অনলাইনে AFK দিয়ে কি বোঝানো হয়? এবং আপনি এটিকে যেভাবে ব্যবহার করবেন

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

আপনি সম্ভবত অনলাইনে AFK এর ব্যবহার আগেই দেখেছেন। অথবা আপনার কোন সহকর্মী ওয়াশরুমে যাওয়ার জন্য আপনাকে একটি ম্যাসেজ পাঠিয়েছিলেন যাতে লেখা ছিল "brb afk"। এছাড়াও আপনি এই শব্দগুচ্ছ কে অনলাইন গেমস প্রায়শই ব্যবহার করতে দেখেছেন। এখন আপনাদের মনে নিশ্চই প্রশ্ন জেগেছে, এর অর্থ কি, এবং আপনি কীভাবে এটি ব্যবহার করতে পারেন? আপনার সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি এই টিউনকে সাজিয়েছি।

AFK এর মানে কি?

AFK এর পূর্ণরূপ হচ্ছে "away from keyboard"। এই শব্দগুচ্ছ দ্বারা এটাই বোঝান হয়ে থাকে যে, কেউ তাদের কম্পিউটার বা ডিভাইস রেখে অন্য কোন কাজে গিয়েছে এবং টেম্পোরারি বা এই মুহূর্তে তারা আপনার পাঠানো কোন ম্যাসেজের রিপ্লাই দিতে পারবে না। আর এই শব্দগুচ্ছের মাধ্যমে কেউ সম্পূর্ণরূপে অফলাইনে চলে গিয়েছে তাও বুঝাতে পারে।

সাধারণত, কেউ যখন 'AFK' টাইপ করেন তখন তারা বোঝাচ্ছেন যে তারা শীঘ্রই ফিরে আসবেন। তো এই শব্দগুচ্ছকে প্রতিদিনের এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে আপনি 'AFK' ব্যবহার করতে পারেন, যেমনঃ রেস্ট নেওয়ার সময় বা অন্য ছোট খাট বিরতি নেওয়ার সময় ইত্যাদি। আর এই শব্দগুচ্ছতি সাধারণত “BRB” (be right back) এর সাথে ব্যবহৃত হয়। সুতরাং, আপনি প্রায়শই এই শব্দগুচ্ছ গুলোকে দেখতে পাবেন যাকে সংক্ষেপে "brb afk" বলে।

একটু আগেই বলেছিলাম এটি অন্য একটি অর্থেও ব্যবহার করা হয়ে থাকে যেমনঃ সেই ব্যক্তি ইনএকটিভ বা অফলাইনে গিয়েছে। যদি কেউ আপনার সাথে কথোপকথনের সময় AFK সম্বলিত ম্যাসেজ সেন্ড করে তাহলে তারা কখন ফিরে আসবে সে সম্পর্কে আপনি নিশ্চিত ভাবে জানবেন না।

AFK এর উৎপত্তি

ইন্টারনেটে ব্যবহৃত ইনফর্মাল অন্যান্য অনেক সংক্ষিপ্ত শব্দগুলোর মতোই AFK 1980-90-এর দশকে অনলাইন IRC এর চ্যাটরুমে উৎপত্তি হয়েছিল। লোকেরা এই শব্দগুচ্ছটি ব্যবহার করে অন্যদের কে জানাতো যে তারা তাদের কম্পিউটার থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকবে। আর যাদের সাথে প্রায়শই চ্যাটিং করা হতো তাদেরকে লগ অফ করা থেকে বিরত রাখতে এটি করা হয়েছিল।

তবে বর্তমানে সময়ে আপনি যেকাউকে ম্যাসেজ করতে পারবেন এবং যেকোন সময়ে এর রিপ্লাই পাওয়ার আশাও করতে পারেন। এরপরেও, লোকেরা সমস্ত দিন তাদের কম্পিউটার বা ডিভাইস ব্যবহার নাও করতে পারে বা তারা সচরাচর ইন্টারনেটে সংযুক্ত নাও থাকতে পারে। আর এ কারনেই, আপনি যদি কোন কারনে বাইরে যেতে হয় বা অন্য কোন কাজে যুক্ত হওয়াতে তাদের ম্যাসেজের রিপ্লাই দিতে না পারেন সেক্ষেত্রে ভদ্রতা হিসেবে "AFK" এর মাধ্যমে তাদের কে জানিয়ে দেওয়া হত।

আর যখন AIM এবং Yahoo Messenger এর মতো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ প্রকাশ পেয়েছে তখন ইউজাররা তাদের ইউজার নেম এর নিচেই তারা তাদের বর্তমান মুড বা অবস্থা সম্পর্কে অন্যদেরকে আপডেট জানাতে পারতো। অতঃপর, লোকেরা প্রায়ই তাদের বর্তমান অবস্থা সম্পর্কে আপডেট জানাতে “AFK” ব্যবহার করত যা বর্তমানে ব্যস্ত থাকার সমার্থক শব্দ হয়ে গিয়েছে।

তাছাড়া Urban Dictionary অভিধানে AFK কে 2002 সালে যুক্ত করা হয়েছিল, যেখানে এটিকে “away from keyboard” সংজ্ঞায়িত করা হয়েছে। আর সেই থেকে এটি মূলত গেমিং কমিউনিটির ব্যপকতার কারনে এটি একটি বিস্তৃত ব্যবহৃত শব্দে পরিণত হয়েছে।

অনলাইন গেমিং এ "AFK" এর ব্যবহার

AFK যখন World of Warcraft এর মতো ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেরিং গেমস (MMORPGs) এ ব্যবহার শুরু করে ঠিক তখন থেকে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তবে, গেমিংয়ের ক্ষেত্রে AFK চ্যাটরুমের মত অর্থ প্রকাশ করে না, এর পরিবর্তে অনলাইন গেমস গুলোতে এটি সচরাচর ইনএকটিভ বা বর্তমানে খেলছেন না এমন প্লেয়ারদের বোঝাতে বেশি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদি কারও গেম এর এভাটারটি কিছু সময়ের জন্য ফ্রোজেন অবস্থা থাকে তাহলে অন্য খেলোয়াড় বলতে পারে যে সেই ব্যক্তি AFK। তবে হঠাৎ গেমস থেকে AFK হওয়া খুব ক্ষতিকারক হতে পারে, বিশেষকরে তাদের সাইন আপ করতে হবে যদি কেউ আগে থেকেই নির্দেশ না দেয়।

এছাড়াও AFK প্লেয়ারগুলো অন্য গেমারদের জন্য় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষকরে যখন টিম বেসড, প্রতিযোগিতামূলক MMOs গেম খেলার সময়, যেমনঃ Dota 2 বা Overwatch এর মতো গেমসগুলো খেলার সময় হঠাৎ ইনএকটিভ হওয়া টিমগুলো মারাত্মকভাবে পিছনে পরে যায়। এমনি এর কারনে কোন দলকে ম্যাচ ছাড়তেও হতে পারে।

আর এ কারণেই অনেক গেমসের এমন সিস্টেম রয়েছে যার মধ্যে জরিমানা বা খেলার নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভুক্ত থাকে; এটা এজন্যই করা হয় যাতে করে হঠাৎ AFK হয়ে যাওয়া খেলোয়াড়দের থেকে গেমস মুক্ত রাখা।

এছাড়াও Twitch লাইভে গেম স্ট্রিমিং এর সময় গেমারদের মধ্যেও AFK ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর যদি কেউ লাইভ স্ট্রিমিং করে তাদের কম্পিউটার ছেড়ে অন্য কোথাও যায় তবে প্রায়শই তাদের স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখায় যে তারা AFK তে রয়েছে। অতঃপর লাইভ চ্যাটে যারা নতুন জয়েন করবে তা নোটিফিকেশন দেখে সহজেই বুঝতে পারবে যে গেমার AFK তে আছে।

AFK এর ব্যবহার

যেহেতু AFK একটি ক্যাজুয়াল ইন্টারনেট শব্দগুচ্ছ, তাই এটি প্রোফেশনাল সিচিউয়েশনে ব্যবহার না করাই ভালো। এর পরিবর্তে আপনি এর এমন কিছু প্রতিশব্দ রয়েছে তা ব্যবহার করতে পারেন যেমনঃ ইনএকটিভ, অফলাইন বা লগ অফ ইত্যাদি।

আর আপনি যদি এটি আপনার দৈনন্দিন চ্যাটিং এ ব্যবহার করতে চান তাহলে AFK এর কার্যত কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলঃ

  • “Going AFK. Be back in five.”
  • “Don’t suddenly go AFK, or you might get a temporary timeout from the game.”
  • “I think our support is AFK. Should we quit this match?”
  • “John went AFK for a bit to get some air.”

এরকম আরও অনেক কিছু জানতে আমাদের সাথেই থাকুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 208 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি তে ভুল রয়েছে।

কারণ:

টিউন থাম্বনেইলে ইমেইজের সাথে মিলিয়ে, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকে First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করা হয়নি।

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, ইমেইজ থেকে জেনারেটকৃত কালার থেকেই First Rectangle Element এ প্রাইমারি কালার ও Second Rectangle Element এ সেকেন্ডারি কালার সেট করে দিতে হয়।

করণীয়:

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী, First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করুন যেন তা ইমেইজের সাথে মানান সই হয়। যেন ইমেইজের সাথে একটি দারুন কালার হারমনি বা কালার স্কিম তেরি হয়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার এমন নির্বাচন করবেন না যে তা দেখতে কটকটে দেখায়। First Rectangle Element ও Second Rectangle Element এর কালার যেন ইমেইজের সাথে মিলে একটি কালার স্কিম তৈরি করে যে অনুযায়ী Rectangle Element এর কালার নির্বাচন করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    জ্বি থাম্বনেইল টেমপ্লেট সমস্যার সমাধান করা হয়েছে আলহামদুলিল্লাহ