বিশ্বজুড়ে স্কাইপের ব্যবহারকারী মোটামুটি ৭০ কোটির মতো। এটি ব্যবহার করা যায় কম্পিউটার, নোটবুক, মুঠোফোনে। এরপর চাইলে চ্যাট করা সম্ভব, পিসি টু পিসি ফোন এমনকি ক্ষেত্রবিশেষে বিনা খরচায় ফোন টু ফোন কল করাও সম্ভব। স্কাইপের সবচেয়ে বড় গুণ হচ্ছে, অডিও বা ভিডিও চ্যাটের ক্ষেত্রে এটির মান বেশ ভালো। তবে সেই স্কাইপকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলারে কেনার খবরে অনেকেই অবাক হয়েছেন। কেননা এই ক্রয়মূল্য অন্যান্য আগ্রহী প্রতিষ্ঠানের চেয়ে আড়াই গুণ বেশি। এই বিশাল বিনিয়োগের পেছনে মাইক্রোসফটের হেতু কী? এমন প্রশ্নের উত্তরে বলতে হয়, স্কাইপের প্রায় ৭০ কোটি ব্যবহারকারীকে মাইক্রোসফটের অন্যান্য পণ্য সম্পর্কে জানানোর সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।
ইন্টারনেট জগতে সহজে এবং বিনা খরচায় ভয়েস এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে পুরোধা স্কাইপ। সেটিকে সঙ্গে পেলে মাইক্রোসফটের সুনামও বাড়বে। মোটের ওপর স্মার্টফোনের জগতে আধিপত্য বিস্তার সহজ হবে মাইক্রোসফটের জন্য। কেননা, স্কাইপের মুঠোফোন সংস্করণ এরই মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে স্কাইপকে পুরোপুরি আয়ত্তে আনতে মাইক্রোসফটকে খানিকটা খাটতেও হবে। বিশেষ করে স্কাইপের মুঠোফোন সংস্করণ জনপ্রিয় হলেও অনেক টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এটিকে পছন্দ করে না। কারণ স্কাইপ ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে মুঠোফোন টু মুঠোফোন কল করার সুযোগ দেয়, যা টেলিকম সেবাদাতাদের মুনাফায় বিরূপ প্রভাব ফেলছে। তাই মার্কিন এবং ইউরোপের কয়েকটি সেবাদাতা স্কাইপের এই কল সুবিধাকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে। এখন মাইক্রোসফটের কাজ হবে টেলিকম সেবাদাতাদের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো, যাতে মুঠোফোনে স্কাইপ ব্যবহারে প্রতিবন্ধকতা দূর হয়। আরেকটি সমস্যা স্কাইপের ডেস্কটপ সংস্করণের ইন্টারফেস। এটিতে বেশকিছু বিজ্ঞাপন রয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের বিরক্ত করে। এসব বিজ্ঞাপন সরানোও কঠিন। একটাই উপায়, সেটি হচ্ছে স্কাইপের কম্প্যাক্ট সংস্করণ ব্যবহার করা। অথচ এটির প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে গুগল টকের ক্ষেত্রে এ ধরনের উপদ্রব নেই। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে স্কাইপের ইন্টারফেস নতুন করে সাজাতে হবে। সেই দায়িত্বটাও এখন মাইক্রোসফটের।
বলমার, যারা ৩ বছর আগে স্কাইপ ৪৫ বিলিয়ন ডোলারে কিনতে চেয়েছিলেন, বলেছেন, "স্কাইপ একটি অসাধারন সেবা যা বিশ্বজুড়ে মিলিয়ন মিলিয়ন লোক ভালবাসে। একসাথে আমরা একটি যুগোপযোগী যোগাযোগ মাধ্যম সৃষ্টি করব যাতে লোকেরা তাদের পরিবার, বন্ধুবান্ধব, ক্লায়েন্ট বা কলিগদের সাথে পৃথিবীর যেকোন স্থানে যোগাযোগ রাখতে পারে।"
সূত্রঃ আমার দেশ, Guardian.co.uk
Technorati Tags: skype, news, microsoft buys skype
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
আশা করি আমরা আরও নতুন নতুন ফিচার পাব 🙂