (46.5 in)
    Barrel length660 mm (26.0 in)

    Cartridge.243 Winchester
    7.62x51mm NATO (.308 Winchester)
    .300 Winchester Magnum
    .338 Lapua Magnum
    ActionBolt-action
    Muzzle velocity850 m/s (2,790 ft/s)
    Effective range800 m (870 yd)
    Feed system10-round detachable box magazine
    Sightsdetachable aperture type iron sights
    day or night optics

    Name:- JNG-90

    Specification:-

    Cartridge7.62x51mm NATO
    Actionbolt-action
    Muzzle velocity860 m/s
    Effective range1000 m
    Feed system10-round magazine
    Sightsday or night optics

    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    Grenade launchers

    গ্রেনেড লাঞ্চার এই ফায়ার আর্মসটির সাথে অনেকেই পরিচিত নয়। এটি মুলত যুদ্ধক্ষেত্রের অস্ত্র এবং বিপুল বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। শত্রু পক্ষের ট্যাঙ্ক, বিমান, জাহাজ অথবা বাঙ্কার উড়াতে এর জুড়ি নেই। তালেবানদের তো অত্যান্ত প্রিয় অস্ত্র এটি, এদের হাতে RPG লাঞ্চারটি অনেকেই দেখে থাকবেন। এর সাহায্যে গ্রেনেড অনেক দূরে নিখুঁত ভাবে নিক্ষেপ করা যায়। সারকথা অনেক ডেঞ্জারাস ফায়ার আর্মস। এতে সাধারনত Impact Grenade ব্যবহৃত হয়। তো দেখুন এর কতগুলো জনপ্রিয় সদস্য,

    Name:-  RPG 7

    Specification:-

    Weight7 kg (15 lb)
    Length950 mm (37.4 in)

    Caliber85mm
    Muzzle velocity115 m/s
    Effective range200m
    Maximum range~ 920 m (1000 yd) (self detonates)
    SightsPGO-7 (2.7x) and UP-7V Telescopic sight)
    Red Dot on Picatinny Rails

    Name:-  25mm XM25

    Specification:-

    Weight6.35 kg (14.0 lb) empty
    Length737 mm (29.0 in)

    Cartridge25 × 40 mm
    Muzzle velocity690 ft/s (210 m/s)
    Effective range550 yd (500 m) for point targets, 765 yd (700 m) for area targets
    Maximum range1,100 yd (1,000 m)

    Name:-  40 mm CIS 40 AGL

    Specification:-

    Weight33 kg (72.75 lb)
    Length966 mm (38 in) with stock
    Barrel length350 mm (13.8 in)
    Width376 mm (14.8 in)

    Cartridge40x53mm grenade
    ActionBlowback operation
    Rate of fire350-500 rounds/min
    Muzzle velocity242 m/s (794 ft/s)
    Maximum range2,200 m (7,217.8 ft)
    Feed systemLinked belt
    SightsFolding leaf sight

    Name:- 40 mm M129 (সাধারনত হেলিকপ্টারে ইউজ হয়)

    Specification:-

    Cartridge40x53mm grenade, 40x46mm grenade
    Caliber40 mm
    ActionAutomatic, motor driven [1]
    Rate of fire400 rpm [2]
    Muzzle velocity850 feet per second (260 m/s) [1]
    Effective range2,045 yards (1,870 m) [1]
    Feed systembelt

    Name:-  40 mm HK GMG (Grenade Machine Gun)

    Specification:-

    Weight28.8 kg Gun, 10.7 kg tripod and 8 kg softmount.
    Length1090 mm
    Barrel length415 mm
    Width226 mm (without ammunition box)
    Height208 mm

    Cartridge40x53 mm
    ActionRecoil-operated blowback
    Rate of fire350 rounds/min
    Muzzle velocity241 m/s
    Effective range1500 m
    Maximum range2200 m
    Feed system32-round disintegrating, closed-link belt
    SightsReflex sight and back-up leaf sight

    Name:- Milkor MGL

    Specification:-

    Weight5.3 kg (11.68 lb)
    Length778 mm (30.6 in) stock extended / 565 mm (22.2 in) stock folded (MGL)
    812 mm (32.0 in) stock extended / 711 mm (28.0 in) stock folded (MGL-140)
    775 mm (30.5 in) stock extended / 674 mm (26.5 in) stock folded (MGL-105)
    756 mm (29.8 in) stock extended / 676 mm (26.6 in) stock folded (XRGL40)
    Barrel length300 mm (11.8 in) (MGL)
    260 mm (10.2 in) (XRGL40)

    Cartridge40x46mm grenade
    40x51mm grenade (XRGL40)
    ActionDouble action
    Rate of fire3 rounds/sec (MGL) (rapid fire)
    2 rounds/sec (XRGL40) (rapid fire)
    18-21 rounds/min (sustained)
    Muzzle velocity76 m/s (249 ft/s) (MGL)
    125 m/s (410.1 ft/s) (XRGL40)
    Effective range375 m
    800 m (ERLP ammunition)
    Maximum range400 m
    Feed system6-Round, Revolving, Swing Out-Type Cylinder
    SightsArmson OEG reflex sight in quadrant

    Name:-  40 mm Mk 19

    Specification:-

    Weight72.5 pounds (32.9 kg)
    Length43.1 inches (1,090 mm)
    Barrel length16.25 inches (413 mm)
    Width13.4 inches (340 mm)

    Cartridge40x53mm
    ActionAdvanced Primer Ignition / Blowback
    Rate of fire325-375 rpm (Cyclic)
    Effective range1,500 yards (1,400 m)
    Maximum range2,212 yards (2,023 m)
    Feed systemBelt

    Name:-  86 mm PIAT

    Specification:-

    Weight32 pounds (15 kg) [2]
    Length39 inches (0.99 m) [2]

    Muzzle velocity250 feet per second (76 m/s) [2]
    Effective range100 yards (90 m)[2]
    Maximum range750 yards (690 m)[2]
    Sightsaperture sight
    FillingHollow Charge[3]
    Filling weight2.5 pounds (1.1 kg) [2]
    Detonation
    mechanism
    Impact

    Name:-  Carl Gustav

    Specification:-

    Weight8.5 kg (rifle); 0.8 kg mount
    Length1.1 meters
    CrewTwo (gunner and loader), but may be used by a single operator at a reduced rate of fire.

    Cartridge84×246 mm R
    Caliber84 mm (3.31 inches)
    Rate of fire6 rounds per minute
    Muzzle velocity230–255 m/s
    Feed systemHinged breech
    SightsOpen (iron) sights; optical 3x; laser rangefinder; image intensification system

    Name:-  SB LAG 40

    Specification:-

    Weight34 kg (75 lb)
    Length960 mm (37.8 in)
    Barrel length415 mm (16.3 in)
    Width200 mm (7.9 in)
    Height220 mm (8.7 in)

    Cartridge40x53mmSR
    ActionRecoil operated, roller locked
    Rate of fire215 rounds/min
    Muzzle velocity240 m/s (787 ft/s)
    Effective rangeSights adjustable from 100 to 1500 m
    Feed system24 or 32-round ammunition belt
    SightsLeaf sight

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    Machine guns

    মেশিনগান!!! নামটা শুনলেই কেমন যেন শরীর শিহরিত হয়ে উঠে, নামটা সবারই জানা। এখনো মনে পরে টারমিনেটর ছবিতে "মিনিগান" নামক মেশিনগানটির কথা, যেটির ব্যারেল ঘুরে ঘুরে গুলি করতো। ফায়ার আর্মসের দুনিয়ার রাজা হচ্ছে এই মেশিনগান। এর বিধ্বংসী ক্ষমতার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। মিনিটে প্রায় ১৫০০-২০০০ রাউন্ড ( ১টি বুলেট=১রাউন্ড) .50BMG ক্যালিবার এর বুলেটের শক্তি যে কত তা সহজে অনুমেয় নয়। হেভি মেশিনগান গুলো ২মিনিটেই একটি একতালা কংক্রিটের বাড়ি পুরো ধংস করে দিতে সক্ষম, সামান্য লাইট মেশিনগান গুলোই একটি হেলিকপ্টার ভুপাতিত করতে সক্ষম। এর ব্রাশফায়ার এর সামনে অন্য পক্ষের সৈনিক দল পাখির মত মারা পরে। সবাই কিন্তু এটি হেন্ডেল করতে পারেনা। বেশ শক্ত সামর্থ ব্যাক্তির দরকার হয়, কারন  সামান্য লাইট মেশিনগান গুলোর ওজন হয় ৮-১০কেজির উপর আর এটি চালানোর সময় প্রচন্ড ব্যাক থ্রাস্ট সবাই সহ্য করতে পারেনা, এটি চালাতে গিয়ে হাত পা ভেঙ্গেছে এমন নজির অনেক আছে। তাই এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সেনা বাহিনীরাই ব্যবহার করে এবং যুদ্ধ ক্ষেত্রে ইউজ হয়। মেশিনগান মূলত ৩ প্রকার, যথা,

    ১. Light Machine Guns (LMG)-

    নামে লাইট হলেও এগুলো কিন্তু কাজে আকারে মোটেও লাইট নয়, প্রায় গুলোর ওজন প্রায় ৮-১০কেজি, মিনিটে প্রায় ৫০০-৮০০ রাউন্ড গুলি করতে সক্ষম। হাতে বহনযোগ্য, স্ট্যান্ডের প্রয়োজন হয়না।

    ২. Medium Machine Gun (MMG)-

    এগুলো এলএমজি অপেক্ষা শক্তিশালী, ওজনেও বেশ ভারী, এক একটির ওজন প্রায় ১০কেজির উপরে, মিনিটে প্রায় ৯০০-১০০০রাউন্ডের বেশি গুলি করতে সক্ষম, হাতে বহন যোগ্য কিন্তু বেশ কষ্টসাধ্য, স্ট্যান্ডের প্রয়োজন হয়

    ৩. Heavy Machine Gun (HMG)-

    এগুলোর এক্সট্রিম পাওয়ার, হেভি ডিউটি সম্পন্ন। ক্যালিবার সাধারনত .50BMG হয় যা অত্যান্ত শক্তিশালী এবং বড় বুলেট। এগুলোর এক একটির স্ট্যন্ডসহ ওজন প্রায় ১৫-২৫কেজির ওপর হয়। মিনিটে প্রায় ১৫০০-২০০০ রাউন্ডের অধিক গুলি করতে সক্ষম এই ভয়াবহ মারণাস্ত্র গুলো। এগুলো হাতে বহন করা সম্ভব নয় তাই, ভুমিতে স্ট্যান্ড দিয়ে ফিট করা থাকে আর চার পাশে বালুর বস্তা ঘিরে থাকে এছাড়া বিভিন্য কনভয়/ ট্যাঙ্ক/ হেলিকপ্টার অথবা যুদ্ধ জাহাজেও ফিট করা থাকে । এর ফায়ারিং রেঞ্জ ও ১কিমিঃ এর বেশি।

    তো চলুন দেখে আসি এগুলোর কিছু কিছু সদস্যকে,

    Light Machine Guns (LMG)

    Name:-  Mendoza RM-2

    Specification:-

    Weapon typeLMG
    Caliber.30-06 Springfield
    Magazine capacity20 rounds

    Name:- Sterling 7.62

    Specification:-

    Cartridge7.62x51mm NATO
    Caliber7.62mm
    ActionLever-delayed blowback, open bolt
    Feed system30 round L4 Bren magazines
    20 round L1A1 SLR magazines
    SightsIron
    Trilux nightsight

    Name:-  Lewis (২য় বিশ্বযুদ্ধের আমলের জনপ্রিয়)

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber.303 British
    Actiongas-operated
    Overall length965 mm / 38"
    Barrel length666 mm / 26.5"
    Weight empty12.7 kg / 28 lbs
    Magazine capacity47 / 97 rounds flat pans
    Rate of fire550 RPM
    Maximum effective rangeup to 600 m / 650 yd practical
    Official sights are marked up to 2100 yd
    Muzzle velocity745 m/s / 2445 fps

    Name:-  RPK LMG

    Specification:-

    Weapon typeLight Machine Gun
    Caliber7.62 x 39 mm M43
    ActionGas operated, rotating bolt
    Overall length1040 millimeters
    Barrel length590 millimeters
    Weight empty4.8 kg
    Magazine capacity40-round curved magazine, 75-round drum magazine
    Rate of fire600 rpm
    Maximum effective range100-1000 meters, sights
    Muzzle velocity745 m/s

    Name:-  BREN

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber.303 British / 7.62X51 NATO
    Actiongas-operated
    Overall length1156 mm / 45.5"
    Barrel length635 mm / 25"
    Weight empty8,68 kgs / 19 lbs
    Magazine capacity30 rounds, detachable / 100 rounds, detachable pan (for AA role)
    Rate of fire~500 RPM
    Maximum effective range550 m / 600 yd
    Muzzle velocity745 m/s

    Name:-  Browning Automatic Rifle

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber.30-06 Springfield (7.62X63 mm)
    Actiongas-operated
    Overall length1214 mm / 47.8"
    Barrel length610 mm / 24"
    Weight empty8.8 kg / 19.5 lbs
    Magazine capacity20 rounds / 40 rounds (rare), detachable
    Rate of fire650 RPM / 450 RPM (in last mod)
    Maximum effective range600 m / 660 yd
    Muzzle velocity850 m/s

    Name:-  GatMalite

    Specification:-

    Weapon typeLMG Device
    Caliber5.56 x 45 mm NATO
    ActionFosbery-Delayed Blowback
    Magazine capacitySTANAG Magazine, 100 Round C-MAG Drum, Ceiner Belt Feed Device
    Rate of fire650+

    Name:- EMER-K1

    Specification:-

    Weapon typeAssault rifle / Light machine gun
    Caliber5.56 x 45 mm NATO
    ActionGas
    Magazine capacity30- round detachable box magazine
    Rate of fire650rpm

    Name:-  Stoner 63 LMG/AR

    Specification:-

    WeightLMG, MMG: 11.68 lb (5.3 kg)
    FMG: 10.31 lb (4.68 kg)
    Commando: 10.50 lb (4.76 kg)
    AR: 10.19 lb (4.62 kg)
    Carbine: 7.90 lb (3.58 kg)
    Rifle: 7.75 lb (3.52 kg)
    LengthLMG, MMG, AR, Rifle: 40.25 in (1,022.4 mm)
    Carbine: 36.68 in (931.7 mm) stock extended / 26.60 in (675.6 mm) stock collapsed
    Commando: 35.95 in (913.1 mm)
    FMG: 30.38 in (771.7 mm)
    Barrel lengthLMG, MMG, FMG, AR, Rifle: 20 in (508.0 mm)
    Carbine, Commando: 15.7 in (398.8 mm)
    Width5.31 kg empty

    Cartridge5.56x45mm NATO
    ActionGas-operated, rotating bolt
    Rate of fireLMG, MMG, FMG: 700–1,000 rounds/min
    AR, Rifle, Carbine, Commando: 700–900 rounds/min
    Muzzle velocityLMG, MMG, FMG, AR, Rifle: 3,250 ft/s (991 m/s)
    Carbine, Commando: 3,050 ft/s (929.6 m/s)
    Effective range200–1,000 m
    Maximum range2,653 m
    Feed systemLMG, MMG, FMG: Disintegrating link belt
    AR, Rifle, Carbine, Commando: 20 or 30-round detachable box magazine
    SightsIron sights

    Name:-  FN M249 LMG SAW

    Specification:-

    eapon typeLight Machine Gun/Squad Automatic Weapon
    Caliber5.56 x 45 mm NATO
    ActionGas-operated, open bolt
    Overall length1041 millimeters
    Barrel length521 millimeters
    Weight empty7.5 kilograms
    Magazine capacity30 round M16 detachable box magazine, M27 linked-belt, 50, 100, or 200 round box or bagged belts
    Rate of fire750-1000 rounds per minute
    Maximum effective range1000 yards
    Muzzle velocity915 meters per second

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------

    Medium Machine Gun (MMG)

    Name:-  Uirapuru

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas operated
    Overall length51 in
    Barrel length23 1/2 in w/ flash supressor
    Weight empty28 lbs w/ bipod
    Magazine capacityBelt fed
    Rate of fire700 rpm

    Name:- Vektor  SS-77

    Specification:-

    DesignerVektor
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas

    Name:-  SIG MG710

    Specification:-

    Country of originSwitzerland
    DesignerSwiss Arms AG
    Caliber7.62 x 51 mm NATO
    Magazine capacity50 round, belt

    Name:-  MG42

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.92 x 57 mm
    ActionRecoil-operated, roller-locked bolt
    Overall length1,220 mm
    Weight empty11.57 kg (25.5 lb)
    Magazine capacity50- or 250-round belt
    Rate of fireAutomatic
    Maximum effective range1,000 m (1,100 yd)
    Muzzle velocity755 m/s (2,475 ft/s)

    Name:-  MG81

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.92 x 57 mm
    ActionRecoil
    Overall length915 mm, 965 mm w/ flash hider
    Weight empty6.5 kg (MG81); 12.9 kg (MG81z)
    Rate of fire1400-1600 rpm (MG81); 2800-3200 rpm (MG81z)
    Muzzle velocity705-790 m/s, depending on ammo

    Name:-  AA 52

    Specification:-

    Weight9.75 kg
    Length1080 mm
    Barrel length600 mm

    Cartridge7.5x54mm French
    7.62x51mm NATO
    Calibre7.5 mm
    7.62 mm
    ActionLever-delayed blowback
    Rate of fire900 round/min
    Muzzle velocity830 m/s
    Effective range600 metres
    Maximum range3,200 metres
    Feed systemBelt

    Name:-  FN MAG

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas-operated, Open bolt
    Overall length1250 millimeters
    Barrel length546 millimeters
    Weight empty10.2 kilograms
    Magazine capacity100 rounds
    Rate of fire850 rounds per minute
    Maximum effective range1000 meters
    Muzzle velocity905 meters per second

    Name:-  M1919 Browning

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber.30-06 Springfield/.303 British/7.92 x 57 mm, 7.62 x 51 mm NATO (Cold War to Present Day)
    Actionrecoil-operated
    Weight empty31 lbs
    Magazine capacity75 rounds belt
    Rate of fire400-600, 1200 (AN/M2)

    Name:- M60 (আমার অন্যতম প্রিয় একটি মেশিনগান)

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas operated, Open bolt
    Overall length1105 millimeters
    Barrel length560 millimeters
    Weight empty10.5 kilograms
    Magazine capacity100/200 rounds
    Rate of fire550 rounds per minute
    Maximum effective range1100 meters (1200 yards)
    Muzzle velocity853 meters per second

    Name:-  M240 (আমার অন্যতম প্রিয় একটি মেশিনগান)

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas-operated, Open bolt
    Overall length1245 millimeters
    Barrel length627 millimeters
    Weight empty12.5 kilograms
    Magazine capacity100 or 200 rounds
    Rate of fire650-950 rounds per minute
    Maximum effective range1800 meters
    Muzzle velocity905 meters per second

    Name:-  M240G

    Specification:-

    Weapon typeMachine Gun
    Caliber7.62 x 51 mm NATO
    ActionGas-operated, Open bolt
    Overall length1245 millimeters
    Barrel length627 millimeters
    Weight empty11.4 kilograms
    Magazine capacity100 or 200 rounds
    Rate of fire650-950 rounds per minute
    Maximum effective range1800 meters
    Muzzle velocity905 meters per second

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------

    Heavy Machine Gun (HMG)

    Name:-  6P62

    Specification:-

    Weapon typeAnti Material
    Caliber12.7 x 108 mm
    Overall length1200 mm w/ stock; 950 mm without stock
    Weight empty15 kilograms
    Magazine capacity14 rounds
    Rate of fire400-500 rounds per second
    Maximum effective range1000 meters
    Muzzle velocity645 meters per second

    Name:-  MG 131

    Specification:-

    Weight16.6 kg (37 lb)
    Length1.17 m (1.28 yd)
    Barrel length1,140 mm (45 in)

    Cartridge13x64B
    Caliber13 mm (0.51 in)
    ActionRecoil-operated; short recoil
    Rate of fire900 round/min
    Muzzle velocity750 m/s (2,500 ft/s)
    Effective range1,800 m (2,000 yd)
    Feed systemBelt-fed

    Name:-  XM312

    Specification:-

    Weapon typeHeavy Machine Gun
    Caliber.50 BMG
    Weight empty19 kilograms
    Rate of fire260 rpm

    Name:-  LW50MG

    Specification:-

    Weapon typeHeavy Machine Gun
    Overall length156.2 mm
    Weight empty28 kilograms
    Magazine capacityBelt-fed
    Rate of fire260 rpm

    Name:-  M2 Browning Machine Gun

    Specification:-

    Weapon typeHeavy Machine Gun
    Caliber.50 BMG (12.7x99 mm)
    ActionShort recoil-operated
    Overall length1656 millimeters / 65.2 inches
    Barrel length1143 millimeters / 45.0 inches
    Weight empty38 kilograms / 83.78 pounds (body)
    58 kilograms / 127.87 pounds (with M3 tripod)
    Magazine capacity100 rounds belt
    Rate of fire
    • 485 - 635 rounds per minute (M2HB)
    • 750 - 850 rounds per minute (AN/M2)
    • 1200 rounds per minute (AN/M3)
    Maximum effective range2000 meters / 2187 yards
    Muzzle velocity2910 feet per second (M33 ball)

    Name:-  GShG-7.62 Minigun (4 barreled)

    Specification:-

    Weapon typeMinigun
    Caliber7.62
    ActionGas
    Other operatorsRussia, Warsaw Bloc

    Name:-  M134 Minigun  (6 barreled) (আমার সবচেয়ে প্রিয় মেশিনগান, ৩০০০-১০০০০ রাউন্ড পার মিনিট!!!!)

    Specification:-

    Weight29.98 kg (66.09 Lb) (crew served)
    Length801.6 mm
    Barrel length558.8 mm

    Cartridge7.62×51mm NATO
    Caliber7.62 mm (0.308 in)
    ActionElectrically driven rotary breech
    Rate of fireVariable, 3,000 RPMnominal, up to 10000RPM
    Muzzle velocity2,850 ft/sec (869 m/s)
    Maximum range3,280 ft (1,000 m, 1,093 yd)
    Feed systemDisintegrating cartridge belt or linkless feed; dependent on installation
    SightsDependent on installation; no fixed sights

    Name:-  XM214 Microgun (5 barreled)

    Specification:-

    Weightbasic gun 25.5 lb (Six-Pak 27 lb); drive motor 7.5 lb, side-stripping feeder 3 lb
    Length41.0 inches (Six-Pak); basic gun 27.0 inches

    Cartridge5.56x45mm M193
    Caliber.223
    ActionMechanically driven rotary breach; motor develops 0.75 hp @ 2,000 rpm; 1.5 hp @ 6,000 rpm; 3.2 hp @ 10,000 rpm
    Rate of firePrototype and gun pod for aircraft: variable from 400 to 10,000 rpm (1,000; 6,000; 10,000 rpm were available)Six-Pak: variable from 400 to 4,000 rpm; bursts from 3 to 1,500 rounds
    Muzzle velocity3,250 ft/s, 990 m/s
    Feed systemBelt and chute
    SightsIron

    ----------------------------------------------------------------------------------------------------------------------------------

    Grenade

    গ্রেনেড এক বিধ্বংসী ফায়ার আর্মস, এটি সম্পর্কে সার্চ করে বাংলায় বেশি তথ্য পেয়েছি তাই এর সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো,

    হাজার বছর আগে চাইনিজদের আবিস্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হত গান পাউডার। তবে সেগুলো খুব একটা উন্নতমানের এবং নির্ভরযোগ্য ছিলনা। আর সকল প্রযুক্তির সাথে সাথে গ্রেনেডেরও উন্নয়ন ঘটানো হয়। ধীরে ধীরে এক সময় এসে এটি পূর্নতা পায়। বর্তমানে এটি যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি অস্ত্র।

    কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে গ্রেনেড প্রধানত দুই ধরনেরঃ

    ১. Time-Delay Grenade

    ২. Impact Grenade

    ---------------------------------------------------------------------------------------------------------------------------

    Time Delay Grenade

    এই ধরনের গ্রেনেডকে হ্যান্ড গ্রেনেডও বলা হয়। ১৯ শতকের ভয়াবহ যুদ্ধ সমূহে এ জাতীয় গ্রেনেড ব্যপক হারে ব্যবহৃত হয়েছে। টাইম ডিলে গ্রেনেড গুলো সাধারনত সেফটি পিন খুলে হাত দিয়ে ছুঁড়ে মারা হয় এবং একটি নির্দিস্ট সময় পর এটি বিস্ফোরিত হয়। এই সময়টি সাধারনত হয় ৩-৪ সেকেন্ড। তবে কোন কারনে ভিতরের রাসায়নিক পদার্থের গুনগতমানের পরিবর্তন ঘটলে এই সময় কম-বেশি ২-৮ সেকেন্ড হতে পারে। এর মারণক্ষমতা সুনির্দিষ্ট কিন্তু ক্ষুদ্র এলাকায় সীমাবদ্ধ থাকে। (৫ মিটার ব্যাসার্ধের এলাকা) আহত করার দূরত্ব বেশ বড়, প্রায় ১৫ মিটার ব্যাসার্ধের এলাকার দূরত্বের মধ্যে থাকা ব্যক্তিদের আহত করতে পারে।

    যেভাবে কাজ করেঃ Time-Delay গ্রেনেডগুলো সাধারনত খাঁজকাটা লোহার ধারক দিয়ে তৈরি হয়। এর ভেতরে একটি ফিউজ মেকানিজম থাকে এবং বাকি অংশে থাকে বিস্ফোরক পদার্থ। ফিউজ মেকানিজম সক্রিয় করার জন্য থাকে একটি Striker যেটি Striker Lever দিয়ে আটকানো থাকে। আর লিভারটি ধরে রাখার জন্য এতে লাগানো থাকে একটি নিরাপত্তা পিন। পিনটি খুলে দিলে Striker কে ধরে থাকা লিভারটি চাপমুক্ত হয় এবং Striker ছুটে গিয়ে আঘাত করে Percussion Cap এ। এরপর এটি কেমিক্যাল মেকানিজমকে সক্রিয় করে দেয় যা কয়েক সেকেন্ড পর ডেটোনেটরকে সক্রিয় করে। ডেটোনেটর গ্রেনেড এর ভেতরে থাকা বিস্ফোরক পদার্থ সমূহকে ডেটোনেট করে এবং বোমাটি বিস্ফোরিত হয়।

    আর স্মোক অথবা গ্যাস গ্রেনেডের ক্ষেত্রে, পিন খুললে দুটি রাসায়নিকের মিশ্রন ঘটে এবং বিষাক্ত গ্যাস অথবা রঙিন ধোঁয়া তৈরি হয় যা একটি নির্দিস্ট এলাকার শত্রুকে মেরে ফেলে অথবা ধ্রুমজাল তৈরি করে,

    আর ফসফরাস গ্রেনেড শরীরে বিষাক্ত ঘা তৈরি করে। (উপরের চিত্রটি দেখুন)

    ফ্ল্যাশ গ্রেনেড তীব্র আলোর ঝলকানি সৃষ্টি করে শত্রু পক্ষকে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টিহীন এবং হতভম্ব করে দেয়।

    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    Impact Grenade

    এ জাতীয় গ্রেনেড এর কার্যপ্রক্রিয়া অনেকটা উড়োজাহাজ থেকে ছুঁড়ে মারা বোমার মত। অর্থাৎ এই গ্রেনেড টার্গেটকে স্পর্শ করার পর পরই বিস্ফোরিত হয়। Impact Grenade হাত দিয়ে নিক্ষেপ করা হয় না। এটি সাধারনত গ্রেনেড লাঞ্চার থেকে নিক্ষেপ করা হয়। এছাড়াও এক ধরনের মেশিনগান রয়েছে যেটিতে সাধারন বুলেট এর বদলে ব্যবহৃত হয় ইম্প্যাক্ট গ্রেনেড বুলেট!

    যেভাবে কাজ করেঃ Impact Grenade এর সম্মুখভাগে Impact Trigger নামে একটি অংশ থাকে এবং এটি স্প্রীং দিয়ে মূল কাঠামোর সাথে সংযুক্ত করা থাকে। গ্রেনেড যখন নিক্ষেপ করা হয় তখন Percussion Cap এবং Detonator কে ধরে থাকা স্প্রীংটি সামনের দিকে এগিয়ে যায়। গ্রেনেডের সামনের অংশ অর্থাৎ ইমপ্যাক্ট ট্রিগার যখন টার্গেটকে স্পর্শ করে তখন এর সাথে লাগানো Firing Pin টি Percussion Cap কে আঘাত করে এবং ডেটনেটরটি সক্রিয় হয়ে মূল বিস্ফোরককে ডিটোনেট করে দেয়। তারপরই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এই গ্রনেড টাইম ডিলেয় গ্রনেড এর মত সময় নেয় না, বরং টার্গেটকে আঘাত করার সাথে সাথেই বিস্ফোরিত হয়।

    মূলত এই দুই ধরনের গ্রেনেডই রয়েছে এবং এর কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে আরও বিভিন্ন ধরনের গ্রেনেড তৈরি করা হয়েছে। কয়েকটি গ্রেনেডের তালিকা দেখুন,

    Frag Grenade

    Gas Grenade

    Smoke Grenade

    Phosphorus grenade

    Flash Bang Grenade

    Stun Grenade

    ছবি এবং তথ্যঃ- ইন্টারনেট (সংকলিত)

    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    তো এই হল মোটামুটি সকল বর্ননা, নিশ্চয়ই হাঁপিয়ে উঠেছেন। তাই একটু রেস্ট নিয়ে আবার দেখুন, আশা করি খারাপ লাগবে না। সময় নিয়ে আত্মস্থ করুন, হয়ে যাবেন একজন সামরিক বিশেষজ্ঞ। 😀 😀 😀 😀 😀 🙂 🙂 😉

    এই টিউনটি অনেক সময় নিয়ে (প্রায় ১.৫মাস) , যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

    ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

    আকাশ

    আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

    Level 0

    আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    ওরে বাবা … আসলেই biggest

      ধন্যবাদ প্রান্তর ভাই।

    বিশাল বিশাল বিশাল… কত বিশাল!!! এত বিশাল টিউন করার জন্য ধন্যবাদ, প্লাস প্রিয় করে রেখে দিলাম। যে দিন আকাশ ভাইয়ের সাথে যুদ্ধ লাগব সে দিন কাজে লাগাবো।
    ধন্যবাদ আকাশ ভাই।

      ধন্যবাদ জাকির ভাই, আপাতত সে সম্ভাবনা নাই।

    Level 0

    ওরে বাসসস এত বড় !!!
    ওনেক কিছু জানলাম

      আপনাদের জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস, ধন্যবাদ আপনাকে।

    দারুন হয়েছে ভাইয়া। কতদিন লেগেছে তোমার টিউনটা বানাতে?

      মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রতিদিন একটু একটু করে প্রায় দেড় মাস লেগেছে।

      অর্ধেক পড়ে দিলাম প্রথম কমেন্ট।আর পুরাটা পরে দিলাম এখন কমেন্ট।অনেক কস্ট করেছ বুঝা গেছে।আমার কিছু কিছু অস্ত্র সম্বন্ধে ভাল জানা আছে।কারন এখানের অনেক অস্ত্র মাসুদ রানা সিরিজে দেওয়া আছে।খুব ভাল লাগল আমার টিউনটি পড়ে ।কারন সব অস্ত্র গুলো একবার হলেও দেখলাম।

      😀 😀 😀

      :p :p :p

    Level 0

    biggggggggggg tunessssssssssssssss thanks bro

    Level New

    পুরা উরা-ধুরা টিউন,হেডস অফ,কাল পরীক্ষা দিয়ে এসে সম্পুর্নটা পড়বো।ফরেনসিক মেডিসিন পড়তে সাহায্য করবে।

      ধন্যবাদ, পরীক্ষা ভালো ভাবে দিয়েন।

    Level 0

    বিশাল বিশাল বিশাল… কত বিশাল!!! এত বিশাল টিউন করার জন্য ধন্যবাদ, প্লাস প্রিয় করে রেখে দিলাম। 🙄

      অনেক ধন্যবাদ বুলবুল ভাই, 😀 😀

    vai ….ami ekjon shooter sei hisabe onek kisu janlam…khub valo hoyese….6 bosor dhore shooting game khelsi kintu…eto kisu janar upay kokhono hoyni….really i'm proud of u….

      ধন্যবাদ নিশান ভাই, আমার এক ক্লোজ ফ্রেন্ডও খুব ভালো শুটার, ও ডিভিশন পর্যায়ে খেলে, খুবই ইন্টারেস্টিং জিনিস।

    ওরেব্বাস, টিউন হইছে জোশ. বিনা permission এ আমাদের গোলাগুলির game এর group এ share করলাম… ধন্যবাদ.

      কোনই সমস্যা নাই, ধন্যবাদ আপনাকে,

    Level New

    ওহ মাই গড , আসলেই The biggest Tune of the Techtunes History

      অনেক ধন্যবাদ রুবায়েত ভাই, 😀 😛 🙂

    আকাশ ভাই তোমার টিউনের ফ্যান হয়ে গেছি। 😀
    এত বড় টিউন তাই মন্তব্যটাও বড় করা উচিৎ। 😛
    ৫০তম টিউনের শুভেচ্ছা।
    আর হ্যা IGI গেমটা খেলার সময় এখানের অনেক অস্রের সাথেই পরিচিত হয়েছি।

      ৫০ তম টিউনে আমার প্রিয় টিউনার এর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ^infinity , হাসান!!!

      আমিও
      🙂

      ধন্যবাদ শ্যাম সুন্দর।

    আকাশ ভাই কি বলবো বলার ভাষা নেই আমি অবাক হয়ে শুধু দেখলাম যে একটা টিউন করতে মানুষ কতটা কষ্ট করতে পারে । টিউনটাতো এক কথায় অসাধারন । এই রকম টিউন আরো আশা করছি । ধন্যবাদ এবং শুভ কামনা রইলো ।

      এই কস্ট তো আপনাদেরই জন্য, আমার এই কস্ট সার্থক। ধন্যবাদ রাজীব ভাই।

    Level 0

    comment না করে থাকতে পারলামনা। একটা ফ্রী সাজেশন দেই——————- উপন্যাস বের করে ফেলুন……… নাম দিন- "আকাশ ছোয়া অস্ত্র"………………… it's realy realy realy………great. ধন্যবাদ।

      হাঃ হাঃ হাঃ একেবারে মন্দ বলেন নাই, অনেক ধন্যবাদ ওমর ভাই।

    ওরে বাবা, আমি তো টিউনের শেষ অংশ খুজে পাচ্ছিনা। আপনি অনেক ধর্য্যশীল…… আমি এখনো পুরোটা পরিনাই। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কমেন্ট করলাম। এখন পরব। সোজা প্রিয়তে।

      একটু রয়ে শয়ে পড়েন, শেষ খুজে পাবেন, মজার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কাওসার ভাই। 😀 😀 😀

    আমার পেজ এখন লোডিং হচ্ছে। ৫১২ কেবিপিএস, তাহলে বুঝুন কত বড় টিউন! কোনো অ্যাওয়ার্ড দেওয়া গেলে ভালো হত 😛

    ++

      অনেক ধন্যবাদ শাওন ভাই।

    পড়ে ভালো লাগলো। যারা ভবিষ্যতে FPS Game তৈরী করতে আগ্রহী তাদের এই tune টি কাজে দিবে।

      হা হা, ভালোই বলেছেন, অনেক ধন্যবাদ।

    ৫০তম টিউনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ।
    এত অস্ত্র দেখে ভয় পাইছি ।
    ধন্যবাদ ।

      অনেক ধন্যবাদ স্যার।

    ৫০ তম টিউনে তোমাকে শুভেচ্ছা আকাশ! তুমি আমাদের এই রকম জেটাটিউন (zetta =10^21) আরও উপহার দাও সেই কামনাই করি ধন্যবাদ। 🙂

      অনেক অনেক ধন্যবাদ মেহেদী ভাই।

    ইচ্ছা করতেছে সবাইকে মিষ্টি খাওয়াই।কিন্তু আমি চাইনা সবার ডাইবেটিক্স বেড়ে যাক…………৫০তম টিউনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ…….

      খাওয়াতে চাইলে কোন প্রবলেমই নাই, আজকাল বাজারে নন ক্যালরি মিস্টি পাওয়া যায়, হাঃ হাঃ ,অনেক ধন্যবাদ রাসেল ভাই।

    Level 0

    ভাই ওনেক বরো……বাংলা লিখটে পারিনা। ওনেক ঢোননোবাড…….shit thanks a lot.

      সমস্যা নাই, "Practice make a man perfect". ধন্যবাদ।

    Level 0

    ভাই ওনেক বরো……বাংলা লিখটে পারিনা। ওনেক ঢোননোবাড……

    আসলেই biggest টিউন না পরেই কমেন্ট করলাম । প্রিয় তে নিলাম কালকে পড়বো । ৫০ তম tuner জন্য শুভেচ্ছা । সামনে এগিয়ে যান । ধন্যবাদ।

      আপনাকেও অনেক ধন্যবাদ দরদরিয়া ভাই, 😀

    ৫০তম টিউনে আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি ।।
    আপনার টিউন দেখে মনে হচ্ছে আপনি গোলাগুলি নিয়ে অনেক বড় গবেষণা করেছেন…
    অনেক কিছু জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।।

      অনেক বড় নয়, হাল্কা পাতলা টাইপ 😀 😀 😀 ধন্যবাদ আল আমিন ভাই।

    Level 0

    অস্ত্র দেখে আমি শেষ হয়ে যাচ্ছি। কালেশন টা খুব ভাল লাগল।ধন্যবাদ।

      দেখার পালা শেষ, এখন এসেছে আত্মস্থ করার সময়। ধন্যবাদ ঝন্টু ভাই।

    Level 0

    আমি হতবাক। টিউনটা স্ক্রল করতে য সময় লাগলো,কোনো টিউন পড়তেও এত সময় লাগে না। সামনে পরীক্ষা। পরীক্ষা দিয়ে পড়ব। ধন্যবাদ।

      কোন সমস্যা নাই, পরীক্ষা দিয়ে ঠান্ডা মাথায় পইরেন, 😀 😀 😀 🙂 ধন্যবাদ মিঠু ভাই।

    ৫০এ হয়নাতো জয়, যদি না ১০০ হয়। শুভেচ্ছা ও শুভকামনায়।
    ঘুম থেকে উঠে যদি দেখেন এগুলো সব আপনার সামনে…

      আসলেই কল্পনার বাইরে ছিলো, অনেক ধন্যবাদ।

    ৫০ কেজি ধন্যবাদ এই ৫০ কি.মি Tune-এর জন্য…

      আপনাদের এতো ভালোবাসা পেয়ে চিন্তা করছি যে আমার ১০০তম টিউন ১০০কিঃমিঃ করবো, তাহলে নিশ্চয়ই ১০০কেজি ধন্যবাদ পাওয়া যাবে???? অনেক ধন্যবাদ দিপু ভাই।

    এত বিশাল টিউন করার জন্য ধন্যবাদ, প্লাস প্রিয় করে রেখে দিলাম।

      এত কস্ট করে পরার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

    Level 3

    ৫০তম টিউনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এত বড় টিউন এর আগে কখনও দেখিনাই। টিউনটি PDF ফাইল হিসেবে সেভ করলাম। মূল টিউনটি মাত্র ১২৮ পৃষ্ঠা + কমেন্ট ৮ পৃষ্ঠা…..মোট ১৩৮ পৃষ্ঠা।
    আশা করি কমেন্ট আরও হবে কারন টিউনটি খুব ভাল হয়েছে।

    ভয় পাইছি নাম শুনেই পরে পড়ব
    ধন্যবাদ

      সমস্যা নাই আমরা আছি না? পড়ে ফেলেন, ধন্যবাদ।

    অবাক করা টউন!! অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

      ধন্যবাদ ছাত্তার ভাই।

    Level 0

    টিউনটি PDF ফাইল হিসেবে সেভ করব কিভাবে? প্লিজ কেও হেল্প করুন।

      টিউনঃ- https://www.techtunes.io/download/tune-id/37073/

      ডাউনলোড লিঙ্কঃ- http://www.mediafire.com/?752rbqp6p5l0ldk

      ইন্সটল এর পর ব্রাউজারের ফাইল অপশন এ গিয়ে প্রিন্ট এ ক্লিক করুন, তারপর প্রিন্টার এর জায়গায় "Foxit Phantom Printer" সিলেক্ট করে Ok ক্লিক করুন, PDF হয়ে যাবে।

    Level 0

    Really appreciate ur hard work bro..carry on..besy of luck and so many thanks for the biggest hitz..

    চরম হয়েছে ভাইয়া।৫০তম টিউন এ আপনাকে অভিনন্দন।গেমস,মুভি,উপননাস এ এই অস্ত্র সম্পরকে জেনেছিলাম।আপনার লেখা পড়ে আরো অনেক কিছু জানলাম।

      ধন্যবাদ শরীফ ভাই।

    চমৎকার বিশাল পোষ্টের জন্য বিশাল একটা ধন্যবাদ।

      আপনাকেও অনেক ধন্যবাদ মুন্না ভাই।

    ei tune e jodi montobbo na kori tahole jhub onnai hoye jabe jodio bangla te likhte parlamna tar jonno SORRY. onek onek onek onek sundor hoyeche .bishal ovinondon tune er jonno. Thanks .

      ধন্যবাদ আতিক ভাই।

    বাপরে বাপ্ টিউন পইড়া ত ভাই আমার মাথা পুরা খারাপ হইয়া গেছে।
    অস্ত্র সম্বন্ধে মনে হয় আর কিছু বাদ নাই। একেবারে নারী-ভূড়ি বাইর করা ফালাইছেন।
    অনেক……………অনেক……………….অনেক……………….ধন্যবাদ।

      না রে ভাই, হেভি ওয়েট গুলা বাকি আছে, দেখি কিছুদিন পর কাজ শুরু করবো, অনেক ধন্যবাদ বিকাশ ভাই।

    Level New

    আকাশ ভাই, জীবনেও এত আস্ত্র আমি দেখিনাই। আপনার এ টিটির কারনে এতগুলো অস্ত্র একসাথে দেখতে পেয়েছি। আমার কয়েকটা অস্ত্রের দরকার ছিল দেশের কুকুর গুলো মারার জন্য, যাক পেয়ে গেলাম, দেশে গিয়ে কাজে লাগাব। আর দেশে কাজে লাগার জন্য প্রিয়তে রেখে দেলাম।

    হাফসেঞ্চুরির মারার জন্য ধন্যবাদ, সেঞ্চুরিটার জন্য অপেক্ষায় রইলাম।

      হিঃ হিঃ হিঃ, কুত্তা আবার কি করলো?? যাই হোক ধন্যবাদ, আপনারা পাশে থাকলে সেঞ্চুরি মারতে বেশি দেরি হবে না।

    akash ভাই'র ভক্ত আগেই ছিলাম, এইবার পুরোপুরি মুরিদ হয়ে গেলাম। আমার অনেকদিনের ইচ্ছে ছিলা একসাথে সব ফায়ার আর্মস নিয়ে লেখা পড়ব। ইদানিং কি যেন হচ্ছে, যখনি কিছু খুঁজতে যাই, খোঁজার আগে টেকটিউন্সে একটাবার আস্লেই দেখি ও মা! আমার দরকারের জিনিসটাই পয়লা পেইজে এসে বসে আছে। ধন্যবাদ দিলে শেষ হবে না। চরম টিউনটির জন্য ধন্যবাদ। তবে, আপনাকে অনুরোধ জানাই এটি আপনার ব্যক্তিগত ব্লগেও রেখে দিবেন। কেননা এটা একটা যেকোন সময় পড়ার দরকার লাগতে পারে, তখন টেকটিউনসে সার্ভার স্লো থাকলে বাজে লাগবে।

    চমৎকার পোস্টের জন্যে কৃতজ্ঞতা

      অনেক ধন্যবাদ নাহিদ ভাই, আর দুঃখিত ভাই, আমার কোন ব্যক্তিগত ব্লগ নাই। ব্লগিং কি তা টিটিতেই শিখেছি। টিটি ছাড়া অন্য কোথাও ব্লগিং ও করিনা। তাই সবচে ভালো হয়, এই টিউনটাকে পিডিএফ বানিয়ে ফেলেন, অনেক ধন্যবাদ।

    ভাইয়া,
    অসম্ভব ভালো লাগা রেখে যাচ্ছি। কুব কষ্ট করতে হয়েছে নিশ্চয়ই টিউনটি তৈরী করতে। এতো দারুন একটা কাজের জন্য শুধু ধন্যবাদ দিলে, আপনাকে ছোট করা হবে। তাই বলছি, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। আপনার সুন্দর আগামীর প্রত্যাশায়। ভালো থাকুন সবসময়।

      <del>কুব</del>। খুব।

      আরে ভাই এটা কোন ব্যপারই না! শুভ কামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

      ভাইয়া,
      অবশ্যই বড়ো একটা ব্যাপার। নিজের কাজকে ছোট করে দেখবেন না প্লিজ..। আপনার স্বপ্নগুলো সত্যি হোক। ভালো থাকুন।

      😀

      ভাইয়া আমার কস্ট সার্থক, কারন আমার কস্ট তখনই সার্থক হয় যখন তা আপনাদের ভালোলাগার কারন হয়। তখন সেই কস্ট আর কস্ট বলে মনে হয় না। আবারো অনেক ধন্যবাদ।

      অনেক বেশি ধন্যবাদ আপনাকেও। আরো আরো টিউন করুন। অবশ্যই ভালো থেকে। শুভ কামনা।

      অবশ্যই.. 😀

      ধন্যবাদ আবারো। সেই সাথে শুভ কামনা পুনরায়।

    মারাত্তক টিউন করলেন আকাশ ভাই, পুরাই ঝাক্কাস, আমার সবচেয়ে অবাক লেগেছে এতো বড় টিউন করার বুদ্ধিটা আসলো কোত্থেকে… সেরকম… :mrgreen:

      আরে আরিফ!! কি খবর?? বুদ্ধিটা তোমার ভাবির কাছ থেকে পাওয়া, হাঃ হাঃ হা>মজা করলাম, ধন্যবাদ।

      এইতো আকাশ ভাই, আছি আলহামদুলিল্লাহ, আপনার খবর বলেন? ফেসবুক ইউজ করেন তো?

      আমিও আছি ভালোই, হুম, তোমাকে তো প্রায়ই দেখি ফেসবুকে, জোশ জোশ ছবি লাগাও, ভালো!! ভালো!!

      খাইসে, খোজ খবর তাইলে সবই রাখেন… কমেন্ট টমেন্ট দিয়া উপস্থিতি জানান দিবেন না? মাগনা মাগনা ছবিগুলো দেখেন সম্মানী কই? 😉

      সরি, নেক্সট টাইম থেকে!!!!!

    Level 0

    এতবড় টিউন। পড়তে পড়তে মনে হচ্ছে শেষ হচ্ছে নাহ!!! আসলেই কঠিন একটা টিউন করেছেন।

    আপনাকে হাফ সেঞ্চুরী করার জন্য শুভেচ্ছা।

    ভবিষ্যৎতে আরো এই রকম বড় টিউন করবেন আশা রাখি।

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন্তু ভাই, আপনারা পাশে থাকলে অবশ্যই করবো।

    Level 0

    জোসসসস হইছে………………………..

      ধন্যবাদ বুলবুল ভাই।

    আসলেই টিটির ইতিহাসে সবচেয়ে বড় টিউন। ধন্যবাদ আকাশ (অস্ত্র বিশারদ)।

      ধন্যবাদ মাহাবুব ভাই।

    স্যালুট!

      ভাইযান কি ভুলে টিউমেন্ট করলেন নাকি? ভাইযান আপনার গ্রাভাটারটা সেট করে নেন। নাকি আপনিও সাহায্য বিভাগে "কিভাবে আমার প্রফাইল পিকচার চেঞ্জ করব?" টাইপের টিউন করে জেনে নিবেন 🙂

      যাক!! প্রাপ্তির ষোলকলা পুর্ন হল, অনেক অনেক ধন্যবাদ টিনটিন ভাই।

      মেহেদী ভাইকেও আবার ধন্যবাদ।

    গ্রেইট ! আপনার ৫০ তম টিউনে অশেষ ভালবাসা রইল। সামনে তারাতারি সেঞ্চুরী করবেন আশা রাখি। ধন্যবাদ। 🙂 🙂

      ধন্যবাদ আরিফ ভাই, আপনাদের দোয়া থাকলে অবশ্যই সেঞ্চুরিটা তারাতারিই পুর্ন করবো।

    "আমি নেই নেই নেই রে…. যেন তোর টিউনের হারিয়ে গেছি"
    প্রথমে বলবো যে অর্ধশত টিউনে যে ছক্কাটা মেরেছ তা টেকটিউন্স থাকবে যতদিন ,মনে রাখবে ও ততো দিন।

    আকাশ মানেই বরাবরে মত ফাটাফাটি টিউন,আকাশ মানেই তথ্য ভান্ডারের ছড়াছড়ি,আকাশ মানেই আকাশের মত টিউন,আকাশ মানেই অন্যরকম টিউন,আকাশ মানেই আমি যার অনেক বড় ফ্যান………………আকাশ মানেই অসীম……………

    টেকটিউন্সে দেখা এটাই আমার সবচেয়ে ভালোলাগা টিউন।অনেক কষ্ট করে এমন বড় টিউন করার জন্য তোমাকে অসীম ধন্যবাদ।চালিয়ে যান তোমার টিউনের রণতরী।

      আরে সজীব দাদা যে!!!! সুন্দর একটা কমেন্টের জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দাদা, এবং ১০০ অরিজিনাল লাল গোলাপের ভার্চুয়াল শুভেচ্ছা গ্রহন করো।

    সবাই ধন্যবাদ রাইখ্খা পালা

      কেন সাইদুল ভাই, কি হইছে????? ভয় পাইসেন নাকি??? হাঃ হাঃ হাঃ অনেক ধন্যবাদ।।

    Level 0

    টেকটিউনসে প্রথম যুক্ত হয়ে আপনার পোষ্টে কমেন্ট করলাম আকাশ ভাই…….অস্ত্র-শস্ত্র নিয়ে আমার যথষ্টে আগ্রহ আছে,আপনার লেখা সে তৃষ্ণা পূরণে সহায়ক হবে আশা করছি……প্রিয়তে সরাসরি

      ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকে কিছু বলার ভাষা নাই আমার…ছোট বেলা থেকেই মাসুদ রানা'র ফ্যান।বড় হওয়ার পরে দেখেছি নানা,মামা,খালু সবাই পুলিসের,চাচাতো ভাই দুইটার একটা আর্মিতে আরেকটা এয়ারফোর্সে…নেশা ছিলো অস্ত্র জিনিস্টার উপরে।নিজেও ইন্টারের পরের চেষ্টা করেছিলাম আর্মিতে যাওয়ার জন্য।দুর্ভাগ্য পারি নি।এই টপিকটার উপরে আসলে আমার অনেক নেশা…অনেক ধন্যবাদ…চমতকার এবং সাবলীল উপস্থাপনা……

      ধন্যবাদ বাবু ভাই।

    Level 0

    আমি ডরাইছি।
    না না, অস্ত্রের বিশাল কালেকশন দেখে না।
    ভাবতেছি, আপনি নিশ্চই একদিন সেঞ্চুরী টিউন করবেন।
    সেইটার সাইজ কিরকম হতে পারে ভেবে ভেবে ভীত আমি।

    অসাধারন একটা টিউন ।

    Level 0

    Really heavyweight tunes. go ahead Akash bhai apnar tunesgulo valo lage…..

    Level 0

    খুবই সুন্দর এবং পরিশ্রমী টিউন। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা কথা, আমরা জানি পাইপগান এমন একটা অশ্ত্র যার লাইসেন্স হয়না। এটা কিরকম এবং এর লাইসেন্স কেন হয়না তা জানতে আমাদের খুব আগ্রহ। দয়া করে আমাদের জানান

    জবরদস্ত,আকাশ ভাই আপনার কাছে সব অস্ত্র সমারপন করলাম

    Level 0

    এক কথায় অসাধারন, নিঃস্বন্দেহে এটা টিটির রেকর্ড এত বড় টিউন জীবনে দেখিনি। 🙄

    Level 2

    পিডিএফ করে রেখে দিলাম
    এত বড় টিউনের জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    জঠিল ভাই, অসাধারন।

    Level 0

    GShG-7.62 Minigun ta amar chai, ami ei du haat diyei chaliye debo (EXPENDABLE- TERMINATOR moto) 🙂
    ta tune ta korte apnar kodin legeche?

      @Jonty: অনেক ধন্যবাদ। প্রায় ১.৫মাস লেগেছে। আর ভাই আপনি যেটার নাম বলছেন সেটা বাংলাদেশে নাই।

    Level 0

    এই মেগা টিউনে যে মেগা মেগা ভুল করছেন। এইটা কেউ বলল না। আফসুস। ভুলগুলো ধরায় দিয়ে কোন লাভ নাই। তবে আমি কেবল বিনুদুনের জন্যই পড়েছি। আর হেসেছি।

    Level 0

    আকাশ ভাই আপনি চেষ্টা করেছেন দেখে ধন্যবাদ। অনেক বড় একটা টিউন। পুরোটা পড়ার ধৈর্য্য হল না।

    কয়েকটা কথা বলি। আপনার বেশীরভাগ post কতগুলো ছবি আর specification দিয়ে ভরা থাকে। এটা সঠিক ভাবে লেখার নিয়ম নয়। চেষ্টা করবেন বুঝিয়ে দিতে পাঠকদের। সবাই আমার আপনার মত জানে এটা ভাবা থিক না।
    আরো চেষ্টা করবেন ভুল কম করতে। খালি copy/paste করলেই তো হবে না। সেটা কে ঠি্কঠাক করে দিতে হবে।
    যখন internet এর অন্য জায়গা থেকে ছবি এবং লেখা copy করবেন তখন যেখান থেকে নিয়েছেন সেই link দেয়াটা জরুরি। যেমন এখানকার অনেক কিছু আপনি http://world.guns.ru/ সাইট থেকে নিয়েছেন। Wikipedia আসার আগে সমরাস্ত্র বিষয়ে আমারো এটা প্রিয় সাইট ছিল। অনুগ্রহ করে ওই সাইট এর লেখক এর নাম দিন। উনি অনেক আগে থেকে এই কাজ করে যাচ্ছেন। আমি সাইটটা পড়ছি গত ১০ বছর।
    আমি আগেই বলেছি পুরোটা পড়ি নাই। তাও কিছু ভুল ভালো লাগে নাই। এখানে দিচ্ছি আশা করি ঠিক করে দিবেন।
    ১। Muzzle Velocity: Muzzle velocity is the speed a projectile has at the moment it leaves the muzzle of the gun(http://en.wikipedia.org/wiki/Muzzle_velocity)
    এটা হচ্ছে bullet টা muzzle থেকে বের হওয়ার সময় যে speed থাকে। এরপর থেকে তা কমতে থাকে।
    ২। ডেটাকেবল বলে কোনো শব্দ নেই। Detachable ডিটাচেবল।
    ৩। Effective Range : এটা দিয়ে বুঝানো হয় যে কতদুর পর্যন্ত অই অস্ত্রের গুলি lethal or deadly। এর সাথে accuracy এর কোনো সম্পর্ক নাই। অনেক অস্ত্র আছে যাদের effective range অনেক বেশি কিন্তু accuracy খুব কম। AK-47 তার মধ্যে অন্যতম।
    ৪। Automatic gun: অথবা semi-automatic gun সয়ংক্রিয় ভাবে পরের round টা লোড করে। এরা প্রতি trigger pull এ একটা করে গুলি করে।
    আর full automatic gun আপনি যতখ্যন trigger চেপে রাখবেন গুলি বের হবে। ছেড়ে দিলেই বন্ধ হবে। Magzine শেষ না হয়া পর্যন্ত গুলি হবে কথাটা থিক না
    ৫। আপনি অনেক গুলো এর description এ rate of fire এর যায়গায় কিভাবে কাজ করে লিখে দিয়েছেন। copy করলে যা হয় আরকি। table maintain করে না।
    ৬। আপনি GLOCK কে GOLK লিখেছেন। এই একটা কারনে আপনাকে ক্ষমা করা উচিত না।
    ৭। আপনি HK417 কে Battle Rifle বলেছেন। এইটা গত ৫ বছরে develop করা একটা advanced Assault Rifle। আমি কিছুই বুঝলাম না।
    ৮। Carbine section এ এক বস্তা 7.62mm assault rifle ঢুকায় দিছেন। সাধারনত 7.62mm rifle কে কেউ carbine বলে না।
    ৯। Assault Rifle: শব্দটা আসাল্ট না। উচ্চারণ অ্যাসল্ট। অ্যা-স-ল্‌-ট।
    ১০। AK-47 এর accuracy ভয়াবহ রকম বাজে। অনেক video এবং research আছে নেটে। দেখবেন। সবাই এটা পছন্দ করার কারন হল এটা চালানো খুবই সোজা। বলা হয় একটা ১২ বছর এর ছেলে ১২ মিনিটে এটা চালানো শিখতে পারে। আর সহজে নষ্ট/জ্যাম হই না। আর রাশিয়া ভাঙ্গার এবং আফগানিস্তানে হারার পরে এই অস্ত্রটা প্রচুড় black market এ পাওয়া যায়। RAB এটা ব্যবহার করে না। ওরা Type 56 নামক একটা চাইনিজ version ব্যবহার করে। AK-47 খালি Russian একটা version কে বলা হই। আর অনেকেই জানেনা যে এই অস্ত্রটার অনেকগুলো modification আছে। অনেক দেশ তাদের মত করে তৈরী করেছে। সবগুলাই মোটামুটি একি রকম দেখতে তাই সবাই ভুল বুঝে। এদের সবাইকে একবারে সাধারনত কালাশ্‌নিকভ KALASHNIKOV বলা হই এর designer মিখাইল কালাশ্‌নিকভ এর নামে। অবশ্য এটা নিয়েও মতভেদ আছে।
    ১১। আপনি বলেছেন একটি sniper rifle ৫০০০ মিটার পর্যন্ত গুলি ছুরতে পারে। এটা পুরা গাজাখুড়ি কথা। গুলি হয়ত ছুরতে পারবে কিন্তু এই রেঞ্জে গুলি লাগাতে হলে সুপারমেন হতে হবে। না হলে সম্ভভ না।
    The current longest sniper kill record is held by United Kingdom’s Corporal of Horse (CoH) Craig Harrison, who in November of 2009 recorded a 2,475 m (2,707 yd) shot in the War in Afghanistan, he killed two machine gunners consecutively making it a double kill at that range. (http://en.wikipedia.org/wiki/Longest_recorded_sniper_kills)

    ভাই আর পারতেছি না। আমার আর ধৈর্য্য নাই। আরো অনেক ভুল আছে।
    যারাযারা সমরাস্ত্র নিয়ে কৌতুহলি তাদের জন্য কিছু লিংক দিচ্ছি।
    1. Wikipedia – requires no introduction
    2. http://world.guns.ru Before Wikipedia this was the best firearm wiki. Still is one of the best.
    3. http://www.imfdb.org/ Ever wondered what that gun is in the movie you are currently watching. This site lists all guns used in most movies.
    ফোরামঃ
    1. http://www.handgunforum.net/ mostly handguns. But you can find other info too.
    2. http://www.firearmstalk.com/forums/
    3. http://www.ar15.com/forums/index.html mostly AR-15/M-16 and AK-47 enthusiasts here. But you can find other too.
    ধন্যবাদ সবাইকে।

      Level 0

      @avas911:
      পরে সময় পেলে আরো কিছু ভুল নিয়ে আরো post দিব

      @avas911: Thanks bro about this.
      This Shuvro dude’s blog almost made me think I know nothing about arms -_-
      He misspelled my favorite pistol’s name.

      BTW BD Army uses a custom AK, they call it BD-08.

        Level 0

        @Frank3nst3in:
        Bangladesh Ordinance Factory te banano naki?
        BD AK er design licensee jantam na to. naki kono Chinese varient er license?

      @avas911: ভাই ভাজ্ঞিস পুরাটা পরেন নাই,পড়লে এমন আরেকটা টিউন হয়ে যাইত 😛

      @avas911: ভাইয়া HK417 নিয়ে উনার আপনার ২ জনের বক্তব্যই নেটে দেখা যাচ্ছে।উইকিতে এটা Battle Rifle ( http://en.wikipedia.org/wiki/Heckler_%26_Koch_HK417 )

      আবার এখানে এটা আস্যাল্ট রাইফেল ( http://world.guns.ru/assault/de/hk-417-e.html )

        Level 0

        @Ochena Balok: HK-416 হচ্ছে অ্যাসল্ট রাইফেল। এইটার গুলি 5.56 ন্যাটো। আর ৪১৭ ব্যাটেল রাইফেল। এটার গুলি 7.62

    Level 0

    AK ekhon ar bhalo weapon na. penetration bhalo na. accuracy er kotha baad dilam.

    HK er 416/417 or FAN SCAR ta license korle joss hoito. these 2 are best AR now i think

    Level 0

    Sorry FN SCAR

    avas911 bro, u actualyyyyyyyyyyyyyyy rocks man. u know, 100000000000kg, but tell 5kg , but shuvro vai knows 10kg, tells 105kg… so he makes all lot mistakes. but here his effort seems not that bad.

    Level 0

    সাবমেশিন গান, এর সম্পর্কে অনেকের না জানা থাকলেও অন্তত নামটি একবার শোনার কথা। ফায়ার আর্মসের জগতে অত্যান্ত শক্তিশালী এর অবস্থান। এর ধংসাত্বক অবস্থান সহজ কথায় বলতে গেলে এরা অ্যাসাল্ট রাইফেলের বড় ভাই এবং মেশিনগানের ছোট ভাই। পুর্বে এরা মেশিন পিস্তল নামে পরিচিত ছিলো। এরা ফুললি অটোমেটিক এবং বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। এদের যুদ্ধক্ষেত্রে বেশি দেখা গেলেও ইউরোপ আমেরিকার পুলিশদের কাছে জনপ্রিয় বিশেষত “UGI” গানটি। মোটামুটি ভারি এবং বিশেষ ট্রেইনিং এর দরকার হয় বলে অপরাধ জগতে এর ইউজ একটু কম। এটি দিয়ে ব্রাশ ফায়ার করতে মজা। এর বুলেট গুলোও অনেক শক্তিশালী। চলুন দেখে আসি এদের কিছু গুরুত্বপুর্ন সদস্য।

    এই জায়গায়টা পইড়া হাসতে হাসতে শেষ। কি কয় মানবে!!!!!!!!!!!!!১১

    টিউনার ভাইকে ভুলভাল তথ্যের জন্য আলাদা একটি ব্লগ খুলে দেওয়া হোক, 😛 এটা জনতার দাবি।নাম হতে পারে “উইকিপিডিয়া ২ ফিচারিং শুভ” নইলে _____________(ফিল ইন দি ব্ল্যাঙ্কস—জাতির জন্য ফাকা রাখলাম)

    SMG সেকশনে ভুল আছে।UGI নামে একটা কিছু ধোলাইখালে থাকলে থাকতেও পারে কিন্তু উইকিতে নাই।শব্দটা UZI . IGI2 খেলার সময় আমার খুব পছন্দের ছিল UZI