আমি মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ), আমি সাঈদ নামেই বেশি পরিচিত। জন্ম থেকে সাতক্ষীরা জেলার, তালা থানার তেতুলিয়া ইউনিয়ানের শিরাশুনী গ্রামে, গ্রামের বাড়িতেই বড় হয়ে উঠা এবং বাড়িতেই থেকে শিরাশুনী পশ্চিম পাড়া বেসরকারী রেজী: প্রাথমিক স্কুল থেকে ক্লাস ফাইভ এবং সুভাষিনী হাই স্কুল থেকে ২০০৫ সালে এস.এস.সি এবং সৈয়েদ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০০৭ সাথে এইচ.এস.সি পরীক্ষায় পাশ করি এবং ২০০৭ সাল পর্যন্তই গ্রামের বাড়িতেই থাকা। তারপর থেকে খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হওয়া এবং ক্যাম্পাসে থেকে পড়াশুনা করা ব্যবস্থাপনা বিষয় নিয়ে বি.বি.এস এবং এম.বি.এস পড়াশুনা শেষ করি সেখান থেকে বি.বি.এস চতুর্থ বর্ষে পড়া অবস্থায় ২০১১ তেই চাকুরির জন্য পাড়ি জমানো ঢাকার শহরে তার আগেও অবশ্যই কিছু পার্টটাইম জব ও করেছি খুলনা সিটিতে। ঢাকাতে স্বনামধন্য কিছু গুপ অফ কম্পানীতে চাকুরী করছি। সর্বশেষ যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানে ২০১৪ এর আগষ্ট থেকে একই প্রতিষ্ঠানে চাকুরী করেছি প্রায় ৭ বছর। তাবে একটা কথা না বল্লেই নয় চাকুরীর পাশাপাশি মনে একটা জেদ ছিল যে বেশি দিন চাকুরী করব না, চাকুরী দিব যার ফলে স্বাধীন পেশাজীবী জগতে ভাল ভাবে দাড়াবার জন্য অনলাইনে জগতে কিছু একটা করার প্রত্যায়ে ২০১০ থেকে লেগে থাকলেও খুব বেশি ভাল করতে পারছিলাম না। প্রতিদিন আমার অফিস টাইমের পর বিজি হয়ে যেতাম আমার পার্সোনাল কাজ নিয়ে বাহিরে তেমন একটা সময় কাটানো বা আড্ডা দেওয়া আসলে আামার কোন দিন হয়ে ওঠেনী। তবে সারাদিন কম্পিউটারে বসে নতুন কিছু শিক্ষতে খুব ভাল লাগে তাইতো আস্তে আস্তে এস.এ.ও, এস.ই.এম. এম.এম.এম, ওয়েব ডিজাইন এন্ড ডেভোলপমেন্ট, ই-মেইল মাকেটিং, ইউটিউব মাকেটিং, প্রিন্ট অন ডিমান্ট, সিপিএ মাকেটিং, অ্যাফিলাইট মাকেটিং, ডিজিটাল মাকেটিং, আইটি এর উপরে বেশ ভাল দক্ষতা যেমন সি.সি.এন.এ. এর কাজও শিক্ষা, সর্বশেষ ড্রপশিপিং এবং ই-কমার্স বিজনেস শিক্ষা এবং অন্রদের শিক্ষানোর সামন্য চেষ্টা করার লক্ষ্যে ফাইনালী কাজ করে যাচ্ছি। সাথে আইটি এজেন্সি প্রতিষ্ঠা করেছি http://www.siamdigitalit.com এবং বাংলাদেশে ই-কর্মাস বিজনেস এর জন্য http://www.epop.com.bd এই দুইটা প্রতিষ্ঠান গঠন করা এ ছাড়া সারা বিশ্বব্যাপি ড্রপশিপিং এর বিজনেস করার জন্য আরও চারটা ওয়েব স্টোর নিয়ে কাজ করে যাচ্ছি সাথে এখন মুটামুটি ১২-১৫ জনের মত লোক কাজ করছে আমার সাথে। আমার সকল কাজ এখনও রিমোটলী চলছে তবে আশা আছে খুব তাড়াতাড়ি অফিস নিয়ে নিব।
আমার খুবই ভাল লাগে নতুন নতুন কিছু শিক্ষতে এবং শিক্ষাতে তারই ধারাবাহিকতায় আমি অনেককে কাজ শিক্ষানোর জন্য মেন্টরিং করছি গত ২০১৫ থেকে যেখানে এখন পযর্ন্ত ৬ টি বিষয়ের উপরে শিক্ষা দিয়ে আশাকরি আরও ভাল কিছু করব এবং নিজের বলার মত একটা গল্প তৈরি করব ইনশাল্লাহ। প্রতিনিয়ত কাজ শিখছি এবং কাজ করছি সাথে অন্যদেরও শিক্ষাক্ষানো সামান্ন চেষ্টা করে যাওয়া। আপনারাও যারা ঘরে বসে আছেন এবং যারা আমার মত চাকুরী করতে চান না বা ভাল লাগে না তারা একটু সময় নিয়ে যেকোন একটা কাজ শিক্ষে ফেলেন এবং শুরু করে দিন মুক্ত পেশা। আপনাদের কে স্বাগতম জানাছি এই সেক্টরে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে আমার এই কিচ্ছা পড়ার জন্য। আর হা আপনার মতামত জানাতে ভুলবেন না। যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি মোঃ সাহিদুল ইসলাম। CEO & Founder, Amazon Seller, Dropshipping & Digital Content Creator, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি মোঃ সাহিদুল ইসলাম (সাঈদ), জন্ম থেকে গ্রামের বাড়িতেই বড় হয়ে উঠা এবং গ্রামের বাড়িতেই থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পড়াশুনা শেষ করি। তারপর পাড়ি জমানো খুলনা শহরে সেখান ব্রজলাল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি হওয়া এবং ব্যবস্থাপনা বিষয় নিয়ে বি.বি.এস এবং এম.বি.এস পড়াশুনা শেষ করি যথাকরি ২০১১ ও ২০১২ সালে পাসিং ইয়ার...