হোয়াটসঅ্যাপ শীঘ্রই ভয়েসবার্তা পাঠানোর আগে তা পর্যালোচনার সুযোগ দিবে

টিউন বিভাগ প্রতিবেদন
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো হোয়াটসঅ্যাপের নতুন সংযোজন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে অন্যতম একটি। একের পর এক নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এর সাবলীল মেসেজিং সুবিধার জন্য ইতোমধ্যেই বিপুল জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। প্রতিনিয়ত নতুন ফিচার যোগ করার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ আরো বাড়িয়ে তুলছে। চলুন, জেনে নেয়া যাক হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার সম্পর্কে।

ভয়েস বার্তা পর্যালোচনাঃ হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলির জন্য একটি নতুন বিষয় পরীক্ষা করছে যা একটি নতুন প্রতিবেদনে জানানো হয়েছে যে, ব্যবহারকারীরা তাদের পরিচিতদের কাছে ভয়েস বার্তা পাঠানোর আগে তাদের ভয়েস বার্তাগুলি দ্রুত পর্যালোচনা করতে পারবে। এটি এমন বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি যা বর্তমানে পরীক্ষার অধীনে রয়েছে এবং শীঘ্রই চালু হতে পারে বলে মনে করা হয়।

হোয়াটসঅ্যাপকে সম্প্রতি সর্বজনীন বিটা চ্যানেলে একটি ভয়েস বার্তা প্লেব্যাক বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখা গেছে যা ব্যবহারকারীরা ভয়েস বার্তাগুলির প্লেব্যাক গতি তিনটি বিকল্পের মধ্যে 1x, 1.5x এবং 2x ব্যবহার করে তাদের প্লেব্যাকের গতি বাড়িয়ে তুলবে। বিটাতে হোয়াটসঅ্যাপের বৈশিষ্ট্যগুলো পরীক্ষা করে এবং সেগুলি সম্পর্কে 'WABetalnfo'তথ্য প্রকাশ করে। 'WABetalnfo' রিপোর্ট বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে একটি 'রিভিউ' বোতাম যুক্ত হতে পারে, যা অ্যাপটি ব্যবহারকারীদের প্রেরণের আগে তাদের রেকর্ড করা ভয়েস বার্তা শোনার অনুমতি দেবে।

ফিচারটি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপে ভবিষ্যতের আপডেটে প্রকাশ হতে পারে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে ভয়েস বার্তাগুলির প্লেব্যাকের গতি বাড়ানোর জন্য একটি বৈশিষ্ট্যটিতে কাজ করছে যা অ্যান্ড্রয়েড বিটা ২.২১.৯.৪ এর জন্য হোয়াটসঅ্যাপে সংক্ষেপে সক্ষম হয়েছিল। প্লেব্যাক পেস চিত্রটি ভয়েস বার্তাগুলির যথাযথভাবে উপস্থিত হয়েছিল যা গ্রাহকদের প্লেব্যাক গতি বাড়িয়ে তুলতে সক্ষম করেছে - যদিও কম নয় - ইভেন্টটি ভয়েস বার্তাগুলি যা তাদের সবচেয়ে ভাল লেগেছে।

চ্যাট স্থানান্তরঃ নতুন অন্য একটি ফিচার প্রক্রিয়ায় রয়েছে তা হলো আইওএস এবং অ্যান্ড্রয়েডের মধ্যে চ্যাট স্থানান্তর সুবিধা। এই ফাংশনটি আইওএসের জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরে অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপে লক্ষ্য করা গেছে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস এবং ইন্টারনেট / ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলিতে অদৃশ্য হয়ে যাওয়া বার্তাগুলির জন্য ২৪ ঘন্টার বিকল্পটি পরীক্ষা করছে। এই বিকল্পটি এমন কোনও বৈশিষ্ট্যে যুক্ত হতে পারে যা ব্যবহারকারীদের বার্তাগুলো মুছে যাওয়ার জন্য এক সপ্তাহের টাইমার সেট করা হতে পারে।

হোয়াটসঅ্যাপে এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি কোন নির্দিষ্ট কন্টাক্ট বা গ্রুপের জন্য চালু রাখা হলে তা ৭ দিন পরেই তা মুছে যায়। আর এই ৭ দিনই ছিল ন্যূনতম সময় স্বয়ংক্রিয়ভাবে মেসেজ গুলো মুছে ফেলার জন্য। এই ৭ দিনের সময়সীমা কে কমিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মেসেজ মুছে যাওয়ার নতুন ফিচারটি যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটস্যাপে নতুন ফিচারটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে, এই ২৪ ঘন্টার মেসেজ মুছে ফেলার ফিচারটি আসার পর কি পূর্বের ৭ দিনের অপশনটি তুলে নেওয়া হতে পারে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে, নতুন ফিচার যুক্ত হলে পূর্বের ৭ দিনের অপশনও থাকবে। সুতরাং, ব্যবহারকারীদের দুইটার মধ্যে যেকোন একটি ব্যবহার করার সুযোগ থাকবে।

অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েভ, ডেস্কটপ সহ সব জায়গাতে ফিচার নিয়ে আসা হবে। হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে জানানো হয়েছে আরো নতুন ফিচার ভবিষ্যতে নিয়ে আসা হবে। আর এই ফিচারটির সাহায্যে ম্যাসেজের মতোই ছবি ও ভিডিও একটা সময় পরে নিজে থেকে ডিলিট হয়ে যাবে।

 

Level 2

আমি ইফাত শারমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস