সংযুক্ত আরব আমিরাতে আসতে চান ? সাবধান ! সাবধান! সাবধান! একবার হলেও দেখেন।একবার হলেও পড়ুন।

আসসামু আলাইকুম, প্রথমে আমার সালাম জানিয়ে টি উনটি শুরু করছি। আজ আমি এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, অনেকে হয়তো ভুক্তভোগী। আমি সংযুক্ত আরব আমিরাতে আছি বিগত ২০০৭ সাল থেকে । এই  দীর্ঘ ৪ বছর আমার চোখের সামনে অনেক বেদনা দায়ক ঘটনা ঘটেছে। আমি দেখেছি খেটে খাওয়া মানুষের চোখের পানি ঝড়তে।দেখেছি মানুয়ের অষহায়ত্ব। দেখেছি মানুয়ের বেচে থাকার লড়াই।

মধ্য প্রাচ্যের এই মরুভূমিতে বাংলাদেশিরা কাজ করছে অনেক আগে থেকে । এদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের অবধান অনেক।বরাবরই বাংলাদেশিরা অবহেলিত। বাংলাদেশি ছাড়াও এখানের  ইন্ডিয়া, পাকিস্তান, ভূটান, নেপাল, শ্রীলন্কা, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিসর, আরো অনেক দেশের লোকদের সাথে পাল্লা দিয়ে কাজ করে আসছে।তবে আমার জানা মতে বাংলাদেশিদের চাইতে অন্যান্য দেশের লোকের অবস্থা খুবই ভাল। তারা এইখানে বাংলা দেশিদের চাইতে বেশি সুবিধা ভোগ করে।বেতনের দিক থেকে বলতে গেলে অন্যান্য দেশের কর্মীর বেতন অনেক বেশি। এর নানা কারন ও আছে।বেশি ভাগ শ্রমিক কাজ করতে আসে কোনা কাজ না শিখেই। কাজ শিখা থাকলেও সেই কাজের ভিসা নিয়ে না আসাটায় আরএকটি কারণ। এটা কাজ শিখার জায়গা নয়।এটা কাজ করার জায়গা। প্রায় বেশি ভাগ শ্রমিক অপ্রস্তুত অবস্থায় ভিসার নাম শোনেই লাফ দিয়ে চলে আসতে চেষ্টা করে।ফলে এখানে পদে পদে তাকে অবহেলিত হতে হয়। এই দেশে আসার আগে কোন একটা কাজ শিখে ঐ কাজের ভিসা নিয়ে আসলে সফল হওয়া সম্ভব।

সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য দেশের দূতাবাস গুলো অনেক সক্রিয়। কিন্তু দু:খের বিষয় আমাদের দেশের দূতাবাস এর করুন অবস্থা। সাধারণ প্রবাসিরা দূতাবাস থেকে কোন রকম সাহায্য সহযোগীতা পায়না। যা অন্যান্য দেশের লোকেরা পায়। সমস্যায় পড়ে যদি  কেউ দূতাবাসে ফোন করে , তাহলে তাদেরকে অন্যান্য জায়গা দেখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আছে।

এই মরুভূমির প্রখর রোধে মাথার ঘাম পায়ে ফেলে যারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে, তাদের প্রতি সরকার কোর প্রকার দৃস্ঠি দেয়না। তাদের ভাল মন্দের খবর নেয় না। তবুও তারা নানা কষ্ঠে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে।এর মধ্যে অনেকে বলে ফেলে----

“ দু:খে যাদের জীবন গড়া তাদের আবার দু:খ কিসের”

প্রবাসিদের কষ্টার্জিত অর্থে তাদের আত্বীয় স্বজনের হাসি দেখলে সব কষ্ঠ ভূলে য়ায়।

যাক অনেক কিছু বলে ফেললাম । এই প্রবাসিদের কষ্ঠ লাঘব করা আমার পক্ষে সম্ভব না। যাতে এই ধরনের কষ্ঠ থেকে কিছুটা রেহায় পাওয়া যায়। সেই টিপস গুলো আমি আজ শেয়ার করার চেষ্টা করবো।

কেননা আমি বিগত ২ বছর ধরে একটি টাইপিং এর দোকানে কাজ করি। আমি দেখেছি কিভাবে ভিসা দালালরা সাধারণ মানুষকে বিপদে ফেলে।

ভিসা দালালদের পরিকল্পনা : বাংলাদেশে বেকার সমস্যা তীব্র প্রর্যায় গিয়ে পৌছেছে।  ফলে দেশের বাইরে যাওয়ার জন্য নানা পন্থা অবলম্বন করে থাকে। কেউ বৈধ্য আবার কেউ অবৈধ্য । এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু  ভিসা দালালরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। দেশের বাড়ি, ভিটা,জমি বিক্রি করে টাকা তুলে দিচ্ছে দালাল দের হাতে।ফলে এখানের এসে পরিস্থিতি হয় উল্টো। খারাপ মানুষ সব জায়গায়, সবদেশে ,সবখানে আছে। এদেশের নাগরিক দের মধ্যেও অনেক খারাপ লোক আছে। এখন আমরা জানবো কিভাবে একজন সাধারণ মানুষ দালালের খপ্পরে পড়ে নি:স্ব হয়।

ভিডিও টি দেখুন।

এখানে কিছু মানুয় ভিসা লাভের আশায় কিছু  প্রতিষ্ঠান  খুলে বসে আছে। যাদের অতীত এবং ভবিষ্যত কিছুই নেই। দালালরা এইসব প্রতিষ্ঠান থেকে ভিসা নিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে। এর মধ্যে জাল ভিসা ও আছে।

প্রথমে দালাল ভিসা পাওয়ার পর দেশে ফোন করে এবং ভিসা ইমেইল করার সময় বিসার নিছের অংশে মালিকের মোবাইল নং কেটে দেয় । যাতে করে কে উ মালিকের সাথে যোগাযোগ করতে না পারে।খুব কম সময়ের মধ্যে গমনিচ্ছুকে এখানে নিয়ে আসা এবং খুব তাড়াতাড়ি  টাকা প্রদানে চাপ দেয়। ভিসার টাকা যোগার করার জন্য জায়গা জমি সস্তায় বিক্রি করতে বাধ্য হয়।গমনিচ্ছু  মালিকের থেকে যে সকল সুবিধা  পাবে, তার থেকে অনেক বেশি লোভ দেখানো হয়। ফলে এখানে এসে তিনি কিছুই পান না। টিক মতো মাসে মাসে বেতন পর্যন্ত পায় না।এক কাজের কথা বলে এখানে অন্য কাজ দেয়। ফলে অসহায় হয়ে বৈধ পথ ছেড়ে অবৈধ হতে বাধ্য হয়। দুবাই, শারজাহ, আল আইন,আবুধবি, সবখানে চলছে ভিসা দালালের রমরমা ব্যবসা। বর্তমানে সকল কোম্পানির বেতন ব্যাংকে দেওয়া হলেও যারা এই দেশিয় মালিকের কাজ করে , তাদের দূরদসা রয়ে গেল। বাংলা দেশ থেকে বেশি ভাগ শ্রমিক Agriculture sector এ কাজ করতে আসে। তাদের মাষিক বেতন কত আপনি জানেন ? ৬০০ দিরহাম --৮০০ দিরহাম পর্যন্ত।

এই বার দেখুন একজন লোকের  মাষিক  খরচ। খাওয়া দাওয়া- ২০০ দিরহাম।

ইন্সুরেস্স লাগে মাষিক হিসাবে ৫০ দিরহাম ( বাধ্যতামুলক)।

national identity card- দুই বছরে ২৭০ দিরহাম( বাধ্যতামুলক)

তাছাড়া নিজের পারসোনাল খরচ তো আছেই। আর বাকি থাকে কত ?

ভিসা দালাল দের খপ্পর থেকে বাচার উপায়:

১। আপনি যথা সম্ভব আপনার আত্বীয় স্বজনের মাধমে বিসা নেয়ার চেষ্ঠা করুন।

২। ভিসা পেলে ভিসার নিচের অংশে মালিকের মোবাইল নং আছে কিনা তা দেখে নিন।থাকলে কথাবার্তা জানা এমন কোন লোক দিয়ে মালিকের কাছে ফোন করে ভিসার সত্যতা যাচায় করুন।এবং কি কি  সুবিধা পাওয়া যাবে জেনে নিন।

৩। ভিসা আসল কিনা যাচায়ের জন্য ভিসার এন্টি নম্বার , ভিসা নং নিয়ে ইন্টারনেটে চেক করুন। (মনে হয় নেটে শুধু কোম্পানি ভিসা গুলো চেক করা যায়)

৪। যথা সম্ভব আপনি যে কাজ জানেন সেই কাজের ভিসা নিয়ে আসতে চেষ্ঠা করুন।

৫। আপনার কাজের সম্ভব্য স্থান কোথায় হবে তা নিচ্ছিত হোন।

৬। কখনো অতিরিক্ত টাকা খরচ করে আসবেন না। আপনার খরচ এর সাথে আপনার মাষিক বেতন কত হবে তা নিরুপণ করুন।

৭। আপনার ভিসা কোম্পানির হলে কোম্পানির অতীত সম্পর্কে জানার চেষ্টা করুন। দরকার হলে কোম্পানির নাম নিয়ে  ইন্টারনেটে  র্সাচ করে জেনে নিন।

৮।Travel agency   থেকে ভিসা নিতে সাবধান হোন। এতে ৮০% ধোকাবাজ। তারা টাকার লোভে কোনরকমে শ্রমিক দের এদেশে পাঠিয়ে দেয়। সম্প্রতি, ঢাকা থেকে প্রচুর লোক Al - Barari, Forest Management, এসেছিল ও আসছে। যারা এসেছিল তাদের কাছ থেকে  travel agency গুলো অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।এখানে আল বারারী  কোং টি সকল শ্রমিক কে তাদের Site  benona তে পাটায় । সেখানে কি জানেন। শুধু বালু আর বালু  সেখানে এক সপ্তাহ হাটলে ও আপনি কোন বাড়ি ঘর বা কোন প্রানী খোজে পাবেন না। অনেকে ঐ খানথেকে পালিয়ে গেছে। অনেকে দেশে ফিরে গেছে। 

ঘঠনা : বিগত ৫ দিন আগে একটি ছেলে সেলুন দোকানের ভিসা নিয়ে আলআইন এর রেমাহ নামক জায়গাই কাজ করতে আসে। তাকে আমি প্রথমে দেখার পর তার নাম ঠিকানা জিঙ্গাসা করি । এই ছেলেটির নাম সুজন ঢাকার টঙ্গি এলাকায় সেলুনের দোকানে কাজ করতো । এতে সে এবং তার সংসার ভালো ভাবে চলছিল। তার এক বন্ধুর আত্বীয় এর কাছ খেকে সে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে এই  ভিসা  কিনে। এতে বেশি ভাগ ধার কর্জ ছিল। এত টাকা দিয়ে কেন  সে ভিসা কিনলো তা জিঙ্গাস করলে সে বলে তাকে বলা হয়েছিল আবুধাবী টাউনের সেলুন দোকানে তাকে কাজ দেওয়া হবে।এবং তার বেতন ও খুব দ্রুত বিদ্ধি পাবে। কিন্তু এখন যেখানে কাজ দেওয়া হয়েছে এখানে এত লোক সমাগম নেই। ।  তাকে প্রথমে মাষিক হিসাবে বেতন দেওয়া হবে বলা হলেও এখন তার উল্টো তাকে প্রডাকশন হিসাবে কাজ করতে হয়। লোক সমাগম নেই বলে ইনকাম হয়না। ছেলেটি এখন খুবই চিন্তিত হয়ে পড়েছে। কত দিনে সেই পরো টাকা উঠাবে সে জানে না । সে বলছিল এখান থেকে নাকি দেশে ভাল টাকা ইনকাম করতো।যে এই ছেলেকে ভিসা দিয়েছিল তাকে ফোন করলে বলে, যেমন আছে তেমন থাকতে, ঝগড়া করলে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে হোমকি দেওয়া হয়।

এখন  আপনি চিন্তা করুন ছেলেটির ভবিষ্যত কি হবে। এই ভাবে প্রতারিত হচ্ছে হাজার মানুষ । এই সব দালালের খপ্পর থেকে বাচতে আমাদের আরো সচেতন হতে হবে।

ছেলেটির ছবি দিলাম। পরে ভিডিও করে আপডেট করে দিব।

কেমন লাগলো অবশ্যয় জানাবেন। কমেন্ট করবেন। ধন্যবাদ।

আগে প্রকাশ এখান

দেখুন তো কেমন হলো

আমার বল্গ

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very Sad Story.

    Level 2

    মন্তব্যর জন্য ধন্যবাদ । টি উনটি আপনাদের ভাল লাগলে নির্বাচিত করুন।

Level 2

আমার blog থেকে কপি করার কারণে নিচের দিকের লিখা গুলো এলোমেলো হয়েছে। তার জন্য দু:খিত………

    mmi ভাই আমি আর কি বলব? দেখে শুনে যা মনে হলো দোষ কিন্তু শ্রমিকেরই। আপনারা যে যাই বলেন। বেটা কাজ জানিস না আবার বিদেশ যাওয়া। তার উপরে নিশ্চিত না হয়েই! তাহলে তো এরকম হবেই। আর এটাই স্বাভাবিক। মর সালারা।।।।।।।।।।। ভাই কিছু মনে করবেন না। কথা গুলো যা বলেছি সব সত্য । আর একটু রাগ করেই বললাম।

    Level 2

    Muhammad Misbahul Islam ভাই ভালই বলেছেন।এটা আসলে সরকারকেই উদ্ধ্যোগ নিতে হবে। এবং মানুষের কাছে এই বার্তা পৌছাতে হবে।
    মন্তব্যর জন্য ধন্যবাদ।

    আমাদের আবার সরকার!!!!! হাসাইলেনরে ভাই।

onek valo koresen visa cheak er link ta diye

Bhai erokom gotona sotto.karon onek probasir kotai jani.eder jonno kob kosto hoe.kento afsos amar family ta bojlo na

ধন্যবাদ।তবে এটা আপনি অন্যান্য বাংলা ফোরামেও দেন।

    Level 2

    মন্তব্য করার জন্য ধন্যবাদ। দেখি কি করা যায়।

Level 0

আপনার সাথে একমত কারন আরব আমিরাতে একটা মোবাইলের দোকানে চাকুরি করি কিন্তু যেই সেলারি দেওয়ার কথা তার থেকে অনেক কম পাই । বিষয় টি সবাইকে জানানোর জন্য ধন্যবাদ

    Level 2

    আপনাকে ও ধন্যবাদ। আরে আমার কথা তো কেউ জিঙ্গাসা করল না। আমি কেমন আছি। আমার বেতন বাড়ানোর কথা থাকলেও, মালিক ফিলিস্তিনি দুই বছরে আমার বেতন একটাকা ও বাড়ায় নাই।

Level 0

অনেক অনেক ধন্যবাদ। দালালের খপ্পরের হাত থেকে বাচার উপাই। Saudi Visa query এর ঠিকানা থাকলে দেন।

এতসব বিষয় জানা ছিল না।
আপনার টিউনের কিছু কিছু ইমেজ সম্ভবত আপলোড হয় নি। তাই দেখা যাচ্ছে না।
আর কথাটি মূলত "বিসা" না হয়ে "ভিসা" হবে।
ধন্যবাদ।

    Level 2

    ওহ আপনি!!!!
    মন্তব্যর জন্য ধন্যবাদ। এবার দেখুন তো টিক আছে কিনা।
    ছবি গুলো সাইজ একটু বড় তাই লোড হতে সময় লাগে।

সারা বাংলায় ছড়িয়ে দিন আপনার এই গুরুত্বপুর্ন কথাগুলো। এতে বাংলার মানুষ গুলো প্রতারিত হওয়া থেকে মুক্তি পাবে, যারা সর্বস্ব হারিয়ে বিদেশ যায়। আর হ্যা সুন্দর টিউন করার জন্য অ…………নে…………ক ধন্যবাদ।

    Level 2

    আপনাকে ও অনেক -……………অ…………নে…………ক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই । মনেহয় সব জায়গায় বাংলাদেশের এম্বাসীর একই দশা । আমি লোকমুখে যা শুনলাম কাতারেও একি দশা । আমরা এখানে রক্তঝরিয়ে দেশে টাকা পাঠায় আর সরকারে যারা আসে তারা একে অন্যকে বাশঁ দিতে দিতে ৫ বৎসর পার করে ফেলে ।

    Level 2

    টিক বলেছেন ভাই । কি করবেন এটা আমাদের দোষ নয় কি?

ভাল একটা টিউন ভাল লাগলো

    Level 2

    ধন্যবাদ নির্বাচিত করুন।

আমার ও যাওয়ার আশা ছিল। কিন্তু এখন আর যাবনা। নিজের দেশে অনেক ভাল আছি। আপনাকে অনেক ধন্নবাদ। অনেক কিছু জানলাম। আর ভিসা চেক করার লিঙ্ক এর জন্য খুব ভাল হইছে। কিছুদিন আগে আমার ভাই গিয়েছে কিন্তু আমি তার ভিসা চেক করতে পারি নাই।ভাল থাকবেন দোয়া করি।

    Level 2

    দেখুন আমি বিদেশ যাওয়ার জন্য নিষেধ করছিনা । বুঝে শুনে খবর নিয়ে তার স্থির করুন আপনি যাবেন কিনা।

চরম, কত টেকনোলজি শিখলাম আহা

    Level 2

    ভাই আপনি কিন্তু আমার প্রথম টি উনের প্রথম মন্তব্য কারি আমি কিন্তু আপনাকে ভুলিনি। আপনি আবার মন্তব্য করেছেন দেখে ভাল লাগছে। ধন্যবাদ।

    Level 2

    সেখ ভাই আপনাকে ও ধন্যবাদ। আপনার আত্বীয় স্বজনকে হোসিয়ার করে দিবেন।

খুবই ভাল লিখেছেন
এই ধরনের টিউন আরো আগে করলে অনেক লোক বিপদ থেকে মুক্তি পেত।

    Level 2

    তাই নাকি । ধন্যবাদ। কেমন লিখেছি জানি না, তবে ভাল করে গোছিয়ে লিখার চেষ্ঠা করেছি।

Level 0

ভালো টিউন।

    Level 2

    ভালো হলেই ভাল। কিন্তু খোজ নিয়ে দেখেন তো আপনার আপন কেউ বিপদে পড়ছে কিনা।

দেশ ছাইরা বিদেশ যামু না!

    Level 2

    মন্বব্যর জন্য ধন্যবাদ । আশা করছি বিষয়টা নিয়ে সবাই একটু তৎপর হবেন।

ধন্যবাদ আপনার অভিগ্যতা শেয়ার করার জন্য।

Level 2

ধন্যবাদ সাইদুল ভাই।

ভাই আমি আর কি বলব? দেখে শুনে যা মনে হলো দোষ কিন্তু শ্রমিকেরই। আপনারা যে যাই বলেন। বেটা কাজ জানিস না আবার বিদেশ যাওয়া। তার উপরে নিশ্চিত না হয়েই! তাহলে তো এরকম হবেই। আর এটাই স্বাভাবিক। মর সালারা।।।।।।।।।।। ভাই কিছু মনে করবেন না। কথা গুলো যা বলেছি সব সত্য । আর একটু রাগ করেই বললাম।

    Level 2

    ভালই বলেছেন।এটা আসলে সরকারকেই উদ্ধ্যোগ নিতে হবে। এবং মানুষের কাছে এই বার্তা পৌছাতে হবে।
    মন্তব্যর জন্য ধন্যবাদ।

ভাই দুবাই ভিসা পারমিট নাম্বার দিয়ে অনুরুপ বের করার কোন সাইটের ঠিকানা আছে কি না ? থাকলে লিংকটা দিবেন প্লিজ………………।

apnar adress ta ki all u.a.e er jonno na sudhu dubai er jonno?

ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করার জন্য।

    Level 2

    আপনাকে ও অনেক ধন্যবাদ

Level 0

Heart Touching……

    Level 2

    ধন্যবাদ

Level 0

good consultant

ভিসা চেক করার জন্য এই লিংক টি দেখতে পারেন।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/99542/

অসংখ ধন্যবাদ ভাই

vai student visar khatrao ki amon hoy.

অস্ট্রিয়ান (Austria) স্টুডেন্ট ভিসা চেক করার সাইট খুজছিলাম যদি এ ব্যাপারে সাহায্য করে দেন আপনার প্রতি আমি আনেত কৃতজ্ঞ থাকব ।
https://www.techtunes.io/help-ask/tune-id/144467