আপনি একজন টেলিভিশন সিরিজ প্রিয় মানুষ, কিন্তু আপনি 'দি ওয়াকিং ডেড' এর নাম শোনেননি এটা অসম্ভবপ্রায়। জ্বি, আজ আমরা আলোচনা করব 'দি ওয়াকিং ডেড' সিরিজটিকে নিয়ে।
এএমসি কর্তৃক প্রকাশিত সিরিজটি প্রথমবার দর্শকদের সামনে উন্মোচিত হয় ২০১০ সালের ৩১শে অক্টোবর৷ এরপর আর পরিচালকদের পিছনে ফিরে তাকাতে হয়নি। ১ম পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বমোট ১৫৩ টি পর্ব সম্প্রচারিত হয়েছে। ১০ সিজনে ভাগ করে প্রকাশিত হয়েছে এই ১৫৩টি পর্ব। কিন্তু দর্শকদের ভালবাসার কমতি কখনও হয়নি। ১১ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে সিরিজটি। আজও পরিচালকরা দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন নিত্যনতুন পর্ব। সিরিজটির মূল গল্প নেয়া হয়েছে রবার্ট কিরকম্যান রচিত 'দি ওয়াকিং ডেড' নামক বই থেকে।
সিরিজটি মূলত জম্বি কেন্দ্রিক হলেও কয়েকটি পর্ব দেখার পরই আপনি বুঝে যাবেন মানুষ নিজেদের সাথে লড়াই করে কিভাবে টিকে থাকে সেটিই সিরিজের মূল বিষয়। মানবসভ্যতা যে নিজেই নিজেদের সবথেকে বড় শত্রু তা আপনি এই সিরিজটি দেখলেই অনুধাবন করতে পারবেন। বেচে থাকার তাগিদে মানুষের পক্ষে যে কি কি করা সম্ভব তা এই সিরিজ না দেখলে আপনার পক্ষে বোঝা হবে দুষ্কর।
কেন্দ্রিয় চরিত্র রিক গ্রাইমস চরিত্রের অভিনয় করেছেন আন্দ্রেও লিংকন। এছাড়াও অভিনয় করেছেন নরমান রিডাস্, ডানাই গুরিরা, লাওরেন কোহান, মেলিসা ম্যাকব্রাইড সহ আরও বহু অভিনেতা। প্রত্যেকের অভিনয়ের মধ্যেই ফুটে উঠেছে সমান পারদর্শিতা যা সিরিজটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়।
হয়তোবা অনেকের মতো প্রথম প্রথম আপনার কাছেও সিরিজটি ভালো না লাগতে পারে, কিন্তু যতই না সময় অতিবাহিত হবে আপনিও নিজেকে আবিষ্কার করবেন জম্বিদের রাজ্যে। রিক গ্রাইমস এর নতুন নতুন কৌশলে জম্বিদের পরাস্ত করা আপনার কাছে ততই ভালো লাগা শুরু করবে। হাজারো প্রতিকুলতা কাটিয়ে রিকের নিজের পরিবারকে খুজতে আপনি নিজেও হয়ে যাবেন মগ্ন। বন্ধুত্ব নাকি ভালবাসা বড় সে চিন্তারও সমাধান পেয়ে যাবেন আপনি। এই সিরিজটিতে পুরো সময় আপনি নিজের কল্পনার সাথে বাস্তবের মিল করার চেষ্টা করলে আমি বলব আপনি ভুল করছেন। কারন গতানুগতিক কোন সিরিজের সাথে এটির একদমই কোন মিল নেই। পুরো সময়ই রিকের দলকে অন্য নানা দলের মোকাবিলা করে টিকে থাকার লড়াই দেখতে হলে আপনাকে আজই শুরু করতে হবে 'দি ওয়াকিং ডেড'।
এই সিরিজের সাফল্যের পর পরিচালকরা 'ফিয়ার দি ওয়াকিং ডেড', 'ওয়াকিং ডেড:দি ওয়ার্ল্ড বিয়ন্ড' নামক আরও কিছু সিরিজ বের করেন যার কাহিনি ছিল ওয়াকিং ডেডের সাথে সম্পরকিত। কিন্তু ব্যবসাসফল হলেও 'দি ওয়াকিং ডেড' এর খ্যতির কাছে সেগুলো কিছুই না। কিন্তু দু:খজনক হলেও বলতে হচ্ছে 'দি ওয়াকিং ডেড' সিরিজটি এসে পরেছে এর শেষ ধাপে। আর মাত্র ১ সিজন পরই পরিচালকরা এর সমাপ্তি ঘোষণা করে দেবেন।
কি হবে যখন মানবসভ্যতা নিজেরাই নিজেদের সব থেকে বড় শত্রু?এই প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তাহলে আজই দেখা শুরু করুন 'দি ওয়াকিং ডেড' টেলিভিশন সিরিজটি। ফক্স স্টুডিও শুরু থেকেই টেলিভিশনে এটি সম্প্রচার করে আসছে। এছাড়াও অনেক ওয়েবসাইট থেকে আপনি এটি সহজেই পেয়ে যেতে পারেন। আর সিরিজের এই সাফল্যের পর কোন গেম নির্মিত হবে না তা কি সম্ভব!তাই আপনার যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্যও রয়েছে 'দি ওয়াকিং ডেড' নামক গেম। আপনারা চাইলেই গুগল প্লে স্টোর থেকে সহজেই নামিয়ে নিতে পারেন গেমটি। পিসি গেমারদের জন্যও রয়েছে একই নামের কম্পিউটার গেম। গেম নিয়ে অন্য কোন দিন আলচনা হবে। আজ এ পর্যন্তই। তাই দেরি না করে আজই ঢুকে পরুন জম্বিদের রাজ্যে।
আমি নাহিয়ান হানিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।