ধর্ষকদের ছবি এবং পরিচয় নিয়ে তৈরী হয়েছে ডাটাবেজ ভিত্তিক ওয়েব সাইট। যার টাইটেল হল ধর্ষক ডাটাবেজ এবং ওয়েব অ্যাড্রেস dhorshok.com এই ওয়েব সাইটে রয়েছে ধর্ষকদের ঠিকানা, ছবি, নাম, গ্রেফতারের তারিখ, সর্বশেষ বিচার ব্যবস্থার তথ্য এবং ঘটনার বিস্তারিত। যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে।
ধর্ষণ যেন আজকাল রোজকার স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ৯ মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫ টির বেশী। এর মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটেছে ২০৮ টি। ধর্ষিতাকে হুমকি, বিচারকার্যে বিলম্ব, জামিনে ধর্ষকের স্বাভাবিক বিচরণ সব মিলিয়ে কোনভাবেই কমছেনা ধর্ষণ।
কিছুদিন পার হলে আমরাও যেন ভুলি যাচ্ছি ধর্ষকের চেহারা, ভুলে যাচ্ছি ধর্ষিতা মা-বোনের কান্না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিল পাশ হলেও, তাতে যেন ভ্রুক্ষেপ নেই নরপশু গুলোর।
ধর্ষক ডাটাবেজ ওয়েব সাইট ডেভেলপমেন্টের মূল্য উদ্দেশ্য ধর্ষকদের মনে রাখা এবং একই সাথে ধর্ষণ রোধে কাজ করা। ধর্ষণের মত জঘন্য কাজ যারা করে তাদেরকে প্রজন্মের পর প্রজন্ম যেন ঘৃণার সহিত মনে রাখে সেই চেষ্টায় কাজ করছে একদল তরুণ প্রোগ্রামার।
ধর্ষক ডাটাবেজ ওয়েব সাইট নিয়মিত আপডেট হচ্ছে। যুক্ত করা হচ্ছে ধর্ষকদের ছবি, নাম পরিচয় সহ বিস্তারিত তথ্য। ভিজিটরদের নেভিগেশনের সেরাটা দিতে কাজ করে যাচ্ছে ডেভেলপার টিম। হোমপেজে রয়েছে জেলা অনুযায়ী ফিল্টার করে ধর্ষক খুঁজে বের করার সুবিধা।
ধর্ষকদের ছবি, নাম পরিচয় নিয়ে তৈরী ওয়েব সাইট ধর্ষক ডাটাবেজ ভিজিট করতে এখানে ক্লিক করুন। শেয়ার করুন পরিচিত জন আর বন্ধুদের সাথে। জানিয়ে দিন যে এখন আর ধর্ষণ করে পার পাওয়া যাবেনা।
আমি ধর্ষক ডাটাবেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ ওয়েবসাইট তবে আরও কিছু আসামীর ডোশিয়ে নাই দেখলাম।