আমরা যারা inter use করি তারা কমবেশী সবাই Google Translator এর সা্যেথ পরিচিত। Google Translator হল online এ ভাষা অনুবাদের একটি service। এখানে বিভিন্ন ভাষায় অনুবাদের ব্যবস্থা থাকলেও বাংলা ভাষায় অনুবাদ বা বাংলা ভাষা থেকে অন্য কোন ভাষায় অনুবাদের ব্যবস্থা নেই। অথচ বিশ্বের বিভিন্ন ভাষাভাষির মধ্যে বাংলা ভাষার স্থান চতুর্থ। (সূত্র: 2005 সালের ভাষা পরিসংখ্যান) বর্তমান বিশ্বে প্রায় 30 কোটির ও বেশী লোক বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষা, ত্রিপুরা, আসাম, এবং মায়ানমার, শ্রীলংকাতে ও কিছু লোক বাংলা ব্যবহার করে। এছাড়াও বিশ্বের প্রায় সকল দেশেই বাঙগালী বা ভাষাভাষির লোক বাস করে। এমন কি জাতিসংঘ ও বাংলা ভাষাকে আন্র্তজাতিক মাতৃভাষা হিসাবে পালন করে। বাংলাই একমাত্র ভাষা যা অর্জনের জন্য আমরা প্রাণ দিয়েছি। বাংলা ভাষায় web site এর ও অভাব নেই। বর্তমানে বিভিন্ন দেশের TV Chanel গুলো বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে। যেমন : National Geography, Discovery Chanel, Chinese Radio, এমন কি বিশ্বের বিখ্যাত TV Chanel এবং Radio Chanel B.B.C ও বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে। এত কিছুর পরও Google Translator তার অনুবাদে বাংলা ভাষার কোন স্থান রাখেনি। এটি আমাদের জন্য অবহেলা নয় কি? তবে আমি মনে করি এটি আমাদের জন্য অপমান জনক ও বটে। কারন বাংলা বিশ্বের চতুর্থ ভাষা হয়েও Google Translator এ স্থান পায় নি। অথচ কিছু ভাষা আছে যা সামান্য লোকে ব্যবহার করে তাও Google Translator এ স্থান পেয়েছে। যদিও English থেকে বাংলায় অনুবাদের জন্য অনুবাদক নামক সাইট আছে, কিন্তু অনুবাদ করলে অনেক সময় অর্খ এমন দাড়ায় যে যা অতি হাস্যকর মনে হয়। এ ছাড়া বাংলা থেকে অণ্য কোন ভাষায় অনুবাদের site আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা তা আমি জ্ঞাত নই। যাই হোক আশা করছি Google Translator সহসাই তার অনুবাদে বাংলা ভাষার স্থান নিশ্চিত করবে। আমদের আশা যেন বাস্তবে রুপ নেয়, সেই আশাই করছি।
আর একটি বিষয়, Google Translator কর্তৃপক্ষকে এ ব্যাপারে জ্ঞাত করার কোন পদ্ধতি আপনাদের জানা আছে কি? থাকলে শেয়ার করবেন। যদি থাকে তাহলে আমরা সকল টিউনার যথাযথ কর্তৃপক্ষকে Mail করলে তারা আবশ্যই ব্যাপারটা গুরুত্ব সহকারে নিবে।
আমি হয়ত পুরো ব্যাপারটা বুঝিয়ে লিখতে পারিনি। আশা করি আপনারা বুঝে নিবেন।
আমি abusufian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এর জন্য আসলে আমরাই দায়ী , গুগল নয় । কারন অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করার জন্য বাংলাদেশের লোকই গিয়ে ওদের অ্যাপ্লিকেশনে অনুবাদ করে দিয়ে আসতে হবে । গুগল এর এত দরদ নাই যে ওরা আমাদের জন্য বাংলা করে দিবে ।
তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে 😀