যেভাবে পিসিতে TikTok ব্যবহার করবেন

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আপনি হয়তো অনেক দিন ধরেই পিসিতে TikTok করার ব্যর্থ চেষ্টা করেছেন! আর আমাদের মধ্য অনেকেই নাম না জানা এমন অনেক ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করে TikTok ব্যবহার করতে বা অ্যান্ড্রয়েড এমুলেটর ব্যবহার করে TikTok অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছিল, তবে এখন এত কষ্ট করার দিন শেষ, খুব সহজেই পিসিতে আপনি TikTok ব্যবহার করতে পারবেন।

অবশেষে, TikTok এখন পিসি অ্যাপ ভার্সন রিলিজ করেছে এবং এটি ব্যবহার করতে বাড়তি কোন অ্যাপ ইন্সটল করতে হবে না, আপনার পিসিতে থাকা ব্রাউজার অ্যাপ ব্যবহার করেই সরাসরি TikTok ব্যবহার করতে পারবেন। পিসিতে বেশিরভাগ ক্ষেত্রেই, এটি মোবাইল অ্যাপের মতোই কাজ করে, যদিও প্রথম বার TikTok এর পিসি ভার্সন ব্যবহার করতে আপনাকে ডেস্কটপ লেআউট মনোযোগ সহকারে অবলোকন করতে হবে অন্যথায় TikTok অপারেট করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া মোবাইল অ্যাপসে থাকা কিছু ফিচার ডেস্কটপ ভার্সনে ডিজেবল করা হয়েছে তবে যে ফিচারগুলো রয়েছে সেগুলোই ইউজারদের জন্য যথেষ্ট বলে আমি মনে করি।

আপনার পিসিতে TikTok ব্রাউজ করবেন যেভাবে

আপনার পিসি থেকে অ্যাক্সেস করতে হলে, TikTok.com এ যান। ওয়েব সাইটে গেলেই আপনি Watch Now বাটন দেখতে, তাতে ক্লিক করুন। ব্যাস আপনি আপনার পিসি থেকে TikTok এ অ্যাক্সেস করে ফেললেন, কি একদম সহজ না?

আপনি এই উপরের লিংকে গেলেই হোমপেজে প্রতিটি ভিডিওর প্যানেলে ক্লিক করে দেখতে পারবেন বা আরও কন্টেন্ট খুঁজে বের করতে উপরের সার্চ অপশনে সার্চ করতে পারেন।


আপনি যদি আগের ওয়েব সাইট ব্যবহার করে TikTok ব্যবহার করে থাকেন তাহলে জেনে থাকবেন যে, আগের TikTok ওয়েব ভার্সনে সার্চ করার অপশন ছিল না। ফলে আপনি কোন ট্যাগ বা বাক্যাংশ দিয়ে সার্চ করতে পারতেন না, তবে একটু বুদ্ধি খাঁটিয়ে আপনি সহজেই সার্চ করতে পারতেন নিচের দেখানো পদ্ধতি ব্যবহার করেঃ

https://www.tiktok.com/tag/এখানে-সার্চ-কি-ওয়ার্ড লিখলেই হয়ে যাবে।

তবে আগের ভার্সনে এই সার্চ ফিচার না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে ইউজাররা তাদের মোবাইল ডিভাইসে TikTok অ্যাপ ইন্সটল করে। তবে তাদের নতুন ওয়েব সাইটে সার্চ ফিচার রয়েছে তাই আপনি সহজেই যেকোন কন্টেন্ট সার্চ করে খুঁজে বের করতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে নিম্নে দেওয়া ওয়েব সাইটের লিঙ্ক ব্যবহার করে ম্যানুয়ালি যেকোন ইউজারের আইডি সার্চ করতে পারবেন - https://www.tiktok.com/@USERNAMEHERE।

আপাতত, আপনার পিসিতে TikTok ব্রাউজ করার জন্য এগুলোই হচ্ছে প্রধান এক্টিভিটি। আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে TikTok তাদের পিসি ভার্সনের সমস্ত লিমিটেশন দূর করে আরও সুন্দরভাবে ইউজার ফ্রেন্ডলি একটি ওয়েব অ্যাপ উপহার দিবে, সেই পর্যন্ত আপনি আমাদের এই গাইডলাইন বুকমার্ক করে রাখতে পারেন যাতে কোন সমস্যা পড়া মাত্রই আপনি সমাধান পেয়ে যান।

যেভাবে TikTok ভিডিও আপলোড এবং আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করবেন

আপনি মোবাইলের অ্যাপসের মতোই পিসিতে TikTok ভিডিও আপলোড করতে পারবেন এবং নিচে আমাদের দেখানো ধাপগুলো ফলো করেই আপনি সহজেই ভিডিও আপলোড করতে পারবেন। TikTok এ ভিডিও আপলোড করতে প্রথমে TikTok.com এ যান এবং উপরের ডান দিকে থাকা Upload বাটনে ক্লিক করুন।

উপরের ডানদিকে আপলোড বাটনটি ক্লিক করার পরে আপনি আপনার পূর্বের অ্যাকাউন্ট ব্যবহার করে লগইন করতে পারেন অথবা নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি যদি TikTok এ নতুন ইউজার হন, তাহলে আপনি লগইন করতে এবং অটোমেটিক্যালি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে Twitter অথবা Instagram এর মতো আরও স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

তবে আমরা প্রথমে TikTok অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিচ্ছি এবং অ্যাপ ব্যবহার করে আপনি ওয়েব সাইট থেকে আরও বেশি কন্ট্রোল করতে পারবেন। আপনি iOS অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে যান এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ ডাউনলোড করতে এই লিংকে যান। এছাড়াও আপনি কিভাবে TikTok ব্যবহার করবেন তার ব্যাসিক ধারণা নিতে গুগলে সার্চ করতে পারেন।

আপনি একবার সাইন ইন করা হয়ে গেলে, আপনি ভিডিও আপলোড করতে শুরু করতে পারবেন। যেকোন কন্টেন্ট আপলোড করার সময় স্ক্রিনের উপরের ডানদিকে আপলোড বাটনে ক্লিক করুন। আপলোড বাটনে ক্লিক করলে আপনাকে আপলোড পেইজে নিয়ে যাওয়া হবে। এরপরে আপনার কম্পিউটারে আপনার ফাইল ব্রাউজ করে সিলেক্ট করার জন্য Select a Video to Upload এরিয়াতে ক্লিক করুন অথবা ড্রাগ এন্ড ড্রপ করুন। আপনি যে ভিডিও আপলোড করতে চান তাতে নেভিগেট করুন ভিডিও ফাইল সিলেক্ট করুন এবং তারপরে অটোমেটিক্যালি আপলোড শুরু  হয়ে যাবে।

আপনি যদি TikTok এ নতুন হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি ৬০ সেকেন্ডের নিচের ভিডিও এবং 720×1280 রেজুলেশন বা এর থেকে বেশি রেজুলেশনের ভিডিও আপলোড করতে হবে। তাছাড়া প্রোট্রেইট মোডে শট করা ভিডিওগুলো সবসময়ই ভাল কোয়ালিটির হয় তবে ল্যান্ডস্কেপ মোডের ভিডিওগুলোও আপলোড করতে পারবেন। আর যখন আপনি কোন ল্যান্ডস্কেপ ভিডিও দেখবেন তখন ভিডিওর উপরে এবং নিচে কালো বার দেখতে পাবেন।

আপনার ভিডিও আপলোড হচ্ছে, এখন TikTok থেকে ভিডিওর ক্যাপশনটি এডিট করতে, ইউজারদের ট্যাগ করতে এবং হ্যাশট্যাগ যুক্ত করার কিছু অপশন দেখাবে। তো আপনি @ বা # এই দুটি চিহ্নের যেকোন একটি ব্যবহার করে আপনি ট্যাগগুলো খুঁজতে পারবেন।

আপনি যখন @ বা # এই দুটি চিহ্ন ব্যবহার করে টাইপ করা শুরু করবেন, তখন সাজেশনগুলো উপস্থিত হবে। আর এর মাধ্যমে আপনি জনপ্রিয় হ্যাশট্যাগগুলো সার্চ করে বের করতে পারবেন, কেননা একটি হ্যাশট্যাগ ব্যবহার করে কতটি TikTok ভিডিও টিউন করা হয়েছে তা সহজেই জানতে পারবেন।

আর TikTok এর বেশিরভাগ পাওয়ারফুল এডিটিং ফিচার ডেস্কটপ ভার্সনে পাবেন না। আপনি মিউজিক সিলেক্ট করতে পারবেন না যা কিনা TikTok এর অন্যতম একটি ফিচার এবং আপনি নিজে ভিডিওতে ক্যাপশন যুক্ত করতে পারবেন না। তবে, যারা তাদের মোবাইল থেকে ভিডিও আপলোড করতে সমস্যায় পরছেন তাদের জন্য TikTok এর ডেস্কটপ ভার্সন খুবই উপকারী।

তাছাড়া আপনি যদি TikTok এর সব ফিচার ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই পিসিতে একটি অ্যান্ড্রয়েড এমুলেটর ইন্সটল করে TikTok অ্যাপ ব্যবহার করতে হবে। তাহলেই আপনি TikTok এর মোবাইল অ্যাপের সমস্ত ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন।

যদিও এই পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে। এর একটি অসুবিধা হচ্ছে আপনি যখন কোন এমুলেটর ব্যবহার করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তখন TikTok প্রায়শই ক্রাশ করবে বা কোন কাজ করবে না - কারণ TikTok এর ডেভেলপাররা এমুলেটর ব্যবহার বন্ধ করার জন্য কঠোর চেষ্টা করে যাচ্ছে যাতে করে ইউজারদের ট্রাক করা যায়।

শীঘ্রই কি TikTok এর ফুল ফাংশনালিটির ডেস্কটপ ভার্সন আসবে?

TikTok ঠিক Instagram এর অনুরূপ পন্থা অবলম্বন করে TikTok এর ওয়েব ভার্সন তৈরি করেছে। তারা চাচ্ছে ওয়েব ভার্সনের চেয়ে ইউজাররা মোবাইলের অ্যাপ ইন্সটল করে ব্যবহার করুক তাই উদ্দেশ্যমূলক ভাবে ওয়েব ভার্সনের ফিচার লিমিট করে দিয়েছে।

দুর্ভাগ্যক্রমে, এর অর্থ এই দাঁড়ায় যে, TikTok এর ডেস্কটপ ভার্সনে সর্বদা মোবাইলের দুর্দান্ত ভিডিও এডিটিং ফিচারগুলো লিমিট করা থাকতে পারে। আর তাছাড়া অ্যান্ড্রয়েড এমুলেটর ব্যবহার করেও কন্টেন্ট আপলোড করাও খুবই কম কাজ করে। এছাড়াও Microsoft Store এ অনেকগুলো অ্যাপ্লিকেশান রয়েছে যা ডেস্কটপে TikTok এর সমস্ত ফিচার সাপোর্ট করার দাবি করে, তবে আমরা গবেষণার মাধ্যমে দেখেছি যে এখন পর্যন্ত সত্যিকারের TikTok এর মতো এমন কোন অ্যাপ্লিকেশান পাইনি।

তাহলে এর অর্থ কি? হয় অফিসিয়াল TikTok ওয়েব সাইটের লিমিটেড এক্টিভিটির পলিসি চেঞ্জ করতে হবে অথবা যদি TikTok আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ বা সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনাকে আপনার ওয়ার্কফ্লো পরিবর্তন করতে হবে যাতে আপনি সহজেই আপনার মোবাইল থেকে ভিডিওগুলো ট্রান্সফার করতে পারেন এবং আপনার মোবাইল থেকে ভিডিও আপলোড করতে পারেন সহজেই।

এই টিউনের গাইডলাইন যদি আপনাদের কাজে এসে থাকে তাহলেই টিউন করার সার্থক হবে। টিউনমেন্টে জানিয়ে দিন টিউন কেমন হয়েছে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা টিউন চাচ্ছেন সে বিষয়টি জানাতে ভুলবেন না।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস