ইনস্টাগ্রাম লাইভে বন্ধ করা যাবে ভিডিও ও অডিও

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে প্রায়ই নতুন ফিচার চালু করা হয়। বিশ্বে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। সেলিব্রিটি, খেলোয়াড়সহ বিভিন্ন পেশার মানুষ এই যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন। এখানে তারা ভিডিও, অডিও ও ছবি প্রকাশ করে। ভক্তরা অনুসরণ করে তাদের তারকাদের।

তরুণদের মধ্যে ভিডিও প্রকাশ করা খুবই জনপ্রিয়। যাকে স্টোরি বলা হয়। ইনস্টাগ্রামে গ্রাহকদের কথা ভেবে অডিও, ভিডিও বা স্টোরি সেটিংসে নতুন নতুন সেবা চালু করে। তেমনি এবারো নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপ্লিকেশন চালু করা নতুন ফিচার থেকে গ্রাহক রা লাইভ ভিডিও করার সময় নিজের অডিও বা ভিডিও বন্ধ রাখতে পারবে। ইনস্টাগ্রাম লাইভের আপডেটগুলি ব্যতীত ফেসবুক আরও কয়েকটি অডিও চ্যাট পণ্যগুলিতে কাজ করছে। এর মধ্যে ভার্চুয়াল কক্ষগুলির পাশাপাশি ব্যবহারকারীরা তাদের ফিডে সংক্ষিপ্ত অডিও স্নিপেটগুলি টিউন করতে একটি"সাউন্ডবাইটস" বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে।

ইনস্টাগ্রাম লাইভের জন্য নতুন বৈশিষ্ট্যগুলি বিশ্বব্যাপী সমস্ত অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে।
টেকক্রাঞ্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, লাইভ ভিডিও চলাকালীন সময়ে শ্রোতাদের সাথে কথা বলার সময় চাপ কমানোর জন্য নতুন ফিচার চালু করা হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, চালু হওয়া নতুন ফিচার টির ফলে নিজের অডিও পজ করায় বাকি শব্দ স্পষ্ট শোনা যাবে৷

লাইভ ভিডিও চলার সময় শব্দ বন্ধ করার করার জন্য ব্যবহারকারী মাইক্রোফোন বোতামে এবং ভিডিও বন্ধ করার জন্য ভিডিও ক্যামেরা বোতামে ট্যাপ করতে হবে। ভিডিও বন্ধ করলে ব্যবহারকারী তার স্ক্রিনে ভিডিও বক্সে দেখতে পারবে শুধু নিজের ছবিটি। অন্যদিকে কোন একজন ব্যক্তি যিনি লাইভ ভিডিও হোস্ট করছেন, তিনি অংশগ্রহণকারীদের অডিও বা ভিডিও বন্ধ করতে পারবে না।
অনেকটা অডিও চ্যাট রুমের মতো করে তুলবে যা সম্প্রতি বিখ্যাত অডিও অ্যাপ্লিকেশন ক্লাবহাউস দ্বারা অনেক জনপ্রিয় করেছে। এটির সাহায্যে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যে কোনও সময় তাদের সমস্ত অনুসরণকারী এবং অন্যদের সাথে অডিও-কেবল চ্যাট করতে সক্ষম হবেন।

নতুন মার্কেটপ্লেসঃ ইনস্টাগ্রাম ব্যবহার কারীদের আয়ের জন্য নতুন ফিচার চালু করা হয়েছে। এটি মার্কেটপ্লেসের মতো। এর মাধ্যমে ব্রান্ডগুলো কন্টেন্ট নির্মাতের জোট বাধঁতে পারবেন। ইনস্টাগ্রামে আগে থেকে স্পনসরড কন্টেন্ট থাকলেও নতুন মার্কেটপ্লেসে ফিচারটি ব্যান্ডগুলোকে উদিয়ীয়মান নির্মাতাদের খুঁজে পেতে সাহায্য করে, বলেছেন ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে 'ক্রিয়েটর' শোপ নামে আরেকটি নতুন অপশন চালু করবে মাধ্যমটি। এটির মাধ্যমে সরাসরি নিজ প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে পণ্য বিক্রি করতে পারবে নির্মাতারা। তবে এটি তারকাদের কাছে পুরাতন অপশন। মার্কিন তারকা কিম কার্দাশিয়ানের প্রোফাইল আগেই এই অপশন রয়েছে। লকডাউনে অনলাইন মার্কেটপ্লেসের গুরুত্ব বেড়েছে। গ্রাহকদে কথা বিবেচনাকরে ইনস্টাগ্রামেবাড়তি সুযোগ হিসেবে 'অ্যাফিলেয়েট মার্কেটপ্লেস আনার কথা ভাবা হচ্ছে।

অন্য আরেকটি সংযোজন হলো স্লোমো। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা তাদের প্রকৃত বুমেরাং ভিডিওর স্পিড কমিয়ে আনতে পারবেন পারবেন। এছাড়া ইকো ফিচারের সাহায্যে ডাবল ভিশন ইফেক্ট তৈরি করা যাবে। অন্যদিকে ডুয়ো ফিচারের সাহায্যে বুমেরাংয়ের গতি কমানো ও বাড়ানো যাবে।

Level 2

আমি ইফাত শারমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস